নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

;););)অঞ্জন দত্তের উত্তরে বেলা বোস কি বলেছিলেন, জানেন???;););)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩



হ্যালো এটা কই ২৪৪১১৩৯ এই বিখ্যাত গানটা কেইবা না শুনেছে। অনেকেরই প্রিয় গান এটা। বেকার যুবক সদ্য চাকুরি পেয়ে তার প্রেমিকাকে ফোন করে বলছে যে চাকরি পেয়ে গেছে। মেয়ের যে বিয়ে ঠিক হয়েছে এই বার তা সে ভেঙ্গে দিতে পারে (“এই বার তুমি স্মন্ধটা ভেঙ্গে দিতে পার”- কথাটা কেমন যেন লাগে, বেলা বোস কই তাইলে অন্য কাউকে বিয়ে করতে নিম রাজি হয়েছিলেন:P:P:P)।মন ছুয়ে যাওয়া গান- সুর কথা সব দিক দিয়ে। কিন্তু আমরা তো কেবল অঞ্জন দত্তের কথাই শুনেছি, বেলা বোস কই বলেছিলেন উত্তরে। চলুন শুনে নিই। তার আগে অঞ্জন দত্তের কথা আরেক বার শুনি।





১.

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ

এখন আর কেউ আটকাতে পারবে না

সমন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পার

মাকে বলে দাও বিয়ে তুমি করছ না (২)



চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি

আর মাত্র কয়েকটা মাস ব্যাস

স্টার্টিং এই ওরা ১১০০ দেবে তিন মাস পরে কনফার্ম

চুপ করে কেন বেলা কিছু বলছ না



এটা কি ২ ৪৪ ১১ ৩৯

বেলা বোস তুমি পারছ কি শুনতে?

১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি

দেবনা কিছুতেই আর হারাতে



হ্যালো ২ ৪৪ ১১ ৩৯

দিন না ডেকে বেলাকে একটি বার

মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে

জরুরী খুব জরুরী দরকার



২.

স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি

এতদিন ধরে এত অপেক্ষা

রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দী দুজনে

রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা ।।



আর কিছুদিন তারপর বেলা মুক্তি

কসবার এই নীল দেয়ালের ঘর

সাদাকাল এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে

তোমার আমার লাল-নীল সংসার



{}



চুপ করে কেন, একি বেলা তুমি কাঁদছ?

চাকরীটা আমি পেয়ে গেছি সত্যি

কান্না কাটির হল্লা হাটির সময় গেছে পেরিয়ে

হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি?



এটা কি ২ ৪৪ ১১ ৩৯...

হ্যালো ২ ৪৪ ১১ ৩৯,

দুরছাই ২ ৪৪ ১১ ৩৯,



এই বার শুনি বেলা বোস কই বলেছিলেন।;)







কৃতজ্ঞতাঃ আলিম আল রাজি

Click This Link

ফেইসবুক

মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

সুপান্থ সুরাহী বলেছেন:
মজাইতো........

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

একজন ঘূণপোকা বলেছেন: হম আসলেই মজা

২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

মাক্স বলেছেন: উত্তরটাও টাইপ করে দিতেন। মোবাইল থেকে পড়া যাচ্ছে না

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

একজন ঘূণপোকা বলেছেন: রাতে দিব


ধন্যবাদ

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

অপরাজিতা হিমু বলেছেন:
ভাল লাগল

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: :(

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

একজন ঘূণপোকা বলেছেন: মন খারাপ কেন আপুনি

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩

আনমনা 007 বলেছেন: ভাল লাগল, জোস,

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

রিফাত হাসান০২২৮ বলেছেন: ভাই হাছা কথা এমনে কইলেন ... ব্লগের বেলা বোসরা মন খারাপ করবে তো ;) :P

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

একজন ঘূণপোকা বলেছেন: ব্লগের বেলা বোস- ভালো বলেছেন।


হাচা কথা ব্লগেই কইতে হয়,


ধ্ন্যাবাদ

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

“অন্ধ নিরাঙ্গম” বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

একজন ঘূণপোকা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

অণুজীব বলেছেন: এটা আলিম আল রাজির লেখা।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

একজন ঘূণপোকা বলেছেন: তাই নাকি? আমি ফেইসবুক থেকে পেয়েছি।
গ্রেট লোকরাই এমন গ্রেট কাজ করতে পারে।
লিঙ্ক টা দিলে দিয়ে দিতাম।
ধন্যবাদ অনু ভাই

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

সপ্নাতুর আহসান বলেছেন: পড়ে মজা পেলাম।
তবে আশা করেছিলাম বেলা বোসের কাছ থেকে কিছু শুনতে পাব।
Click This Link

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

ভরযুক্ত অপদার্থ বলেছেন: :(( :(( :P

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

একজন ঘূণপোকা বলেছেন: =p~ =p~ =p~

১১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯

অণুজীব বলেছেন: Click This Link

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

একজন ঘূণপোকা বলেছেন: diye dilam.

tnx

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

ইখতামিন বলেছেন: ওহ. মাই গা..............ড.

আপনার প্রো পিক কি ঘূণপোকা খেয়ে ফেলেছে?

২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

একজন ঘূণপোকা বলেছেন: সামুর লগে মজা করি :D :D

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

মহিসন খান বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: ওনলি ওভেন হবে, সাভার

vai, apni to r kisu janailen na ??? Aponi kindly ektu help koren. contact via email: [email protected]

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

একজন ঘূণপোকা বলেছেন: ok ami apnake mail korb.................... asole besi ekta bloge asa hoi na, tai dekhi nai

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো।
ভালো থাকুন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

কোলাহল নির্জনে বলেছেন: চমৎকার। !:#P !:#P !:#P !:#P !:#P

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

একজন ঘূণপোকা বলেছেন: B:-/ B:-/ B:-/

১৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

পুরানো জিনিস।
তবুও ভালো লাগলো।।

রাজি অনেকদিন সামুতে পোস্ট বিহীন।

২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭

একজন ঘূণপোকা বলেছেন: জি


পুরানো জিনিস।
তবুও ভালো লাগলো।।


সামুর মেধাবি এবং পুরাতন ব্লগার রা সব হারিয়ে যাচ্ছে

১৮| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৮

কাউসার আলম বলেছেন: পাত্র চাই

২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৮

একজন ঘূণপোকা বলেছেন: দেখলাম


ধন্যবাদ

১৯| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:০৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.