নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

ব্লগে বেশি সময় দিলে আপনার যে রোগগুলো হতে পারে। (ব্লগারদের কিছু রোগ ও তার লক্ষণ)।পর্ব-০১ :-/:-/:-/

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৯







আপনি যখন ব্লগে বেশি সময় দিবেন কিংবা আসক্ত হয়ে পড়বেন, তখন আপনার সামুকোসিস বা সামু এডিকশন রোগ হতে পারে। এই রোগটির কয়েকটি প্রকারভেদ আজকে দেয়া হলো। আগামি পর্বে বাকিগুলো দেয়া হবে।





সামুসোম্যানিয়া



ব্লগে আসার পরে যে রোগটি আপনার সবার আগে হবে তা হলো সামুসোম্যানিয়া। অর্থাৎ আপনি রাতে ঘুমাতে পারবেন না। আপনার দুচোখ জুড়ে ঘুম থাকলেও আপনি রাত দুইটা কিংবা তার আগে ঘুমাতে পারবেন না। ব্লগ আপনাকে এক অদৃশ্য বাধনে আটকে রাখবে। যখন ঘুমে ক্লান্তিতে আপনি নুয়ে পড়বেন। সহ্য করতে না পেরে ঘুমাতে যাবার জন্য যেই পিসি/ল্যাপটপ শাট ডাউওন দিতে যাবেন, তখন আপনার চোখে পড়বে ঘুরুত্বপুর্ণ কোন পোস্ট কিংবা আপনার পোস্টে বা আপনার মন্তব্যের প্রতিউত্তরে এমন একটা মন্তব্য আসবে, যার উত্তর না দিয়ে আপনি লগ আউট করতে পারবেন না। আর এটি হতে পারে এক বা একাধিক সময়ের হ্যাপা।

আর যদিও আপনি সব মায়া কাটিয়ে পিসি/ল্যাপি অফও করে ফেলেন, তখন আপনি আবার মোবাইলে লগ ইন করতে পারেন।



সামুসিয়াল পারসোনালিটি ডিসঅডার্র



আপনি ব্লগে এতই সময় দিবেন যে, বাইয়ের পৃথিবীতে আপনার সময় দেয়ার সময়ই থাকবে না। কিংবা কোন ক্লাসে, অফিসে বা অন্য কোন কাজে গেলে,আড্ডাতে গেলে বা গেটটুগেদারে গেলে কিংবা প্রেমিকার সাথে গেলে, আপনার বারবার সামুতে ঢুঁ মারার ইচ্ছা জাগবে। এটি আপনাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিবে কিংবা সামাজিক আড্ডায় আপনি সে মজাটা পাবেন না, যেটা আপনি সামুতে আড্ডা দিয়ে পান। যে প্রেমিকাকে আপনি ঘন্টার পর ঘন্টা ফোন দিতেন কথা বলতেন, তার কোন ফোন কখন যে মিসড কল হয়ে যাবে আপনি খেয়ালই করতে পারবেন না। এক্সট্রিম পর্যায়ে এটি আপনার ব্রেক আপের কারনও হতে পারে।





টু ট্যাব ডিসঅডার্র









আপনি যখনই নেটে বসবেন, তখনই আপনি দুটি ট্যাব ওপেন করবেন। একটা হয়ত অন্য কোন ওয়েব সাইট থাকতে পারে, কিন্তু অন্যটাতে সব সময়ই সামু ধ্রুবক হিসেবে থাকবে। আপনি ফেইসবুকে লগ ইন করতে যাচ্ছেন, সাথে সাথে সামুতেও লগ ইন করছেন। ইমেইল চেক করতে যাচ্ছেন, সাথে সাথে সামুর একটা ট্যাবও ওপেন করছেন। হয়তবা জরুরি কোন চাকুরির সার্কুলারের জন্য কোন জব সাইটে লগ ইন করছে, অজান্তেই অন্য ট্যাবে আপনি সামুতে লগইন করছেন। উপরের পিকগুলো দেখুন। এগুলো একজন টু ট্যাব ডিসঅডার্র-এ আক্রান্ত ব্লগারের ব্রাউজারের স্ক্রিনশট।





লিংকোফ্রেনিয়া



সামুতে আপনি যখন কোন পোস্ট পড়েন তখন দেখতে পান যে, কিছু কিছু পোস্টের সব কালো রঙের ফন্টের মাঝে মাঝে কিছু কিছু রঙ্গিন ফন্ট থাকে।মানে এইগুলোতে কিছু লিঙ্ক এমভেডেড থাকে। অপ্রচলিত বিষয় বা শব্দ কিংবা বিতর্ক থাকতে পারে এমন ব্যাপারগুলোতে রেফারেন্স হিসেবে লিংক এমভেডেড থাকে। যাতে আপনি সহজেই ওই ব্যাপারটা জানতে পারেন কিংবা কনফিউশন দূর করতে পারেন।

আপনি যখন খুব বেশি ব্লগে আসক্ত হয়ে পড়বেন, তখন মাঝে মাঝে আপনার বাস্তব জীবনেও এটা হতে পারে। হয়ত খবরের কাগজ পড়ছেন, অপরিচিত কোন জায়গার নাম আসছে, তখন আপনার মনে হতে পারে, এইখানে তো একটা লিংক থাকলে পারত। এটা পাঠ্যবই পড়ার সময় নতুন কোন টার্মের বেলায়ও হতে পারে। ছবিতে লাল মার্ক করা অংশটুকু দেখুন।

এই রোগের সবচেয়ে গুরুত্বপুর্ণ আর প্রমিনেন্ট লক্ষণ হচ্ছে, কেউ যখন অবিশ্বাস কথা বলবে কিংবা আপনার মতের বাইরে গিয়ে নিজের মত প্রতিষ্টা করতে চাইবে, তখন আপনি অজান্তেই বলে উঠবেন। আন্দাজে কথা বলেন কেন, লিংক দেন।





স্ক্রীনশটিজম



এটা মানে হচ্ছে আপনি খুব বেশি স্ক্রীন শটের প্রতি আকৃষ্ট হয়ে পড়বেন। কেউ যখন কথা দিয়ে ভুলে যাবে বা অস্বীকার করবে। তখন আপনার মনের অজান্তেই মনে হবে ইস! যদি স্ক্রিনশট রেখে দিতাম। তবে এখন আর অস্বীকার করতে পারত না। পরক্ষনেই আপনার মনে হবে এটা তো ব্লগ নয়, বাস্তব জীবন।





এইমনেশিয়া



এটা আপনাকে আপনার আগের এইম অর্থাৎ জীবনের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিবে। আপনি হতে আগে হতে চাইতেন ডাক্তার-কবিরাজ-ইনজিনিয়ার-গায়ক-নায়ক-শায়ক। কিন্তু এখন আর আপনার জন্য এইগুলো বেশি গুরুত্বপুর্ণ লক্ষ্য থাকবে না। কিংবা আপনি এইগুলোর জন্য বেশি এফ্রোর্ট দিবেন না। তবে আপনার এইম কী হবে?? এটা দুইভাবে হতে পারে।যদি আপনি পুরান ব্লগার হউন, মানে শাহবাগ আন্দোলনের আগেই ব্লগে আসক্ত হন, তবে আপনি হতে চাইবেন-নাফিস ইফতেখার, ফিফা, দাসত্ব কিংবা এইরকম কোন হিট ব্লগার।

আর যদি গজাম আন্দোলনের পরে ব্লগে আসেন, তবে আপনি সম্ভতঃ ইমরান এইচ সরকার হতে চাইতে পারেন।

সতর্কতাঃ আপনি পুরান ব্লগার হউন আর নতুনই হন উপরের দুইটি যেকোন একটি কিংবা দুইটি এইম যে আপনি ঠিক করবেন না, তা কিন্তু না। উপরে শুধু বেশি সংখ্যক ব্লগারের প্রবনতার একটা তুলনা করা হয়েছে মাত্র।



পলিটক্যাল ইনটক্সিকেশন



আপনি হয়ত বাস্তব জীবনে রাজনীতির প্রতি তেমন কোন আগ্রহই রাখতেন না। আপনার এলাকার চেয়ারম্যান কিংবা কমিশনারের নামও জানতেন না। কিন্তু সামুতে আসার পর আপনি রাজনীতির প্রতি ব্যাপক আগ্রহী হয়ে পড়বেন। হাতি-ঘোড়া মেরে পোস্ট দিবেন। হাম্বা-ছাগু-বাম-জাতীয়তাবাদীদের একনিষ্ঠ কর্মী হয়ে পড়বেন।



ডিসক্লেইমারঃ উপরের সবগুলো রোগ যে সবার মধ্যে থাকবে কিংবা সমান মাত্রায় থাকবে-তা কিন্তু নয়। এক বা একাধিক কিংবা সবগুলো রোগই থাকতে পারে। আবার নাও পারে। ব্লগার বিশেষে রোগের তীব্রতার রকমফের হতে পারে।



কি! টেনশিত হয়ে পড়ছেন?? দূর এইটা একটা আজাইরা ফানপোস্ট পোস্ট। মৃত-জীবিত-বিবাহিত কিংবা অর্ধমৃত কারো সাথে এটা মিলে গেলে তা কোন কাকতাল নয়। বরং যার সাথে মিলে যাবে তার দোষ। :P:P:P:P



ফানও কিন্তু সত্যি হয়ে যায়,

ছোট ছেলেও একদিন বাবা হয়ে যায়।
;););)

আ,আ,আ..............আ.আ।

লালা লা, লালা লা...........।:D:D:D



পিক ক্রেডিটঃ বিটস্ট্রীপ

নামকরণে সাহায্যঃ উকিপিডিয়া ও মেডিক্যালের এক বান্ধবী

মন্তব্য ৬৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৬

মোমেরমানুষ৭১ বলেছেন: ভাই জরুরী ঔষধ দরকার, এর প্রায় সব গুলোই আমার মাঝে আছে

১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০২

একজন ঘূণপোকা বলেছেন:
আপনি তো তাইলে সিরিয়াস মাপের ব্লগার।

ঔষধ নিয়ে গবেষণা চলছে।

আশা করি খুব শীগ্রই পেয়ে যাবেন।

২| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৩

মামুন রশিদ বলেছেন: ডিসক্লেইমার পইড়া শান্তি পাইলাম ;)

১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৫

একজন ঘূণপোকা বলেছেন:
শান্তিতে আছেন জেনে শান্তি লাগছে

৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৭

মুদ্‌দাকির বলেছেন: আসলেই অনেক রোগ হইতে পারে

ছাগুসিস

পিগুসিস

রাজাকারোফিলিয়া

রাজাকারোফোবিয়া

ভাদালালোফিলিয়া/ফোবিয়া

খোচাখুচোসিস

ভার্চুয়াল মাস্কুলোসিস

র‍্যালিটিও এ্যামাস্কুলোসিস

..........................................।

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৯

একজন ঘূণপোকা বলেছেন:

আমি এইখানে মুলত সেই সব রোগের কথা বলার ট্রাই করছি যা ব্লগারের ব্যক্তিজীবনে প্রভাব ফেলে।

আপনি যা বলেছেন, তা ব্লগারের ব্লগ জীবনে প্রভাব ফেলে

৪| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪

আরজু পনি বলেছেন:

রোগগুলির মধ্যে আমার অনেকগুলিই ছিল, এখন ব্যস্ততার মতো কুইনাইনে রোগ সেরে গেছে :D

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২০

একজন ঘূণপোকা বলেছেন:
এটা আপনার জন্য ভালো হয়ত।

কিন্তু আমাদের জন্য খারাপ, আপনার লেখা মিস করতাছি

৫| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: কিন্তু আমার যে সামু ম্যানিয়ার সাথে সাথে ফেবু ম্যানিয়াও আছে! শুধু তাই না আরো অনেকগুলো প্ল্যাটফর্ম নিয়েই আছে!
আর এইসব ম্যানিয়ার হাত ধরে এখন চলে এসেছে ইনসোমনিয়া... :(
ঘুম বিদায় নিয়েছে অনেক আগেই চোখ থেকে...
নেট কানেকশান ছাড়া একটা ঘন্টাও অসহ্য লাগে...!
আমি এখনো স্বীকার করি মানুষ সমাজবদ্ধ জীব, কিন্তু স্বীকার করতে ভয় লাগে আমি সামাজিক কিনা আমি বরং অনলাইনবদ্ধ জীব!
আসলেই চিন্তায় আছি...! :(

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২১

একজন ঘূণপোকা বলেছেন:

আসলে এখানে যেসব রোগের কথা বলা হয়েছে তার অনেকগুলি ফেবুর জন্যও সত্য

৬| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: =p~

২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৪

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ

৭| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: =p~

০১ লা জুন, ২০১৪ রাত ৯:০৯

একজন ঘূণপোকা বলেছেন: ;) ;) ;)

৮| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ঘুমের মধ্যে সামু ব্লগিং- সামুনামবুলিজম ;)

২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

একজন ঘূণপোকা বলেছেন: এই রোগের নাম তো গবেষকদলের জানা ছিলো না। :P


আপনি খুবই রেয়ার পদের রোগি। ;)

৯| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৯

মারুফ হোসেন বলেছেন: রোগের লক্ষণ তো দিলেন, ওষুধ কই? X( X( X( X( X(

২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০১

একজন ঘূণপোকা বলেছেন: চেইত্তেন না ভাই, ওষুধ নিয়া গবেষনা চলতাছে

১০| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২

নীল জোসনা বলেছেন: বিশাল গবেষনা করেছেন !! ব্লগে নোবেল দেবার ব্যবস্থা থাকলে ------------------ ----- ব্লগীয় চিকিৎসা শাসে ব্যাপক অবদান রাখার জন্য আপনি নির্ঘাত নোবেল পাইতেন ।


এই বার সত্যি কইরা কন তো আপনেরে কয়টা রোগে ধরছে !!!!!!

:P :P :P :P :P :P :P

২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৫

একজন ঘূণপোকা বলেছেন: না ভাই নোবেল চাই না। ইউনুস মিয়ার অবস্থা দেখেই শিক্ষা হইছে।

এইটা বলা যাবে না। চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলবেন।

১১| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৩

সাজিদ ঢাকা বলেছেন: পোস্টে ++++++++ আপনি কি ম্যাকানিকাল ইঞ্জিনিয়ার নাকি ?? ওয়েল্ড জয়েন্টের ছবি সবার চিনার কথা না :P :P

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৮

একজন ঘূণপোকা বলেছেন:
ভাগ্যক্রমে ধর স্যার, জহিরুল স্যার, দেওয়ান স্যারদের ক্লাস করতে হয়েছিলো।

আমি মেকানিক্যালের নই।

১২| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৭

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: =p~ =p~ =p~ =p~
ভালো লিখছেন। একদা আমার কিছু কিচু রোগ ছিলো বৈকি!

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৯

একজন ঘূণপোকা বলেছেন: এই রোগ থাকা ভাল,

নাইলে ব্লগ যে মরুভুমি হয়ে যাবে।

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


টাকা নিয়া কয় নেয় নাই। ইশ !!! যদি স্ক্রিন শট রাখতে পারতাম !!!

=p~ =p~ =p~

২০ শে মে, ২০১৪ রাত ১০:২৪

একজন ঘূণপোকা বলেছেন:

;) ;) =p~ =p~ =p~

১৪| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্ট তো অসম্পূর্ন। রোগের কথা বললেন, কিন্তু মেডিসিন তো দিলেন না।

এনিওয়ে, সকলের অবগতির জন্য আনন্দের সাথে জানাতে চাই যে, এই সংক্রান্ত রোগের চিকিৎসা সামুপাতালে দেয়া হচ্ছে। পয়লা বৈশাখ উপলক্ষে এখন আমাদের বিশেষ অফার চলছে। আগ্রহীরা আপনার পোষ্টে কমেন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে পাবে নগদে বিশেষ ছাড়!!!

আর নারীদের জন্য রয়েছে আমার তরফ থেকে পরিপূর্ন মূল্যহ্রাসের একটি অভাবনীয় সুযোগ।

সুতরাং আর দেরী কেন!!



=p~ =p~ =p~ =p~

কোয়ালিটি একটা পোষ্ট! গুড ওয়ান ম্যান!

০১ লা জুন, ২০১৪ রাত ১০:০৫

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ ভাই।

আর আমি সবাইকে আপনার কাছে রেফার করে দিবো =p~ =p~ =p~

১৫| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২০

সংগ্রামী বালক বলেছেন: গতকাল বাবার ধমকে কম্বলের মধ্যে মোবাইল নিয়া সামু ব্রাউজ করতাছি।কখন যে ঘুমাইয়া গেছি,জানিনা।হঠাত্‍ ঘুম হতে জেগে দেখি রাত ৪টার মতো বাজে।আজব কথাটা হচ্ছে আমি একটা পোষ্টে মন্তব্য করতেছিলাম।সম্পুর্ন মন্তব্য লেখা শেষ।শুধু "মন্তব্য প্রকাশ করুন" বাটনে চাপের অপেক্ষা ছিলো।কিন্তু আমি এর মধ্যেই ঘুমিয়ে পড়ি।এবং অবশেষে মন্তব্যটা প্রকাশ করি রাত ৪ টায়।

০১ লা জুন, ২০১৪ রাত ১১:১০

একজন ঘূণপোকা বলেছেন:
আপনার কন্ডিশন খুবই খারাপ।

সুচিকিতসার জন্য কাভা ভাইয়ের সাথে দেখা করেন, আমার রেফারেন্স দিয়েন খরচ কম পড়বে ;)

১৬| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: ফান পোস্ট হলেও যথেষ্ট কামের আছে কিন্তু!!
আপনার মাথার ঘিলুও নয় কোন ফালতু। :P

০১ লা জুন, ২০১৪ রাত ১১:১১

একজন ঘূণপোকা বলেছেন:

ডিসক্লেইমার দেখছেন???

১৭| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১০

*কুনোব্যাঙ* বলেছেন: আমি মাঝে মাঝে স্বপ্নেও সামুতে ঢুকি। এইটা অবশ্য ভালো দিক। কারণ এতে বোঝা যায় আমি খালি সামুতেই থাকিনা মাঝে মাঝে একটু আধটু ঘুমাইও B-)

০১ লা জুন, ২০১৪ রাত ১১:২৬

একজন ঘূণপোকা বলেছেন:

সামু নিয়ে স্বপ্ন দেখাটা একটা ব্যাড হ্যবিট হয়ে গিয়েছিলো, ১০১১ এর লাস্ট দিকে।


১৮| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৪

আমি অপদার্থ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~
ব্যাপক বিনোদিত হলাম।

০১ লা জুন, ২০১৪ রাত ১১:৫১

একজন ঘূণপোকা বলেছেন:
টেহা দেন, বিনোদন কি মাগনা নাকি?? X(( X(( :P :P =p~ =p~ =p~

ধন্যবাদ

১৯| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৭

দালাল০০৭০০৭ বলেছেন: :-B :-B :-B :-B আমার তো সব লক্ষনই আছে!!!!! এখন আমার উপায়?????? :(( :(( :((

০১ লা জুন, ২০১৪ রাত ১১:৫২

একজন ঘূণপোকা বলেছেন:
কাভা ভাইয়ের সাথ যোগাযোগ করুন ;)

২০| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০০

শাকিল ১৭০৫ বলেছেন: রোগের ঔষুধ কিতা ?

০১ লা জুন, ২০১৪ রাত ১১:৫৭

একজন ঘূণপোকা বলেছেন:
কাভা ভাই জানে ;)

২১| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৪

কিছুটা অসামাজিক বলেছেন: হাহাহাহা, ব্যাপক বিনোদন পাইলাম ভাই

০২ রা জুন, ২০১৪ রাত ১২:০২

একজন ঘূণপোকা বলেছেন: :D :D :D

২২| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:০৬

ভাঙ্গা মাস্তুল!! বলেছেন: সামু ছাইড়া দিতে হবে নাইলে মরন ছাড়া কোনো গতি নাই!!

০২ রা জুন, ২০১৪ রাত ১২:০৩

একজন ঘূণপোকা বলেছেন:

মন্তব্যটা অস্থির ছিলো :)

২৩| ১০ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৪২

আমিই মিসিরআলি বলেছেন:

০২ রা জুন, ২০১৪ রাত ১২:০৪

একজন ঘূণপোকা বলেছেন:
ভাই আমার ব্লগ না আবার পুড়ে আংড়া হয়ে যায় ;)

২৪| ১০ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: আমাদের মাঝে আজকের এই পোষ্ট এক উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তী, বাংলা ব্লগিং এর এক অবিস্মরনীয় জাজ্জল্যমান তারকা, সবার জন্যে অনুকরনীয় উদাহরণ, যার নাম শুনলে কপি-পেষ্টাররা কাঁপতো, যার পদচারনায় এই ব্লগ বিশ্ব উদ্ভাসিত হত, যিনি না থাকলে আজকের ব্লগ স্ব্য়ংসম্পূ্র্ণ হতো না, যার অবদান বাংলাদেশের ব্লগিং ডিজিজকে নিয়ে গেছে এক অসাধারন উচ্চতায়, যার আত্বত্যাগ আমাদের কাছে চিরস্বরণীয় হয়ে থাকবে, যিনি আজকের সামু পাগলদের কাছে এক অভিভাবক, তিনি সেই জীবন্ত কিংবদন্তী, তিনি সেই দমকা হাওয়া সামুর ব্লগারদের জন্য, তিনি সেই, তিনি যেই.........কিন্তু কিন্তু ......
হ্যা তাঁর নাম হল......উমমম, হুমমমম,..আ....সরি সামুর পেছনে বেশি সময় দেয়ার কারণে সেটা ভুলে গেছি।

০২ রা জুন, ২০১৪ রাত ১২:১০

একজন ঘূণপোকা বলেছেন:

=p~ =p~ =p~ =p~



আপনার এই রোগ না হলে কার হবে।

দেরি না করে কাভা ভাইয়ের সাথে যোগাযোগ করুন। উনার কাছে সামুকোসিস রোগের অব্যর্থ ওষুধ আছে।


অনেক ধন্যবাদ শরৎদা।

২৫| ১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৭

ইছামতির তী্রে বলেছেন: উপরের কয়েকটা রোগ আমার ব্যাপকভাবে ছিল। প্রথম দিকে ত শয্যাশায়ী অবস্থা ছিল। এখন অবশ্য এডজাস্ট করে নিয়েছে।

তবে চাকুরিজীবিদের কথা কিন্তু কিছু লেখেননি। ব্লগিং-করতে গিয়ে অনেকের চাকুরি চলে যাওয়ার যোগার হতে পারে! কারণ দিনের এতটা সময় ব্লগিং ছাড়া তাকা সম্ভব?

আপনার আইডিয়া খুব ভালো লেগেছে।

০২ রা জুন, ২০১৪ রাত ১২:১৬

একজন ঘূণপোকা বলেছেন:
এডজাস্ট করাই ভালো।

এইটা স্কিপ করে গেছে, আশা করি আগামি কোন পর্বে লিখবো।

আর কমপ্লিমেন্ট দেয়ার জন্য কৃতজ্ঞতা।

ভালো থাকবেন ব্রো

২৬| ১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: এগুলাও রোগ! কাম সারছে!

বেশ কয়েকটা দিকি আমার ভালা কইরাই আছে।

মোর কি হপে গো!!

রোগমুক্তির উপায় দেন নাই কেন?

০২ রা জুন, ২০১৪ রাত ১০:০১

একজন ঘূণপোকা বলেছেন:

কাভা ভাই জানে ;)

২৭| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা হা! মজা পেলাম! যেমন ধরেন সামুকোসিস বা সামু এডিকশন এর একটা বাজে ধরণ হল 'হিটাসক্তি'- সেটা হলে শুধু হিট পাইতে মন চাই, না পাইলে ডিপ্রেশন কাজ করে, জীবনে বেঁচে থাকা অর্থহীন মনে হয়, নিজেকে মূল্যহীন মফিজ মনে হতে থাকে, এই রোগে আসক্ত ব্লগারেরা নেশাগ্রস্ত উত্তেজনায় যা খুশি পোস্ট দিতে থাকেন! ;)

ভাবলে আরো কিছু পয়েন্ট পাওয়া যেত!

ভালো লাগা রইলো পোস্টে!

০২ রা জুন, ২০১৪ রাত ১০:৩৬

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ ভাই, খুব সুন্দর একটা রোগের কথা মনে করিয়ে দিয়েছেন।

পরের পর্বে মাস্ট এটা এড করে দিবো।

২৮| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৯

ইমিনা বলেছেন: সামুসিয়াল পারসোনালিটি ডিসঅর্ডার এর মতোই ফেবু নিয়ে সমস্যা ছিল বেশ আগে। কারো সাথে কথা বলার সময়ও মোবাইলের ফেবুকে নজর থাকতো। এতে পাশে থাকা মানুষগুলোও ভাবতো তাদের কথায় গুরুত্ব দিচ্ছি না, কথায় অবহেলা করছি। এখন তো সে কথা ভাবলেই হাসি পায়।
...
দারুন পোস্ট দিয়েছেন। অনেক অনেক পছন্দ হয়েছে :) :)

০২ রা জুন, ২০১৪ রাত ১০:৩৮

একজন ঘূণপোকা বলেছেন:

অনলাইন পারসোনালিটি ডিসঅর্ডার রোগে আমরা সবাই কম বেশি আসক্ত।


কিন্তু আমি এটা ভেবে অবাক হচ্ছে আপনি মুক্তি পেলেন কেমন করে??

পোস্ট পছন্দ হয়েছে জেনে কৃতজ্ঞতা :)

২৯| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: রোগমুক্তির উপায় কি ?

০২ রা জুন, ২০১৪ রাত ১১:০৯

একজন ঘূণপোকা বলেছেন:

একটু ওয়েট করেন।

লোড হচ্ছে কিংবা কাভা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন।


ধন্যবাদ কবি সাহেব :)

৩০| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

আম্মানসুরা বলেছেন: যাক বাচা গেল। আমার কোন রোগ নাই!

২১ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৬

একজন ঘূণপোকা বলেছেন:

B:-/ B:-/ B:-/


মিথ্যা কথা কন ক্যারে বইন ??? ;)

৩১| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০১

শব্দহীন জোছনা বলেছেন: এইসুভ রুগের অসুদ পাবু কুতায় :-B

২১ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৮

একজন ঘূণপোকা বলেছেন: ওয়েট। সব পাবেন

৩২| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ফানও কিন্তু সত্যি হয়
বাচ্চা ছেলেও বাপ হয় :|

এভাবে ডিসক্লেইমারের ডিসক্লেইমার দেন বলেই আপনার সাথে খেলা হয় না :(

শুভেচ্ছা, ঘূণপোকা :)

৩৩| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৫

ইমাম হাসান রনি বলেছেন:
সামুসোম্যানিয়া :| :| :|

৩৪| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩১

অদৃশ্য বলেছেন:






হাহ হাহ হাহ... দারুন লিখছেন আর দারুন বলছেন, লিখাটি পড় অনেক অনেক মজা পেয়েছি... যদিও লিখাটি আমি কয়েকদিন আগেই পড়ে ফেলেছি, আপনার অজান্তেই...

আরেকটা দিয়ে গেলাম... ''সামুল্টি পার্সোনালিটি ডিজর্ডার''

শুভকামনা...

৩৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
View this link

৩৬| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৭

শ্রাবণ আহমেদ বলেছেন: প্রতিকার কি?

৩৭| ২১ শে মে, ২০১৪ রাত ৩:১১

অপ্রতীয়মান বলেছেন: ইয়ে! মানে বলছিলাম কি.....


কয়েকটা তো মিলে গেল, এখন কি করি? ঔষুধ কোথায় পাবো? নাকি আপনার নিজের ডিপেনসারিতে যোগাযোগ করতে হবে ;) আরে লজ্জার কিছু নাই, আমরা আমরাই তো। বললেই হাজিরা দিবো B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.