নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

আসুন জেনে নিই বিশ্ববিখ্যাত কিছু কর্পোরেট প্রতিষ্ঠানের নামকরণের পিছনের মজার ইতিহাস। (মাস্ট সি; প্রিয়তে নেয়া, না নেয়া আপনার ইচ্ছা) :):):) পর্ব-১

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫১

দ্বিতীয় পর্ব পড়তে চাইলে, পড়তে পারেন।



উঠতে-বসতে আমরা এই প্রতিষ্ঠানগুলির নাম শুনি। তাদের পণ্য অথবা সেবা ব্যবহার করি কিংবা ব্যবহার করার প্রয়াস রাখি। কিন্তু আমরা অনেকেই জানি না, তাদের নামকরনের ইতিহাস।

এইগুলি শুধু নিছক কিছু নামই না, এর পিছনে রয়েছে অনেক মজার ইতিহাস; অনেক মর্মাথ। চলুন আজকে কিছু প্রতিষ্ঠানের নামকরণের ইতিহাস জেনে নিই।





অ্যাডোবি



ক্যালিফোর্নিয়ার লস আন্টোসে অবস্থিত অ্যাডোবি নামের একটি খাঁড়ির নামে কোম্পানির নাম অ্যাডোবি সিস্টেমস রাখা হয়। এই খাঁড়িটি অ্যাডোবির সহ-প্রতিষ্ঠাতা জন ওয়ারনক বাড়ির পেছন দিয়ে প্রবাহিত হয়।





আমাজন



বিশ্বের সবচেয়ে বড় অনলাইন রিটেইলার। জেফ বেজস তার কোম্পানির জন্য এমন একটি নাম রাখতে চাচ্ছিলেন যা A দিয়ে শুরু হবে। তিনি ডিকশানারি নিয়ে নাম খোজা শুরু করলেন এবং আমাজন নামটি ঠিক করলেন, যা একটি নদীর নাম এবং এটিকে মনে করা হত সেই সময় সবচেয়ে বড় নদী। তিনি চাচ্ছিলেন অদূর ভবিষতে তার কোম্পানি আমাজনের মতই বড় হবে। তার স্বপ্ন পুরুন হয়েছে বলাই যায়। অনেকে আমাজন নামে যে একটা নদী আছে তা হয়ত জানেনা। কিন্তু আমাজন ডট কমের নাম ঠিকই জানে।





ক্যানন



ক্যানন ইলেকট্রনিক, অপটিক্যাল, কনজুমার ইত্যাদি তৈরির জন্য জাপানি বহুজাতিক কোম্পানি। কোম্পানির প্রথম ক্যামেরার নাম ছিলো কাওয়ানন- যা থেকে কোম্পানিটির নামকরন করা হয়। ১৯৩৫ সালে জাপানিজ এই দাঁতভাঙ্গা নামটাকে ক্যানন নাম দিয়ে একটু ভদ্রস্থ করা হয়।





কোকা-কোলা



কোকা-কোলা সংক্ষেপে কোক (Coke) নামে পরিচিত এটি বিশ্বে অন্যতম বড় একটি কোমলপানীয় বিক্রেতা প্রতিষ্টান। কোকা-কোলা নামটি এসেছে কোকা পাতা এবং কোলা বাদাম থেকে যা সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হয়। কোলাকে ইংরেজিতে K দিয়ে লেখা হলেও সৌন্দর্যে কথা চিন্তা করে তারা C দিয়ে লেখে।





আইবিএম



আই বি এম (ইংরেজি: IBM, পূর্ণরূপ: International Business Machines Corporation) যুক্তরাষ্ট্রের বৃহত্তম কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি। ১৯১১ সালে আইবিএম প্রতিষ্ঠিত হয়।





ইন্টেল



কি মিয়া প্রসেসরটা কিসের?? ইন্টেলেরই তো হবে। বেশীরভাগ মানুষ এটাই ব্যবহার করে। ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্সের সংক্ষিপ্ত রুপ হলো ইন্টেল।





নাইকি



নাইকি ইনকর্পোরেশন বিশ্বব্যাপী খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এর সদর-দফতর মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। গ্রীক বিজয়ের দেবী নাইকির নামানুসারে নামকরন করা হয়।





নাইকন



নাইকন বা নিকন কর্পোরেশন একটি বৃহৎ জাপানি অপটিকস ও ইমেজিং কোম্পানি। নিপ্পন কোগাকু শব্দের সংক্ষিপ্তরুপ হচ্ছে নাইকন- যার মানে হচ্ছে জাপানিজ অপটিক্যাল।





নিশান



জাপানিজ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। যার পুর্বনাম ছিল নিপ্পন স্যাংগুয়ো মানে জাপানিজ ইন্ডাস্ট্রিজ।





নোকিয়া



একটা সময় ছিল মোবাইল বলতে মানুষ কেবল নোকিয়াকেই বুঝত। এমনকি অনেক ব্লগারেরই দেখা যাবে প্রথম ফোনটি ছিল নোকিয়ার (আমারও) কিন্তু ফিনল্যান্ডভিত্তিক এই কোম্পানীটি তার আগের ববস্থান হারিয়ে ফেলেছে, তাদের নিজেরদেরই কিছু গুয়ার্তুমির কারনে।

ফিনল্যান্ডের নোকিয়া শহরের নামে তাদের নামকরন করা হয়। জানেন প্রথমে কি ব্যবসা করত এই নোকিয়া? উড-পাল্প মিল দিয়ে তাদের মিশন শুরু হয়।





পেপসি



কয়দিন আগেও ফেইসবুকের হোমপেইজে ঘুরত একটি সাবধানবাণী। মুসলমান হিসেবে আমাদের পেপসি খাওয়া উচিত না। কারন পেপসি মানে - “Pay Each To Save Israel”।

কিন্তু পেপসি শব্দটি এসেছে, পেপসিন নামক এনজাইম থেকে-যা হজমে সাহায্য করে। (আমারে কেউ ইজরায়েলের দালাল ভাইব্বেনা) পেপসির পুর্ন নাম “Popular Electronic Production Services Industry” ।





স্কাইপ



স্কাইপ কী, এটার কাজ কী?? এটা খায় না পরে??? আমি বলব কেন???? আপনারাই আমার থেকে ভালো জানেন!!! কত কেলেংকারি এটা নিয়ে, একজন সম্পাদক এখনও জেলে আছেন।২০০৩ সালে ডেনমার্কের ধমিজা, জানুজ ফ্রিজ এবং সুইডেনের নিকলাস জেনস্ট্রম স্কাইপ প্রতিষ্ঠা করেন।

আদি নাম ছিল স্কাইপার যেটি এসেছে স্কাই-পিয়ার-টু-পিয়ার থেকে। অনেকে একে স্কাইপি বলে, কিন্তু আসল নাম হচ্ছে স্কাইপ।





রিবক



ব্রিটেনভিত্তিক জুতা, কাপড় ও খেলার সামগ্রী প্রস্তুতকারক। রিবক নামটি এসেছে আফ্রিকান রেহবক শব্দ থেকে। যা একজাতীয় কালো হরিণ।





সনি



রংগিন টিভি মানেই সনি!! কি ভুল বললাম? সনি কর্পোরেশন জাপানী ইলেক্ট্রনিক্স সামগ্রী নির্মাতা। ল্যাটিন শব্দ সুনাউ থেকে সনি শব্দটি এসেছে যার মানে হচ্ছে শব্দ (সাউন্ড)।





ভার্জিন



আরেকটি কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান। কোম্পানিটি শুরু করার সময় একটি মেয়ে বলে, ভার্জিন নাম দিলে কেমন হয়? যেহেতু ব্যবসা ক্ষেত্রে আমরাও ভার্জিন।





ভোডাফোন



হায় হায়, আমি তো জানতাম এটা দাদাদের দেশের কোম্পানি। এটা তো আসলে ইংল্যান্ডের। ছোটকালে এই নামটা নিয়ে আমরা হাসাহাসি করতাম, আর বড়দের সামনে এটার নাম নিতাম না। (কেন নিতাম না? লজ্জা পাবার ইমো হবে)।

ভয়েস, ডাটা, টেলিফোন থেকে এসেছে ভোডাফোন শব্দটি।





ভক্সওয়াগন



জার্মানীর অটোমোবাইল কোম্পানি। অবশ্য জার্মানীরা উচ্চারন করে ফক্সওয়াগন। যার মানে হচ্ছে গাড়িতে জনতা।





কৃতজ্ঞতাঃ উকিপিডিয়া।

কোন ভুল থাকলে ধরিয়ে দিবেন। সংশোধন করে দেয়া হবে। আর আমি কিন্তু ইংরেজিতে কাচা। ভুল হতেই পারে।





দ্বিতীয় পর্ব পড়তে চাইলে, পড়তে পারেন।

মন্তব্য ১১৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৭

সুমন কর বলেছেন: তথ্যবহুল পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ সুমন কর :) :) :)

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ

২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

একজন ঘূণপোকা বলেছেন: :) :)

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১০

সাদা মনের মানুষ বলেছেন:

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০০

একজন ঘূণপোকা বলেছেন:

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১০

একলা ফড়িং বলেছেন: অনেক কিছু জানা গেল! :) ধন্যবাদ ঘূণপোকা :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০১

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ একলা ফড়িং :D :D :D

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৮

nurul amin বলেছেন: নতুন কিছু জানতে পারলাম।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ নুরুল আমিন ভাই

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

পথহারা নাবিক বলেছেন: তথ্যবহুল পোষ্ট!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ নাবিক

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৭

মামুন রশিদ বলেছেন: ভালো পোস্ট ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ :D :D :D :D :D

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

তানিয়া হাসান খান বলেছেন: আমার ইচ্ছা অনুযায়ীই প্রিয়তে নিয়েছি .. আপনাকে অনেক অনেক ধন্যবাদ :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯

একজন ঘূণপোকা বলেছেন:

হুম প্রিয়তে নেয়া আপনার ইচ্ছা।


প্রিয়তে নেয়ার জন্য অনেক ধন্যবাদ তানিয়া হাসান খান :D :D :D :D :D

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৬

ইমরাজ কবির মুন বলেছেন:
গুড পোস্ট পোকা ||

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১০

একজন ঘূণপোকা বলেছেন:

থ্যাকু মুন :D :D :D :D :D

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩০

নিশাত তাসনিম বলেছেন: ভালো একটি পোস্ট ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১২

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ নিশাত তাসনিম :D :D :D

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

অপু তানভীর বলেছেন: চমৎকার ! :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ প্রিয় ব্লগার

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

কালোপরী বলেছেন: চমৎকার পোস্ট

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮

একজন ঘূণপোকা বলেছেন:


ধন্যবাদ কালোপরী :-B :-B :-B :D :D :D

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২০

ক্ষুদ্র খাদেম বলেছেন: চমইতকার পুষ্ট B-) B-)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯

একজন ঘূণপোকা বলেছেন:



ধন্যবাদ ক্ষুদ্র খাদেম

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

বেকার সব ০০৭ বলেছেন: খুব তথ্যবহুল পোষ্ট। পোস্টে+++++++++++++++++আর++++++++++++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২০

একজন ঘূণপোকা বলেছেন:

অনেক ধন্যবাদ বেকার সব ০০৭



পুত্তুম পেলাসের জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ কবি

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

আছিফুর রহমান বলেছেন: পুরা আউলাইয়া গেলাম। পিলাচের ঝড় হবে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৯

একজন ঘূণপোকা বলেছেন:
থামেন ভাইয়া, পিলাসে ঝড়ে তো উড়ে গেলাম ;) ;) ;)



অনেক কৃতজ্ঞতা :D :D :D

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

আছিফুর রহমান বলেছেন: পুরা আউলাইয়া গেলাম। পিলাচের ঝড় হবে

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল। কয়েকটার সম্পর্কে আগেই জানতাম, বাকিগুলো জানতাম না। শেয়ার করার জন্য ধন্যবাদ :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০১

একজন ঘূণপোকা বলেছেন:

হ্যা অনেকগুলো জানা ছিল।


অনেক কৃতজ্ঞতা প্রিয় ব্লগার

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮

মুহামমদল হািবব বলেছেন: সুন্দর পোস্ট। দ্বিতীয় পর্ব কবে আসছে?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০২

একজন ঘূণপোকা বলেছেন: কৃতজ্ঞতা হাবিব ভাই।


খুব শীগ্রই

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৬

প্রবাসী পাঠক বলেছেন: তথ্যবহুল পোষ্ট । শেয়ার করার জন্য ধন্যবাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১২

একজন ঘূণপোকা বলেছেন:
কৃতজ্ঞতা প্রবাসী পাঠক কষ্ট করে পড়ার জন্য

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

অর্থনীতিবিদ বলেছেন: দারুন পোস্ট। একই সাথে তথ্যবহুলও। পোস্টটি নিয়ে অনেক পরিশ্রম করেছেন। কামনা করি আপনার পরিশ্রম সার্থক হোক।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

একজন ঘূণপোকা বলেছেন:

আপনাকেও কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৬

মন্জুরুল আলম বলেছেন: সুন্দর পোস্ট। খাটুনির জন্য ধন্যবাদ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

একজন ঘূণপোকা বলেছেন:

কৃতজ্ঞতা ভাইয়া

২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

আতাউররহমান১২০০৭ বলেছেন: সুন্দর লেখা ।অনেক কিছু জানতে পারলাম। আমি একজন ক্ষুদে লেখক। আমার ব্লগ-বাড়িতে আপনাদের আমন্ত্রন রইল। Click This Link

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

একজন ঘূণপোকা বলেছেন:

আপনার ব্লগ বাড়ি ঘুরে এসেছি।


আপনি ভালোই লিখেন।

চালিয়ে যান


ধন্যবাদ

২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৫

খেয়া ঘাট বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল। কয়েকটার সম্পর্কে আগেই জানতাম, বাকিগুলো জানতাম না। শেয়ার করার জন্য ধন্যবাদ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩

একজন ঘূণপোকা বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার

২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৮

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: অসাধারণ লাগলো লেখাটা সাথে ছবির সংগ্রহ তো অবশ্যই। এরকম আরও পোস্ট আশা করবো।
শুভ কামনা রইলো। :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯

একজন ঘূণপোকা বলেছেন:


আপনাদের উৎসাহ পেলে না লিখে উপায় আছে!!! ;) ;) ;)



অনেক ধন্যবাদ সোহাগ



শুভ কামনা আপনার জন্যও

২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: সুন্দর পোস্ট

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫০

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ ভাঙ্গা কলমের আঁচড়

২৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৩

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল। অনেক কিছু জানা গেল। ধন্যবাদ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩

একজন ঘূণপোকা বলেছেন:


থ্যাংকু নির্লিপ্ত স্বপ্নবাজ


ভালো থাকবেন

আশা করি মাঝে মাঝেই আসবেন :D :D :D

২৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১৫

সাজিদ কবির বলেছেন: প্রিয়তে নিতে বাধ্য হলাম ;)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

একজন ঘূণপোকা বলেছেন:

আমি কিন্তু আপনাকে বাধ্য করি নাই ;) ;)

আপনি নিজ ইচ্ছায় নিয়েছেন :D :D :D


ভাল থাকবেন

২৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৯

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: নাইকিরে খুব ভালা পাই, সাথে আপনারেও ভাললাগা দিয়ে গেলাম

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

একজন ঘূণপোকা বলেছেন:

হুম! নাইকি অনেক ভালা জিনিস।


আপনেরে ধইন্যা

৩০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: প্রিয়তে নিলাম............ :) :) :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

একজন ঘূণপোকা বলেছেন:

থ্যাংকু বর্ষণ ভাইয়া :D :D

৩১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৬

র‍্যাফসন বলেছেন: ভালো লাগলো

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

একজন ঘূণপোকা বলেছেন: :D :D :D

৩২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪

নিউক্লিয়াসে অবস্থানরত ইলেক্ট্রন বলেছেন: সুন্দর পোস্ট

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩

একজন ঘূণপোকা বলেছেন:
নেটে মনে হয় প্লব্লেম :( :( :(

৩৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

নিউক্লিয়াসে অবস্থানরত ইলেক্ট্রন বলেছেন: সুন্দর পোস্ট

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩

একজন ঘূণপোকা বলেছেন:

এক মন্তব্য তিনবার হয়ে গেছে

৩৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

নিউক্লিয়াসে অবস্থানরত ইলেক্ট্রন বলেছেন: সুন্দর পোস্ট

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

একজন ঘূণপোকা বলেছেন:
অনেক ধন্যবাদ

৩৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫

সাইবার অভিযত্রী বলেছেন: +++++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

একজন ঘূণপোকা বলেছেন:

থ্যাংকু সাইবার অভিযত্রী

৩৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয়তে অবশ্যই নিলাম। আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

একজন ঘূণপোকা বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।


আপনাকে বেশিদিন অপেক্ষায় রাখব না। :D :D :D

৩৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬

ড. জেকিল বলেছেন: ভালা পোস্ট।

vodafone এ আবার লজ্জা পাওয়ার কি আছে ? ;) নামটা ইংরেজীতে লিখলাম, বাংলায় লিখলে আপনি আবার লজ্জা পেয়ে বসেন তাই। ;)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮

একজন ঘূণপোকা বলেছেন:

লজ্জা পাওয়ার যে কিছু নাই, এইটা তো আর সেই কালের বুঝিনাই

এখন লজ্জা পাইনা বিধায় তো নামটা লিখতে পারালাম।


অনেক ধন্যবাদ ডাকতর সাব

৩৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭

মুদ্‌দাকির বলেছেন: অনেক জ্ঞানী পোষ্ট +++ মজা পাইলাম

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯

একজন ঘূণপোকা বলেছেন:
আপনার প্লাস পেয়ে ধন্য হলাম প্রিয় ব্লগার

৩৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪

একজন ঘূণপোকা বলেছেন:

খুব শীঘ্রি পাবেন ভাই


ধইন্যা নিবেন

৪০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

দি সুফি বলেছেন: চমৎকার পোষ্ট। +++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪

একজন ঘূণপোকা বলেছেন:

সুফি ভাই আপনার প্লাস পেয়ে ধন্য হলাম

৪১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২১

প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক কিছু জানলাম। চমৎকার।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২১

একজন ঘূণপোকা বলেছেন:

থ্যাংকু প্রোফেসর সাব :D :D :D :D

৪২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবাই সব বলে ফেলছে;)

আমিও তাই তাই :):):)

+++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

একজন ঘূণপোকা বলেছেন:

আপনি পোস্ট পড়েছেন, এটাই অনেক বড় পাওয়া।


অনেক ধন্যবাদ সহযোদ্ধা

৪৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

বশর সিদ্দিকী বলেছেন: পোস্ট ভাল হইছে। আরএকটু ডিটেইলস থাকলে মনেহয় আরো ভাল লাগত। আমার ব্লগে আমন্ত্রন রইল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

একজন ঘূণপোকা বলেছেন:
ইচ্ছে ছিলো আর একটু ডিটেইলস দেয়ার কিন্তু পোস্ট অনেক বড় হয়ে যাবে ভেবে দেইনি।

সামুতে বড় পোস্ট সহজে কেউ পড়তে চায় না।


আপনার ব্লগ থেকেও ঘুরে আসলাম। ভালো লেগেছে।

আশা করি আবারও আসবেন। :D :D


অনেক ধন্যবাদ

৪৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
প্রিয়তে না নিয়ে পারলাম না! :(

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

একজন ঘূণপোকা বলেছেন:

অনেক ধন্যবাদ।

মন খারাপ করে না থেকে এইবার ভাইজান হাসেন ;) ;) ;)

৪৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: তথ্যবহুল পোস্ট!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

একজন ঘূণপোকা বলেছেন: পড়ার জন্য অনেক কৃতজ্ঞতা

ভালো থাকবেন

৪৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: তথ্যবহুল পোস্ট +

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

একজন ঘূণপোকা বলেছেন: সেলিম ভাই আপনার প্লাস পেয়ে আমি কৃতজ্ঞ।


অনেক অনেক শুভকামনা।

ভালো থাকবেন সেলিম ভাই

৪৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

C/O D!pu... বলেছেন: অনেক তথ্যবহুল...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ দিপু ভাই :D :D :D

৪৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৪

উপপাদ্য বলেছেন: পাকিস্তানী শব্দ আওয়াম যার অর্থ জনতা ও ইংরেজী শব্দ পার্টি অর্থ দল থেকে ইন্ডিয়ান এই কম্পানীটির নাম করন হয়েছে আওয়ামিলীগ। এটাও বিশ্বাবিখ্যাত একটি কর্পোরেট প্রতিষ্ঠান। বাদ দিলেন কেন এই বহুজাতিক কম্পানীটিকে।

মজাক করলাম। মাইন্ডায়েন না।

দারুন একটা পোস্ট দিয়েছিলেন খেয়ালই করিনি। অনেক কিছু জানলাম। ধন্যবাদ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

একজন ঘূণপোকা বলেছেন:

ঠিকই বলেছেন, ইন্ডিয়ান এই কোম্পানিটিকে বাদ দেয়া উচিত হয়নাই। :( :( :( :P :P :P



অনেক ধইন্যা

৪৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৬

উপপাদ্য বলেছেন: পাকিস্তানী শব্দ আওয়াম যার অর্থ জনতা ও ইংরেজী শব্দ লীগ অর্থ সংঘবদ্ধ হওয়া থেকে রেন্ডিয়ান এই কম্পানীটির নাম করন হয়েছে আওয়ামিলীগ। এটাও বিশ্বাবিখ্যাত একটি কর্পোরেট প্রতিষ্ঠান। বাদ দিলেন কেন এই বহুজাতিক কম্পানীটিকে?

মজাক করলাম। মাইন্ডায়েন না।

দারুন একটা পোস্ট দিয়েছিলেন খেয়ালই করিনি। অনেক কিছু জানলাম। ধন্যবাদ।

২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

একজন ঘূণপোকা বলেছেন:

মাইন্ড করলে সাইন করা যায় না। ;)


ধন্যবাদ প্রিয় ব্লগার :)

৫০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২২

জুন বলেছেন: আরে সব্বনাশ আপনার দেয়া বিখ্যাত কোম্পানীর অনেক কিছুই দেখি আমার বাসায় আছে বিনা যত্নে /:)
গতকাল গিয়ে নকিয়ার সাত তম মোবাইলটা কিনে আনলাম :)
+

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

একজন ঘূণপোকা বলেছেন:

বিনা যত্নে না রেখে আশে পাশে মানে আমাদের দিয়ে দিতে পারেন, আমরা যত্নের সাথে ব্যবহার করব। ;) ;)


অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।


আবারও আসবেন আপু আশা করি

ভালো থাকবেন

৫১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮

শিনজন বলেছেন: ধন্যবাদ; তথ্যবহুল পোস্টের জন্য।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ শিনজন

৫২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩

লিন্‌কিন পার্ক বলেছেন: দারুন পোস্ট

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪০

একজন ঘূণপোকা বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ লিন্‌কিন পার্ক

৫৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

হালি্ বলেছেন: সোজা প্রিয়তে ++++্

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

একজন ঘূণপোকা বলেছেন:

আপনার ইচ্ছা ;) ;)


ভাল থাকবেন :D :D :D

৫৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

রূপা কর বলেছেন: তথ্যবহুল পোস্ট ।

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:৫১

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ

৫৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৭

এহসান সাবির বলেছেন: চমৎকার পোস্ট।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

শুভকামনা।

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:৫১

একজন ঘূণপোকা বলেছেন: কৃতজ্ঞতা এহসান কবির ভাই

৫৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬

মঈনুদদীন বলেছেন: ++++

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:৫২

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ


অনেক অনেক শুভ কামনা। ভালো থাকবেন

৫৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৯

নাহিদ রুদ্রনীল বলেছেন: ভাল লাগলো। ভার্জিনেরটাই জোস ;-)

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৮

একজন ঘূণপোকা বলেছেন: :!> :!> :!> :!>

৫৮| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ভালো ........

১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৩

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ

৫৯| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৫

স্টকহোম বলেছেন: জানা মতে Nissan এর আগে নাম ছিল Datsun.
সম্ভবত Datsun এর একটা মডেল ছিল যার নাম ছিল Nissan।Nissan Motor Company sells its cars under the Nissan, Infiniti, Datsun, and NISMO brands.https://en.wikipedia.org/wiki/Nissan#Beginnings_of_Datsun_name_from_1914

২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

একজন ঘূণপোকা বলেছেন:


আশা করি ক্লিয়ার করতে পেরেছি। । অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

৬০| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৭

নীল জোসনা বলেছেন: নতুন কিছু জানলাম । পোষ্টে প্লাস ।

৬১| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৫

আমি তুমি আমরা বলেছেন: তথ্যবহুল পোস্ট।ভাল লাগ্ল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.