নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি দুষ্টু প্রকৃতির না হলে আমার ব্লগে মজা পাবেন না।

ঘুড্ডির পাইলট

আমি পাইলট তবে বিমানের না ঘুড্ডির।আমি গতীময়, দুর্গম,অজেয়, ক্লান্ত কিন্তু বিরতীহিন। https://www.facebook.com/rafatnur81/

ঘুড্ডির পাইলট › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের কয়েকটি ব্যায় বহুল ওয়েব সাইট

১১ ই জুন, ২০১৭ দুপুর ২:২০

মানুষের ইন্টারনেট জীবনের বিলাসিতা সম্পর্কে আমাদের ধারনা কতোটুকু ? যারা একটু ধনবান তারা আমাজন হতে পন্য ক্রয় করে আর আমাদের মতো যাদের উপার্জন ভালো না তারা বিক্রয় ডট কম হতে পুরান সেকেন্ড হ্যান্ড প্রডাক্ট কিনে। মোটামুটি প্রয়োজনে সহজ ডট কম হতে আমরা টিকিট বুকিং দেই । ৩০০ টাকায় নেট কিনে ফেসবুকিং করি এই তো আমাদের বিলাসি জীবন। কিন্তু এমন কিছূ ব্যায় বহুল ওয়েব সাইট আছে যা শুনলে আপনি সত্যি ই অবাক হবেন। আসুন দেখে নেই কিছূ ব্যয়বহুল ওয়েব সাইট।

রিচকিড্স সোশ্যাল নেটওয়ার্কঃ

ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্ক কিন্তু কেবল মাত্র ধনবানদের জন্য । সাইটের রেজিঃ ফি প্রতি মাসে ১০০০ ইওরো , জি হ্যা ঠিকই শুনছেন এক হাজার ইওরো , সাইটে লেখা রয়েছে “ If it’s too much for you, it’s not for you. “
সাইট টির লিংক – https://richkids.life/membership


জেমস এডিশনঃ

‘জেমস এডিশন’ নামে একটা ওয়েবসাইট আছে, যেটা মিলিয়নিয়ারদের আমাজান। এখানে আপনি ১৮ মিলিয়ন ডলারের প্রাইভেট জেট,১৫ মিলিয়ন ডলারের ইয়ট, লেটেস্ট এস্টন মার্টিন বন্ড এডিশন কার সব কিছু কিনতে পারবেন! ওহ,ব্যাটম্যান মুভির সেই কালো গাড়িটার কথা মনে আছে তো? সেটাও পাওয়া যায়, দাম মাত্র ১০ মিলিয়ন ডলার! আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, এখানে অরিজিনাল একে-47 দিয়ে তৈরি চেয়ারও পাওয়া যায়!

সাইট টির লিংক – https://www.jamesedition.com/

অনলাস্কিঃ

এটি একটি ডেটিং সাইট , এর ৪১% মেম্বার মিলিয়নিয়ার । আপনি এখানে মেম্বার হতে চাইলে সাইট কতৃপক্ষ আপনার ছবি, ইনকাম ভেরিফাই করবে তারপর আপনি মেম্বার হতে পারবেন!শুনে অবাক হবেন, লাক্সি কিছুদিন আগে তাদের ৪০০০০ মেম্বারকে ব্যান করেছে,কারন তারা নাকি দেখতে মোটেও সুন্দর না।

সাইট টির লিংক – https://www.onluxy.com/

কুইন্টএসেনশিয়ালঃ

এটি অনেকটা ইভেন্ট ম্যানেজমেন্ট টাইপের ওয়েব সাইট । বিশ্বের ৬০ টি শহরে তাদের সার্ভিস আছে। আপনি বিয়ের অনুষ্ঠানটি পিরামিডের ভেতরে করতে চান ? অথবা লন্ডন ব্রিজের উপরে ? তারা এরেঞ্জ করে দিবে। একবার তো সিডনি হার্বার ব্রিজ বন্ধ করে দিয়েছিলো শুধু একটা বিয়ের অনুষ্ঠানের জন্য।

সাইট টির লিংক – https://www.quintessentially.com/

বুক মাই চার্টারঃ

ই টিকিট বুকিং সেবা ওয়েব সাইট। ধরুন দিল্লি থেকে ব্যংগালোর যেতে চান, আপনার প্রাইভেটে জেটের টিকেটের দাম পড়বে মাত্র ১০ লাখ রুপি । এছাড়াও এমন ব্যায় বহুল হেলিকপ্টার , জেট বিমান , ইয়ট ভাড়া নেয়ার জন্য বিশ্বের ধনবানরা এই ওয়েব সাইটে বুকিং দিয়ে থাকে।

সাইট টির লিংক – https://bookmycharters.com/

তথ্যসুত্রঃ
– ফেসবুক ফ্রেন্ড আসাদ
– গুগল
– উইকি

মন্তব্য ৩৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: দামী সব ওয়েব সাইট সম্পর্কে জানা গেল । তবে জানাই হলো সার ।

১২ ই জুন, ২০১৭ দুপুর ২:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: সব বড় লুকি কারবার আমাদের লাভ নেই। কেমন আছেন ভাই ? আপ্নার কবিতা মিস করি ,

২| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৪

জাহিদ অনিক বলেছেন: বাহ ! বড়লোকের বিরাট কারবার !

১২ ই জুন, ২০১৭ দুপুর ২:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: হা ভাই টাকা থাকলে মানুষ সেটা দিয়ে কতো কি না করে , তবে কেউ দরী্দ্রকে সাহায্য করে না ।

৩| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৫

আমি চির-দুরন্ত বলেছেন: ভুলেও লি্ংকে গুঁতা দেওয়া যাইবো না। যদি আবার বড়লোক দের কাজকামে উঁকি দেয়ার অপরাধে পুলিশে ধরিয়ে দেয়!!!! :-B :-B ;) ;)

১২ ই জুন, ২০১৭ দুপুর ২:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: হাহাহাহা লিংকে গুতা দিলে ওরা বরং আরও খুশিই হবে , ওরা তো এসব করেই লোক দেখানোর জন্য ।

৪| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:২২

গেম চেঞ্জার বলেছেন: জাতে ওঠার আধুনিক ফঁপরামি! =p~

১২ ই জুন, ২০১৭ দুপুর ২:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: ধনবান হইলে এই ওয়েব সাইট গুলা মেইনটেইন করতে হয় , নইলে ইজ্জত থাকে না =p~

৫| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩০

আল ইফরান বলেছেন: সাইটে লেখা রয়েছে “ If it’s too much for you, it’s not for you. “

হে হে হে, এক্কেবারে খাপে খাপ মন্টুর বাপ।
মনের কথা বুইঝা ফেলছে, খুব খ্রাপ B-)) :-B

১২ ই জুন, ২০১৭ দুপুর ২:২২

ঘুড্ডির পাইলট বলেছেন: আমার মনে হয় এটা ধনবানদের আঁতে ঘা দেবার জন্য লিখেছে , জিদ করেও যেন কেউ মেম্বার হয়ে যায় !

৬| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৬

বিজন রয় বলেছেন: জানতাম না, জানলাম।
++++

১২ ই জুন, ২০১৭ দুপুর ২:২৩

ঘুড্ডির পাইলট বলেছেন: আমি নিজেও জানতাম না , যেটুকু জেনেছি বুঝেছি গুছিয়ে লেখার চেস্টা :)

৭| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:১০

লিওনাডাইস বলেছেন: জানলাম। +++

১২ ই জুন, ২০১৭ দুপুর ২:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ , জানতে ভালো লাগবে যতোদিন ততদিন আনন্দ । :)

৮| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

eajulhas বলেছেন: তথ্যবহুল পোষ্ট, খুব ভাল লাগলো তবে আমাদের মত আদার ব্যাপারীর জাহাজের খবর না লওয়াই ভাল। ধন্যবাদ।

১২ ই জুন, ২০১৭ দুপুর ২:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: আসলেই হয়তো তাই , তবে জানা থাকা ভালো , আল্লাহ চাইলে আপ্নিও এমন ওয়েব সাইট ব্যবহারের প্রয়োজন অনুভব করতে পারেন । :)

৯| ১১ ই জুন, ২০১৭ রাত ৮:১৮

ফেরদৌসা রুহী বলেছেন: জানলাম ব্যয়বহুল কিছু ওয়েব সাইট সম্পর্কে।

১২ ই জুন, ২০১৭ দুপুর ২:২৫

ঘুড্ডির পাইলট বলেছেন: মানুষের টাকা ওড়ানোর সহজ পথ , টাকা কতো পরিমান থাকলে মানুষ এমন পথে ব্যায় করে সেটা বুঝা যায় এই সাইট গুলাতে গেলে ।

১০| ১২ ই জুন, ২০১৭ রাত ১:১৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: হোলি ক্র্যাপ!!! টাকাই টাকা রে!! #:-S

১২ ই জুন, ২০১৭ দুপুর ২:২৬

ঘুড্ডির পাইলট বলেছেন: সব টাকার খেলা ভাই । ধনবানরা টাকার অপচয় করে আর কতো মানুষ না খেয়ে থাকে ।

১১| ১২ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: “ If it’s too much for you, it’s not for you. “


yes, it's not for me.

১২ ই জুন, ২০১৭ দুপুর ২:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: এই ওয়েব সাইটের একটিও ব্যবহারের যোগ্যতা আমারও নেই ।

১২| ১২ ই জুন, ২০১৭ দুপুর ১:২২

অপু তানভীর বলেছেন: পুস্ট পইড়া অনুভব করিলাম আমি কত গরীব পুলা !!

১২ ই জুন, ২০১৭ দুপুর ২:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: গরীব থাকন ভালো । টাকা পয়সা যতো ঝামেলা :)

১৩| ১২ ই জুন, ২০১৭ দুপুর ২:১২

ধ্রুবক আলো বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: “ If it’s too much for you, it’s not for you. “


yes, it's not for me.
ভাইয়ের সাথে সহমত হইয়া, "গরিবের আবার ওয়েবসাইট"

১২ ই জুন, ২০১৭ দুপুর ২:২৮

ঘুড্ডির পাইলট বলেছেন: আমাদের মতো গরীবদের জন্য সামুই ঠিক আছে B-))

১৪| ১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৭

নীলপরি বলেছেন: আইডিয়া ছিল না । জানলাম ।

১৪ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: যে বিষয় গুলো নিজের ভালো লাগে সেগুলোই ব্লগে লিখে রাখি

১৫| ১২ ই জুন, ২০১৭ রাত ৮:৪৫

তারছেড়া লিমন বলেছেন: দারুন..........

১৪ ই জুন, ২০১৭ দুপুর ১২:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: দাড়ুন তো হইবোই , মিলিয়ন ডলারের খেলা !

১৬| ১২ ই জুন, ২০১৭ রাত ৮:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই, প্রিয় রাখলাম ।

১৪ ই জুন, ২০১৭ দুপুর ১২:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: লেখাটি পড়ার জন্য আপ্নাকেও ধন্যবাদ :)

১৭| ১২ ই জুন, ২০১৭ রাত ১০:৫৯

জাহাজী বলেছেন: ফেবুতে পড়ছিলাম :)

১৪ ই জুন, ২০১৭ দুপুর ১২:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: ফেসবুক ফ্রেন্ড আসাদ এর ওয়াল থেকে আমি জানছি , সেও কোথা হতে যেন কালেক্ট করে পোস্ট দিছে ।

১৮| ১২ ই জুন, ২০১৭ রাত ১১:০৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমি প্রথম লিঙ্কে গুতা দিয়া ফালাইছি।আমারে বাঁচান

ভালো লাগলো,লাইক প্রাপ্য এমন পোষ্ট।প্রাপ্য দিয়ে গেলাম। :)

১৪ ই জুন, ২০১৭ দুপুর ১২:২২

ঘুড্ডির পাইলট বলেছেন: রিচকিড্স এ ঢুকছিলেন ! রেজিঃ করা হয়ে গেলে আমাদের মিস্টি খাওয়াতে ভুলবেন না B-)

১৯| ১৩ ই জুন, ২০১৭ রাত ৯:০৬

থার্মোমিটার বলেছেন: গরীবরে ঘোড়া রোগ ধরায়ে দিয়ে মজা লইতে চান । X(( X((

১৪ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৩

ঘুড্ডির পাইলট বলেছেন: ঘোড়া রোগ তো পরের বিষয় গরু ই খাওয়ার উপায় নাই , কেজি ৬০০ B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.