নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

এত ব্যাটা!!! এইবার ইন্ডিয়ান দূতাবাসটা একটু ঘেরাও করে দেখা X((X((

২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬









এত ব্যাটা, এত চেতনা, এত দেশপ্রেম। তো এইবার ইন্ডিয়ান দুতাবাসটা একটু ঘেরাও করে দেখাও না ভাই।



নাকি ভাসুরের নাম মুখে নিতে লজ্জা, নাকি এতে বিরায়ানীর সাপ্লাই বন্ধ হয়ে যাইবার আশংকা থাকিয়া যায়।

মন্তব্য ৬১ টি রেটিং +১/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

মুনেম আহমেদ বলেছেন: কোন issu তে????

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

একজন ঘূণপোকা বলেছেন: আপনে ঘুমান, ইস্যুটা জানতে হবে না।



তিন জমিদার’-এর প্রস্তাব টেস্টই খেলতে পারবে না বাংলাদেশ!

২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: উনারা এখনো বাংলা পরীক্ষায় বেস্ত!!!!!

সব ভন্ডামীর মূখে জুতার বাড়ী!

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩১

একজন ঘূণপোকা বলেছেন: সব ভন্ডামীর মূখে জুতার বাড়ী!


সব ভন্ডামীর মূখে জুতার বাড়ী!


সব ভন্ডামীর মূখে জুতার বাড়ী!


ধন্যবাদ বিদ্রোহী ভৃগু

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১১

টুরিস্ট আশরাফুল বলেছেন: দিলেন তো দাদাদের ধুতি ধরে টান :P :P

এখনি আপনাকে রাজাকার বানাইয়া দেবে :P :P

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২

একজন ঘূণপোকা বলেছেন: ট্যাগে ডরে না ভীর :P :P :P


ধন্যবাদ টুরিস্ট ভাই

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাংলাদেশকে টেষ্ট ক্রিকেট থেকে বাদ দেওয়ার যে সব ষড়যন্ত্র চলছে তাইতো ইন্ডিয়াকে সালাম দেওয়ার দরকার!

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

একজন ঘূণপোকা বলেছেন: কেন সুজন ভাই ????

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪২

পদ্মা_েমঘনা বলেছেন: দালালগুলি কি মন্তব্য করে তা দেখার অপেক্ষায় থাকলাম! X( X( X( X( X(

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

একজন ঘূণপোকা বলেছেন: দালালগুলি আর কি মন্তব্য করব তা তো জানেনই পদ্মা_েমঘনা ভাই।

অনেক ধন্যবাদ

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭

পাঠক১৯৭১ বলেছেন: ভারত নিয়ে যদি পুরো জাতি ভুল ধারণা আছে; সেই জন্য তারা নিজ দেশে সমস্যায় আছে; সামান্য মগজের দরকার!

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

একজন ঘূণপোকা বলেছেন: চোখ কান কোথায় রাখছেন ভাই???


কী ভুল ধারনা আছে একটু বলে যান।


আর কত হো* মারলে সেই ভুল ধারনা দূর হবে একটু বলে যান।

আপনারা আসলেই আ**

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫১

এস.বি.আলী বলেছেন: হুমমম #:-S

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯

একজন ঘূণপোকা বলেছেন: হুম

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৮

পদ্মা_েমঘনা বলেছেন: উপ্রের এই ”পাঠক” দালালটা খুবই বিরক্তিকর! একে কেউ একজন কাঁঠালপাতা দেন তো! ব্লগ রামছাগল মুক্ত দেখতে চাই!

২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৬

একজন ঘূণপোকা বলেছেন: দাদা এত কষ্ট করে ওই পার থেকে ব্লগিং করে, তাকে তো কাঁঠালপাতা দেয়ায়াই লাগে।

দেয়া হয়েছে।


ধন্যবাদ ভাই। আবারও এসেছেন

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪০

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার বলেছেন: রেন্ডি দূতাবাস ঘেরাও করলে দাদারা মাইন্ড খাবে :!> :!> :!>

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ, আর দাদাদের ইয়ে চেটেই এদের দিন গুজরান হয়।

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪০

হাসান মাহবুব বলেছেন: দূতাবাস ঘেরাও করে কোন লাভ নাই। যা করতে হবে তা হলো, বাংলাদেশে আইপিএল এর প্রচার বন্ধ, খেলোয়ারদের আইপিএল এ খেলতে মানা করা। সব দেশ যডি এটা করে, ইন্ডিয়া টের পাবে মজাটা। সামনে এরকম কিছু ঘটবে, আমি আশাবাদী।

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭

একজন ঘূণপোকা বলেছেন: ততদিনে বাংলাদেশ ক্রিকেট রূপকথা হয়ে যাবে, এখনই ইন্ডিয়ার পক্ষে অনেকে নির্লজ্জ সাফাই গাচ্ছে।

পাপনরা যেখানে ইন্ডিয়ার পক্ষে ভোট দেয়ার জন্য এক পায়ে খাড়া সেখানে করবে আইপিএল এর প্রচারনা বন্ধ। কয়টা মাথা তাদের ঘাড়ে, ৫% ভোট কি এমনে এমনে আসে।

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪১

টি-ভাইরাস বলেছেন: ভারত হুমকি দিয়েছে তাদের প্রস্তাব না মানলে, তারা আইসিসি থেকে বেড়িয়ে যাবে!

ভারতের এই হুমকি যেন বাস্তবতায় রূপ নেয়!
অপেক্ষা শুরু করলাম!

দিন শেষে ক্রিকেট আবারো ভদ্রলোকের খেলা হতে যাচ্ছে!

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

একজন ঘূণপোকা বলেছেন: হলে তো ভালোই হত, কিন্তু পদত্যাগ নাটক তো খালি জাফর স্যারই করে না, সাথে ইন্ডিয়া বোর্ডও করে, দেখবেন সামনে।

ধন্যবাদ টি-ভাইরাস

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

HHH বলেছেন: শাহবাগী চেতনার মুখে পিছছছছছছছচ

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪০

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
এখানে মাথা গরম করলে লাভ হবেনা।
একঘরে হয়ে যাবার সম্ভাবনা আছে।

বাংলাদেশের উচিৎ দক্ষীনআফ্রিকা, ওয়েষ্টিন্ডিজ, পাকিস্তান প্রভৃতি দেশের সাথে যোগাযোগ করে জনমত তৈরি করে পরবর্তি পদক্ষেপ গ্রহন করা। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড বিপক্ষের হলেও তাদের সাথেও যোগাযোগ করে লব্বিং করতে হবে। অবস্থা বুঝে ভোট দিতে হবে।

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

একজন ঘূণপোকা বলেছেন: যোগাযোগ করবে কে??? পাপন-লোটা।


কয়টা মাথা ওদের ঘাড়ে, ৫% ভোট কি এমনে এমনে আসে।

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

সজল কির্ত্তনিয়া বলেছেন: ইন্ডিয়ান জুজুর ভয় দেখিয়ে আর কত ছাগলামু করবেন ? যথেষ্ট হয়েছে এবার থামুন।

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩

একজন ঘূণপোকা বলেছেন: ইন্ডিয়া জুজু না, রাক্ষস।

আচ্ছা আপনাদের বোধ-বুদ্ধি কবে হব??? আর কয়দিন উটপাখি হয়ে থাকবেন???

এবার একটু জেগে উঠুন। প্রমান তো হাতের কাছেই। তাই আর দালালি না করে দেশকে ভালবাসার ট্রাই করেন।

গেট অয়েল সুন

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

দার্শনিক ফিনিক্স বলেছেন: আসুন ভারত ও এর দালাল দের বর্জন করি,ভারতীয় সিনেমা,সিরিয়াল,পন্য সবকিছু বর্জন করি.ষোল কোটি মানুষ ভারতকে বর্জন করলে ১ মাসের মধ্যে ভারত মাফ চাইতে বাধ্য হবে

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪

একজন ঘূণপোকা বলেছেন:
ইয়েস, এক মাসে মাফ চাইতে বাধ্য হবে।

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

দার্শনিক ফিনিক্স বলেছেন: আসুন ভারত ও এর দালাল দের বর্জন করি,ভারতীয় সিনেমা,সিরিয়াল,পন্য সবকিছু বর্জন করি.ষোল কোটি মানুষ ভারতকে বর্জন করলে ১ মাসের মধ্যে ভারত মাফ চাইতে বাধ্য হবে

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

বাংলার আকাশ বলেছেন: Salar akata der deshta jodi vag hoye jeto !

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫

একজন ঘূণপোকা বলেছেন:
ভাগ তো দুরের কথা কয়দিন পর আমরা তাদের সাথে মার্জ হয়ে যাইতেছি।

ভাই জান কি মোবাইল থেকে নাকি???

১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

মুনেম আহমেদ বলেছেন: লেখক বলেছেন: আপনে ঘুমান, ইস্যুটা জানতে হবে না।
তিন জমিদার’-এর প্রস্তাব টেস্টই খেলতে পারবে না বাংলাদেশ!

এটা তো তারা প্রস্তাব দিছে বাস্তবায়ন তো করবে আইসিসি তার জন্য ইন্ডিয়ান দূতাবাস ঘেরাওয়ের কোন যৌক্তিকতা নাই। অবশ্য আপনি মজা লয়া থাকলে ভিন্ন কথা।এটার দাবী করতে হবে আইসিসির কাছে ক্রিকেট অঙ্গনেই করতে হবে সমাধান।

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭

একজন ঘূণপোকা বলেছেন:
মজা নিব কেন???

জামদানি-ইলিস-আম দিয়ে বুঝেন নাই কিছু???

আইসিসি চালায় তো ইন্ডিয়াই।

কবে লাভ হবে, যেদিন প্রস্তাব পাশ হয়ে যাবে সেদিন???

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৬

পাজল্‌ড বলেছেন: আপনার আসল উদ্দেশ্য গণজাগরন মঞ্চ কে পচানো!! পচা জিনিস কে পচিয়ে এত মজা!! আর হ্যা , আপনি কেন যান না!! ঢোলে বাড়ি দেয়ার লোকের ও দেখি অভাব নাই।
ইংল্যান্ড অস্ট্রেলিয়ার এম্বেছি ও ঘেরাও করা উচিত তাই না।কোন দেশ বিদ্বেষি না হয়ে বাংলাদেশ প্রেমি হন,অনেক ফযিলত হবে।
হাসান মাহবুব ভাই এর সাথে একমত।

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

একজন ঘূণপোকা বলেছেন:
মাহবুব ভাইয়ের মন্তব্যের উত্তরটা পড়ে নেন।

২০| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৭

পাজল্‌ড বলেছেন: ক্যাপ্টেন ম্যাকক্লাস্ক @একমত

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

একজন ঘূণপোকা বলেছেন: ক্যাপ্টেন ম্যাকক্লাস্ক এর মন্তব্যের উত্তরটা পড়ে নেন।

২১| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১২

সাইলেন্স বলেছেন: ক্রিক ইনফোতে ভোটিং হচ্ছে এই সিস্টেমের পক্ষে বিপক্ষে, সেখানে ভোট দিয়ে মতামত জানান, মাঠ গরম করার মত কিছু এখনও হয়নি। ইন্ডিয়ার প্রস্তাব হIলে পানি পাবে বলে মনে হয়না।Click This Link

২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

একজন ঘূণপোকা বলেছেন: ভোট গত কালকেই দিয়েছি, ইন্ডিয়ার প্রস্তাব হালে পানি পাবে না??? কে বলেছে আপনাকে???


আর কখন মাঠ গরম করার সময় হবে, যখন বাংলাদেশের টেস্ট ক্রিকেট না খেলার ৫০ তম বছর হবে, তখন????

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪২

শিক্ষানবিস বলেছেন: কী বলেন, ভারতের চাকর-চাকরানীরা কিভাবে তাদের দুতবাস ঘেরাও করবে? বরং তাদের ওখানের ক্লীনারের কাজটা পাইয়ে দিলে নিজেদের মহা-ভাগ্যবান মনে করবে।

২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

একজন ঘূণপোকা বলেছেন:
ভাগ্যবান তো ভাববেই , দাদা বলে কথা।

২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১০

একাকী বাংলাদেশি বলেছেন: ভারতীয় অ্যাম্বেসি ঘেরাও করবেন নাকি আগে ব্লগীয় হাম্বাগুলারে বলদ বানাবেন?

২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

একজন ঘূণপোকা বলেছেন:
বলদ তো এমনিতেই হয়ে আছে, বাস্তবকে অস্বীকার করে ইন্ডিয়ার সাফাই গাইছে, দেখতেই তো পাচ্ছেন!!

সোনাগাছির কিছু জারজ যে এই দেশে আছে, এতদিন শুনতাম। আজ দেখলাম।


ধন্যবাদ একাকী বাংলাদেশি

২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হ, যেন মনমোহন সিং ক্রিকেটের ইয়ে ছিঁড়তে এসেছে! আমাদের হাতে আছে বিসিবির একটা ভোট, সেটা সঠিক যায়গায় যাতে পড়ে সেটাই লক্ষ্য। দল নিয়ে কপচানির টাইম নাই।

২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

একজন ঘূণপোকা বলেছেন:
মনমোহন সিং আপনাদের বাল ছিড়তে কেন আসবে, চাওয়ার আগেই যখন ঠ্যাং মেলে দেন???

ভোট তো জায়গা মতই পড়বে??? ইন্ডিয়ার পক্ষে!!! পাপনের সংবাদ সম্মেলন দেখেন নাই???

আপনারা এমন নির্লজ্জ কেমনে হন, এইবার দেশটাকে একটু ক্ষমা করেন।

ইলিস-আম-জামদানি-পদ্মা-তিস্তা অনেক কিছুর জন্যই তো দালালি করলেন, এইবার একটু ক্ষেমা দেন।

২৫| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬

HHH বলেছেন: ভারতের দালাল যারা ব্লগে আছে, তাদের উপযুক্ত সাইজ করার জন্য সবাই একত্র হন

২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

একজন ঘূণপোকা বলেছেন:
হাম্বারা মন্তব্য করে, নিজেরাই নিজেদের ধুতি খুলে ফেলছে।


ধন্যবাদ HHH

২৬| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার বলেছেন: এই ক্রিকেট ইস্যুতে যেসব ভাদা ভারতের দালালি করবে তারা নব্য রাজাকার। তাদের চিহ্নিত করে রাখুন।

২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

একজন ঘূণপোকা বলেছেন:
ঢাকাইয়া ভাষায় একটা প্রবাদ আছে, যাক যাক মুরগিটা, চিনলাম তো খাটাশটা ।

সোনাগাছির নব্য রাজাকারদের মুখশ আজ পরিস্কার


ধন্যবাদ একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার

২৭| ২৪ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫

ফিলিংস বলেছেন: ভারতের দালালি--এ নিয়ে লেখা পরতে পরতে আর ভালো লাগছেনা। কেউ কাজের কথা বলছেনা। শুধু ফাও পেচাল।

আ লীগের লোক কিছু করবেনা জানেন তো আপনেরা কার বাল ফেলাছ্ছেন।
ওরা পাকিস্তানের অ্যামবেসি ঘেরাও করেছিলো তো আপনারা ইনডিয়ান অ্যামবেসি ঘেরাও করেন। ওরা রাজাকারদের জন্য শাহাবাগ তৈরি করলে আপনারা ক্রিকেটের জন্য টি, এস, সি তৈরি করেন। শুধু এ কি করল ও কি করল না বলে নিজে কি করেছেন বা করতে পারবেন তাই বলেন। দ্বায়িত্ব কি শুধু ওদের একার। আর আপনাদের দ্বায়িত্ব হল পরনিন্দ কারা।

শাহাবাগ তৈরি হল কিভাবে দেখেছেন। তাহলে কার জন্য বসে আছেন ???

২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

একজন ঘূণপোকা বলেছেন:
আমাদের দ্বায়িত্ব কারো পরনিন্দা করা নয়, ঘরের শ্ত্রুগুলোকে চিনিয়ে দেয়া, কারন ঘরের শত্রু বিভীষণ ।


আর আপনি পোষ্টের মুলভাব ধরতে পারেন নাই।

২৮| ২৪ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯

ফিলিংস বলেছেন: নাকি নিজের লেজ কাটা (রাজাকার উপাধি) বলে অন্যের লেজ কাট তে চাছ্ছেন।
নিজেদের তো কিছু করার মুড়োদ নাই তা ওদের দিকে তাকিয়ে বশে থাকেন।

যাদের এখনও সন্তান হয়নি বা হবেনা তারা কিন্তু ঘরের লোক কে ওদের কাছে পাঠিয়ে দিতে পারেন কারন ওরা পারে....।

২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

একজন ঘূণপোকা বলেছেন: এতক্ষন ঠীক ছিল, এইবার বেলাইনে চলে গেলেন। বাট আমি গেস্টদের সাথে অনেক ভাল ব্যাবহার করি।


কথায় কথায় রাজাকার উপাধি দেয়া, পুর্ব পুরুষের মাঝে রাজাকার থাকার কথাকেই প্রমাণ করে।

২৯| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভোট বিসিবি ভারত/অস্ট্রেলিয়া/ইংল্যান্ড এর 'ক্রিকেট বোর্ডের' বিপক্ষে দেবে, আপ্নে সংবাদ সম্মেলন দেখেন নাই? এখানে খালি ভারত ভারত করে ম্যাতকার করা একটি বিশেষ ধরনের ছাগলীয় লক্ষণ।

Click This Link

Click This Link

যান আপনি ভারতীয় দূতাবাসের সামনে গিয়ে এখন গড়াগড়ি খান!!!!!

তখন পাকিস্তান আমাদের সার্বভৌমত্বের উপরে কথা বলেছে, তারা অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করেছে। রাজাকারদের পক্ষে কথা বলেছে। সেটার সাথে বিসিসিআই সহ বাকী তিন দেশের 'প্রস্তাবকে' মিলিয়ে একটা ছাগবানী ছেড়ে দিলেই জামাতি পেমেন্ট হালাল হয়ে গেলো?

শেইম অন ইউ গাইজ!

২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৭

একজন ঘূণপোকা বলেছেন:
হালার আবালের দল কোন হানকার!!!


ভাইজান আমি পোস্ট দিছি কবে আর বিসিবি সংবাদ সম্মেলনে করছে কবে???

আপনার জন্য উপদেশ, ব্লগ পড়বেন কিন্তু বানান করে পড়বেন

মাদার চোদ বলে গালি না দিয়ে পারলাম, আপনার কোন আব্বায় বলছে আমি জামাত করি।

কথায় কথায় জামাত ট্যাগ দেয়া, জামাত কতৃক সোগা মারা খাওয়ার ইজ্ঞিতই বহন করে-এর এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার সাথে না ঘষলেই পারতেন।

ওকে ভাল থাকবেন। পাড়ার সেলুন টাইপ তর্ক করার জন্য আমার ব্লগে না আসলেই খুশি হব।

৩০| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭

খন্দকার আরাফাত বলেছেন: কিছু ভারতীয় দালালের ভারত নিয়ে কথা বললেই রক্তে আগুন লাগে। ভারত তাদের আসল দেশ সে কারণেই এমন জালা পোড়া তাদের।
ভারতীয় দালালদের গালে গালে জুতা মারো তালে তালে।


এরা আবার লোক দেখানো প্রতিবাদ করে। ভারতলীগের চিহ্নিত দালালরা করছে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ। ব্লগে না আসলে এমন বিনোদন থেকে বঞ্চিত হতাম।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০০

একজন ঘূণপোকা বলেছেন:


অনেক সুন্দর মন্তব্য করেছেন আরাফাত ভাই।

আপনাকে এক রাশ কৃতজ্ঞতা

৩১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

তূর্য হাসান বলেছেন: দিকভ্রান্ত*পথিক এর মনে হয় ক্রিকেট বিশ্বে ভারতের বিপরীতে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার অবস্থান সম্পর্কে ধারণা সীমিত। আর এই প্রস্তাব কে কেন কোথা থেকে উত্থাপন করছে তারও সঠিক ধারনা নাই।
আমি সাধারণত ক্যাচালমূলক পোস্টে (সরি ক্যাচালমূলক পোস্ট বলায়) কমেন্ট করি না। কিন্তু এই ইসুতে কিছু ব্লগারের নির্লজ্য ভারতীয়দের পক্ষে দালালী সহ্য হচ্ছে না।
ধিক্কার জানাই ভারতীয় ক্রিকেট বোর্ডের এই তৎপরতা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০২

একজন ঘূণপোকা বলেছেন:
দিকভ্রান্ত*পথিক একজন থার্ড ক্লাশ হাম্বা, যার কাজ হচ্ছে সারাদিন কপি পেস্ট করা।
ওর দিকে নজর না দেয়াই ভালো।


কিছু ব্লগারদের নির্লজ্জ দালালি দেখে সত্যি এদের প্রতি করুনা হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.