নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

মেয়ের চেহেরাটাই খালি সুন্দর, মাথায় কিছুই নাই। খালি গোবর আর গোবর। ;););):P:P:P

৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৫

ফেইসবুকের গ্রাফিক্স সার্চ অপশনের কারনে ফেন্ড লিস্টের কেউ অন্য কারো সে ফ্রেন্ড লিস্টের বাইরের হলেও ফটুকে লাইক দিলে বা মন্তব্য করলে তা নিউজ ফিডে বা হোম পেইজে চলে আসে।B-)B-)B-) আর সে কারনে এক বড় ভাইয়ের লাইকের কারনে দেখি হোম পেইজে এক সুন্দরী মেয়ের ফটুক। নাম হইল গিয়ে নুসরাত জাহান স্বর্ণা উঠতি মডেল।:-*:-*:-*:-*মেয়েটাকে অনেক ভাল লেগে গেল। ভাবলাম যাই আর কয়েকটা ফটু দেখে আসি।;););) মেয়ের টাইম লাইনে গিয়ে দেখি আরিফ জেবতিকের স্ট্যাস্টাস শেয়ার করা।/:)/:)/:)একটু অখুশি হলাম।বোঝলাম মেয়েটা চেতনাধারী ও মুক্তমনা। মডেলরা যত মুক্ত মনা হবে আমাদের তত মজা, বলে মনটাকে প্রবোধ দিলাম/ :):):)







কিন্তু একটু পরে একটা পোষ্ট দেখে অনেক ভালো লাগলো। দেখলাম সে ট্রাডিশনাল মডেলদের মত না। কারন আরং এর এই বিতর্কিত এডটা নিয়ে তার চুলকানি আছে। B-)B-)B-)







কিন্তু তাকিয়ে দেখি ওমা হেতি কি লিখছে??? :-*:-*:-*:-*আরং নাকি ডঃ ইউনুস প্রতিষ্টান।:P:P:P:P আর তাই সে ডঃ ইউনুসকে এক হাত নিল। X((X((X((X((



একজন আবার ভুল ধরিয়ে মন্তব্য করল।







কিন্তু আমাদের এই মাকাল ফল আপা তো আবার মুক্তমনা। তাই তার কথা ই শেষ কথা। আর এজন্য উনি দিলেন ছাকনি তত্ত্ব। :P:P:P:P:P









গুগোল ইউকিপিডিয়াও মিথ্যা তার কাছে।







গুগোলে নাকি মুক্তিযুদ্ধ নিয়ে সঠিক তথ্য নেই। না থাক্তেও পারে, কারন দ্বিতীয় বঙ্গবন্ধুর কথা মনে হয় নাই গুগোলে। :-*:-*:-*:-*







আরং এর অর্থায়ন করে নাকি ডঃ ইউনুস। এত কিছুর পরও আবালটা ভুল স্বীকার করল না। ভুল স্বীকার মহত্ত্ব বাড়ায়। মিথ্যা খালি মুর্খতাই প্রকাশ করে এই কচি হাম্বাটা জানে না। আবাল আর কারে বলে। কাদের আজ আমরা অনুসরন করি (বাস্তবে বা ভার্চুয়ালে)।

কি আছে আমাদের কপালে। /:)/:)/:)/:)/:):((:((:((:((







এই জন্যই তো বলি হাম্বাদের আজ দুরাবস্থা কেন?? তথ্যমূলক পোষ্টে কেন আসে না ডিফেন্ড করতে। আমাদের এই আপা কিন্তু কচি হাম্বা। ;);)







বিঃ দ্রঃ কেউ আবার একে নারী অবমাননা হিসেবে দেইখেন না। ;);)

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫১

দূর আকাশের নীল তারা বলেছেন: শিউর ওইটা একটা ফেইক আইডি। হাম্বা লীগের কেউ খুলছে।

৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১০

একজন ঘূণপোকা বলেছেন: না হবার সম্ভাবনাই বেশি।

২| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৫

কষ্টবিলাসী বলেছেন: এ আই ইউ বি।

ভিডু নাই?

৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

একজন ঘূণপোকা বলেছেন: জানি না মিয়া ভাই। :D :D :D

৩| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১০

একজন ঘূণপোকা বলেছেন: পোষ্টটি ট্যাকনিকাল প্রবলেমের কারনে দুইবার চলে আসছে। তাই একটি মুছে দেয়া হল। অইখানের একটি মন্তব্য এখানে দেয়া হল।

বিবর্ণ ক্যানভাস বলেছেন: ভাই ফেবুতে ইদানিং মুক্তমনা আফাগো বিচরন বাড়ছে।।তেনারা সুন্দর ফটু দেখাইয়া ফলোয়ার বাড়ায়, তারপর ইশট্যাটাসে জ্ঞানগর্ভ কথাবার্তা শুরু করে।। তাহার কি সব যুক্তি!! লুল পোলাপান আবার দেখি সেই জ্ঞানসুধা পান করে ধন্য হয়!! :-* :-* :-*

বিবর্ণ ক্যানভাস ভাই সরি। বুঝতেই পারছে। আমার ব্লগে আপনাকে স্বাগতম। আশা করি আবারো আপনাকে পাব।

৩০ শে জুলাই, ২০১৩ রাত ৯:০১

একজন ঘূণপোকা বলেছেন: বিবর্ণ ক্যানভাস ভাই রাগ করে নাই। :P :P :P

৪| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৬

বাংলার হাসান বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৩০ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৪

একজন ঘূণপোকা বলেছেন: খালি হেসেই গেলেন। জাতির উদ্দেশে কিছু বলেন না।

৫| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৮

সাদ আরেফিন বলেছেন: ছাগুলিগের এই কচি হাম্বু টাকে কেউ পান্না স্যারের কাছে তুলে দে ...।

৩০ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৯

একজন ঘূণপোকা বলেছেন: উত্তম প্রস্তাব

৬| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ৯:১১

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



eta ekta feke account karon , jar chobi tar nam hocche Sama Mehjabin Rinty ...

:)


৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৯

একজন ঘূণপোকা বলেছেন: হাছা নি, তাইলে তো Sama Mehjabin Rinty কে জানানো দরকার। এই আবাল তো আরো বড় বড় আকাম করবে।



ধন্যবাদ তোমার গল্পের মৃত রাজকন্যা

৭| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৮

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


হুম!!!
আমি জানিয়েছি ।
আইডিটার বিরুদ্ধে রিপোর্ট করা দরকার ...
আপনি পোস্ট না দিলে জানা যেত না অবশ্য ।

আপনাকে ও ধন্যবাদ ভাইয়া :)

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৪

একজন ঘূণপোকা বলেছেন: রিপোর্ট করার জন্য ধন্যবাদ।

আমিও যাই রিপোর্ট করে আসি।

আরেকটা কথা রিয়েল আইডির লিঙ্কটা জানলে একটু জানান শেয়ার করে দেই।

৮| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৫

কোলাহল নির্জনে বলেছেন: বাহ!!!! গোবর তো দেখতেছি কচি হাম্বায় নাহ বড় হাম্বায় লেগে আছে!!!!!

আসেন আমরা গোবরের বিজনেস করি, ডিজিটাল দেশ গড়ি :D

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৯

একজন ঘূণপোকা বলেছেন: সামুর ও দেখি লেজ গোবরে অবস্থা।

৯| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

কোলাহল নির্জনে বলেছেন: বাহ!!!! গোবর তো দেখতেছি কচি হাম্বায় নাহ বড় হাম্বায় লেগে আছে!!!!!

আসেন আমরা গোবরের বিজনেস করি, ডিজিটাল দেশ গড়ি :D

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৭

একজন ঘূণপোকা বলেছেন: ভাই চারটা মন্তব্যেরই কি উত্তর দিতে হবে???????????

১০| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৮

কোলাহল নির্জনে বলেছেন: বাহ!!!! গোবর তো দেখতেছি কচি হাম্বায় নাহ বড় হাম্বায়ও লেগে আছে!!!!!

আসেন আমরা গোবরের বিজনেস করি, ডিজিটাল দেশ গড়ি :D

১১| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৯

কোলাহল নির্জনে বলেছেন: বাহ!!!! গোবর তো দেখতেছি কচি হাম্বায় নাহ বড় হাম্বায়ও লেগে আছে!!!!!

আসেন আমরা গোবরের বিজনেস করি, ডিজিটাল দেশ গড়ি :D

১২| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৪

জাতির শ্বশুর বলেছেন: উবর পোস্ট.......... :-P

১৩| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩০

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~ =p~

১৪| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

প্রিয়ভাষিণী বলেছেন: =p~ =p~

১৫| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

দি সুফি বলেছেন: ফেইক আইডি।

১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

শামিম৯৩০০৭ বলেছেন: hi, i have written a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link Click This Link please visit the link and rate it if you like. :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.