নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি দুষ্টু প্রকৃতির না হলে আমার ব্লগে মজা পাবেন না।

ঘুড্ডির পাইলট

আমি পাইলট তবে বিমানের না ঘুড্ডির।আমি গতীময়, দুর্গম,অজেয়, ক্লান্ত কিন্তু বিরতীহিন। https://www.facebook.com/rafatnur81/

ঘুড্ডির পাইলট › বিস্তারিত পোস্টঃ

বাংলার চিকুন গুনিয়ার রোগী এক হও ।

০৭ ই জুন, ২০১৭ রাত ৯:২৭

বর্তমান সময়ের একটি প্রেস্টিজিয়াস অসুস্থ্যতা হইলো চিকুন গুনিয়া। এই জ্বর না হইলে নাকি সমাজ মেনে নেবে না। এই মুহুর্তে দুই কিসিমের জ্বর মহামারী ও মারা মারি আকাড় ধারন করছে।
আসেন জাইনা লই
চিকুন গুনিয়া জ্বর হলে কেমনে বুজবেন?

- এই জ্বর হইলে শইল কাপায়া জ্বর আইবো
- জ্বরের সাথে সাথে বোনাস স্বরুপ মাথা বেদনা
- সারা শইলে বেথা হইবো মনে হইবো বস্তায় ভইরা লাডি দিয়া পিটাইছে, প্রতিটা জয়েন্টে জয়েন্টে বেথা , পায়ের তলায় পর্জন্ত বেথার ঠ্যালায় হাটতারবেন না
- বমি বমি ভাব হইবো সাথে খাবারে অরুচী
- অনেকের হঠাৎ কইরা প্রেসার লো হয়ে যাইতে পারে
- প্যারাসিটামল নাপা ট্যাবলেট খাইলে জ্বর কমবে কিন্তু আবারও জ্বর ফেরত চইলা আসবো

এই জ্বর হইলে করনীয় কি ?
- প্যারাসিটামল ছারা আর কোন ট্যাবলেট যেমন এন্টিবায়োটিক এসপিরিন জাতীয় ওষুধ ভুলেও খাইবেন না
- প্রচুর পানি ও তরল খাবার খাইবেন , স্যুপ জুস খাইবেন
- প্রচুর বিশ্রাম নিবেন রৈদে বাইর হইবেন না
- সারাদিন বাসায় বইসা ব্লগ আর ফেসবুক চালাইবেন অথবা মুভি দেখবেন বা ঘুমাইবেন

অভিজ্ঞতা থিকা বলতাছি , এই জ্বর হইলে ৩/৫ দিনের মধ্যে জ্বর ভালো হয়ে যায় । কিন্তু শইলের বেথা থাকে কম হলেও ১২/১৪ দিন। মুখের রুচী ফিরতেও টাইম লাগে। প্রচুর ফল ফ্রুট ভিটামিন সি খাইতে হইবো । ভিটামিন সি বেশি খাইলে আবার পেট পাতলা হইতে পারে। বেশি বেশি খাওয়া দাওয়া ও রেস্ট নিবেন। শরীরে এলার্জির মতো রেশ উঠতে পারে চুলকাইবেন না ।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব ভুগতেছি । এত কষ্ট । আল্লাহ মাফ করুন। রেশ উঠেছে এখন-জ্বর শেষে
রুচি তো নাই-ই
দাড়ালেই মাথা ঘুরে :( অস্থির লাগে বেশী

০৭ ই জুন, ২০১৭ রাত ১০:৪৪

ঘুড্ডির পাইলট বলেছেন: সারাদিন বাসায় বইসা ব্লগ আর ফেসবুক চালাইবেন অথবা মুভি দেখবেন বা ঘুমাইবেন

২| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:৪১

গেম চেঞ্জার বলেছেন: ওরেহঃ এই তাইলে সিচুয়েশন!!

০৭ ই জুন, ২০১৭ রাত ১০:৪৪

ঘুড্ডির পাইলট বলেছেন: মনে হয় যেন রিমান্ড খাইটা আইলাম

৩| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:

" সারাদিন বাসায় বইসা ব্লগ আর ফেসবুক চালাইবেন অথবা মুভি দেখবেন বা ঘুমাইবেন "

-এটা কি টোকাইদের জন্যও প্রয়োজ্য?

০৭ ই জুন, ২০১৭ রাত ১০:৪৫

ঘুড্ডির পাইলট বলেছেন: হেরা টিপির শোরুমের সামনে বসে টিপি দেখে

৪| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:

ব্লগার "কাজী ফাতেমা ছবি"র সুস্হতা কামনা করছি

০৭ ই জুন, ২০১৭ রাত ১০:৪৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ফলফ্রুট নিয়া দেখবার যান মিয়া , যার যার চিকুন গুনিয়া হইছে

৫| ০৭ ই জুন, ২০১৭ রাত ১০:৪৭

সুমন কর বলেছেন: বেশ মজা করে লিখেছেন। তবে সাবধানে থাকবেন।

০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: সাবধান আর কেমনে থাকুম আমি অলরেডি আক্রান্ত :(

৬| ০৮ ই জুন, ২০১৭ রাত ১২:০৬

এডওয়ার্ড মায়া বলেছেন: যা গো চিকুন গুনিয়া হয় নাই তারা কি এক হইতে পারব :)

০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: না না শুধু মাত্র চিকুন গুনিয়া রোগীরা এক হইবো ।

৭| ০৮ ই জুন, ২০১৭ ভোর ৪:১১

মনিরা সুলতানা বলেছেন: আসলেই যা শুনতাছি এই গুনিয়া নিয়া রীতিমত ভয়ের !
আপনের পোষ্ট উপকারী ।

০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: সাবধানে থাকবেন আপা খুব বাজে রোগ

৮| ০৮ ই জুন, ২০১৭ ভোর ৫:৫৭

বৃতি বলেছেন: কিছুদিন পর পর নিত্যনতুন অসুখের উদ্ভব :( চিকুন গুনিয়ার রোগীরা আশা করি উপকৃত হবেন আপনার পোস্ট থেকে।

০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: আমার কি মনে হয় জানেন ? এই গুলা সব উন্নত বিশ্বের রিসার্চ এর ফল

৯| ০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: @ নূপুর মৃদুলা

আপ্নে লিখছিলেন কি ? মুইছা দিলু কেনু মডু ? :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.