নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

একুশে বইমেলা-২০১৪: মেলার বেস্টসেলার দশটি বই (স্টিকি হইতে পারে) :P:P:P

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:২৩





শেষ হয়ে গেল বাঙ্গালির প্রানের উৎসব একুশে বইমেলা বা বাংলা একাডেমি বই মেলা। হুমায়ুন আহমেদবিহীন প্রথম বইমেলা বা ৫% ভোটে নির্বাচিত অবৈধ সরকারে প্রথম বইমেলা কিংবা বাংলা একডেমির বাইরে প্রথম বৃহত্তরে পরিসরের বইমেলা যেভাবে ইচ্ছা আপনি একে মনে রাখতে পারেন।



বইমেলা আসলেই বিজ্ঞাপনে ছেড়ে যে উমুক লেখকের বই বেস্ট সেলার, উমুকের প্রথম এডিশন শেষ (কয় কপি ছাপিয়েছিলো আল্লাহই জানে, তিন কপি হতে পারে। তার নিজের একটা, বউএর একটা আর মেয়ের জন্য একটা)। এমন সব খবর।কিন্তু গুজবে কেন কান দিবেন। আসেন দেখে নিই, এইবারের বই মেলার ১০ টি বেস্ট সেলার বই।



অবশ্যই একজন ঘূণপকার স্টাইলে। ;) মানে এটি একটি রম্য পোস্ট। :-*:-*:-* এমন কোন বই এবারের মেলায় প্রাকশিত হয়নি, অদূর ভবিষতে হবে কিনা সন্দেহ আছে। তবে হলে নির্ঘাত বেস্ট সেলার হতো।



★★★ ১।বইয়ের নামঃ ইলেকশন ইঞ্জিনিয়ারিং



লেখকঃ ডা. কপালি

প্রকাশনীঃ দাদা পাবলিকেন্স

সংক্ষিপ্ত বিবরনঃ বাংলা একাডেমির বইমেলায় সাধারণত প্রকৌশল বিদ্যার কোন বই প্রকাশিত হয়না। এইবার হয়েছে এবং হয়েই বিশ্বজয় করে নিয়েছে। নোবেল কমিটি বলেছে যে, তারা অনেক খুশি হবেন, তাদের পুরস্কারের গ্রহণযোগ্যতা বাড়বে যদি এই বইয়ের লেখক এইবারের নোবেল শান্তি পুরস্কারটা গ্রহন করেন।

লেখক এইখানে দেখিয়েছেন, যে কীভাবে আপনি জনসমর্থন ছাড়াই ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারবেন। ভারত-রাশিয়ার মত দেশের রাজনৈতিকরা এই বইয়ের ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন। ভারতীয় সরকার বলেছে আগামী ৫ বছর তারা প্রতি বছর এক কোটি কপি করে এই বই আমদানি করবে। কিন্তু মুদ্রণ তাদের দেশে করতে হবে এবং বইয়ের বিক্রয়মূল্য মুদ্রণমুল্য থেকে কম হতে হবে। আর আমাদের অর্থমন্ত্রী জানিয়েছেন, এই চুক্তির ফলে বাংলাদেশ অনেক লাভবান হবে।

ক্যাটাগরিঃ প্রকৌশল



★★★ ২।বইয়ের নামঃ আমার একাকিত্ব কিংবা বালুময়তা



লেখকঃ মিসেস গোলাপি

প্রকাশনীঃ গুলশান প্রকাশনী

ক্যাটাগরিঃ কাব্য

সংক্ষিপ্ত বিবরনঃ লেখিকা তার একাকিত্ব নিয়ে ৩০ টি সুন্দর সুন্দর মন ছুঁয়ে নেয়া কবিতা লিখেছেন।



★★★৩।বইয়ের নামঃ প্রভুভক্তিঃ কুকুর দেখে শেখা



লেখকঃ রক উ বুদ্দিন

প্রকাশনীঃ আগারগাঁও পাবলিকেশন

ক্যাটাগরিঃ টিপস এন্ড ট্রিকস

সংক্ষিপ্ত বিবরনঃ নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে কিভাবে প্রভুর সেবা করবেন, এই বই না পড়লে আপনি বোঝবেন না।



★★★ ৪।বইয়ের নামঃ চুড়ি পড়ে মুড়ি খাই



লেখকঃ ফকা ও কোখা

প্রকাশনীঃ পলানটুক ফাউন্ডেশন

ক্যাটাগরিঃ ভ্রমণকাহিনী

সংক্ষিপ্ত বিবরনঃ আমার প্রিয় বই। সময়ের কারনে ভালো কোথাও ঘুরতে যেতে পারছেন না, কিংবা ব্যস্ততা আপনাকে ছাড়ছে না, মিলছে কোন অবসর? তাহলে এই বইটি আপনার দরকার। এটি পড়লে আপনি জানবেন এই ঢাকা শহরের ভেতরেই কত সুন্দর সুন্দর জায়গায় আছে, যেখানে আপনি ব্যস্ততাকে ফাঁকি দিয়ে জীবনকে উপভোগ করতে পারবেন।



★★★ ৫।বইয়ের নামঃ গ্রেফতার এড়ানোর একশ একটি উপায়



লেখকঃ লে জে বেহাইয়া

প্রকাশনীঃ সাথী প্রকাশনী

ক্যাটাগরিঃ টিপস এন্ড ট্রিকস

সংক্ষিপ্ত বিবরনঃ গ্রেফতার যখন অবধারিত, কী করবেন তখন?? এই বই পড়লে সব জানতে পারবেন। রাজনীতিবিদের জন্য অবশ্যই পাঠ্য।



★★★ ৬।বইয়ের নামঃ স্বামী বড় না সংসদ বড়



লেখকঃ পাস্ট লেডি

প্রকাশনীঃ মিন্টু রোড প্রকাশনী

ক্যাটাগরিঃ ফ্যামিলি ফিকশন।

সংক্ষিপ্ত বিবরনঃ লুইচ্চা স্বামীদের শায়েস্তা করার জন্য স্ত্রীদের আবশ্যক পাঠ্য।



★★★ ৭।বইয়ের নামঃ চেতনাসমগ্র



লেখকঃ জাতীয় নাতী

প্রকাশনীঃ তথ্যবাবা তথ্য সেন্টার

ক্যাটাগরিঃ প্রবন্ধ

সংক্ষিপ্ত বিবরনঃ বাংলা-ইংলিশ মিশ্রনে দেয়া ফেইসবুক স্টাট্যাসের জনপ্রিয়তা দেখে তিনি এইগুলো সংকলন নিয়ে বই বের করেছেন। যাতে নব্য ছাগুরা ফিউচার জেনারেশনকে চেতনা থেকে দূরে সরিয়ে নিতে না পারে। দেশের সুশীলরা এই বই পড়ে বলেছেন যে, বইমেলা নিয়ে এতদিনে পিতার স্বপ্নপুরণ হয়েছে।



★★★ ৮।বইয়ের নামঃ পুত কাহিনী



লেখকঃ উড়াল কন্যা

প্রকাশনীঃ লেক সার্কাস পাবলিকেশন্স

ক্যাটাগরিঃ আত্মজীবনী

সংক্ষিপ্ত বিবরনঃ লেখিকা তার আত্মজীবনীর শুরুতেই একটি মজার ঘটনা দিয়ে শুরু করেছেন। তিনি তখন লেক ক্রিসেন্ট রাজ্যের নতুন উজিরে পরবাস নিযুক্ত হয়েছেন, প্রথম দিন রাজার সাথে তার ও অন্যান্য উজিরদের খোশ আলাপ ছিল। তো আলাপের এক পর্যায়ে তারা সবাই পুত করে একটি শব্দ শুনতে পান। রাজা তাদের বলেন দেখ আমি কত মহান রাজা মেঝেতে চেয়ার ঘষে পুত শব্দই শুধু করতে পারি না, সাথে কটু গন্ধও সৃষ্টি করতে পারি, এই রাজ্যের জন্য আমার চেয়ে উপযুক্ত রাজা আর কেউ কি হতে পারে??

সবাই তখন সমস্বরে বলল, না।





★★★ ৯।বইয়ের নামঃ ঝাকুনি তত্ত্ব ও নিউটনের ভুল



লেখকঃ আমি মখা

প্রকাশনীঃ চানপুর পাবলিসার্স

ক্যাটাগরিঃ পদার্থবিদ্যা

সংক্ষিপ্ত বিবরনঃ প্রকাশিত হবার সাথে সাথেই লেখক বিশ্ব জুতা এওয়ার্ড জিতে নেন। নোবেল কমিটি তাকে পদার্থ বিদ্যায় পুরস্কার দেয়ার কথা ইতিমধ্যে ঘোষনা করে দিয়েছে। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপুর্ণ আবিস্কার হলো, মখা ইকুয়েশন।

Building Strength < Mokha Force



★★★ ১০।বইয়ের নামঃ লাল পর্দায় নীল যুদ্ধ



লেখকঃ টমি শিয়াল

প্রকাশনীঃ লুচু পাবলিকেশন্স

ক্যাটাগরিঃ ব্লগ

সংক্ষিপ্ত বিবরনঃ ব্লগারদের কত বই তো প্রকাশিত হয় মেলায়। বিক্রয় কেমন হয় কে জানে? কিন্তু টমি শিয়াল নামের এই বিখ্যাত চেতনাবাজ ব্লগারের বই মেলায় বেস্ট সেলার প্রকাশিত হয়েছে।



আগেই বলা হয়েছে, এটা একটা রম্য পোস্ট। জীবিত-মৃত কোন ব্যক্তির সাথে যদি কোন অংশ মিলে যায়, তবে তা সম্পুর্ণ কাকতালীয়।



ক্রেডিট লাইনঃ

প্রচ্ছদঃ একজন ঘুণপোকা

লাল পর্দার নীল যুদ্ধ বইয়ের প্রচ্ছদঃ সুলতান এম রহমান

কিছু কিছু ছবি গুগল করে পাওয়া।



আর স্টিকি হইতে পারে এবং :P:P:P এই দুইটার মিলিত মানে হচ্ছে, পোস্ট মডু মুছে দিতে পারে। :-/:-/:-/ (হ! কইছে তরে)

মন্তব্য ৭৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৩১

মোঃ নুরুল আমিন বলেছেন: আপনের লেখা বই নাই একটাও?

০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৪:২১

একজন ঘূণপোকা বলেছেন:
না আমিন ভাই, প্রচ্ছদ করতে করতে এত ব্যস্ত ছিলাম যে নিজের কোন বই বের করার টাইম ই পাইনি। :P :P :P

ভালো থাকবেন

২| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৩৩

সকাল রয় বলেছেন:
ষ্টিকি হ উ ক

০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৩

একজন ঘূণপোকা বলেছেন:
করা হউক!! স্টিকি করা হউক :P :P :P :P :P

৩| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৪০

দি সুফি বলেছেন: আমার ঠিকানায় সবগুলো বই কুরিয়ারে করে পাঠিয়ে দিয়েন। আমি ক্যাশ-অন-ডেলিভারি করে দেব B-)) B-))

০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৮

একজন ঘূণপোকা বলেছেন:
ঠিকানাটা দেন, এখনি পাঠিয়ে দিচ্ছি।

বেস্ট সেলার বই দাম কিন্তু একটু বেশিই পড়বে =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৪২

সুমন কর বলেছেন: চমৎকার আইডিয়া !!
ব্যাপক মুজা পাইলুম। =p~

পোস্ট কিন্তু ড্রাফটে চলে যাবে !! সাবধান !!! :||

০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪০

একজন ঘূণপোকা বলেছেন:
ড্রাফটে যাবার ভয়েই তো আছি,

সহমর্মিতার জন্য ধন্যবাদ

ভাল থাকবেন দাদা

৫| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
পুত ! :P

০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪১

একজন ঘূণপোকা বলেছেন:
উমহ। গন্ধ X( X( X( =p~ =p~ =p~ =p~ =p~

৬| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৫৬

পাঠক১৯৭১ বলেছেন: মখার বইটা চলবে।

০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৪

একজন ঘূণপোকা বলেছেন:
চলবে মানে, চলছে। পুরা হিট। জুতা এয়াওর্ড জয়ী বই ;) ;) ;) ;)

৭| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:১৩

পথহারা নাবিক বলেছেন: অসাধারণ কালেকশন!! স্টিকি না করা হলে খাইয়া অনশন চলবে!!
ভাও পুত কাহানিটা মাথার উপর দিয়া গেছে!! একটু বুঝাইয়া বলবেন!!

০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৭

একজন ঘূণপোকা বলেছেন:
সাথে আছেন জেনে ভালো লাগছে, খালি আপনার জন্যই পুত কাহিনী বইয়ের সংক্ষিপ্ত বিবরণ দেয়া হলো। পড়ে নিন।

লেখিকা তার আত্মজীবনীর শুরুতেই একটি মজার ঘটনা দিয়ে শুরু করেছেন। তিনি তখন লেক ক্রিসেন্ট রাজ্যের নতুন উজিরে পরবাস নিযুক্ত হয়েছেন, প্রথম দিন রাজার সাথে তার ও অন্যান্য উজিরদের খোশ আলাপ ছিল। তো আলাপের এক পর্যায়ে তারা সবাই পুত করে একটি শব্দ শুনতে পান। রাজা তাদের বলেন দেখ আমি কত মহান রাজা মেঝেতে চেয়ার ঘষে পুত শব্দই শুধু করতে পারি না, সাথে কটু গন্ধও সৃষ্টি করতে পারি, এই রাজ্যের জন্য আমার চেয়ে উপযুক্ত রাজা আর কেউ কি হতে পারে??
সবাই তখন সমস্বরে বলল, না।

৮| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:২০

শাকিল ১৭০৫ বলেছেন: পছন্দ হইছে!!
ভাল্লাগচে =p~ =p~

০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৮

একজন ঘূণপোকা বলেছেন: :D :D :D :D :D

৯| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:২১

কালোপরী বলেছেন: সেইরাম বিনুদুন :P :P

০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৯

একজন ঘূণপোকা বলেছেন: :D :D :D :D

১০| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:২২

মামুন রশিদ বলেছেন: লালনীলযুদ্ধ কি শুধু টেক্সট ভার্সন আসছে, অডিও ভি..

০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৫:০১

একজন ঘূণপোকা বলেছেন:
লেখককে দুর্মুখরা চটি শিয়াল বলেও ঢাকে। তাই টেক্সট ভার্সন পড়েই বেশি মজা পাবেন।

বাট বইয়ের সাথে সিডিও ফ্রি দেয়া হচ্ছে =p~ =p~ =p~ =p~ =p~

১১| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:২৬

এম মশিউর বলেছেন: ভাই, পুত কাহিনী বইয়ের মূলকাহিনী বুঝলাম না! কাহিনীটা একটু খুলে বলবেন?


পোস্টে ব্যাপক মজা পেয়েছি! :) :)

০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

একজন ঘূণপোকা বলেছেন: লেখিকা তার আত্মজীবনীর শুরুতেই একটি মজার ঘটনা দিয়ে শুরু করেছেন। তিনি তখন লেক ক্রিসেন্ট রাজ্যের নতুন উজিরে পরবাস নিযুক্ত হয়েছেন, প্রথম দিন রাজার সাথে তার ও অন্যান্য উজিরদের খোশ আলাপ ছিল। তো আলাপের এক পর্যায়ে তারা সবাই পুত করে একটি শব্দ শুনতে পান। রাজা তাদের বলেন দেখ আমি কত মহান রাজা মেঝেতে চেয়ার ঘষে পুত শব্দই শুধু করতে পারি না, সাথে কটু গন্ধও সৃষ্টি করতে পারি, এই রাজ্যের জন্য আমার চেয়ে উপযুক্ত রাজা আর কেউ কি হতে পারে??
সবাই তখন সমস্বরে বলল, না।


খুলে বললাম। মিয়া ভাই এইবার বুঝচ্ছেন আশা করি।

মজা পাওয়ার জন্য ধন্যবাদ

১২| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:৪৯

উজবুক ইশতি বলেছেন: ব্যাপক বিনুদুন

০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

একজন ঘূণপোকা বলেছেন: :D :D :D :D

১৩| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:১১

এস এম কায়েস বলেছেন: আমার সংগ্রহে সবগুলো আছে।

০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

একজন ঘূণপোকা বলেছেন:
কি কন মিয়া ভাই!! আমারে একটু পড়তে দিয়েন। লাকি ম্যান আপ্নে :P :P :P :P

১৪| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ! অসাধারণ সব বই, বিশেষ করে ৯ নম্বরটা। নিউটনের সূত্র কীভাবে ভুল হলো তা এক বিস্ময়কর ঘটনা। এ বই না পড়ে মারা গেলে বেহেশতে বসেও আফসোস করতে হবে।

এ পোস্টটি আপনার ব্লগে স্টিকি করার জন্য আপনার কাছে জোর দাবি জানাচ্ছি।

০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২২

একজন ঘূণপোকা বলেছেন: বাংলাদেশিরা যে পদার্থে বিজ্ঞানে ব্যাপক উন্নতি করেছে এই বই সেটাই নির্দেশ করে। কিন্ত এই বইয়ের আরেকটা মজার ব্যাপার হলো এটা বিজ্ঞানের সাথে কল্পনাকে এক কাতারে এনে দাড় করিয়েছে। এবং খুব সহযেই বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে বর্ণনা করেছে। ফলে যে কেউ সহজে বিজ্ঞানের কঠিন সব ব্যাপারগুলো বুঝতে পারবে। :P :P :P

স্টিকি করার দাবি জানানোর জন্য ব্যাপক ধন্যবাদ প্রিয় ব্লগার

ভালো থাকবেন কবি মহোদয়

১৫| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

একজন ঘূণপোকা বলেছেন: :D :D :D :D :D :D

১৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:০০

হুংগা বলেছেন: প্রত্যেকটা এক কপি লাগবে। কোথায় পাই?

০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

একজন ঘূণপোকা বলেছেন:
টকমারি ডট কমে খবর নেন, হোম সার্ভিস দিবে ওরা ;) ;) ;) ;)

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:১৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ব্যাপক বিনোদিত হইলাম :P

ধন্যবাদ ।

০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ

১৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:৩৩

ক্লান্ত তীর্থ বলেছেন: :D :D :D :D :D

বিনোদন কি গাছে ধরে??

০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

একজন ঘূণপোকা বলেছেন: না বিনোদন গাছে ধরে না, এই বই গুলোতে ধরে ;) ;) ;) ;)

১৯| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১:২৯

অদ্বিতীয়া আমি বলেছেন: =p~ =p~ =p~

চমৎকার কনসেপ্ট , খুব মজার পোস্ট হয়েছে ।

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:০৫

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ আপ্পি

২০| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১:৩৭

বশর সিদ্দিকী বলেছেন: লাল পর্দায় পিয়ালের জন্মযুদ্ধের কিচু চবি দিলে পাঠক মহল আরো উপকৃত হইতো। পোস্ট স্টিকি যোগ্য।

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:০৩

একজন ঘূণপোকা বলেছেন:
কপি রাইট প্রটেক্টেড বলে, ছবি দেয়া গেলো না :( :( :( :P :P

বাট বইটি কিনলে সাথে সিডি ফ্রি পাবেন।

স্টিকি করার দাবি জানানোর জন্য অনেক শুকরিয়া

আল্লাহ আপনার মজ্ঞল করুন

২১| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৩:০৫

ব্লগ মাফিয়া বলেছেন: চমৎকার পোস্ট।

হা হা প গে

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৫

একজন ঘূণপোকা বলেছেন: ব্যাথা পান নাই তো ;) ;) ;) ;) ;)

২২| ০৪ ঠা মার্চ, ২০১৪ ভোর ৪:৪৯

অপু তানভীর বলেছেন: মেলা তো শেষ এখন কই পামু বই গুলো ? তথ্য দরকার !! ;) ;)

বিশেষ করে নয় নাম্বার টা তো কিনতেই হবে ! =p~ =p~

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৭

একজন ঘূণপোকা বলেছেন: টকমারি ডট কমে যোগাযোগ করেন, ওরাই হোম ডেলিভারি দিয়ে যাবে। ;) ;) ;) ;)



নয় নাম্বারটা এপিক বই। পড়েন মজা পাবেন।

আর আপনার জন্যতো অবশ্য পাঠ্য, তাইলে রম্য করার নতুন নতুন আইডিয়া পাইবেন। :P :P :P :P

২৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ ভোর ৫:০০

সেলিম আনোয়ার বলেছেন: =p~

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৮

একজন ঘূণপোকা বলেছেন: কিছু কইলেন না সেলিম ভাই, খালি হাস্লেন :( :( :(

২৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৮:২৬

ডট কম ০০৯ বলেছেন: ষ্টিকি হ উ ক

রম্য ভাল জমছে। বেবাগ প্রচ্ছদ শিল্পী কে প্রান ঢালা অভি নন্দন। ;)

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:২০

একজন ঘূণপোকা বলেছেন:
দেখেন তো কি কাজ করছে, এখনো স্টিকি করে নাই :(( :(( :(( :(( :((



অভিনন্দন পেয়ে ভালো লাগছে। :D :D :D :D


ধন্যবাদ রইল

২৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:০৭

অদৃশ্য বলেছেন:





যথেষ্ট হাসি পাচ্ছিলো... অনেক কষ্ট করে কম হাসলাম...


শুভকামনা...

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:২১

একজন ঘূণপোকা বলেছেন:
হাসি কস্ট করে থামাবেন না, তাহলে অন্য দিক দিয়ে বাই পাস হবে =p~ =p~ =p~ =p~



অনেক অনেক কৃতজ্ঞতা কস্ট করে পড়ার জন্য ও মন্তব্য করার জন্য

২৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৪

একজন আরমান বলেছেন:

আমার কবিতা পড়তে ভালো লাগে। আমার একাকিত্ব কিংবা বালুময়তা বইটা কিনতে হবে। :!> :!> :#>

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৭

একজন ঘূণপোকা বলেছেন: রবীন্দ্র পরবর্তী যুগে এমন কবিতার বই আর প্রকাশিত হয়নি। মন ছুয়ে নেয়া কবিতার বই।


কিন্তু সরকার এর জনপ্রিয়তা দেখে এটিকে নিষিদ্ধ করেছে।


কিন্তু চুপি চুপি আপনাকে বলি। আপনি চাইলে আপনাকে আমি এক কপি ম্যানেজ করে দিতে পারি । কিন্তু রিস্ক আপনার :P :P :P :P

২৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:৩৯

সৈয়দ নূর কামাল বলেছেন: গ্যালাক্টিক পাব্লিক লাইব্রেরীর জন্য একটি সেট আশা করছি। :p

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৬

একজন ঘূণপোকা বলেছেন:
হ্যা এইজন্য দরপত্র আহবান করা হয়েছে। সে দরপত্র ছিনতাই করতে গিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দশজন আহত :(( :(( :(( :P :P :P

২৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৫

একজন ঘূণপোকা বলেছেন: আপডেট
------------------
৮ নাম্বার মানে পুত কাহিনী বইয়ের কোন বিবরন দেয়া ছিলো না।

এখন দিয়ে দিলাম ;) ;) ;) ;)

২৯| ০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৫:৩০

আছিফুর রহমান বলেছেন: হাসু আফার কুন বই নাই। উনিতো বাংলাদেশ জনগনের পুটু মেরে যাচ্ছেন নিরলস ভাবে।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৭

একজন ঘূণপোকা বলেছেন:
এক নাম্বার বইটাই তো উনার। ওনার বই বাদ দিলে তো আগামি বছর বই মেলাই হবে না।

ইউনুস কেইস দেখে বোঝেন নাই :P :P :P :P

৩০| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:২২

দি সুফি বলেছেন: লেখক বলেছেন:
ঠিকানাটা দেন, এখনি পাঠিয়ে দিচ্ছি।


ভালো আছি, ভালো থাকবেন;
আকাশের ঠিকানায় পাঠিয়ে দিবেন ;) ;)

০৯ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৬

একজন ঘূণপোকা বলেছেন:

পাঠিয়ে দিছি তো !! ;) ;) ;) ;)

পান নাই ??? :P :P :P :P :P

৩১| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:৩৯

আরজু পনি বলেছেন:

অন্তত এই পোস্টটা এ্যাড করতে হলেও আমি বইয়ের পোস্টটা আপডেট করবো :D

:|

০৯ ই মার্চ, ২০১৪ রাত ৮:২০

একজন ঘূণপোকা বলেছেন:
আপনার মন্তব্য পাওয়াই একটি অনার।


আর পোস্ট এড করার কথা যেটা বলছেন, তার জন্য আমি আপনাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো ভাষা খুজে পাচ্ছি না।


ভালো থাকবেন আপ্পি

৩২| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৫

উপপাদ্য বলেছেন: বই মেলা নিয়ে ওয়ান অফ দ্যা বেস্ট পোস্ট।

সিরিয়াস পোস্ট স্টিকি করার পাশাপাশি এরকম মজার পোস্ট স্টিকি করে সামু একটু সাহসিকতার পরিচয় দিতে পারে।

শুভেচ্ছা থাকলো

০৯ ই মার্চ, ২০১৪ রাত ৮:২১

একজন ঘূণপোকা বলেছেন:
স্টিকি করার দরকার নাই উপপাদ্য ভাই, ড্রাফটে যে নেয় নাই এটাই আমার ভাগ্য

৩৩| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২০

নিশাত তাসনিম বলেছেন: পোস্ট স্টিকি করেনি কেন ? X( X(

০৯ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৩

একজন ঘূণপোকা বলেছেন:
মনে হয় পারসোনাল্লি দেখা করতে হবে।

ভালো আছেননি নিশাত মিয়া

৩৪| ০৬ ই মার্চ, ২০১৪ ভোর ৪:৫৯

রাসেলহাসান বলেছেন: চখাম! চখাম! ;) ;) ;) ;)
দারুন মজার পোষ্ট।।
:D :D :D :D

১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩০

একজন ঘূণপোকা বলেছেন: :D :D :D :D

৩৫| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৭

আফ্রি আয়েশা বলেছেন:
বিনোদন রে :)

০৯ ই মে, ২০১৪ রাত ১০:৪২

একজন ঘূণপোকা বলেছেন:
:D :D :D

৩৬| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৭:৫৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শেষ হয়ে গেল বাঙ্গালির প্রানের উৎসব ............ মজা পাইলাম...হাছাই.??

২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

একজন ঘূণপোকা বলেছেন:
;) ;) =p~ =p~ =p~ :P :P :P :P

৩৭| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:৫১

হায়দার সুমন বলেছেন: বইগুলো কি সের দরে বিক্রি করা যাবে? ঠোঙ্গা বানামু। আমি একজন বিশ্বত ঠোঙ্গা ব্যবসায়ী

৩৮| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫২

ক্লে ডল বলেছেন: :D :D =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.