নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

একটি জাতির অধঃপতনের ইতিহাস, কিংবা একটি ভয়াবহ জঘন্য গণহত্যার বয়ান

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৮







একটি জাতি, চরম উন্নতির শীর্ষে পৌঁছে গেছে। জ্ঞান-বিজ্ঞানের সকল ক্ষেত্রে তাদের জয়জয়কার। সারা পৃথিবীর লিডিং পর্যায়ে তারা আছে। সকল সুখ-স্বাছ্যন্দ আর সমৃদ্ধি তাদের পাশে ভীড় করে আছে। কিন্তু যেকারনে তাদের এতো উন্নতি তারা সেই ন্যায় ও সত্যের পথ থেকে বিতাড়িত হয়ে পড়েছিলো। ভোগের রাজ্যে তাদের শুরু হয়ে গেল অবাক বিচরন।



আমি স্পেনে মুসলমানদের ইতিহাসে কথা বলতে শুরু করেছি।



হরিণের মাংশ যেমন তার সবচেয়ে বড় শত্রু, তেমনি এই প্রাচুর্যই ছিলো তাদের সবচেয়ে বড় শত্রু। অন্ধকার আর অভাবগ্রস্থ ইউরোপ আর ক্রিশ্চিয়ান সভ্যতা চাইছিলো এইসব ভোগ করতে, দখল করতে। তাই #ক্রুসেড নামে তারা শুরু করলো ভয়াবহ এক যুদ্ধ।



আমি মুসলমানদের অধঃপতনের কথা বলছি।



কিন্তু তাদের যতটা সাবধানী হওয়া দরকার ছিলো,প্রতিরোধী হবার দরকার ছিলো। তারা তা হয়নি। বিলাসিতা আর বিপথগামীতা তাদের আরাধ্য হয়ে পরেছিলো। উদাসীন ছিলো নিজেদের ধর্মের প্রতি, আল্লাহ্‌ ও তার রাসুলের প্রতি। অবশেষ তাদের বরণ করতে হলো নির্মম পরাজয়।



আমি মুসলমানদের হেরে যাবার গল্প বলছি।



জয়ী ক্রিশ্চিয়ানরা সবসময় চেয়েছে পৃথিবী থেকে ইসলামের নাম মুছে দিতে। আর স্পেনের মত একটা টেকনিক্যাল পয়েন্টে, নিজেদের ঘরে তো তারা বিষ ফোড়াটা রাখবে না। তারা চাইলো সব মুসলমানকে নির্মুল করে দিবে- ইচ এন্ড এভরি মুসলিম। তারা মুসলমানদের বলল, তোমরা সবাই মসজিদে আশ্রয় নাও, কিংবা জাহাজে চলে যাও, তবে তোমরা নিরাপদ থাকবে।



আমি মুসলমানদের বোকামির ইতিহাস বলছি।



তারা ভুলে গিয়েছিলো আল্লাহর কিতাবের কথা, রাসুল (সা) এর বানীর কথা। ভুলে গিয়েছিলো প্রকাশ্য শত্রুর কথা। ডুবন্ত মানুষ যেমন খড়কুটোকে আশ্রয় করে বাচতে চায়, তেমনি তারাও বাচতে চাইলো। কী নির্মম। তাওহীদের সার কথা-আল্লাহ ছাড়া কোন সাহায্যকারী নেই-ভুলে গিয়েছিলো।



আমি পৃথিবীর জঘন্যতম গণহত্যার কথা বলছি।



সকল মসজিদ পুড়িয়ে দেয়া হলো, ভিতরে তালাবদ্ধ অবস্থায় কাদছিলো মানবতা। শিশু-নারী-বৃদ্ধ-বৃদ্ধা আর মানসিকভাবে দুর্বল পুরুষেরা পুড়ে ছাই হয়ে যাচ্ছিলো। মাংশ পোড়ার গন্ধে নগ্ন-আদিম-নোংরা খেলায় মেতেছিলো সেদিনের বিজয়ী ক্রিশ্চিয়ানরা। জাহাজের সাথে ডুবে যাচ্ছিলো ইতিহাস, সমৃদ্ধি আর বিজ্ঞানের অপার সব আবিস্কার।



আমি মুসলামানদের পিছিয়ে পড়ার ইতিহাস বয়ান করছি।



যে স্পেন ছিল, গত ৮০০ বছর মুসলমানদের রাজধানী। যে স্পেনকে তারা সাজিয়ে ছিলো তিলোত্তমা করে, সুরম্য মসজিদ, অট্টালিকা আর উদ্যানে। যে স্পেন থেকে একজন হাসান ইবনে হাইসাম আলোর তত্ত্ব নিয়ে দুনিয়া মাতিয়ে দিয়েছিলেন, যে স্পেন থেকে ভেসে আসত আযানের সুমধুর ধ্বনি সে স্পেনে আযান দেয়ার জন্য একটা মানুষও আর বেচে রইলো না। তাদের পোড়া ছাইয়ে উর্বর হলো স্পেন, ইউরোপ আর ক্রিশ্চান সভ্যতা। আর ছাইয়ের নিচে চাপা পরলো একটি জাতির উন্নতির ইতিহাস, স্বাধিনতার ইতিহাস।



আপনি কি নিজের ইতিহাস ঐতিহ্যকে লালন করবেন, নিজের ধর্মকে রক্ষা করবেন না স্রোতে গা ভাসিয়ে দিবেন- সেটা আপনার ইচ্ছা।

আপনি কি সেই ইতিহাসের সাথে আজকে আপনার অবস্থানের মুল্যায়নে করে দুঃখিত হবেন না আত্মতুষ্টিতে ভোগবেন- এটা আপনার বিবেক।

মন্তব্য ৩৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৫

তোমোদাচি বলেছেন: চমৎকার লেখা !

০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ।

বাট এই লেখাটা লিখতে গিয়ে কিংবা এই ইতিহাসটা যখন আমি মনে করি তখন সত্যি অনেক কস্ট হয় ।

২| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৬

নিশাত তাসনিম বলেছেন: দুঃখের বিষয় মুসলমান নামের তথাকথিত প্রগতিশীলরা এপ্রিল ফুল পালন করে মানুষকে বোকা বানিয়ে এপ্রিল ফুল উদযাপন করছে। এদের অনেকেই জানেনা এপ্রিল ফুলের বেদনা দায়ক ইতিহাস। মুসলমান এপ্রিল ফুল পালন করে আর তাদের পিঠ চাপড়ে দেওয়া তথাকথিত সুশীলরা মুখ লুকিয়ে অট্ট হাসি হাসছে আর বলছে আরে বেকুব মুসলমান, এপ্রিল এর প্রথম দিন তোদের বোকা হওয়ার দিন।

আসলেই তোরা বোকা । মুসলমানদের এমন করুণ একটি দিনে তোরা অনুশোচনা না করে ও সেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এপ্রিল ফুল দিবস পালন করছিস।

তোদের মতো বেকুব আর কে আছে !! আসলেই তোরা বেকুব !!!

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১:২২

একজন ঘূণপোকা বলেছেন:
তারা অন্যকে বেকুব বানাতে গিয়ে নিজেরাই বেকুব হয়ে যায়।


ধন্যবাদ নিশাত

৩| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ১। এই পো্স্টে স্পেনে মুসলমানদের ইতিহাসে,অধঃপতন, হেরে যাওয়া, বোকামির ইতিহাস, পৃথিবীর জঘন্যতম গণহত্যার শিকার হওয়া ও পিছিয়ে পড়ার ইতিহাস বলে দিয়েছ্নে।

আল্লাহ ও তার রাসুলের দেখানো পথ, কুরআন, হাদিস, সুন্নাহ ইত্যাদি বিমূখ মুসলমানদের করুণ পরিনতি হবে এটাই স্বাভাবিক।

আফসোস!!এই ইতিহাস থেকে আমরা কোন শিক্ষা নিতে পারলাম না। এখনও পহেলা এপ্রিল এলে আমরা এপ্রিল ফুল পালন করি!!!!

ধন্যবাদ পোস্টের জন্য।

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:২৯

একজন ঘূণপোকা বলেছেন: যতদিন আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে না পারবো, সেই মত আমরা নিজেদের পরবর্তন করতে না পারবো, ততদিন আমাদের এই দুর্দশা থাকবেই।

অনেক ধন্যবাদ ভাই

৪| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৬

ইছামতির তী্রে বলেছেন: সাধারণভাবে আরব সভ্যতা সেখানেই গড়ে ওঠে যেখানেই তাদের স্থায়ী অস্তিত্ব লক্ষ করা যায়। তবে স্পেনে তা হয়নি।

"মুরেরা নির্বাসিত হলো; কিছু সময়ের জন্য ধার করা আলোর বাহার নিয়ে স্পেনের বুকে খ্রিস্টধর্মের চাঁদের উদয় হয়েছিল, তারপর হল চন্দ্রগ্রহণ এবং তখন থেকেই স্পেন সেই অন্ধকারের মধ্যে মুখ থুবরে পড়ল"।

কোট করা কথা গুলো পি কে হিট্রি-র 'হিস্ট্রি অব আরবস' থেকে নেয়া। আমি যখন স্পেন অধ্যায় পড়ি তখন কস্টে চোখে পানি এসে যায়। যাইহোক, মুসলিম সভ্যতা এই দুনিয়া গড়েছে। স্পেনে যখন পাকা রাস্তায় আলো জ্বলত তার ৭০০ বছর পরেও ফ্রান্সে একটু বৃষ্টি হলে বাইরে বের হওয়া যেত না।

যেই সভ্যতা এত কিছু দিয়েছে সেই সভ্যাতাকে পুরোপুরি বিনাস করা হয়েছে। প্রকৃতি তাদের ক্ষমা করবে না। বাকী জীবনে স্পেন কখনো কেন্দ্রবিন্দুতে পরিণত হবে না।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৯

একজন ঘূণপোকা বলেছেন:
এই অসাধারণ সুন্দর মন্তব্যের জন্য একরাশ কৃতজ্ঞতা।

এই মন্তব্য আমার পোস্টের গুরুত্বকেই বাড়িয়ে দিবে।

৫| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪২

ঢাকাবাসী বলেছেন: সুন্দর লেখা।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১১:১০

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ ঢাকাবাসী

৬| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:


নাইস পোস্ট .....

০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৭

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ কান্ডারি ভাই

৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৩:১২

বৃত্তে বন্দী বলেছেন: ভাললাগা রেখে গেলাম

০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

একজন ঘূণপোকা বলেছেন:
কৃতজ্ঞতা বৃত্তে বন্দী

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:৪০

উপপাদ্য বলেছেন: অসাধারন একটা পোস্ট।

কম কথায় দারুনভাবে ফুটে এসেছে শতাব্দি পুরানো এক বেদনাদায়ক গনহত্যার ছবি।

০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ উপপাদ্য


আসলে এটা একটা ফেবু স্ট্যাটাস। রাতে ঘুমাতে যাবার আগে হটাত করেই লিখে ফেললাম ১ এপ্রিল উপলক্ষে

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১০:০৭

সায়েদা সোহেলী বলেছেন: আমাদের এই অধঃপতন, এখনও চলমান , আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না , ইতিহাসের পুনরাবৃত্তি করতেই যেন পছন্দ করি ।


আল্লাহ্‌ আমাদের সহায় হউন , দ্বীন কে বুঝার ও সেইমত চলার তৌফিক দিন

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৭

একজন ঘূণপোকা বলেছেন:
অনেক ধন্যবাদ সায়েদা সোহেলী..............


...................সুন্দর মন্তব্যের জন্য

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১১:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইতিহাস ভিত্তিক দারুন একটা পোষ্ট! জানা ছিল না এই ব্যাপারে তেমন। সুযোগ পেলে আরো বিষদ জানাবেন। শুভেচ্ছা রইল।

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০২

একজন ঘূণপোকা বলেছেন: অনেক ধন্যবাদ কাভা ভাই

এই ব্যাপারে অনেক ডকুমেন্টস জমে আছে

ইনশাল্লাহ পোস্ট দিবো

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১১:১৩

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: অপ্রিয় হলেও সত্য সব দেশেই মুসলমানেরা এখন একি অবস্থায় আছে,অধিকাংশের মধ্যে নিতী-নৈতিকতার বালাই ই নেই! আর আমাদের দেশ তো নামে মুসলিম কান্ট্রি, দেশের আগা-মাথা সব খানেই ধর্ম-বিরোধী কাজ! :( :(

১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২২

একজন ঘূণপোকা বলেছেন:
হুম। আমরা না ঘরকা না ঘাটকা


ধন্যবাদ রক্তভীতু ভ্যাম্পায়ার

১২| ০৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: চমৎকার লেখা ! ধর্ম হোক সুন্দরের অপর নাম..

১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

একজন ঘূণপোকা বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই

ধর্ম সব সময়ই সুন্দরের অপর নাম।

কিন্তু কিছু মানুষ এটাকে কুলশিত করে ফেলেছে

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১১

চুক্কা বাঙ্গী বলেছেন: বৃটিশরা পাইকারি হারে মুসলমান হত্য করে পৃথিবী থেকে ইসলামের নাম নিশানা মুছে দিতে চেয়েছিল, আজ দেখেন সেই বৃটেনের অবস্থা। বৃটেনে বর্তমানে প্রতি দশটা নবজাতকের মধ্যে একটা মুসলমান। ২০৫০ সালের মধ্যে সমস্ত ইউরোপ মুসলমানদের পদতলে এসে পড়বে।

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৬

একজন ঘূণপোকা বলেছেন:
কামনা করি যাতে আপনার কথা সত্য হয় এবং যাতে ওই মুসলিমরা নামে নয় কাজেও যাতে মুসলিম হয়

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৩

মামুন রশিদ বলেছেন: ইতিহাসের চমৎকার বিশ্লেষণ!

১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০০

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ ভাই

১৫| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: দুঃখের বিষয় মুসলমান নামের তথাকথিত প্রগতিশীলরা এপ্রিল ফুল পালন করে মানুষকে বোকা বানিয়ে এপ্রিল ফুল উদযাপন করছে। এদের অনেকেই জানেনা এপ্রিল ফুলের বেদনা দায়ক ইতিহস।
আপনাকে হয়তো কেউ ট্যাগে ভূষিত করতে পারে।। কিন্তু বাস্তবতা এটাই।।

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৮

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ ভাই। ট্যাগে ভয় পাই নাই
যদিও প্রথম্বার ট্যাগ খেয়ে অনেনেক খারাপ লেগেছিলো।

ট্যাগ হচ্ছে ধান্দাবাজদের ব্যবসা

১৬| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছাইয়ের নিচে চাপা পরলো একটি জাতির উন্নতির ইতিহাস, স্বাধিনতার ইতিহাস।

আপনি কি নিজের ইতিহাস ঐতিহ্যকে লালন করবেন, নিজের ধর্মকে রক্ষা করবেন না স্রোতে গা ভাসিয়ে দিবেন- সেটা আপনার ইচ্ছা।
আপনি কি সেই ইতিহাসের সাথে আজকে আপনার অবস্থানের মুল্যায়নে করে দুঃখিত হবেন না আত্মতুষ্টিতে ভোগবেন- এটা আপনার বিবেক।


++++++++++++++++++

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩০

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই।


আপনার প্লাস পেয়ে ভাল লাগছে

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩১

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই।


আপনার প্লাস পেয়ে ভাল লাগছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.