নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

বিয়ে করার আগে ভাইয়া এই ব্যাপারগুলো ভেবে দেখবেন কি?? :):)

০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩২









মি. কালাম সাহেব, ছোটখাট একটা ‪‎সরকারি‬ চাকুরি করতেন। এখন অবসরে গেছেন। তার মাত্র ‪‎দুইটা মেয়ে‬, কোন ‪ছেলে‬ নাই। আত্মীয়স্বজনরা অনেক বলেছিলো আরও কয়েকবার ট্রাই করতে, যাতে একটা ছেলে হয়। "অনেকের তো সাত মেয়ের পরেও ছেলে হয়, ছেলে হচ্ছে বৃদ্ধকালের ভবিষত"। কালাম সাহেব রাজী হন নাই।

-"ছেলে যে হবে তার তো কোন নিশ্চয়তা নাই। শুধু শুধু ঘর ভরে লাভ নাই। আমি ছোট চাকুরি করি, আমার মেয়েদের ‪টেইক-কেয়ার‬ করতে পারব না ঠিক মত। আমার দুইটা মেয়েকেই আমি ‪শিক্ষিত‬ করে যাব। মানুষ করে যাব। ওরাই আমার ‪#‎বৃদ্ধকালের‬ সম্বল হবে।"

তিনি কথা রেখেছে, একটি দুইটি মেয়েকেই তিনি শিক্ষিত করেছেন। একজন ঢাবি থেকে ‪ এমবিএ‬ কমপ্লিট করে বিয়ে করেছে এক আর্মি অফিসারকে। আরেকজন ‪ বুয়েট‬ থেকে পাশ করে বিয়ে করেছে এক ডক্টর কে।



আর্মি অফিসারটা আর বউ কে ‪‎চাকুরি‬ করতে দিবে না, এতে নাকি সবাই তাকে ‪ছোটলোক‬ বলবে।

আর বুয়েট থেকে পাশ করা মেয়েটে একটা ‪‎প্রাইভেট ভার্সিটিতে‬ জব করে, মাস শেষে টাকাটা স্বামীর হাতে তুলে দিতে হচ্ছে, কারন সে একটা ‪ ‎ক্লিনিক‬ করবে, অনেক টাকা দরকার।

মেয়ে দুইটা পারতপক্ষে ব্যস্ততার জন্য বাবা-মাকে দেখতেও যেতে পারে না। বৃদ্ধকালের সহায় হওয়া তো দুরের কথা, এক বুক ব্যাথা নিয়ে হাসিমুখে স্বামীর ঘর নাকি কারাবাস করছে মেয়ে দুইটা। সমাজে তাদের অনেক সুনাম, অনেক ‪‎ভালো‬ বউ বলে সবাই তাকে জানে।

পার্কে হাটতে গেলে, কামাল সাহেবকে অন্য বন্ধুরা যখন তাদের ছেলে আর ছেলে বউদের দেয়া যন্ত্রনার কথা বলেন, তখন কামাল সাহেব ‪দীর্ঘশ্বাস‬ গোপন করেন। ভাবেন জীবনের বড় সিদ্ধান্তটাই ভুল হয়ে গেল। যত খারাপই হক, ছেলে আর ছেলে বউ তো ঘরে থাকে, চারটা ভাত দেয়। ঈদে অন্তত একটা মোটা কাপড় দেয়। খুব অসুস্থ হয়ে পড়লে তো ডক্টরের কাছে নিয়ে যায়।

আর মেয়েগুলো, আমরা বুড়া-বুড়ি খালি ঘরে মরে পড়ে থাকলেও খবর পাবে না।



--- যারা এইরকম ফ্যামিলিতে ‪বিয়ে‬ করেছেন, বা করবেন, প্লীজ এই ব্যাপারগুলো একটু মাথায় রাইখেন। এইখানে কিন্তু মেয়েগুলো দোষ নাই। আপনি যদি আপনার শ্বশুর শ্বাশুরীর খবর নেন, ভালো চান। তবে আপনার বউও তার শ্বশুর শ্বাশুরীকে মন থেকে সন্মান করবে। আপনার স্ত্রী যাতে তার আয়ের একটা অংশ তার নিজের বাড়িতে পাঠাতে পারে, তাকে সে ক্ষমতা দিন। আর তার ইনকাম কিন্তু তার বাবা-মায়েরই প্রাপ্য। দে ডিসার্ব ইট। কারন তারা তাদের মেয়েকে সে যোগ্যতা দিয়েছে। নিজের আয় থেকে কিছু না দেন, তাদের প্রাপ্য থেকে তাদের কেন বঞ্চিত করবেন। দিন শেষে তারা কিন্তু অনেক অসহায়। আর এটা করলে, আপনার সংসার অনেক সুখি হবে। আপনার বউ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে।



--- মাঝে মাঝে শ্বশুর বাড়িতে রাত কাটাবেন, তাদের সময় দিবেন, আপনি আর তার মেয়ে ছাড়া কিন্তু তারা অনেক অসহায়।

মন্তব্য ৪৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

ডার্ক ম্যান বলেছেন: উপকারি টিপস। তবে ছেলে থাকলেও যে বাবা মা কে দেখত বা তাদের পাশে থাকতো এমন গ্যারান্টি কি???

০৬ ই মে, ২০১৪ রাত ৯:০৩

একজন ঘূণপোকা বলেছেন:
ছেলে হলেই যে দেখবে এমন কোন কথা নেই।


বাট আমি মেয়েদের বেলায় কি হতে পারে, ওইটা বলেছি।

মানবিকতার কারনে, স্বামীদের উচিত শুধু মেয়ে আছী মন পরিবারে বিয়ে করলে যাতে মেয়েকে একটু সুযোগ দেয়, যাতে করে সে আর পরিবারকে সাহায্য করতে পারে। সময় দিতে পারে।

সাধারণত দেখা যায়, যাদের ছেলে থাকে না, তাদের একটা আফসোস থাকে। মেয়ে যাতে সেই আফসোসটা দির করতারে।

২| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

মুজাহিদুর রহমান বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাই। দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে এমন বুঝ দান করুন।

০৬ ই মে, ২০১৪ রাত ৯:০৫

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ ভাই।


আপনার বেলায় এমন হলে আশা করি আপনি একটু মানবিক হবেন।

৩| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০১

আমি পাবলিক বলেছেন: ভাল বলেছেন বন্ধু।

০৬ ই মে, ২০১৪ রাত ৯:৫২

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০১

আমি পাবলিক বলেছেন: ভাল বলেছেন বন্ধু।

০৯ ই মে, ২০১৪ বিকাল ৫:১৬

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ বন্ধু।

৫| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০২

“অন্ধ নিরাঙ্গম” বলেছেন:
অনেক সুন্দর লিখেন পোকা ভাই

০৬ ই মে, ২০১৪ রাত ১০:০০

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ ভাই।

৬| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

নিয়ামুল ইসলাম বলেছেন: ভালো বলেছেন ভাই

০৬ ই মে, ২০১৪ রাত ১১:০৯

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

উম্মু আবদুল্লাহ বলেছেন: চমৎকার লেখা। ছেলেরা বাবা মাকে দেখবে এমন কোন গ্যারান্টি নেই। বিশেষ করে অনেক সময়ে ছেলেরা বখে গিয়ে নিজেরাই একটি বোঝায় পরিনত হয়। কিন্তু সঠিক ভাবে লালন পালন করে প্রতিষ্ঠিত করার পরেও মেয়েদের কাছ থেকে আশানুরূপ সেবা পাওয়া যায় না যদি মেয়েগুলো পড়ে বিবেকহীন স্বামীর খপ্পরে। এইটা আমাদের সমাজের অন্ধকার দিক।

বৃদ্ধ বয়েসের জন্য কিছু অর্থ জমিয়ে রাখলে আর এসব সমস্যায় পড়তে হয় না। ছেলে সন্তানের উপর নির্ভর করাটাও কোন সমাধান নয়। কারন ছেলে সন্তান যে বাবা মাকে দেখবে তার কোন নিশ্চয়তা নেই। সেজন্যে আফসোসের কিছু নেই। মানুষের যা রয়েছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত।

পাশ্চাত্যে বৃদ্ধ বৃদ্ধাদের সন্তানের মূখাপেক্ষী হতে হয় না। রিটায়ারমেন্টের টাকা দিয়ে বাকী জীবন কাটিয়ে দিতে পারে। সেটা না থাকলে সরকার দেখভাল করে। বৃদ্ধাশ্রমে বেশীর ভাগ সুযোগ সুবিধা থাকে। সন্তানেরা ছুটি ছাটায় বাবা মার কাছে আসে, বাবা মাকে নিয়ে যায় নিজের কাছে। পশ্চিমা দেশে যেহেতু কাজের লোক নেই তাই সন্তানের পক্ষে বাবা মাকে নিজের কাছে অনেক সময়ই সম্ভব হয় না।

০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:০২

একজন ঘূণপোকা বলেছেন:
ভাই, আপনার এই অসাধারন সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা,

এই মন্তব্যটা আমার পোস্টটাকে সম্পুর্ণ করেছে।


আর মধ্যবিত্ত পরিবারে সঞ্চয়ও একটা বিলাসিতা।

৮| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: ছেলে বা মেয়ে কাউরো মুখের দিকে তাকিয়ে থাকলে বৃদ্ধ বয়স কাটবে না। নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে।

০৯ ই মে, ২০১৪ বিকাল ৫:১৫

একজন ঘূণপোকা বলেছেন: মধ্যবিত্ত পরিবারে সঞ্চয়ও একটা বিলাসিতা।

৯| ০৬ ই মে, ২০১৪ রাত ১১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর ভাবনা।

০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১০

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ প্রিয় ব্লগার।


কবিতা সংকলনটা কি হবে ভাইয়া??

১০| ০৭ ই মে, ২০১৪ রাত ১২:১৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আর তার ইনকাম কিন্তু তার বাবা-মায়েরই প্রাপ্য। দে ডিসার্ব ইট। কারন তারা তাদের মেয়েকে সে যোগ্যতা দিয়েছে। নিজের আয় থেকে কিছু না দেন, তাদের প্রাপ্য থেকে তাদের কেন বঞ্চিত করবেন। দিন শেষে তারা কিন্তু অনেক অসহায়। আর এটা করলে, আপনার সংসার অনেক সুখি হবে। আপনার বউ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। খুব খাঁটি কিছু কথা। আর তাছাড়া যেসব মানুষের নূন্যতম আত্নসম্মানবোধ নেই , লোভী প্রকৃতির তারাই শুধু বউয়ের ইনকামে ভাগ বসাতে চায়। শিক্ষিত হোক আর যাই হোক, এসব লোকের ভিতরটা কখনো বদলায় না।

০৯ ই মে, ২০১৪ রাত ৮:০৩

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ তনিমা আপ্পি।

১১| ০৭ ই মে, ২০১৪ রাত ১:১৪

বাংলার ঈগল বলেছেন: হেড লাইন আর ছবি দুইটা দুই রকম কথা বলে!

বিয়ে করার আগে ছবিতে যা আছে সেটা করবে নাকি করবে না?

মানবিকতা পিতা-মাতা, আত্মীয়-স্বজন সকলের জন্য (সাধ্য অনুযায়ী)

০৯ ই মে, ২০১৪ রাত ৮:০৯

একজন ঘূণপোকা বলেছেন:


পোস্টে বিয়ের পরের কিছু ঘটনা বলা হয়েছে।

সো পিকটা বিয়ের পরেরই।

আর যারা এখনো বিয়ে করেনি, তাদের এই ঘটনাগুলো ভেবে দেখার কথা হেড লাইনে বলা হয়েছে,।

আর হ্যা!!

মানবিকতা পিতা-মাতা, আত্মীয়-স্বজন সকলের জন্য (সাধ্য অনুযায়ী)

১২| ০৭ ই মে, ২০১৪ রাত ১:২৮

উপপাদ্য বলেছেন: দারুন একটা বিষয়। বিষয়টি সবার ভেবে দেখা দরকার। অনেক ধন্যবাদ।

০৯ ই মে, ২০১৪ রাত ৮:৩২

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ উপপাদ্য

১৩| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৩০

আমি তুমি আমরা বলেছেন: সুন্দর চিন্তাধারা। ভাল লাগল। :)

০৯ ই মে, ২০১৪ রাত ৮:৩৫

একজন ঘূণপোকা বলেছেন:
অনেক অনেক কৃতজ্ঞতা প্রিয় ব্লগার

১৪| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৩:২২

রেজাউর রাতুল বলেছেন: মানবিক দিকের গুণাবলী আজকাল আমাদের মাঝ থেকে উঠে গেছে বললেই চলে । :(

০৯ ই মে, ২০১৪ রাত ৮:৩৮

একজন ঘূণপোকা বলেছেন:

কিন্তু মানবিক গুনাবলীগুলো ফিরিয়ে আনার জন্য আমাদের ট্রাই করতে হবে রাতুল ভাই।

১৫| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:০২

আরজু পনি বলেছেন:

আপনি যদি আপনার শ্বশুর শ্বাশুরীর খবর নেন, ভালো চান। তবে আপনার বউও তার শ্বশুর শ্বাশুরীকে মন থেকে সন্মান করবে। আপনার স্ত্রী যাতে তার আয়ের একটা অংশ তার নিজের বাড়িতে পাঠাতে পারে, তাকে সে ক্ষমতা দিন।... ছেলেদের এই বিষয়টা খুব ভাবা উচিত ।

পোস্টটা সাথে করে নিয়ে গেলাম ।

আপনার ভাবনাকে সালাম জানাই ।।

০৯ ই মে, ২০১৪ রাত ৮:৪৭

একজন ঘূণপোকা বলেছেন:
হ্যাপিনেস ইজ


আরজুপনির শোকেসে নিজের পোস্ট দেখা।


অনেক অনেক কৃতজ্ঞতা আপ্পি।

১৬| ০৭ ই মে, ২০১৪ রাত ১০:১২

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর পোস্ট , ভাললাগা ++++++++++

০৯ ই মে, ২০১৪ রাত ৮:৪৭

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ কবি সাহেব

১৭| ০৮ ই মে, ২০১৪ সকাল ১০:২৫

অদৃশ্য বলেছেন:






বাহ্‌... দারুন ভাবনা ও তার প্রকাশ... আমাদের এই বিষয়গুলো নিয়ে আসলেই ভাবা উচিৎ...

পুত্র কিংবা কন্যা যাই হোক না কেন... পিতামাতার সবকিছুতে যেমন তাদের অধিকার আছে তেমনি পিতামাতারও আছে...

যারা প্রতিবন্ধকতা তৈরী করতে চায় তারা এসব দেখুক, পড়ুক, জানুক এবং আচরণ পরিবর্তন করুক... এমনটাই প্রত্যাশা...

শুভকামনা...

০৯ ই মে, ২০১৪ রাত ১০:৩৯

একজন ঘূণপোকা বলেছেন:

সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

১৮| ০৮ ই মে, ২০১৪ সকাল ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন। আসলে ভাববার মত বিষয়। শ্বশুর শ্বাশুরীকে শ্রদ্ধাবনত চিত্তে সেবা করা উচিৎ। পুরুষ মহীলা সবাই আন্তরিকভাবে তা করা উচিৎ।

১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৫

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই :D :D :D

১৯| ০৮ ই মে, ২০১৪ সকাল ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন। আসলে ভাববার মত বিষয়। শ্বশুর শ্বাশুরীকে শ্রদ্ধাবনত চিত্তে সেবা করা উচিৎ। পুরুষ মহীলা সবাই আন্তরিকভাবে তা করা উচিৎ।

২০| ১০ ই মে, ২০১৪ সকাল ১০:৫৩

ফেরদাউস আল আমিন বলেছেন: বৃদ্ধ বয়সে যখন আপনি, আমি কাজ করতে পারব না, তখন মসজিদ ও সিনিয়র সিটিজেন (বাংলাদেশের) বলবেন। ছেলে থাকলে এটি ছেলের বা ছেলের পরিবারের দায়িত্ব।
মুসলিম সমাজে এটি এসছে ধর্মগ্রন্থ ও বিভিন্ন হাদিসের বয়ান থেকে। যখন ইসলামে এটি প্রবর্তিত হয়, তখন সরকার প্রথায় আয়কর বলে কোন কথা ছিল না।
ছিল না কোন ভ্যাট।
বাংলাদেশে এখন সরকার আয়কর নিয়ে থাকেন। এবং প্রতিটি নাগরিক কিন্তু সরকারকে কোন না কেন ভাবে ভ্যাটের মাধ্যমে সরকার নামক যন্ত্রটিকে কর দিয়ে যাচ্ছেন।

সকল নাগরিক যখন কোন না কোন ভাবে সরকার কে কর দেন, তখন সরকারের এটি পবিত্র দায়িত্ব (যদি তার সন্তান সন্ততিরা বাবা - মায়ের দেখাশুনা না করতে পারেন) সেই বৃদ্ধ নাগরিকে সম্পূর্ণ দেখভাল করা।
বাংলাদেশে সরকার তার এই পবিত্র দায়িত্বটি পালন করছেন না।

মনে রাখতে হবে একজন ৬৫বয়সের বৃদ্ধ যিনি এখন আর কর্মক্ষম নন, তিনি তার জীবনে নানা ভাবে দেশ কে সেবা করেছেন। হোক সে ব্যবসা বা চাকুরী (শুধু সামরিক বাহিনীই দেশ সেবা করেন না, একজন রিকসা চালক ও দেশ সেবা করছেন, কর দিচ্ছেন, পরোক্ষভাবে)।

১৪ ই মে, ২০১৪ রাত ১১:৩৪

একজন ঘূণপোকা বলেছেন: অনেক সুন্দর মন্তব্য।


কৃতজ্ঞতা জানবেন ভাইয়া

২১| ১৬ ই মে, ২০১৪ ভোর ৫:২৭

অঘটনঘটনপটীয়সী বলেছেন: সব ছেলেরা যদি এটা বুঝতো!

২৮ শে মে, ২০১৪ রাত ৮:০১

একজন ঘূণপোকা বলেছেন:

আশা করি আপনি বোঝবেন ;) :)

২২| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:১৬

বেসিক আলী বলেছেন: আমাদের দেশের শিক্ষিত মেয়েদের চিন্তা-ধারারও পরিবর্তন হওয়া দরকার। তারা সব মেয়েদের মত খালি ভবিষ্যত যার কাছে নিরাপদ(প্রতিষ্ঠিত, ভালো চাকুরিজীবি) হবে তাদের কেই বিয়ে করে/করতে চায় কেন?
তারা একজন সত্যিকারের মানুষকে বিয়ে করতে চায়না কেন?

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৮

একজন ঘূণপোকা বলেছেন:

আপনার মন্তব্যে দ্বিমত করার অবকাশ নাই।


কিন্তু উত্তর ওরাই দিতে পারবে

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৮

একজন ঘূণপোকা বলেছেন:

আপনার মন্তব্যে দ্বিমত করার অবকাশ নাই।


কিন্তু উত্তর ওরাই দিতে পারবে

২৩| ২৯ শে মে, ২০১৪ ভোর ৬:৪১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: :-& :-& :-& :-& :-&

আমি ছেলে না। আমি বুঝলে কি লাভ??? :| :| :|

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৩

একজন ঘূণপোকা বলেছেন:
এইটা অনেক পরে জানছি :(

২৪| ০১ লা জুন, ২০১৪ রাত ৯:১২

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: সত্যি কথা । অনেক মেয়ে এইসব শর্ত দিয়েই বিয়ে করে, কিন্তু বিয়ের পর জামাইদের চেহারা পাল্টে যায়। সত্যি বলতে আমার জামাই যদি আমার বাবা মা কে সাপোর্ট না দিতে দেয় আমি এক মুহুর্ত দেরি না করেই তাকে ডিভোর্স দিব!!! কি দরকার এমন অমানুষ আর পরগাছা জামাইয়ের যে বউয়ের টাকা নিতে চায়?? আরেহ আজকের দিনে বাঁচার জন্য ঐরকম ছাগল জামাই না থাকলেও চলে!!! X(( X(( X((

২৫| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আয় হায়! আপনিও জানতেন যে আমি ছেলে! কি অবস্থা আমার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.