নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি দুষ্টু প্রকৃতির না হলে আমার ব্লগে মজা পাবেন না।

ঘুড্ডির পাইলট

আমি পাইলট তবে বিমানের না ঘুড্ডির।আমি গতীময়, দুর্গম,অজেয়, ক্লান্ত কিন্তু বিরতীহিন। https://www.facebook.com/rafatnur81/

ঘুড্ডির পাইলট › বিস্তারিত পোস্টঃ

যে প্রানীগুলো সম্বন্ধে আপনি হয়তো জানেন না!

০৮ ই জুন, ২০১৭ রাত ১১:৪৫

পৃথিবীতে এমন কিছু প্রানী আছে যার সম্পর্কে আমরা খুব কম জানি । অনেক প্রানী আমরা দেখিও নাই । সৃস্টিকর্তার অসীম কৃপায় কত শত প্রানী এই পৃথিবীতে বিচরন করছে কে জানে ? আসুন আজ কয়েকটি প্রানীর সাথে পরিচয় করিয়ে দেই যেগুলো সম্পর্কে আপ্নি হয়তো আগে জানতেন না ।


ব্লু ড্রাগনঃ



বৈজ্ঞানীক নাম Glaucus atlanticus সাধারনত একে ব্লু ড্রাগন নামে ডাকা হয় । লম্বায় এই জলজ প্রানীটি তিন সেন্টিমিটার বা দেড় ইঞ্চি হয়ে থাকে । নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমন্ডলীয় জলের অঞ্চলে এদের দেখা পাওয়া যায় ।

স্বচ্ছ পাখার প্রজাপতিঃ



বৈজ্ঞানীক নাম Greta oto । প্রসারিত অবস্থায় এধরনের প্রজাপতির পাখার দৈর্ঘ্য ৫.৬ সেন্টিমিটার হতে ৬.১ সেন্টিমিটার পর্জন্ত হয়ে থাকে। মেক্সিকো , পানামা , কলোম্বিয়া এ ধরনের প্রজাপতির দেখা পাওয়া যায় ।

লেংটু ইদুরঃ



বৈজ্ঞানীক নাম naked mole-rat । অদ্ভুত এই ইদুরের গায়ে অন্যান্য ইদুরের মতো লোম নেই ! এগুলো সাধারনত ৮ থেকে ১০ সেন্টিমিটা লম্বা ও ৩০ থেকে ৩৫ গ্রাম ওজন সম্পন্ন হয়ে থাকে । দল বেধে বসবাসকারী এই ইদুরদের প্রধান হচ্ছে রানী যার ওজন সাধারনত ৫০ গ্রাম হয়ে থাকে । ছোট ছোট চোখ হওয়ায় এদের দৃস্টি শক্তি খুব খারাপ । এদের পা খুব ছোট ও চিকন হলেও এরা দ্রুত সামনে ও পেছনের দিকে ছুটতে পারে যা অন্য জাতের ইদুর পারে না ।

ইয়েতি কাকরাঃ



অদ্ভুত দেখতে এই কাকরার বৈজ্ঞানীক নাম Kiwa hirsute । রহস্যময় ইয়েতির সাথে এর অনেক সাদৃশ্য থাকায় লোকে ইয়েতি কাকরা বলে ডাকে । সাউথ পেসিফিক সাগরে এই ধরনের কাকরা দেখতে পাওয়া যায় । এই ধরনের কাকরা সাধারনত ১৫ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে । এর পুরো শরীর লোমে সাদা লোমে আবৃত থাকে।

রাজকীয় ঝুটির পাখিঃ



এই পাখিটি বিষয়ে খুব বেশি কিছু জানি না তবে এর বৈজ্ঞানীক নাম royal flycatchers বলে শুনেছি ।

গোবি ইদুরঃ



এর বৈজ্ঞানীক নাম Gobi jerboa চায়না ও মঙ্গোলিয়ায় এর দেখা পাওয়া যায় । নাতিশীতোষ্ণ তৃণভূমি এবং নাতিশীতোষ্ণ মরুভূমিতে এরা থাকতে পছন্দ করে । অদ্ভুত এই প্রানীটি প্রথম আবিষ্কার করেন গ্লোভার মরিল এলেন, ১০২৫ সালে গোবি মরুভুমিতে এর দেখা পাওয়ায় এর নাম দেয়া হয় গোবি জেরবোয়া । ৬ বছরের মতো আয়ুস্কাল নিয়ে এরা পৃথিবীতে বেঁচে থাকে ।

প্রানীগুলোর তথ্য ও ছবিঃ
১. এনিমেল এনসাইক্লোপেডিয়া (ন্যাশনাল জিওগ্রাফি)
২. দ্যা উইং (এপ্রেলিন পাইক)

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৭ রাত ১২:৩০

এডওয়ার্ড মায়া বলেছেন: মজার পোষ্ট :)
ইয়েতি কাকড়া খাওন যায়নি ?

০৯ ই জুন, ২০১৭ দুপুর ১:০২

ঘুড্ডির পাইলট বলেছেন: খাওন যাইতো না , আপ্নে লোকালডি খান ভাউ

২| ০৯ ই জুন, ২০১৭ রাত ১২:৩৬

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: অসম্ভব সুন্দর। যা আগে কখনো দেখিনি এবং ধারনাও ছিলোনা।

০৯ ই জুন, ২০১৭ দুপুর ১:০৩

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য :)

৩| ০৯ ই জুন, ২০১৭ রাত ১২:৪২

ক্লে ডল বলেছেন: আশ্চর্য!!!!

ধন্যবাদ আপনাকে, এমন অদ্ভুত প্রাণী দেখানোর জন্য।

০৯ ই জুন, ২০১৭ দুপুর ১:০৩

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ :)

৪| ০৯ ই জুন, ২০১৭ রাত ১২:৪৬

গেম চেঞ্জার বলেছেন: গোবি ইদুর দেখে Priest ছবির কথা মনে পড়ে গেল। ভিলেনের দলের ঐ ভ্যাম্পায়ার গুলো এইরকম করেই অনেকটা দেখতে~!

এই ধরণের পোস্ট আমি ভালু পাই!! (+)

০৯ ই জুন, ২০১৭ দুপুর ১:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নার লেখাটা পড়ে ভাবলাম একটা ব্লগ পোস্ট দেই।

৫| ০৯ ই জুন, ২০১৭ রাত ১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: ব্লু ড্রাগন পছন্দ হইছে ঘুপা ভাই !!

০৯ ই জুন, ২০১৭ দুপুর ১:০৫

ঘুড্ডির পাইলট বলেছেন: একটা একুরিয়ামের মধ্যে রাইখা দিতে পারেন , তবে খানা দানা কি খায় সেইটা জানি না । :)

৬| ০৯ ই জুন, ২০১৭ রাত ২:০৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: তোরা যে যা বলিস ভাই,
আমার গোবি ইদুর চাইইই। :D
ব্লু ড্রাগন আর স্বচ্ছ ডানার প্রজাপতি কি এই দেশে আছে???

০৯ ই জুন, ২০১৭ দুপুর ১:০৬

ঘুড্ডির পাইলট বলেছেন: না ভাই এই দেশে নাই , তবে অই দেশ থিকা ধরে নিয়ে আসতে পারবেন। অথবা কাটাবনে গোবি ইন্দুর নিয়া আলাপ করা যায় , যেসব দোকানে গিনিপিগ সেল করে।

৭| ০৯ ই জুন, ২০১৭ রাত ২:৫১

নূর আলম হিরণ বলেছেন: এর কোনোটাই মনে হয় আমাদের দেশি নেই! ভালো লাগলো তথ্যগুলো জেনে :)

০৯ ই জুন, ২০১৭ দুপুর ১:০৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ট্রান্সপারেন্ট পাখনা অলা প্রজাপতি দেখছিলাম , তবে এমন পাখনা অলা ফরিং কিন্তু আছে , ছবি সংগ্রহে ছিলো না তাই বিবরন দেই নাই ।

৮| ০৯ ই জুন, ২০১৭ রাত ৩:৫৫

সচেতনহ্যাপী বলেছেন: গোবি ইঁদুরই খাইলো সব!!

০৯ ই জুন, ২০১৭ দুপুর ১:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ইদুরের একটা ক্ষুদ্র সংস্করন গ্রামে দেখা যায় , তবে সেটা গোবি ইন্দুর না।

৯| ০৯ ই জুন, ২০১৭ রাত ৮:০৪

সুমন কর বলেছেন: ভালো পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৯ ই জুন, ২০১৭ রাত ১১:৩৯

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ , লেখাটি আমার ব্যাক্তিগত ব্লগে পোস্ট করেছিলাম আরও আগে ।

১০| ০৯ ই জুন, ২০১৭ রাত ৯:৪১

তারছেড়া লিমন বলেছেন: সিরাম হৈচে ভাউ..............

০৯ ই জুন, ২০১৭ রাত ১১:৪০

ঘুড্ডির পাইলট বলেছেন: ভায়ে আছেন কিরাম ?

১১| ১০ ই জুন, ২০১৭ রাত ২:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: বাইট্টা ইন্দুর!!

১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৮

ঘুড্ডির পাইলট বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.