নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি দুষ্টু প্রকৃতির না হলে আমার ব্লগে মজা পাবেন না।

ঘুড্ডির পাইলট

আমি পাইলট তবে বিমানের না ঘুড্ডির।আমি গতীময়, দুর্গম,অজেয়, ক্লান্ত কিন্তু বিরতীহিন। https://www.facebook.com/rafatnur81/

ঘুড্ডির পাইলট › বিস্তারিত পোস্টঃ

আমার পেইন্টিং নেশা।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

কেউ ভাববেন না আবার আপনাদের হাতে হেরিকেন ঝোলাতে এসেছি। এটা আমার একটি আর্ট, একটা সময় ছিলো যখন কেবল মাত্র লেখা পোস্ট দিতাম, এখন সেই সময় সুযোগ আর হয়ে ওঠেনা। এখন হতে কেবল আর্ট পেইন্টিং আর আমার আকা কার্টুন পোস্ট দিবো ভেবেছি।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

মনির হোসেন মমি বলেছেন: দিন আমরা শুধু দেখব।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

ঘুড্ডির পাইলট বলেছেন: পোস্ট করা সহজ এবং অনেক সময় নিয়ে পড়তে হবে না , হাহাহাহাহা

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: রংয়ের কারুকাজ কিন্তুু লেখার চেয়ে শক্তিশালী বাঙময় হয়ে উঠতে পারে....

চলুক আঁকাআঁকি সিরিজ :)

+++

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ, নিয়মিত দেখার আমন্ত্রন

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

আশিক মাসুম বলেছেন: পোস্ট করাই বড় কথা , কি দিলেন সেটা বড় না ;)

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: আচ্ছা ঠিকাছে , চলুক

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অবশ্যই ছবি দেবেন। যাপিত জীবনের প্যারার মাঝে টুকটাক এই শখগুলোই তো এক মুঠো তাজা বাতাস।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ঠিক বলেছেন সুহৃদ, ভালো থাকুন সব সময়।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০১

আহমেদ জী এস বলেছেন: ঘুড্ডির পাইলট,




পরিনত আঁকার হাত।
ছবির বাতির মতো স্নিগ্ধ আলো ছড়িয়ে গেলেন।

প্রসঙ্গতঃ একটা অতি কাকতালীয় টেলীপ্যাথীর ঘটনা না বললেই নয়-- এই কিছুক্ষন আগেই কাজী ফাতেমা ছবির দেয়া ব্লগ-ডে'র পোষ্টে ছিলুম। হঠাৎ নজরে এলো, তিনি তার নিকের ছবিটি পাল্টে আর একটি আনকোড়া নতুন ছবি দিয়েছেন যেখানে দড়িতে একটি রঙিন ছাতা ঝোলানো রয়েছে। দেখতে দেখতে ভাবছিলুম তাকে লিখি , " হাতে হ্যারিকেন ঝোলায় লোকে জানতুম। এবার দেখি আপনি ছাতাও ঝুলিয়েছেন।"
ভাবতে ভাবতে প্রথমপাতা স্ক্রল করতেই দেখি আপনার পোস্ট। সেখানের প্রথম লাইনেই দেখি হাতে হ্যারিকেন ঝোলানোর কথা। :( B:-) :||

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ বেশ মজার কো-ইন্সিডেন্স ! লেখার সময় খুব কম পাই। কিন্তু আর্ট এর সুযোগ রয়েছে এখনও। এই ব্যাস্ত জীবনে তাই আর্টগুলোকে পোস্ট করে প্রানের ব্লগে অংশ নিয়ে থাকার চেস্টা।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব সুন্দর এঁকেছেন। স্ক্যান করে পিসিতে নেয়ার পর কি রেজ্যুলেশন অ্যাডজাস্ট করেছেন, নাকি অরিজিন্যাল রেজ্যুলেশন এটাই? আহমেদ জী এস ভাই আগেই বলেছেন, আমিও বলছি- আপনার আঁকার হাত পরিণত।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৭

ঘুড্ডির পাইলট বলেছেন: মোবাইলে ছবি তুলেছিলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য :) ভালো থাকুন সব সময়।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেকদিন পর আপনাকে সামুতে দেখে খুব ভাল ভাল লাগছে।
শুভ কামনা জানবেন।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪২

ঘুড্ডির পাইলট বলেছেন: আপনাকে সেদিন সামনা সামনি দেখে খুব ভালো লাগলো ভাই। নিশ্চই সহিসালামাত পৌছেছেন। ভালো থাকুন সব সময় ভাই।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ ভ্রাতা

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৪

শের শায়রী বলেছেন: ঘুপা তুই ব্যাডা ছবি দ্যাস আর না দ্যাস কিছু না লেখলেও ব্লগে যে আইছস এইতেই আমি বেজায় খুশী। কি যে ভালো লাগছে তোকে দেখে কি কমু। প্রত্যেক দিন একটা কইরা ছবি দিস। তোর হাত ও দিছে আল্লায় আঁকার।

আর তুই যেভাবে এই আঁকা আকি দিয়া মানুষের খেদমত করতাছস তাও কিন্তু সবাই পারে না ভাইডি।

ভালো থাকিস ভাই।।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

ঘুড্ডির পাইলট বলেছেন: ইনশা আল্লাহ ওস্তাদ, দোয়া কইরেন আর পাশে থাইকেন।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: পেইন্টিং ভালো।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: শুভ কামনা জানবেন ।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

ফয়সাল রকি বলেছেন: মনির হোসেন মমি বলেছেন: দিন আমরা শুধু দেখব।

পেইন্টিং সুন্দর হয়েছে।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ, ভালো থাকুন সব সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.