নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

মানুষই যুগের সূচনাকারী

২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৩২

ভাদ্র-আশ্বিন-কার্তিক মাসে যখন রাস্তা-ঘাটে কুকুরদের সঙ্গম দেখতাম ছোটবেলায়,তখন সমবয়সীরা ঢিল-পাথর ছুঁড়ে তাড়াতে চাইতাম।
মোরগ-মুরগীদেরও ধাওয়া দিতাম ।
বয়স্ক বা সিনিয়র কেউ সামনে থাকলে না দেখার ভান করে চলে যেতাম আর লুকিয়ে হাসাহাসি করতাম ।
সিনিয়ররাও এরকম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে চাইত না ।তারাও না দেখার ভান করে চলে যেত ।
এই যুগে মানুষের গোপন ভিডিও'র আলোচনা চলে ।হাঁটুর বয়সী পোলাপানেরা স্ট্যাটাস হাঁকায় ।ভাইরাল হয় ।
যুগের চাহিদা বা যুগ যামানা খারাপ বলে একটা প্রবাদ চালু আছে ।
এই প্রবাদটা কতটুকু সত্য জানি না ।
তবে আমার কাছে, যুগ মানুষকে তৈরি করে না ।বরং, মানুষই যুগের সূচনা করে ।
আগে প্রকাশ্যে ধূমপান করতাম না। মান-সম্মাণের ভয় ছিল । এখন এসব কাজ করে না ।তারমানে, আমি আমার জন্য নতুন যুগ বা সময় তৈরি করে নিয়েছি ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: আসলে মানূষের যখন বয়স বাড়তে থাকে তখন চিন্তা ভাবনার পরিবর্তন হতে থাকে।

২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০১

ঘূণে পোকা বলেছেন: ঠিক বলেছেন ভাই ।

২| ২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সময়ের সাথে সবই পরিবর্তন হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.