নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

ব্লগে বেশি সময় দিলে আপনার যে রোগগুলো হতে পারে। (ব্লগারদের কিছু রোগ ও তার লক্ষণ)।পর্ব-০২ :-/:-/:-/

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৭







একজন ঘূণপোকা ল্যাব, বাকু, আজারবাইজান -অনেক গবেষণা ও পরিশ্রম করে ব্লগারদের কিছু রোগকে চিহ্নিত করতে পেরেছে। সবগুলো রোগকে তারা সামুকোসিস বা সামু এডিকশন রোগ নামে নামকরন করেছেন। সামুকোসিসের কিছু রোগ নিয়ে আগের পর্বের এই পোস্টে কিছু আলোচনা করা হয়েছিলো আজকে বাকিগুলো দেয়া হলো।





সামু ডিপেনসি



এটা হচ্ছে যেকোন তথ্যের ব্যাপারে আপনি সামুর উপর নির্ভরশীল হয়ে পড়বেন।নতুন ডিএসএলআর ক্যামেরা কিনবেন?? আপনি সামুতে সার্চ দিয়ে দেখবেন এই সমন্ধ্যে কোন পোস্ট আছে কিনা!! কিংবা নিজেই সাহায্য পোস্ট দিয়ে বসবেন, নতুন ডিএসএলআর ক্যামেরা কিনতে চাই, অভিজ্ঞরা সাহায্য করুন। বাসা ভাড়া দরকার, টিউশনি দরকার, জব দরকার, প্রিয় মানুষকে কি উপহার দিবেন ভেবে পাচ্ছেন না, কোন কোচিং বা কলেজে বা ভার্সিটি ভর্তি হবেন বা কাউকে ভর্তি করাবেন, কিংবা কোথাও ঘুরতে যাবেন। আপনি সামুর অন্যান্য ব্লগারদের কাছে সাহায্য চেয়ে পোস্ট দিবেন।





সামুস্লেক্সিয়া



আপনি অনেক পড়ুয়া ছিলেন, যাকে বলে বইয়ের পোকা। কিন্তু এখন আপনার বই পড়ার আর সময় নেই।এটা হতে পারে পাঠ্য বই বা অন্যকোন বই। আগে যেখানে সপ্তাহে ২/৩ গল্প-অনুবাদ-ফিচারের বই পড়ে শেষ করতেন, এখন লাস্ট যে কবে বই পড়ছে তা মনে নাই। এটাই হচ্ছে সামুস্লেক্সিয়া রোগের লক্ষণ। এটা আপনার বই পড়ার অভ্যাসকে দূরে সরিয়ে দিবে।





হিট এফেক্ট



আপনার ব্লগিং কোয়ালিটি যাই থাকুক না কেন? আপনি ব্যাপকভাবে হিটের প্রতি আগ্রহী হয়ে পড়বেন। এই জন্য আপনি কপি-পেস্ট, মাল্টিবাজি, গালিবাজি, সিন্ডিকেট গঠন , পোস্ট না পড়েই মন্তব্য করার কিংবা তেলানোর দিকেই বেশি আগ্রহী হয়ে পড়বেন।



গালি ইনটেলেকচুয়াল ফাংশনিং



ব্লগে আসার আগে আপনার গালির স্টক ছিলো দুইটা বা তিনটা যা কদাচিৎ আপনি ব্যাবহার করতেন। কিন্তু এখন আপনি এমন সব গালি দেন যা বস্তির ভাষাকেও হার মানায়।





হনুসিনেশন



আপনি ব্লগে যা বলতে চান, তা মোটামুটি স্বাধীনভাবেই বলতে পারেন। আর এটাই আপনার হনু সিন্ড্রোমের কারন হয়ে দাঁড়াবে। আপনি নিজের পোস্টে যেকোন সন্মানিত লোককে একহাত নিবেন। পৃথিবীতে কেবল আপনি যাদের পছন্দ করবেন তাদের ছাড়া আর কারো কোন গুনই আপনার চোখে পড়বে না। অন্যদের কাছে সে যত সন্মানিত হন না কেন!প্রথমে ব্লগ পোস্টে পরে তা বাস্তব জীবনেও অভ্যাস হয়ে যাবে।



প্লাস সিনড্রোম



কেউ মনের মত কোন কাজ করলেই আপনি বলবেন, ভালো হয়েছে তো প্লাস দিলাম। কিংবা ভাবীর হাতের রান্না খেয়ে বলবেন, বউ সেই মজা হয়েছে। প্লাস প্লাস প্লাস। তবে এটা খুব রেয়ার রোগ।





ডিসক্লেইমারঃ উপরের সবগুলো রোগ যে সবার মধ্যে থাকবে কিংবা সমান মাত্রায় থাকবে-তা কিন্তু নয়। এক বা একাধিক কিংবা সবগুলো রোগই থাকতে পারে। আবার নাও পারে। ব্লগার বিশেষে রোগের তীব্রতার রকমফের হতে পারে।



কি! টেনশিত হয়ে পড়ছেন?? দূর এইটা একটা আজাইরা ফানপোস্ট । মৃত-জীবিত-বিবাহিত কিংবা অর্ধমৃত কারো সাথে এটা মিলে গেলে তা কোন কাকতাল নয়। বরং যার সাথে মিলে যাবে তার দোষ। :P:P:P:P



ফানও কিন্তু সত্যি হয়ে যায়,

ছোট ছেলেও একদিন বাবা হয়ে যায়।
;););)

আ,আ,আ..............আ.আ।

লালা লা, লালা লা...........।:D:D:D



পিক ক্রেডিটঃ বিটস্ট্রীপ

নামকরণে সাহায্যঃ উকিপিডিয়া ও মেডিক্যালের এক বান্ধবী

মন্তব্য ২৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩০

নীল জোসনা বলেছেন: রোগের প্রতিকার / প্রতিষেধক পাইলাম না । :-< :-< :-< :-<

২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৬

একজন ঘূণপোকা বলেছেন:
আস্তে আস্তে মিয়া ভাই।

সবুরে রোগের ঔষধ মিলে ;)

২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসল রোগের কথাইতো কইলেন না :P

দিনে কয়েকবার সামুতে না আইলে মনে হয় কি জানি বাদ পইড়া গেছে! এইটার একটা নাম বানায়া লিক্যা দেন! ;)

ফান আচ্ছা হুয়া:) মোগাম্বো খুশ হুয়া =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৮ শে মে, ২০১৪ বিকাল ৫:৩৮

একজন ঘূণপোকা বলেছেন:
এইটা প্রথম পর্বে আছে ভাইজান।

কষ্ট করে দেখে নিয়েন।

https://www.facebook.com/ghunpokareturn

এইবার একটু ট্রাই মারেন ;)

৩| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৮

শংখনীল কারাগার বলেছেন: প্রতিষেধক দেন নাইলে কিন্তু............ আজকাই জেনারেল হইলাম কইলাম

এই রোগ যদি হয় আর প্রতিষেধক যদি না পাই............বাকিটা আরেক দিন কমু

২৮ শে মে, ২০১৪ বিকাল ৫:৪০

একজন ঘূণপোকা বলেছেন:

এই রোগে আক্রান্ত হওয়াই ভাল ;)

জেনারেল মোবারক। :)

৪| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৬

নিরব পাঠকং বলেছেন: পরিত্রানের উপায়..?

২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

একজন ঘূণপোকা বলেছেন:


গবেষণা চলছে ;)

৫| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৫

মামুন রশিদ বলেছেন: গবেষণা চলতে থাকুক ;)

২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই :)

৬| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪১

দালাল০০৭০০৭ বলেছেন: নাইস পোস্ট

২৮ শে মে, ২০১৪ রাত ৮:০০

একজন ঘূণপোকা বলেছেন:
:) :) :)

৭| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৮

কসমিক- ট্রাভেলার বলেছেন:









!!!!!!

৮| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৮

আমিজমিদার বলেছেন: আর সামুতে আইলে লুল বাড়ে! এইডা লুলোক্সেনাইটিস।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ২:২২

প্রবাসী পাঠক বলেছেন: রোগগুলো সম্পর্কে জানলাম কিন্তু প্রতিষেধক কই???????????

১০| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৫

আমিনুর রহমান বলেছেন:



সুপার্ব পোষ্ট। আমি সামুস্লেক্সিয়া রোগে ভুগছি। বইমেলা থেকে ২৩ খানা বই কিনে এখনো একটাও ছুঁয়েও দেখিনি পড়া তো দুরের কথা :/

১১| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৯

আরজু পনি বলেছেন:

সামুস্লেক্সিয়া...
এই রোগ আমার ছিল :((

তবে মোটামুটি মাসখানেক ধরে আবার পাঠ্য বইয়ের বাইরের বই পড়া শুরু করেছি B-)



হিট এফেক্ট
...এই হিট পাবার আগ্রহটা বছর খানেক আগেও ছিল (কিছুটা) তবে এটা আমাকে কাবু করতে পারে না । কারণ বিবরনে যা দিয়েছেন তার কোনটাই আমার মধ্যে নেই ।

হিট বলতে লেখার পাঠক চাইতাম, আলোচনা, সমালোচনা চাইতাম । তবে অফটপিকে কেউ পোস্টে এসে আড্ডাবাজি করে হিট দিবে তা কখনো চাইনি, চাইও না ।


পরের রোগ গুলো নেই ।


খুবই মজার পোস্ট । নিয়ে গেলাম সাথে করে ।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৩

উপপাদ্য বলেছেন: হনুসিনেশনের অনয় একটাম মানে দাঁড় করাইছি। বুইঝা লন।সামুতে "হনুসিনেশনে" ভুগেন অনেকেই। কেউ কেউ চিকিৎসার জন্য জার্মানিতে পারি দিয়েছেন বলেও শুনেছি।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:



আরেকটা জটিল পোস্ট হইছে ++++++++

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৫

রাজা মশাই বলেছেন: আমি একটা প্রতিষেধক দিলাম। খান কাজ হবে আশা করি। সামুতে আসার আগে একবার গাজায় টান দিবেন। প্রতিদিন যতবার ঢুকবেন ততবার। কন্টিউনিউ করে জান। আশা করি কাজ হবে।

সৌজন্যে -
হাতুড়ে ডাক্তার কেরামত আলী
বেড়াভাঙ্গা, চড়চড়, নোয়াখালী।

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০১

আমি স্বর্নলতা বলেছেন: বড়ই চিন্তার বিষয়। 8-| 8-|

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৬

অদৃশ্য বলেছেন:





আ,আ,আ..............আ.আ।
লালা লা, লালা লা...........


______ এইটাই বেশি মজা লাগলো... হাহ হাহ হাহ


শুভকামনা...

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০০

শুঁটকি মাছ বলেছেন: আমার মনে হয় সামুস্লেক্সিয়া হইছে। ওষুধ মষুধ কিছু আছে নাকি এই রোগের? :||

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

মুদ্‌দাকির বলেছেন: ভালোই মেডিক্যালের এক বান্ধবীর সাথেতো ভালোই গবেষনা চলতেছে !!! ;) ;) ;)

১৯| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৯

ডি মুন বলেছেন: :D :D :D :D :D

২০| ২৮ শে মে, ২০১৪ দুপুর ২:১৭

মোমের মানুষ-২ বলেছেন: ভাই আমি তো পুরাই ফাইসা গেছি সামুস্লেক্সিয়া রোগে.....বাচমু ক্যামনে?

২১| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৩১

সুমাইয়া আলো বলেছেন: নাইস পোস্ট

২২| ০৭ ই জুন, ২০১৪ রাত ৯:১৮

চড়ুই বলেছেন: ভাইয়া অসাধারন ১ টা লিখা এটার জন্য প্লাস দিলাম আর হ্যাঁ এইটা ঠিক ব্লগ এ এসে অনেক গালি শিকছি যা আগে কখনো শুনিও নাই :P এখন যাকে খুশী ইচ্ছা মতো গালি দেয়া যাবে ;)

২৩| ০৭ ই জুন, ২০১৪ রাত ৯:৪৯

তুষার মানব বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.