নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি দুষ্টু প্রকৃতির না হলে আমার ব্লগে মজা পাবেন না।

ঘুড্ডির পাইলট

আমি পাইলট তবে বিমানের না ঘুড্ডির।আমি গতীময়, দুর্গম,অজেয়, ক্লান্ত কিন্তু বিরতীহিন। https://www.facebook.com/rafatnur81/

ঘুড্ডির পাইলট › বিস্তারিত পোস্টঃ

ফেরিওয়ালাদের হতে পানি কিনে খাওয়া প্রসংগে

২৬ শে মে, ২০১৭ সকাল ১১:৪৫

বর্তমানের এই গরমের মধ্যে পেটের দায়ে আমাদের বিভিন্ন যায়গায় কাজে যাইতে হয় । অসচেতন আমরা অনেকেই বাসা থেকে ব্যাগে করে পানির বতল বহন করি না। অনেকে আবার ফুটানির কারনেও বতল বহন করে না ! X(
বাসের মধ্যে বা পথে ঘাটে হঠাৎ পানির পিপাসা পাইলে আমরা ফেরিওয়ালাদের থিকা পানি কিন্না ঢক ঢক কইরা গলায় ঢাইলা দেই !

আমার এক কাজিনও সেইম কাজটা করছিলো! মতিঝিল শাপলা চত্তর দিয়া বাসে উঠে পানি গিলছে , বাস দিয়া নামার কথা আছিলো খিলগাও কিন্তু নামতে হইছে অজ্ঞ্যান অবস্থায় মেরাদিয়া হাটের পাশের মাঠে। পকেটে থাকা ৬০ হাজার টাকা গায়েব।এর পরবর্তি ৪ দিন হসপিটালেরর আইসি ইউতে ছিলো কাউরে চিনতে পারে না , নিজের পোলারে ডাকে ভাই এমন অবস্থা। তাই সকলে চেস্টা করবেন এই গরমে বেশি বেশি নিরাপদ পানি পান করতে এবং বাসা থেকে পানির বতল বহন করার চেস্টা করবেন। আর ১৫ টেকায় হাফ লিটার পানি খাওনের কোন মানে নাই টেকা গাছে ধরে না ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৭ দুপুর ১২:২২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: একটা সিরিয়াস ব্যাপার তা নিঃসন্দেহে।এটি নিয়ে আরো বিস্তারিত কিছু আশা করা যেতেই পারে।
তবুও ধন্যবাদ,একটি সময়োপযগী পোষ্টের জন্য।
অফটপিক:আপনাদের মত পুরাতন ব্লগারদের ব্লগে দেখে আনন্দিত। :)

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ ফয়েজ ভাই

২| ২৬ শে মে, ২০১৭ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: আমাদের আরও সচেতন হতে হবে।

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ঠিক বলছেন ভাই কেমুন আছেন ?

৩| ২৬ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৭

কানিজ রিনা বলেছেন: এই গরমে বেশ ভাল একটা পোষ্ট দিয়েছেন।
ধন্যবাদ।

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন: উপকৃত হলে পোস্ট স্বার্থক

৪| ২৬ শে মে, ২০১৭ রাত ৮:২৮

সুমন কর বলেছেন: কখনো খাই না !!

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন: আমি জানার পর খাই না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.