নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

;););)তাহাদের ব্লগ বাড়ী ও তাহার বৃতান্ত;);) [কিছু ব্লগারের ব্লগের শিরোনাম ও প্রোফাইল]

২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৬

ইমন জুবায়ের







অনুকাব্যটি আমার খুবই প্রিয়,











দাসত্ব

জাতিয়তাবাদীদের সবেধন নীল মনি। তার মত ব্লগ লিখতে চাই পারি না। ভেবে অবাক হই কি দুঃসময়ে তিনি সামুতে জাতিয়তাবাদের পতাকা বয়ে নিয়ে গেছেন। হ্যাটস অফ ম্যান।













রাগিব



যার প্রোফাইল প্রথম পড়েছিলাম এবং প্রেমে পড়েছিলাম।













নাফিস ইফতেখার



"কি পোলাডের ফেইসবুকে খাইল" ব্লগে আসার কিছুদিন পর থেকে আমার ব্যানারে লেখা ছিল অনেক দিন











ফিউশন ফাইভ



বেশি জেগে থাকতে থাকতে মনে হয় শীত নিদ্রায় গেছেন, ব্লগে দেখা যায় না













হাসান মাহবুব



কি "ধূর" রাজাকার?











শায়মা

ব্লগের সবাই আপু ডাকে, সবাইকে ভাইয়া বলে খুব সুন্দর করে ডাকে। আমার খুব ঈর্ষা হয়। উনি খালি আমার একার আপু বলে মনে হয়।











চেয়ারম্যান০০৭











ফারজুল আরেফিন



প্রাইভেটের পোলা, জীবনে একবার ক্যাচাল পোস্টে কমেন্ট করেছিলাম,সেইখানে যে আমার পক্ষে ছিল









দূর্যোধন









ডিসকো বান্দর



লিন্‌কিন পার্ক







শোশমিতা







অণুজীব

প্রথম যে আমার ব্লগে কমেন্ট করেছিলেন, চরম টেকি। এখন খুব মিসাই তারে





এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা

তার শেখার আছে অনেক কিছু





সঞ্জয় নিপু





অপূর্ন





মাহমুদুল হাসান কায়রো







***আপডেট করা হবে। লেখাটি অনেক দিন ধরে ড্রাফটে ছিল। কেন জানি আপডেট করতে ইচ্ছে হল।



**** উত্সর্গঃ ইমন জুবায়ের ভাইকে।



#########ফেইসবুকে আমি

░░░▒▒▒▓▓▓███ একজন ঘুনপোকা রিটার্ন███▓▓▓▒▒▒░░░

মন্তব্য ৪১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৪

শায়মা বলেছেন: কতদিন আগে পোস্ট রেডি করতে শুরু করেছিলে ভাইয়া???:P

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৩

একজন ঘূণপোকা বলেছেন: ছয় মাস আগে ড্রাফট করেছিলাম। এখানে যা দেখছেন, আপু তা হচ্ছে মুল পোষ্টের চার ভাগের একভাগ। সামুর অটোড্রাফটের উপর ভরসা করে ভুল করে ছিলাম আর পোষ্টটা যখন প্রকাশ করতে যাব তখন ইমন ভাইয়ের না ফেরার দেশে চলে যাবার কথা শুনি, এতে মেজাজ খারাপ হয়ে যায়। আর তাই পোষ্ট না করে ড্রাফটে রেখে দিয়েছিলাম।

আগের আধা খেছড়া পোষ্টটাই খালি ট্যাগ লাইঙ্গুলো লিখে প্রকাশ করলাম।

২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৭

রৌহান খাঁন বলেছেন: আমারটা কই :P

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৭

একজন ঘূণপোকা বলেছেন: এই যে আপনারটা

৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৫২

টুম্পা মনি বলেছেন: বাহ ভালো তো।

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩১

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ

৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৩

পেঁচালি বলেছেন: আমি কই B:-)

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫১

একজন ঘূণপোকা বলেছেন:


এই যে আপনি








৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:২৩

*কুনোব্যাঙ* বলেছেন: হুমমম, বুঝলাম যে কে কে আপনার অনুসারিত আর কে কে অনুসারিত না :P


সুন্দর চমৎকার কিছু ব্লগারের চমৎকার কিছু প্রোফাইল কথামালা তুলে এনেছেন। প্লাস না দিলে অন্যায় হবে :)

২১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৪

একজন ঘূণপোকা বলেছেন: এটা আপনি কি বললেন, :-/ :-/


ধন্যবাদ প্লাস ও মন্তব্যের জন্য।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৪

একজন ঘূণপোকা বলেছেন:

৬| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:১৩

ঢাকাবাসী বলেছেন: সুন্দর!

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০১

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৫

একজন ঘূণপোকা বলেছেন:

৭| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৫৬

শিস্‌তালি বলেছেন: ভালো কালেকশান ভাই! ....... আমারটা নাই :(

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩১

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ শিস্‌তালি। কে বলছে আপনার টা নাই। নিচে দেখেন। আর হাসেন তো মিয়া এইবার। :D :D :D









stay hungry, stay foolish.

stay sexy , stay virgin !!!!!!!!!

সত্যি কইতাছি অনেক পছন্দ হয়েছে।

৮| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:২১

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক আগের পোস্ট মনে হচ্ছে ভ্রাতা +++++++++++ :)

২১ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৩

একজন ঘূণপোকা বলেছেন: হ্যা অনেক আগের পোষ্ট।

ধন্যবাদ মন্তব্য করার জন্য

৯| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩৮

আর.হক বলেছেন: ভালবাসা থেকে তৈরী

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩১

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ আর.হক।

আরেকটি ভালোবাসার তৈরী, দেখেন তো চেনেন নাকি???




১০| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০২

রেজা এম বলেছেন: পিলাচ লন ++++++++++

২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:২১

একজন ঘূণপোকা বলেছেন: আজ তো মেঘ করে নাই ভাইজান

১১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫০

মামুন রশিদ বলেছেন: দি আইডিয়া ;)



প্রোফাইল গুলো দেখে ভালো লেগেছে ।

২২ শে জুলাই, ২০১৩ রাত ১০:০১

একজন ঘূণপোকা বলেছেন: আপনার প্রোফাইলটা দেখে আমার ও অনেক ভালো লেগেছে, বিশেষত শিরোনাম টা।


১২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৭

কালোপরী বলেছেন: :)

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৪

একজন ঘূণপোকা বলেছেন: পরীদের দেশে কি ফেয়ার এন্ড লাভ্লি নেই??????


B-) B-) B-)



১৩| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৪

শুকনোপাতা০০৭ বলেছেন: হাহাহা.. ভালো লাগল পোষ্টটি :)

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৯

একজন ঘূণপোকা বলেছেন: পীক দিবার ট্রাই মারতাছি, বাট হচ্ছে না। একটু অয়েট করেন

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৮

একজন ঘূণপোকা বলেছেন:

১৪| ২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৫৫

শিস্‌তালি বলেছেন: ধন্যবাদ ভাই। মনডা ভালা হইয়া গেল :) :)

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৪

একজন ঘূণপোকা বলেছেন: থ্যাঙ্কু মিয়া ভাই শিস্‌তালি

১৫| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৭:০৫

আরজু পনি বলেছেন:

আইডিয়াটা দারুন তো !
নতুনত্ব আছে।

দু'একজন ছাড়া বাকী প্রায় সবার ব্লগের খোঁজ রাখা হয় প্রায় নিয়মিতই।

পোস্টে ভালো লাগা রইল ।

আমার প্রিয় ব্লগার রেজোওয়ানা আর জুন এদের দু'জনের ব্লগটা দেখতে পেলে আরো ভালো লাগতো ।

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৬

একজন ঘূণপোকা বলেছেন: আপুনি ধন্যবাদ।


রেজোওয়ানা আপু আর জুন আপু শুধু না আপনারটা ও ছিল বাট সামুর আটো ড্রাফট আমারে ডুবাইছে।


পরের পর্বে পাবেন ইনশাল্লাহ

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৩

একজন ঘূণপোকা বলেছেন:

১৬| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

শিস্‌তালি বলেছেন: একটা মানুষের অবয়ব থাকে সবার ডানদিকে যেটা খুবই বেমানান!এখানেও ভিন্ন একটা ছবি দেবার ব্যবস্থা করা হোক! মডু তুমি কোথায়??????

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৭

একজন ঘূণপোকা বলেছেন: হ`ম, আসলে এখানে প্রো পিকটা দিলে ভাল হত।

১৭| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


চমৎকার আইডিয়া !

:)

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৭

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪২

একজন ঘূণপোকা বলেছেন:

১৮| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৮

নৈঋত বলেছেন: ভালো উদ্যোগ.। পুস্টে পিলাস :) ++++

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৭

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.