নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি দুষ্টু প্রকৃতির না হলে আমার ব্লগে মজা পাবেন না।

ঘুড্ডির পাইলট

আমি পাইলট তবে বিমানের না ঘুড্ডির।আমি গতীময়, দুর্গম,অজেয়, ক্লান্ত কিন্তু বিরতীহিন। https://www.facebook.com/rafatnur81/

ঘুড্ডির পাইলট › বিস্তারিত পোস্টঃ

৬ হাজার বছরের ভালোবাসা

১৯ শে জুন, ২০১৭ রাত ৯:৪১

ইটালির সানজর্জিওর মানতুবা শহরের পাশের ভালদারো নামক গ্রামে ২০০৭ সালে এক প্রত্নতত্ব খননকাজের সময় খুঁজে পাওয়া যায় এমন এক বস্তু যা সারা বিশ্বকে অবাক করে দেয়। খনন কাজের সময় মাটি খুড়ে পাওয়া যায় দুটি কংকাল একটি পুরুষ অপরটি নারী, যা একে অপরকে জড়িয়ে ধরে রয়েছে



প্রত্নতত্ব পরীক্ষায় জানা যায় কংকাল দুটির বয়স প্রায় ৬০০০ বছর। রক্ত মাংস মিশে গিয়েছে মাটির সাথে কিন্তু তাদের কংকালের অবস্থান দেখলে এখনও অবাক হতে হয় যে মৃত্যুর পরেও তারা একে অপরকে জড়িয়ে ধরে রয়েছে!

এই জুটিকে লাভার্স অফ ভালদারো নামেই চেনে সারাবিশ্ব ।Lovers of Valdaro লিখে নেটে সার্চ দিলে অনেক তথ্য পাবেন । প্রত্নতত্ব পরীক্ষায় আরও জানা যায় মৃত্যুর সময় তাদের বয়স ছিলো ১৮-২০ বছর। এদের উচ্চতা ছিলো ৫ ফুট থেকে ৫ ফুট ২ ইঞ্চির মতো । কি হয়েছিলো তাদের ? কেনই বা এতো অল্প বয়সে তারা মৃত্যু বরন করলো আর এভাবে তাদের মাটি চাপা দেয়া হয়েছিলো কেন তা জানা না গেলেও , তাদের আলাদা করা যায়নি মৃত্যুর পরেও।




কিভাবে মৃত্যু হয়েছিলো তাদেরঃ

পুরুষ কংকালটি পরীক্ষা করে দেখা যায় পাথর ফলা দিয়ে তৈরী একটি তিড়ের ফলা গেথে রয়েছে তার ঘাড়ে। আর নারী কংকালটির উড়ুতে পাথর ফলা দিয়ে তৈরী তির গেথে থাকতে দেখা যায় , এছাড়াও নারী কংকালের শরীরে পাথরের ফলার দুটি ছুরিও গেথে থাকতে দেখা যায় ।

তবে এই ধারনা উড়িয়ে দিয়েছে ফরেনসিকরা Osteological পরীক্ষার পর , তারা বলেছে কংকাল দুটোর মালিক দ্বয়ের মৃত্যুর সময় কোন হিংস্রতা, অস্থির আঘাত , মাইক্রোট্রমার উপস্থিতি নেই। অতএব তাদের মৃত্যু হত্যা নয় । তাদের কবরে অই ছুরি আর তির গুলো রাখা হয়েছিলো অই আমলের রিতী অনুসারে যা কালের বিবর্তনে তাদের কংকালের সংস্পর্শে এসে পরেছে। এভাবে রহস্য রহস্যই রয়ে যায় তাদের মৃত্যুর। তবে পরীক্ষা চলছে হয়তো একদিন জানা যাবে ।


বর্তমানে কোথায় রয়েছে এই জুটিঃ

কাংকাল দুটিকে প্রথম জনসন্মুখে আনা হয় ২০১১ সালে আর বর্তমানে সংরক্ষীত রয়েছে ইটালির মানতুবা প্রত্নতত্ব যাদুঘরে।

তথ্যসুত্রঃ
উইকিপিডিয়া

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৭ রাত ৯:৫১

বিজন রয় বলেছেন: অবাক!

শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৯ শে জুন, ২০১৭ রাত ৯:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: নিজের বিনোদনের জন্য অবসরে নেট ঘাটা ঘাটি করে যা ভালো লাগে তাই ব্লগে লিখে রাখি , আপ্নার ভালো লেগেছে জেনে খুশি হলাম। :)

২| ১৯ শে জুন, ২০১৭ রাত ৯:৫৮

বিজন রয় বলেছেন: লিখুন, পোস্ট করুন।
সমস্যা না্ই তো, বরং আমরা জানতে পারবো।

শুভকামনা।

১৯ শে জুন, ২০১৭ রাত ১০:১৪

ঘুড্ডির পাইলট বলেছেন: শুভকামনা

৩| ১৯ শে জুন, ২০১৭ রাত ৯:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সত্যিকারের ভালোবাসা।

১৯ শে জুন, ২০১৭ রাত ১০:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন: হা আমার কাছেও তাই মনে হইছে , অনেক কিছূ লিখতে পারি নাই কারন আমি বিষয় গুলো বুঝি না। তবে যেটুকু বুঝতে পারছি গুছাইয়া লিখছি ভাই :)

৪| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:০১

এডওয়ার্ড মায়া বলেছেন: কিছু আউলা ঝাউলা রহস্য পইড়া মজা পাই তয় বিশ্বাস কম করি =p~ :) =p~
সাইন্স পুরা আজিব চিজ !

১৯ শে জুন, ২০১৭ রাত ১০:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: না ভাই ঘটনা সত্য , মানতুবায় আমার ফ্রেন্ড থাকে রোজ। ও গেছিলো দেখতে , ফিচারটার পড়ার পরে আমি অরে ফোন দিছিলাম , ও আবার আর্কিওলজি নিয়া অনেক ঘাটা ঘাটি করছে ।

৫| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: দুইটারে একসঙেঙ্গ সঙ্গে সার করছিলো মনে হয় । #:-S

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:১৩

ঘুড্ডির পাইলট বলেছেন: এক সাথে সমাধিস্ত করছে বলেই ধারনা ।

৬| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৪৮

Kmarus Sahalin Shuvo বলেছেন: ভালোই লাগলো লেখাটা, ঘুড়ী ভাই<<< :)

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:১৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ , এবং খুশি হলাম লেখাটা ভালো লেগেছে জেনে :)

৭| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৫৫

তারছেড়া লিমন বলেছেন: দারুন............... এক্কেরে ফেভিকল পেরেম.............. ;) ;)

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন: হাহাহাহা ফেবিকল এর মতো ।

৮| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৫৫

আলপনা তালুকদার বলেছেন: প্রকৃত ভালবাসা এরকমই। শ্রদ্ধা জানাই প্রেমিক যুগলকে। ছবিটা অবশ্য আরেকজনের ফেবু দেয়ালে দেখেছিলাম।

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন: শ্রদ্ধা জানানোর মতোই যুগল এরা । ছবিটা আমি উইকি এবং গুগল সংগ্রহ করেছি আপু

৯| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:০৯

নাগরিক কবি বলেছেন: তথ্যটি জানতাম। আপনি আরো বিস্তারিত বলতে পারতেন। তবে ভাল লেগেছে।

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: বিস্তারীত যতোটা আমি জানি ততটা নির্ভরযোগ্য সুত্র না থাকায় লেখাটা বড় করতে পারিনি ।

১০| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:৩১

লাবিব ইত্তিহাদুল বলেছেন: লেখাটা পইরা খুব কষ্ট পাইলাম। ঐ পোলায় ২০ বছর বয়সে একটা গফ পাইলো, কিন্তু আমি সালা অহনো সিঙ্গেল |-) X((
ব্যাপারটা মাইনা নিতে কষ্ট হইল B:-/

২০ শে জুন, ২০১৭ সকাল ১১:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: অই ছেলে যেমন গফ পাইছে তেমন গফ আজকাল পাওয়া যায় না , সিংগেল থাকা অনেক সুখের।

১১| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:৩২

জাহিদ হাসান বলেছেন: প্রকৃত ভালোবাসা কখনও শেষ হয়ে যায়না। হাজার বছর পরে টিকে থাকে। এই তার প্রমাণ। :-<

২০ শে জুন, ২০১৭ সকাল ১১:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: সহমত

১২| ২০ শে জুন, ২০১৭ দুপুর ২:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগেও পড়েছিলাম, আবার ঝালাই করে নিলাম।
সেলিম আনোয়ার ভাই বুঝাতে ছেয়েছেন, 'ছঙ্গেসার'' মানে প্রস্তর নিক্ষেপে হত্যা।

২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ফরেনসিকরা Osteological পরীক্ষার পর , তারা বলেছে কংকাল দুটোর মালিক দ্বয়ের মৃত্যুর সময় কোন হিংস্রতা, অস্থির আঘাত , মাইক্রোট্রমার উপস্থিতি নেই। অতএব তাদের মৃত্যু হত্যা হওয়ার চান্স খুব কম ।

১৩| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৩

রানার ব্লগ বলেছেন: ভালোবাসা এমনি !!!!

২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ার জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.