নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

বিশ্ববিখ্যাত কিছু কর্পোরেট প্রতিষ্ঠানের নামকরণের পিছনের মজার ইতিহাস। (মাস্ট সি; প্রিয়তে নেয়া, না নেয়া আপনার ইচ্ছা) । পর্ব-২। :D:D:D

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৩

অবশেষে আপনাদের জন্য নিয়ে আসলাম দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব এইখান থেকে দেখে নিতে পারেন । চলুন কথা না বাড়িয়ে জেনে নিই আরও চোদ্দটি প্রতিষ্ঠানের নামকরনের ইতিহাস।



ইবে



নিজের নামে ইমেইল আইডি খুলতে গিয়ে দেখা গেলো যে, এই নামে আগেই আরেকজন আইডি খুলে ফেলেছে। তখন কি আর করার নামের আগের ১,২.... ইত্যাদি সংখ্যা বা অন্যভাবে চেইঞ্জ করে আইডি খুলতে হয়। এই অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি হয়েছে। শুধু আমি আপনি না, এই ঘটনা বিখ্যাত প্রতিষ্ঠান ইবের বেলায়ও হয়েছে। ইকবে ডট কম নামে ওয়েব সাইট খুলতে গিয়ে দেখা গেলো যে, আগেই একটা মাইন কম্পানি এই নামটা দখল করে আছে। কি আর করা নামটা সংক্ষিপ্ত করে ইবে ডট কম করে ফেলা হলো।





থ্রী এম



প্রথমে নাম ছিলো- মিনোসোটা নাইনিং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি। পরে ফোকাস চেইঞ্জ তো নাম চেইঞ্জ।





সেভেন ইলেভেন



প্রথমে নাম ছিলো, টটেম স্টোরস যা এসেছে Tote শব্দ থেকে। পরবর্তিতে কোম্পানি তাদের বর্ধিত কর্মঘন্টা সকাল সাতটা থেকে রাত এগারটাকে ভিত্তি করে সেভেন ইলেভেন নামে পরিবর্তিত হয়।





আই কে ই এ-ইকিয়া



এই নামের উচ্চারন কি হবে এটা নিয়ে আমার সন্দেহ আছে। কেউ জানলে জানিয়ে দিয়েন প্লীজ।

আই এবং কে হচ্ছে প্রতিষ্ঠাতা ইগভার ক্যাম্পার্ড নামের আদ্যাক্ষরদ্বয় আর ই এবং এ হচ্ছে তার গ্রামের নামের আদ্যাক্ষরদ্বয়। গ্রামের নাম- ইলেমটারিড আগুনারিড। আল্লাহ্‌ বাচাইছে ইংরেজি আন্তর্জাতিক ভাষা। সুইডিশ ভাষা হলে প্রত্যেক দিন দাতের ডাক্তারের কাছে যেতে হত। ওহ! এটা একটি সুইডিশ কোম্পানি।





লেগো



ড্যানিশ শব্দ লেগ গডট থেকে লেগো শব্দটি এসেছে। যার মানে হচ্ছে প্লে ওয়েল। ল্যাটিনে আর মানে হচ্ছে আই পুট টুগেদার। কিন্তু লেগো এটাকে কাকতালীয় বলে উড়িয়ে দিয়েছেন।





নিনটেনডো



জাপানিজ এই কোম্পানিটি পৃথিবীর সবচেয়ে লাভজনক ভিডিও গেইম কোম্পানি। জাপানিজ শব্দ নিন মানে ন্যাস্ত বা গচ্ছিত। আর টেনডো মানে হচ্ছে স্বর্গ। এই দুটি শব্দের সম্মিলিতরুপই হচ্ছে নিনটেনডো।





সাব টেকনোলজিস



সুইডিশ এরোপ্লেন কোম্পানির সুইডিশ শব্দের সংক্ষিপ্তরুপ।





সেগা



সার্ভিস গেইমস অব জাপান থেকে সংক্ষিপ্ত করা।





শার্প



শার্পের প্রতিষ্ঠাতার প্রথম আবিস্কার ছিলো, এভার-শার্প মেকানিক্যাল পেন্সিল। সেখান থেকেই নামকরন করা হয়।





স্টারবাকস



মবি-ডিক নামের একটি উপন্যাসের চরিত্রে নাম থেকে এই কফি হাউজ চেইন কোম্পানিটির নামকরন করা হয়।





অডি



জার্মানির অগাস্ট হর্চের ইচ্ছা ছিলো নিজের নামে একটি গাড়ি কোম্পানি প্রতিষ্ঠা করবেন। কিন্তু আরেক জন আগেই হর্চ নামে গাড়ি কোম্পানি প্রতিষ্ঠা করে ফেলে। কি আর করার। বেচেরার এত সাধ তো আর মাঠে মারা যেতে পারে না। কাজেই নামটাকে ল্যাটিনে অনুবাদ করে অডি রাখেন।





ভারিজন



নিজের ব্যবসাকে পৃথিবীজুড়ে ছড়িয়ে দিতে চান। হতে চান কর্পোরেট টাইকুন। এক কাম করেন। কোম্পানির নামটা আর ইংরেজিতে না রেখে ল্যাটিনে রাখেন। দেখবেন আপনি বিখ্যাত। হাইসেন না মিয়া ভাইরা আপ্পিরা। বেশিরভাগ বড় কোম্পানির নামই দেখি ল্যাটিন থেকে নেয়া। আমরা ইংরেজিতে রাখি দেখেই খালি বংগবাজারে কাটা কাপড়ের ব্যাবসা করতে হয়।

ল্যাটিন ভারিটাস (মানে সত্য) আর হরাইজন শব্দদ্বয়ের সম্মিলিতরুপ।





ওয়ালমার্ট



আমরা যেইটা করি, উনিও সেটাই করেছেন। আমার কোম্পানি আমার নাম। প্রতিষ্ঠাতা স্যাম ওয়াল্টনের নামানুসারে।





ওয়েনডিস



ডেব থমাসের মেয়ে মেলিন্ডার ডাকনাম ছিল ওয়েনডি। পরে নিজের মেয়ের নামেই হ্যামবার্গার বিক্রি করতে শুরু করলেন।



আজকে এখানেই শেষ। পরের পর্ব হবে শেষ পর্ব। সেখানে থাকবে কেবল বাংলাদেশী প্রতিষ্ঠান।



এই পোস্টটি দেখতে পারেনঃ একটি জাতির অধঃপতনের ইতিহাস, কিংবা একটি ভয়াবহ জঘন্য গণহত্যার বয়ান



কোন ভুল থাকলে ধরিয়ে দিবেন। সংশোধন করে দেয়া হবে। আর আমি কিন্তু ইংরেজিতে কাচা। ভুল হতেই পারে।

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১২

মামুন রশিদ বলেছেন: অসাধারণ পোস্ট । ++

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৬

একজন ঘূণপোকা বলেছেন:
প্রথম মন্তব্য তার উপর আবার প্রথম প্লাসটাও মামুন ভাইয়ের।


এত্তোখুশি কই রাখি।

অনেক ধন্যবাদ ভাই

২| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫২

তন্ময় ফেরদৌস বলেছেন: জোস

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮

একজন ঘূণপোকা বলেছেন:
সামুর কর্পোরেট গুরু মন্তব্য পেয়ে ভালো লাগছে

৩| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৩

স্টকহোম বলেছেন: IKEA যা নাকি ইকিয়া উচ্চারন করা হয়।
মালিক Ingvar Kamprad দুনিয়ার কৃপণ লোক।
বছরের বারো মাস তথা ৩৬৫ দিনই উনি হটডগ আর আলু খান। Ingvar
বহু বছর সুইজারল্যান্ডেই ছিলেন এবং সেখান থেকেই ইকিয়া পরিচালনা করতেন। অতি সম্প্রতি তিনি আবার সুইডেনে ফিরে আসেন এবং সুইডেনের Älmhult, Sweden থেকে পরিচালনা করছেন। http://en.wikipedia.org/wiki/Ingvar_Kamprad
http://en.wikipedia.org/wiki/IKEA

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫২

একজন ঘূণপোকা বলেছেন:
তাই নাকি?? কৃপন বড়লোক হয় না কে বলছে!!!



নিচে আরেকজন বলল, আইকিয়া??

৪| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:



নাইস একটা পোস্ট ভাই। +++++++++

১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৬

একজন ঘূণপোকা বলেছেন:


ধন্যবাদ কান্ডারি ভাই

৫| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৭

যুবায়ের বলেছেন: বাহ! চমৎকার বিষয়ে লিখেছেনতো....
আপাতত চিন্হ দিয়ে রাখলাম।
সময় নিয়ে পড়তে হবে।

১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৮

একজন ঘূণপোকা বলেছেন:
চিহ্ন পেয়ে ভালো লাগছে

আশা করি পড়বেন যুবায়ের ভাই

৬| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৮

মোমেরমানুষ৭১ বলেছেন: ধন্যবাদ, বেশ তথ্যবহুল পোস্ট

১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২০

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ মোমের মানুষ ভাইয়া

৭| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৯

নিশাত তাসনিম বলেছেন: দারুণ পোস্ট । ++

১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২২

একজন ঘূণপোকা বলেছেন:
কৃতজ্ঞতা তাসনিম

৮| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২

সংগ্রামী বালক বলেছেন: খুব সুন্দর উদ্যোগ।শুভকামনা রইলো।

১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২১

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ সংগ্রামী বালক

৯| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৫

অদৃশ্য বলেছেন:





দারুন...



শুভকামনা...

১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ অদৃশ্য

১০| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৩

জুয়েল গোপালগঞ্জ বলেছেন: সুন্দর পোষ্ট। কিন্তু ইতিহাসগুলো খুব মজার ছিলো না।

১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

একজন ঘূণপোকা বলেছেন:
হয়ত বা আমি সুন্দর করে উপস্থাপন করতে পারি নাই।


ধন্যবাদ জুয়েল ভাই

১১| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৭

শরৎ চৌধুরী বলেছেন: জোশ, পোষ্ট।

১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

একজন ঘূণপোকা বলেছেন:
কৃতজ্ঞতা শরৎ ভাই

১২| ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৪

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: "স্যামসং" এর টা এড করে দেন। উচ্চারন টা আসলে সামসং। কোরিয়ানরা সামসং ই উচ্চারন করে। কোরিয়ান ভাষায় "সাম" মানে হলো তিন ইংরেজীতে থ্রি আর "সং" মানে হলো তারা ইংরেজীতে স্টার। থ্রিস্টার থেকে এর নামকরন করা হয়েছে।

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৮

একজন ঘূণপোকা বলেছেন:

এটা পর্বে করেছি ভাইয়া।

ধন্যবাদ

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৮

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: IKEA এর উচ্চারন "আইকিয়া" হবে, এটার উপর ন্যাট জিও-র একটা টিভি প্রোগ্রাম দেখেছি।

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৫

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ কনফিউশন দূর করার জন্য

১৪| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: +++++++ নেন !

২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২২

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ ব্রাদার

১৫| ২১ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৮

সামুস কিং বলেছেন:

সুন্দর। অনেক কিছু জানলাম

২১ শে জুন, ২০১৪ রাত ৮:২৪

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ রাজা সাহেব :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.