নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

প্রিয় মডারেশন-পথহারা নাবিকের লগ ইন ব্যান তুলে নেয়ার অনুরোধ করছি।

১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

ব্লগার পথহারা নাবিকের লগ ইন ব্যান ও পোস্ট ব্লক তুলে নেয়ার আহবান জানাচ্ছি।





পথহারা নাবিক একজন ডেডিকেটেড ব্লগার , এমনিতেই সামুতে ব্লগাররা আগের মতো লিখেননা । এমন অবস্থায় একজন নিয়মিত ব্লগারকে ভিত্তিহীন ব্লগারের অভিযোগের প্রেক্ষিতে শাস্তি দেওয়া অযৌক্তিক। অনেক ব্লগার আছেন যারা গালাগালি করেন , ক্যাচাল করেন আরো কতো কি ? শাস্তি দিলে সবাইকে দিতে হবে। শুধু একজন ব্লগারকে শাস্তি দেওয়া অযাচিত। তাও একেবারে লগ ইন ব্যান, এটা তো লঘু পাপে গুরুদন্ড হয়ে গেলো। যদিও প্রথমে কেবল পোস্ট ব্লক করা হয়েছিলো।



যেখানে সামুর ব্লগাররা পাঠক ও মন্তব্য সংকটে ভুগছে সেখানে একজন নিয়মিত এক্টিভ ব্লগারকে ব্লক করা অনুচিত।



আশা করি যদি মডারেশনের ইচ্ছে হয় তাকে সতর্ক করা,ব্লগচ্যুত করা না- তবে তা যথেষ্ট হয়েছে।



তার লগ ইন ব্যান ও পোস্ট ব্লক তুলে নিবেন আশা করছি।

মন্তব্য ৬৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: যার অভিযোগের ভিত্তিতে এত কার্যকর একশন সামু কি তার পোষ্ট রিভিউ দেখেনি!

এমন অবস্থায় একজন নিয়মিত ব্লগারকে ভিত্তিহীন ব্লগারের অভিযোগের প্রেক্ষিতে শাস্তি দেওয়া অযৌক্তিক। অনেক ব্লগার আছেন যারা গালাগালি করেন , ক্যাচাল করেন আরো কতো কি ? শাস্তি দিলে সবাইকে দিতে হবে। শুধু একজন ব্লগারকে শাস্তি দেওয়া অযাচিত ..

আশা করি যদি মডারেশনের ইচ্ছে হয় তাকে সতর্ক করা,ব্লগচ্যুত করা না- তবে তা যথেষ্ট হয়েছে।

তার লগ ইন ব্যান ও পোস্ট ব্লক তুলে নিবেন আশা করছি।

সহমত।

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১২

একজন ঘূণপোকা বলেছেন: ব্লগার পথহারা নাবিককে তার কিছু মন্তব্যের কারনে তাকে প্রথমে পোস্ট ব্লক ও পরে লগ ইন ব্যান করা হয়েছে-গুগল রক্সের এই পোস্টের উপর ভিত্তি করে, গুগল রক্সের আবেদনের ভিত্তিতেইরাতুল বিডির সকালের পোস্টের ম্যাটেরিয়াল উপর ভিত্তিকরে তিনি দুপুরে পোস্ট দেন। কেন এমন একজন ব্লগারে উপর ভিত্তি করে পথহারা নাবিককে ব্যান করা হবে, যে ব্লগার কিনা একটা পোস্টের হিট বেড়ে যাবে বিধায় প্রাসংগিত হওয়া সত্বেও লিঙ্ক দেন না। যিনি নিজেই সারাক্ষন খেস্তি-খেউর করে যান। অনেক আগে থেকেই তিনি পথহারা নাবিকের পিছনে লেগে আছেন, যা অনেকটা ব্যক্তিগত আক্রমনের মত। তিনি সামুর আরেকজন ব্লগারের পেছনেও লেগেছন। যাকে তাকে ট্যাগ দিয়ে বেড়াচ্ছেন । ব্লগার পথহারা নাবিক হয়ত কিছু ভুলে করেছে,কিন্তু এমন একজন ব্লগারের পোস্টের উপর ভিত্তি করে আরেকজনকে পোস্ট ব্লক করার কোন যৌক্তিক কারনই থাকতে পারে না।

আর লগ ইন ব্যান করা মানে তো একজন ব্লগারকে -যে ব্লগাররাই হচ্ছেন সামুর প্রান- ব্লগ থেকে তাড়িয়ে দেয়ার মতই

ধন্যবাদ ভাই, ব্যাপারটা উপলব্ধি ও সহমত জানানোর জন্য

২| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০২

গারো হিল বলেছেন: সহমত ।

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৮

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ

৩| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৪

হাসিব০৭ বলেছেন: এই বালের ব্লগটা আওয়ামী বলদে ভইরা গেছে। আমি নিজেই এই আবালমার্কা ব্লগটারে লাত্থি দিয়া বাহির হইয়া গেলাম। থাক তোরা বলদগুলারে নিয়া। পারলে আজীবনের জন্য আমারে ব্যান কইরা আমারে কৃতজ্ঞ কইরো মডারেটর প্যানেল। লাত্থি মারি এই ব্লগরে

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০০

একজন ঘূণপোকা বলেছেন:

কই যান মিয়া ভাই??

৪| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৬

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আমাকে কেন পোষ্ট দিতে দিচ্ছ না বুঝলাম না! :-B

বিভিন্ন সময়ে আমি মডুদের সমালোচনা করেছি। আর আওয়ামী দুঃশাসন নিয়ে কয়েকটি মাত্র পোষ্ট দিয়েছি। এতেই মনে হয় আওয়ামী সামু আমার উপর ক্ষেপেছে।

সরকারের সমালোচনা, ব্লগ কর্তৃপক্ষের সমালোচনা এসব তো থাকবেই। এতে রাগ করলে কি চলে।

সব দল মতের প্রতিনিধিত্ব না-থাকলে ব্লগ জমজমাট হয় না। এই যেমন এখন সামু নিষ্প্রভ হয়ে গেছে। সারা পৃথিবীতে থেকেই ব্লগার উপস্থিতি একশ'র নিচে। প্রায় ২৪ ঘন্টা এরূপ অবস্থা।

মিস জানার দৃষ্টি আকর্ষণ করছি।

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৫

একজন ঘূণপোকা বলেছেন:

আমি ঠিক এই কথাটাই বলতে চাচ্ছি।

একের পর এক ব্লগারকে লঘুপাপে গুরু শাস্তি আর কত দেয়া হবে।

আপনার প্রতিও দৃষ্টি দেয়ার জন্য আহবান জানাচ্ছি

৫| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৬

ভাঙ্গা মাস্তুল!! বলেছেন: সামুতে আমি প্রথম যখন আসি তখন একজন ব্লগারকে আমার মনে হতো সাহসী তিনি এই পথ হারা নাবিক। তাকে ব্লগ থেকে বিদায় মানে সামুতে ছাগুদের সংখ্যা বেড়ে যাওয়া। এইভাবে চলতে থাকলে সামু কয়েক দিনের মধ্যে রঙ্গ মঞ্চে পরিনত হবে।

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৭

একজন ঘূণপোকা বলেছেন:

পথহারা নাবিক একজন একটিভ ব্লগার।

একজন একটিভ ব্লগারের ব্যান কাম্য না

৬| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৮

মোঃ আনারুল ইসলাম. বলেছেন: bogger jodi tar nijer motamot nai prokhas korte pare. samu jodi sobai ke block Kore tahole ke samute blogging korbe. poth hara nabik ker ban uthiye neyar jonno onuroth korchi .

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০০

একজন ঘূণপোকা বলেছেন: স্বাগতম ভাই।

নতুন আইডি দিয়ে আমার ব্লগে প্রথম কমেন্ট এইটা আপনার

৭| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৫

কলাবাগান১ বলেছেন: রাজনৈতিক গালি কে রাজনৈতিক ভাবে মোকাবেলা না করে যখন ফিজিক্যাল থ্রেট দেওয়া হয়, তখন সেটা কে রিপোর্ট না করা ছাড়া উপায় থাকে না। আমার করা কমেন্টে উনি যাচ্ছেতাই ভাবে আমাকে গালাগালি করেছেন দেখুন এখানে আর আপনারাই বলুন উনার ব্লগের ব্যবহার কেমন।
Click This Link

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮

একজন ঘূণপোকা বলেছেন:
আপনি যে লিঙ্কটা দিয়েছেন, ঐখানে আমিও মন্তব্য করেছিলাম।

আপনি কিছু না বলেই কি বললেন সব জামাত-শিবিরের কাজ।

এই প্রোগামে জামাত-শিবিরের সাপোর্ট নেয়া নিয়ে যারা কথা বলেছে, তারা নিশ্চয় জামাত-শিবিরকে তাদের থেকেও বেশি ঘৃনা করে যারা তাদের সাপোর্ট নেয়।

আপনি ধুম করেই কি করেই কি করলেন, সবাইকে জামাত-শিবির বানিয়ে দিলেন। আপনার এই ট্যাগিংটা কিন্তু পথহারার গালির চেয়ে কোন অংশেই কম নয়

৮| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: @কলাবাগান
রাজনৈতিক গালি কে রাজনৈতিক ভাবে মোকাবেলা না করে গালাগালির কালচারটা চালু করেছেন কিন্তু আপনারাই। কখনো এটিম, কখনো চেতনার নাম ধরে! প্রচুর রেকর্ড আছে খুজলেই পাওয়া যাবে- ভিন্ন মত হলেই ছাগু ট্যাগিং আরে তারে যা খুশি তাই বলার অধিকার সিন্ডকেট করেই চালু ছিল আছে সামুতে!

অবশ্য এখণ সেই ভিন্ন মতের তারাও যখন আত্মরক্ষার্থে ঢিলের বদলে পাটকেল ছোড়া শিখল তখন সকল টিমের নাস্তানাবুদ অবস্থা।

আর অবস্থান গত কারণেই তারা মডারেশনের কাছাকাছি বা লিংকড হওয়ায় বেশি সুবিধা নিচ্ছে- যার উদাহরন হয়ে থাকবে এই ঘটনা।

দু:খজনক।

আশা করি সামু পক্ষপাতহীন আচরন করবে।

আর সকলেই, সকল টিম গালি, ব্যক্তিআক্রমনকে বর্জন করে চলবে। ঢিল দিয়ে পাটকেল পেলে আগে ঢিল দাতারই শাস্তি হওয়া উচিত।

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪

একজন ঘূণপোকা বলেছেন:

আর উনি নিজেই তো পোস্টের প্রথম মন্তব্যটা করেছেন এই বলে,


কলাবাগান১ বলেছেন: এই অনুস্ঠানকে প্রশ্নবিদ্ধ করার জন্য জামাতি-রাজাকার রা দল বদ্ধ ভাবে নেমেছে..... স্বাধীনতা শব্দটাই জ্বালা ধরায়.....।


কিন্তু অন্যরা জাতীয় সংগীতের প্রোগ্রামে জামায়েতের সাহায্য নেয়া নিয়ে সমালোচনা করে জামাত-শিবির হয়ে যায়, আর উনারা তাদের সাহায্য নিয়েও জামাত শিবির হন না। এটা উনার কি ধরনের যুক্তি।

জামাত-শিবির হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী। তাই এটা হচ্ছে সবচেয়ে ঘৃনিত গালি। উনি প্রথমেই জামাত শিবির ট্যাগ দিয়ে তো নিজেই ব্যানড হবার মত অপরাধ করেছেন।

৯| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৬

নিশাত তাসনিম বলেছেন: কলাবাগান১ @

আপনি যে লিঙ্ক দিয়েছেন সেখানে দেখে আসলাম পথহারা নাবিক যে ধরনের শব্দ প্রয়োগ করেছেন এ ধরনের শব্দ ব্যাবহার করে সামুতে অগণিত মন্তব্য করা হয়েছে পূর্বে।

শাস্তি যদি দিতে হয় সবাইকে দিতে হবে শুধু একজনকে কেন ভাই ?

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৭

একজন ঘূণপোকা বলেছেন:
তাহলে কিন্তু এই কলাবাগানও শাস্তি প্রাপ্য

১০| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৮

মুদ্‌দাকির বলেছেন: ব্যানও উচিৎ না আবার গালাগালিও না, সবাইকে বলতে দেয়া উচিৎ, তবে সামুর পক্ষপাতিত্ত্ব অনেক সময় একেবারে দৃষ্টিকটু !!

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৯

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ মুদ্‌দাকির ভাই

১১| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সহমত তীব্রভাবে!
আমি পথহারা নাবিক ভাই কে দেখেছি প্রায় শুরু থেকেই রাত দিন সামুকেই জড়িয়ে পড়ে থাকতে... আমার তাকে ডেডিকেটেড একজন ব্লগারই মনে হয়েছে আগাগোড়া!
যদিও এটা স্বীকার করছি আমরা সামুর ব্লগাররা সামুর সম্মানিত মডারেটরগণের যেকোন সিদ্ধান্তের উপর আস্থাশীল ছিলাম, আছি সব সময়ই, কিন্তু একজন ডেডিকেটেড ব্লগার কে একেবারেই লগ ইন সহকারে ব্যান করে দেয়াটা কেমন যেন লাগছে, আসলে খারাপই লাগছে বেশ খারাপ!
আমি ওই গুগলরকস এর ও বেশ কিছু অশালীন ভাষা চর্চা এই সামুতেই দেখলাম ওই স্কিনশটেরই সুবাদে, অনেকে লিংক ও দিলেন দেখলাম।
আর মডুই ভালো জানবেন কিন্তু, পথহারা নাবিক ভাই কে যতটা যত্নের সহিত সামহোয়্যার ইনের চাদর আকড়ে ধরে পড়ে থাকতে দেখেছি, তাকে তার অর্ধেক ও দেখিনাই!
আমি সবসময়ই মডুর সিদ্ধান্ত শ্রদ্ধার সংগে দেখি, কেননা মডু অবশ্যই আমার বা আরো দশজন ব্লগারের চেয়ে প্রজ্ঞাবান।
কিন্তু, তবুও এ ব্যাপার টায় অত্যন্ত শ্রদ্ধা এবং প্রজ্ঞা আর ভালোবাসা বজায় রেখেই বলতে চাইছি আবারো একটু যেন দেখা হয়... প্লীজ
সবার প্রতি শুভকামনা...

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৮

একজন ঘূণপোকা বলেছেন:
আমার যুক্তিগুলোকে আরও শানিতভাবে বলে যাবার জন্য অনেক ধন্যবাদ

১২| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১০

মোঃ আনারুল ইসলাম. বলেছেন: bogger jodi tar nijer motamot nai prokhas korte pare. samu jodi sobai ke block Kore tahole ke samute blogging korbe. poth hara nabik ker ban uthiye neyar jonno onuroth korchi .

১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৪

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ মোঃ আনারুল ইসলাম ভাই

১৩| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১২

মুদ্‌দাকির বলেছেন: @ কলাবাগান১ আমার মাঝে মাঝে আফসোস হয় কেন আমি আপনাকে গালিগালাজ করি না

১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৪

একজন ঘূণপোকা বলেছেন: :P :P :P

১৪| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৩

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
ব্লগ নীতিমালার কোথাও কি এরূপ আছে যে মডুদের সমালোচনা করা যাবে না? তাদের ভুল, অযোগ্যতা, পক্ষপাতমূলক আচরণ, স্বেচ্ছাচারিতা এসব নিয়ে কোন প্রশ্ন তোলা যাবে না?

ব্লগ নীতি মালার কোথাও কি আছে যে আওয়ামী দূর্নীতি, অপশাসন/দুঃশাসন, ভোট ডাকাতি, মানবাধিকার হরণ, সংবাদপত্র/গণমাধ্যম/ব্লগ/ফেসবুক ইত্যাদিকে নজরদারী ও ভীতির সঞ্চার ইত্যাদির ব্যাপারে পোষ্ট দেয়া যাবে না?

ব্লগ নীতিমালায় কোথাও কি এরূপ রয়েছে যে আওয়ামী ভন্ডামী, গুন্ডামী, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা, স্বাধীনতা বিরোধীদের নিয়ে তামাশা ইত্যাদি নিয়ে কোন পোষ্ট দেয়া যাবে না?

ব্লগ নীতিমালার কোথাও কি আছে যে ক্ষমতায় থাকার জন্য ভারতের দাদাগিরি, নিজেদের বঞ্চিত করে তাদের একতরফা সুবিধে দান ইত্যাদি নিয়ে কোন পোষ্ট দেয়া যাবে না?

এখন তো সামু অলিখিত নীতিমালার ভিত্তিতেই চলে। খেয়াল খুশীমত।

এতে কোন সন্দেহ নেই যে খুবই অযোগ্য কিছু লোকের দ্বারা সামু ব্লগ পরিচালিত হচ্ছে।

সমালোচনা সহ্য করার শক্তি না-থাকলে ব্লগ পরিচালনা ছেড়ে দিন। আর সমালোচনা আমলে নিন। না-হয় সসম্মানে বিদায় নিন। ব্লগটাকে ক্ষমতাসীন আওয়ামী খোয়াড়ে পরিণত করবেন না। দয়া করে। আর সবাইকে মত প্রচার করার সুযোগ দিন।

১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৭

একজন ঘূণপোকা বলেছেন:
নীতিমালা সবার জন্য সমান হবে এটাই কাম্য।

১৫| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৬

নিশাত তাসনিম বলেছেন:

স্ক্রিনশট টি গতরাত ৩ টার পর নেওয়া। অনলাইনে ছিলেন মাত্র ২২ জন ব্লগার । আমি ছিলাম , মুনতাসির নাসিফ ভাই ছিলেন , একজন ঘুণপোকা ভাই ছিলেন , সীমানা পেরিয়ে ভাই ছিলেন , আনোয়ারুল ইসলাম ভাই ছিলেন , বিদ্রোহী বাঙালী ভাই ছিলেন , ভাঙ্গা মাস্তুল!! আর ছিলেন পথহারা নাবিক ভাই।

রাত ৩ টার পরও যে ব্লগার অনলাইন থাকে সে ব্লগার নিঃসন্দেহে ব্লগের প্রতি ডেডিকেটেড ও নিবেদিত প্রাণ ।

দুপুর ১২ টা থেকে রাত ৪ টা পর্যন্ত পথহারা নাবিক ভাইকে নিয়মিত অনলাইনে দেখা যায় দীর্ঘ দিন ধরে।

ব্লগের প্রতি তার মমতা অথবা ভালোবাসার কথা বিবেচনা করে তার শাস্তি এই বারের মতো তুলে নেওয়ার অনুরোধ করছি।

১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৯

একজন ঘূণপোকা বলেছেন:

পথহারা ভাই অনেক একটিভ একজন ব্লগার। সামুর প্রতি তার ভালোবাসা অনন্য।


দুপুর ১২ টা থেকে রাত ৪ টা পর্যন্ত পথহারা নাবিক ভাইকে নিয়মিত অনলাইনে দেখা যায় দীর্ঘ দিন ধরে।

ব্লগের প্রতি তার মমতা অথবা ভালোবাসার কথা বিবেচনা করে তার শাস্তি এই বারের মতো তুলে নেওয়ার অনুরোধ করছি।

১৬| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৬

ভাঙ্গা মাস্তুল!! বলেছেন: @কলাবাগান১ আপনার দেওয়া লিঙ্ক দেখলাম। উনি যা বলেছে আপনাকে তা সত্য বলেছে তবে ভাষা একটু উগ্র ছিলো। তবের এর থেকেও অনেক উগ্র ভাষা আপনাকে ব্যাবহার করতে দেখেছি। আমি এতোটুকু বুঝি যাকে নিয়ে দেওয়া পোষ্টে ১৫টি মন্তব্য হতে পারে আর যাই হোক তাকে ব্লক করা সামুর নিজের পায়ে কুড়াল মারার মতো অবস্থা!!

এইভাবে ব্লক চললে সামু মরুভুমি পরিনত হতে আর দেরি নাই। আমার ভয় হচ্ছে এই মন্তব্যর পর আবার আমাকে নাকি ব্লক করা হয়। সামুর শুচিন্তনীয় মডারেশন প্যানেলের আশু পদক্ষেপ আশা করছি পথ হারা নাবিকের ব্যাপারে।

১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৩

একজন ঘূণপোকা বলেছেন:


ধন্যবাদ ভাই।

সত্যি কথা বললে যদি ব্লক করে দেয় তবে তো কিছু করার নাই

১৭| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৮

কলাবাগান১ বলেছেন: "তবের এর থেকেও অনেক উগ্র ভাষা আপনাকে ব্যাবহার করতে দেখেছি। "

প্রমান দেখান............ ব্লগ ছেড়ে দিব যদি আপনি প্রমান দেখাতে পারেন।

১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪১

একজন ঘূণপোকা বলেছেন:
গুগুল রকসের অনেক মন্তব্যতো ডিলিট করে দেয়া হয়েছিলো, কিন্তু পথহারা নাবিকের একটা পোস্টও ডিলিট করে নাই মডু।

তাহলে উনি একা কেন শাস্তি ভোগ করবেন

১৮| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৪

মোমেরমানুষ৭১ বলেছেন: লঘু পাপে গুরুদন্ড হয়ে গেলো না ব্যাপরটা..... পথহারা নাবিকের লগ ইন ব্যান ও পোস্ট ব্লক তুলে নেওয়ার দাবী জানাচ্ছি

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২২

একজন ঘূণপোকা বলেছেন:
সহমতের জন্য ধন্যবাদ

১৯| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮

দালাল০০৭০০৭ বলেছেন: মাননীয় মডারেশন এই ভাবে কি ব্লগ চলতে পারে?

পারেনা আপনারা যেসকল ব্লগারদের অভিযোগে এই একটিভ ব্লগারকে লগিংসহ সামগ্রিক ব্লক করেছেন তাতে কি আপনাদের ব্লগ চলবে??

ব্লগার @গুগলরকস , কিংবা কলাবাগান১ এর অভিযোগে এই পপুলার ব্লগারকে ব্লক করেছেন তাহলে তাদেরকেও ব্লক করা উচিৎ কেননা তারাও এইভাবে সামুকে দূষিৎ করেছে আর যদি এখনে পক্ষপাতিত করেন তাহলে আমিও চাইনা এখানে ব্লগিং করতে আমাকেউ দয়া করে ব্লগ করুন। :( :(

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৪

একজন ঘূণপোকা বলেছেন:
সবার জন্য আইন সমান হওয়াই উচিত

২০| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৭

বিজয় কুমার ঘোস বলেছেন: আসলে সবার প্রিয় সামুতে কি হচ্ছে ??? পরিচিত এবং ভাল ব্লগারদেরকে ব্লক করা হচ্চে আর কিছু ইডিয়েটদেরকে ব্লগে ব্লগিং করার সুযোগ করে দেওয়া হচ্ছে।

সর্বপরি আপনাদের বলতে চাই আপনারা কাদেরকে নিয়ে ব্লগ চালাবেন?

মডুদেরকে অনুরোধ করছি তার লগ ইন ব্যান ও পোস্ট ব্লক তুলে নিবার জন্য।

২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৯

একজন ঘূণপোকা বলেছেন:
মডুরা তাল গাছটা আমার টাইপ।

সো আর বলে কি হবে??

২১| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২১

অগ্নি সারথি বলেছেন: খুবই অবাক হলাম। মাত্র দু একটা ব্লগারের প্ররোচনায় কিভাবে ব্লগ কর্তৃপক্ষ এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। তীব্র নিন্দা জানিয়ে গেলাম।

২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:৫০

একজন ঘূণপোকা বলেছেন:
আর নিন্দা??


ব্লগে তাদের কথাই শেষ কথা।

ধন্যবাদ একটা অন্যায়ের প্রতিবাদে পাশে পেয়েছিলাম।

শুভ কামনা :)

২২| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৭

ভাঙ্গা মাস্তুল!! বলেছেন: @কলাবাগান১ আপনার দলের বিরুদ্ধে কিছু বললেই জামাত শিবির ট্যাগ দিয়ে দেন এইটা কি গালি না। নাকি বিশেষ মহলের সাথে খাতির এই জন্য আপানার সাত খুন মাপ।

দালাল০০৭০০৭ ভাই প্রমাণ দেখাইলো আর সাথে সাথে পোষ্ট ড্রাফট মজাতো। এমন বুঝি হয়।

২৮ শে মে, ২০১৪ রাত ৮:০০

একজন ঘূণপোকা বলেছেন:

বেচে থাকুক অভিযোগ, বেচে থাকুক সামু

২৩| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ব্লগে কেউ অকথ্য গালাগালি করলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া উচিত।

আবার একজন একটিভ পরিশ্রমি ব্লগারের অনুপস্থিতি খুব খারাপ লাগবে।

২৪| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৬

যুবায়ের বলেছেন: মডুদের দৃষ্টি আকষর্ণ করছি।
লগিন ব্যন তুলে নেয়ার জন্য।

২৫| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৩

সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: অনেক অনেক দিন পরে ব্লগে আসলাম। আগেও আমরা অনেক ভয়ংকর ক্যাচাল করতাম। লনইন ব্যান হওয়া উচিত স্টেপ বাই স্টেপ। প্রথমে অ্যালার্ট, জেনারেল, কমেন্ট ব্যান ........... এবং একদম শেষের স্টেপ হওয়া উচিত লগইন ব্যান।

একজন নিময়িত ব্লগারের লগইন ব্যান কখনোই কাম্য নয়। পথ হারা নাবিক ফিরে এসে নিজে পথ খুঁজে পেয়ে সবাইকে পথ দেখাক এই কামনা করছি।

২৬| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৭

নিতু সিং বলেছেন: মডুদের দৃষ্টি আকষর্ণ করছি। একজন নিময়িত ব্লগারের লগইন ব্যান কখনোই কাম্য নয়। পথ হারা নাবিক ফিরে এসে নিজে পথ খুঁজে পেয়ে সবাইকে পথ দেখাক এই কামনা করছি।

@কলাবাগান১ দুনিয়া ত খুব খারাপ হয়ে গেল। মানুষ অন্যকে গালি দিতে মজা পাই কিন্তু নিজেকে যখন গালি দেয় তখন মনে হয় হালার পুতকে মাইরা ফালায়। কেনন ভাই আপনি নিজের জন্য জন্য ভাল যেটা মনে করেন অন্যের জন্য তা নয় কেন?

২৭| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০১

সীমানা ছাড়িয়ে বলেছেন: তাহলে একই অপরাধে কলাবাগান১ এবং গুগলরকসকেও ব্যান করা হোক। সামু দেখাক যে তারা সবার জন্যই ফেয়ার।

২৮| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৯

উপপাদ্য বলেছেন: করলে ন্যায় বিচার করেন, সবার সাথে সমান আচরন করেন। একই অপরাধে কাউকে গুরুদন্ড, কাউকে লঘু ডন্ড, কাউকে কোন দন্ড নয় আবার কাউকে পুরুষ্কার এটা কোন নীতি হতে পারেনা।


অ.ট.
পাঠক১৯৭১ নিশ্চয় খুব খুশী পথহারা নাবিকের ব্যানে।

২৯| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৪৩

মৃত মানব বলেছেন: মডু ভাই রাগ কইরেন্না।যান আপনারে চা বিড়ি খাওয়াইয়্যা দিমুনে।পোলাপান মানুষ।এখন ভুল না করলে শিখবো ক্যামনে।মাফ দেন।

৩০| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৪

একজন বাংলার ছেলে বলেছেন: হারামির মডু টা কে।অরে ধইরা সবাই লাইত্থাও X((

৩১| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৩৮

কলাবাগান১ বলেছেন: উনার কথার উত্তরে আমি তো চুপ ই ছিলাম। রিপোর্ট আমি করি নাই

৩২| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৫৭

ভাঙ্গা মাস্তুল!! বলেছেন: কলা গাছে কে রে!! জাহাপনা আমি কলা খাই না!! =p~ =p~ =p~

ভয়ে ভয়ে আছি।

৩৩| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:০১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এত ঝামেলা ক্যান করে ?

৩৪| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:২৭

কলাবাগান১ বলেছেন: @ভাঙ্গা মাস্তুল!!

ভয় আপনার লাগতে পারে। বড় গলায় বলতে পারব যে, আমি রিপোর্ট করি নাই.... গুগুলরকস এর পোস্টের পরে আমি কথা টা তুলেছি যে উনি ফিজিক্যাল থ্রেট দিয়ে কথা বলেন......
You don't come to a level where arguments turn into physical threats.

পারলে মুডু দেখাক যে, আমি রিপোর্ট করেছি

৩৫| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩২

ভাঙ্গা মাস্তুল!! বলেছেন: বড় গলায় বলতে পারব যে, আমি রিপোর্ট করি নাই

চোরের মার বড় গলা। আপনারে বলি নাই কিন্তু!!! =p~ =p~ =p~ =p~

কেমনে দেখাইবো সেতো ব্লক। কি যুক্তি আপনার!! =p~ =p~

৩৬| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:২১

কলাবাগান১ বলেছেন: আপনি কি উনার ধামাধরা ব্যক্তি?? মুডু দেখাক যে আমি রিপোর্ট করেছি.....। আমি কি বলেছি যে উনাকে দেখাতে হবে যে আমি রিপোর্ট করেছি....... চোরের মার বড় গলা কাদের তা আপনাদেরকে দেখলে আর বুঝতে বাকি থাকে না

৩৭| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩০

ভাঙ্গা মাস্তুল!! বলেছেন: ঠিক এই মুহূর্তে পথহারা নাবিক ভাইকে খুব মিছ করছি। তিনি সেফ থেকে অবস্থায় আপনাদের মতো অনেকের মুখ দিয়া কথা বের হতো না। এখন কথার ফুলঝুরি বের হচ্ছে।

৩৮| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৪৬

ভাঙ্গা মাস্তুল!! বলেছেন: একটু আগে পথহারা নাবিক ভাই তার ফেবুতে পোষ্ট দিছে। মজা পাইলাম।

৩৯| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কে কেমন ব্লগার এটা কোন প্রশ্ন হতে পারে না কে কেমন অপরাধ করেছে এটাই শেষ কথা। হেভিওয়েট ব্লগাররা অপরাধ করে পার পেয়ে যাবে এটা কেমন কথা? আইন সবার জন্য সমান রিমেম্বার?

৪০| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৫

অথৈ সাগর বলেছেন:
দোষ করলে শাস্তি পাবে । কিন্তু লঘু পাপে গুরু দণ্ড মেনে নেয়া যায় । আসা করি মডারেশন তার শাস্তি পুন বিবেচনা করবে।

৪১| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৯

চলতি নিয়ম বলেছেন: একই ধরনের পোস্ট তাই কমেন্টা এখানেও দিলাম।

মডারেটর রা কি নাবালক নাকি? গালাগালি বন্ধে মডারেটর দের আরো কঠোর হওয়া উচিত।

আরেকটা ব্যাপার:
গুগল রকস এর পোস্ট দেবার পর থেকেই একটা গ্রুপ রা রা করা শুরু করলো যে কথায় গালাগালি করছে তার লিঙ্ক দেন? তারপরে বলল ঐগুলা তো ফটোশপ কইরাই বানানো যায় ব্লা ব্লা .....

তারপরে শুরু হইলো উনি আগে কাউরে গালি দেন নাই...এর পরে শুরু হইলো উনারে সবাই খুচায় =p~ =p~

তবে আমার অবসারভেশন হইলো উনিই মানুষ কে বেশী খুচায়তেন। যদিও আমার সাথে ইন্টারেকশন খুব একটা হয় না তারপর থেকে যখন দেখলাম উনি বেশ কয়েকজন কে ছাগু ট্যাগ দিলো!!। সে যাই হোক সবাই তো আর আন্ধা না...।

পরেরবার হয়তো আরেকটু শালীন ভাবে ফিরে আসবেন...। সেই আশায় থাকলাম।

৪২| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৫

ভাঙ্গা মাস্তুল!! বলেছেন: নাবিক ভাইয়ের নিউ আপডেট!


৪৩| ১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৪

ডানাভাঙ্গা চিল বলেছেন:

জ্বি পথহারা নাবিক ভাই ভালো লিখেন , এত কিছুর পরেও উনি গালি দিয়ে / নোংরা ভাষায় কমেন্ট করেই যাচ্ছেন ।
যে ব্লগার ওনার বিরুদ্ধে অভিযোগ করেছেন গুগল ভদ্রলোক সেও গালিবাজ। আমি গুগল ভদ্রলোকের ও ব্যান চাই। আপনারা যদি নাবিকের শুভাকাঙ্খী হন , তাহলে প্রতিবাদ করা উচিৎ নাবিকের গালি দিয়ে কমেন্টের ও । তা না করে অন্ধভাবে সমর্থন দিয়ে যাওয়াটা কেমন না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.