নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

আসুন জেনে নিই, একটি ব্রেকআপ আপনার কী কী উপকার করতে পারে। (আপু ও বাচ্চাদের প্রবেশ নিষেধ)। B-)B-)B-)

২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৯





ব্রেকআপের পরে সবাই-ই কম-বেশি মুষড়ে পড়েন । ভাবেন আমার কত বড় ক্ষতিই না বা হয়ে গেল। অনেকের আবার মনে হয় এই জীবন রাখাটাই বৃথা। কিন্তু ভাইজানরা ব্রেকআপের কিছু উপকারী দিক আছে। তা যদি জানা থাকে তবে নিজেকে প্রবোধ দেয়া অনেক সহজ হয়। এতে করে ব্রেকআপের কষ্ট থেকে সহজেই পরিত্রান লাভ করা যায়। অনেকে এই সময় সিগারেটে-নেশায় জীবনকে শপে দেন, কেউ কেউ আরো বিপদজনক কিছু করে ফেলতে পারেন। এতে করে আপনার পারিবারিক, সামাজিক সকল জীবনই প্রভাবিত হতে পারে গভীরভাবে। পরবর্তীতে এসব ব্যাপারকে আপনার কাছে পাগলামি বলে মনে হতে পারে – যদি আপনি বেচে থাকেন। তবে চলেন বার্নি ব্রাদারা জেনে নিই ব্রেকআপের উপকারি দিকসমুহ আর এনজয় করি আমাদের ব্রেকআপকে।



উপকার নাম্বার-১ঃ সব কিছুর আগে ব্রেকআপ আপনার স্বাস্থ্যের যত্ন নিবে। কারণ ব্রেকআপের প্রথম ঘটনাই হচ্ছে আপনার মোবাইলে কথা বলা কমে যাবে। এতে করে -আপনার কানের উপকার হবে। আপনি বেচে যাবেন মারাত্তক রেডিও-এক্টিভিটির ঝুকি থেকে। যা থেকে আপনার ব্রেন ক্যান্সারও হতে পারে। আপনার রাত জেগে কথা বলতে হবে না, এতে ঘুম ভালো হবে। আপানার মেজাজ ঠান্ডা থাকবে। অফিসে/বাসায়/ক্লাশের সবাই আপনার সাথে কথা বলে কম্ফোর্ট ফিল করবে।





উপকার নাম্বার-২ঃ এটি আপনার টাকা সাশ্রয় করবে। আপনাকে প্রতিদিন মোবাইলে লোড দিতে হবে না। তাকে নিয়ে ঘুরতে যেতে হবে না, শপিং করতে হবে না আবার নিজের জন্য প্রতিদিন নিত্য নতুন ড্রেসের কথাও চিন্তা করতে হবে না। এতে আপনার টাকা বাচবে। আর এই টাকা থেকে কয়েকটা টাকা গরিব দুখিকে দানও করতে পারেন। এতে করে স্বর্গে যাবার রাস্তা ক্লিয়ার হতে পারে।

কিন্তু এই টাকা বাঁচিয়ে আপনি যে বিল গেটস হতে পারবেন না, এই নিশ্চয়তা লেখক দিতে রাজি আছে।





উপকার নাম্বার-৩ঃ এটি আপনাকে স্বাধীনতা দিবে এবং আরো বেশি ন্যাচারাল বানাবে। আপনার নিজের উপর নিজের কন্ট্রোল বাড়াবে। কারো কথা মত আপনাকে মাঞ্জা মারতে হবে না। যখন ইচ্ছে শেভ করবেন, না ইচ্ছে হলে করবেন না। যখন খুশি ঘুমাবেন, যখন খুশি ঘুম থেকে উঠবেন। আপনাকে আপনার চেহেরা, চুল, ত্বক নিয়ে ঘষা-মাজা করতে হবে না। আপনি যা, তাই থাকতে পারবেন।

;



উপকার নাম্বার-৪ঃএটি আপনাকে সামরিক শাসন (পড়ুন দ্বিতীয় আম্মা)থেকে মুক্তি দেয়। প্রেমিকা থাকা মানে আপনে টাকা দিয়ে ঝাড়ি শুনবেন। ফোনে ঝাড়ি দিবে, দেখা হলে ঝাড়ি দিবে। এটা করলে কেন, ওটা করলে কেন। এর সাথে গেলে কেন। ওর সাথে গেলে না কেন??? ব্লা ব্লা ব্লা..............।





উপকার নাম্বার-৫ঃএটি আপনাকে সামাজিক বানাবে। আপনি বন্ধুদের সাথে আগের চেয়ে বেশি সময় দিতে পারবেন কারন এখন আপনার হাতে আছে পর্যাপ্ত সময়। আপনি কাজিন, পাড়াত, জুনিয়র যেকোন বোনের উপকারে আস্তে পারবেন। এ নিয়ে সন্দেহ করার বা ঝাড়ি মারার কেঊ থাকবে না। আপনি ফেইসবুকে যে কারো ফটুকে। স্ট্যাটাসে লাইক কমেন্ট করতে পারবেন।



উপকার নাম্বার-৬ঃসর্বোপরি এটি আপনাকে হিট ব্লগার বানাবে। রাত এগারটার মধ্যে ঘুমিয়ে যাবে আবার সাতটার মধ্যে ঊঠে যাবে এমন কথা কেউ আপনাকে বল্বেনা। কিংবা বলবে না, নো ব্লগ লেখালেখি। ব্লগ লেখে নাস্তিকেরা অথবা ব্লগ লেখলে জেলে যাবে। আপনি পর্যাপ্ত সময় পাবেন ব্লগে দেয়ার। এই সময় লেখা আপনার কবিতা-গল্প অনেকে হিট নিয়ে আসতে পারে আপনার জন্য।



***মন্তব্য থেকে পাওয়াঃ



রসায়ন বলেছেন: ভাই ব্রেকআপ হলে ন্যাকামি করা বন্ধ হয় , পড়াশোনায় ব্যাফুক উন্নতি হয় , atom গাম খেয়ে চাপার জোর বাড়ানো লাগেনা , সর্বোপরি দৃষ্টিভঙ্গি বদলে যায় ।

সো এনজয় ইউর ব্রেকআপ কিডস।



আপুরা মাইন্ড কইরেননা, পড়ের পর্বে আপ্নাদেরটা নিয়ে লিখব। আমাকে নারী-বিদ্ধেষি ভাবার কোন কারণ নেই।



ஜஜஜআপডেট করার ইচ্ছে রাখি। কমেন্টে কেউ ভালো দিক বললে নাম সহ আপডেট করা হবে।



ஜஜஜএত্ত এত্ত উপকার পড়ে যদি কারো ব্রেকআপ করার ইচ্ছে হয় তবে নিজ দায়িত্বে করবেন। পোষ্টদাতাকে এ কারনে পরে দায়ী করা যাবে না।



ஜஜஜউত্সর্গঃ হুমায়ুন আহমেদ স্যারকে- আজ তার প্রথম মৃত্যু বার্ষিকী। তার উপর শান্তি বর্ষিত হউক।



ஜஜஜসকল ছবি নেট থেকে সংগ্রহ করা।

অ.ট. পোষ্টদাতা একজন আদর্শ, বিশ্বস্থ এবং সুখী প্রেমিক।

### ফেইসবুকে আমি:



░░░▒▒▒▓▓▓███ একজন ঘুনপোকা রিটার্ন███▓▓▓▒▒▒░░░

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪২

অণুষ বলেছেন: প্রেমই তো করতে পারলামনা, ব্রেকআপের এই সুফল ক্যামনে পামু?

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬

একজন ঘূণপোকা বলেছেন: ভাইজান মাথা ঠান্ডা রাখেন, সামুতে অনেক লেখা আছে কিভাবে মেয়ে পটাবেন, পড়ে কাজে লেগে যান। আশা করছি আপনারও একদিন ব্রেকআপ হবে। :D :D :D

২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:০৩

আমিভূত বলেছেন: ভালোই লিখেছেন , অপেক্ষায় রইলাম পরের পর্বের :)

২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৮

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ

৩| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

ঢাকাবাসী বলেছেন: লেখাটি ভাল লাগল।

২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৭

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ

৪| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

রসায়ন বলেছেন: ভাই ব্রেকআপ হলে ন্যাকামি করা বন্ধ হয় , পড়াশোনায় ব্যাফুক উন্নতি হয় , atom গাম খেয়ে চাপার জোর বাড়ানো লাগেনা , সর্বোপরি দৃষ্টিভঙ্গি বদলে যায় ।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:২২

একজন ঘূণপোকা বলেছেন: ইশ, এই পয়েন্টগুলো মিস করলাম কেমনে।
অনেক ধন্যবাদ।

আর পোষ্টে সংযুক্ত।

৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৭

খেয়া ঘাট বলেছেন: হাহাশে, হাহাশে, হাহাশে। :) :)

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০০

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ।

৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০০

দুঃস্বপ্০০৭ বলেছেন: ভাই পোস্ট পড়িনি । আমার ব্লগে তয় মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ দিতে এসেছি । পরে সময় করে আপনার ব্লগ ভাল করে ভিজিট করব । ভাল থাকুন ।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৪

একজন ঘূণপোকা বলেছেন: ব্লগ ঘুরে গেছেন এজন্য ধন্যবাদ। আশা করছি মডুরা আপনার সমস্যার সমাধান করে দিবেন,

৭| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



:||

২২ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৪

একজন ঘূণপোকা বলেছেন: কিতা হইল রাজকন্যা

৮| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৪

ইমরাজ কবির মুন বলেছেন:
শিরোনামে লিখসেন আপুদের প্রবেশ নিষেধ, আবার পোস্টের শেষে লিখসেন আপুরা মাইন্ড কৈরেন না। ইতা কিতা হৈলো ?? :|

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

একজন ঘূণপোকা বলেছেন: আপুরা যাতে না আসে সেইজন্য লিখছ বাট তারা যে আসবে তা জানতাম। এই জন্য লিখছি যে মাইন্ড কইরেন না আপুরা। আর প্রমান দেখেন আপুরা যে এসেছে, উপরে কয়েকটা মন্তব্যে।



ধন্যবাদ মুন ভাই

৯| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৯

উড়ন্ত পোকা বলেছেন: আরে ঘুণপোকা কয়জনের অন্তরে যে কাটাকাটি করছে কে জানে..................
আমিও কারু মাথার উপরে বসে পরার জন্য সেই যে উড়াউড়ি শুরু করছি বসতে পারতেছিনা
মনে বড়ো কষ্ট :-< /:) :( :(( :((

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫২

একজন ঘূণপোকা বলেছেন: মাত্র এক জনের মনে কাটাকাটি করতে চেয়েছি কিন্তু ভাই সে কেটে কুটে আমার মন শেষ করে দিয়েছে।


আর কস্ট নিয়ে লাভ নাই, সামুতে মেয়ে পটানোর টিপস নিয়ে অনেক পোষ্ট আছে, পড়ে কাজে লেগে পড়ুন।

অল দ্য বেস্ট আমার জাত ভাই উড়ন্ত পোকা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.