নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

একবিংশ শতাব্দীতে রবীন্দ্রভাবনাঃ যদি বেচে থাকতেন রবি ঠাকুর, তবে কেমন হত তার জীবন। ;););)

০৮ ই মে, ২০১৪ রাত ১১:০৭





তাবৎ বাঙালী প্রেমিকদের বস যিনি, সেই রবীন্দ্রনাথের যৌবনের ছবি। স্ত্রী মৃণালীনি দেবীর সাথে। ২২ বছরের রবী ঠাকুরের সাথে যশোরে জন্মগ্রহণ করা ১২ বছর বয়স্ক মৃণালীনি দেবীর বিয়ে হয় ১৮৮৩ সালে। কার্টেসিঃ বিডি আইডল।







হলিউড স্টার রবীন্দ্রনাথ: "আমি এ কেবল মিছে বলি... শুধু আপনার মন ছলি... কঠিন বচন শুনায়ে তোমারে... আপন মর্মে JOLIE..." :D









মুদির দোকানদার রবীন্দ্রনাথ: "চুকিয়ে দেবো বেচাকেনা... মিটিয়ে দেবো গো... মিটিয়ে দেবো লেনাদেনা...

বন্ধ হবে আনাগোনা এই হাটে... তখন আমায় নাইবা মনে রাখলে... :P







উইকেট কিপার রবীন্দ্রনাথ: "বল দাও, মোরে বল দাও..."

;)







রিয়ালিটি শো-এর বিচারক রবীন্দ্রনাথ: "তুমি কেমন করে গান কর যে গুণী..." B-)







আয়কর ফাঁকি দেয়ার অপরাধে গ্রেফতার কবিগুরু: "আজি এ প্রভাতে রবির কর... কেমনে পশিল প্রাণের পর..."





সকল ছবির এডিটিং: নাফিস ইফতেখার



ডিসক্লেইমার: কবিগুরু, পারলে এ জন্মে মাফ করে দিয়েন, আগামী জন্মে আপনাকে KFC-তে ট্রিট দিবো, পাক্কা... মিস নাই!



এই পোস্টে আমার কোন ক্রেডিট নাই। এটা আমার বস নাফিস ইফতেখারের ঃ যদি রবি না হতেন কবি, কেমন হতো ছবি? (ULTIMATE রবীন্দ্রনাথ) B-) ;) :) :D এর কপি-পেস্ট। বলতে পারেন একটি চুরি করা পোস্ট। X((X((



বাঙ্গালি এই গ্রেট কবির জন্মদিনে একটা পোস্ট দেয়ার অনেক ইচ্ছা ছিলো, অর্ধেক রেডি করে ড্রাফট করেও রাখছি, কিন্তু আইলস্যামির কারনে শেষ করা হয়নি। /:)/:) হঠাত করেই নাফিস ভাইয়ের এই পোস্টটি চোখে পড়ল। ভাবলাম এইটাই কপি-পেস্ট করে দিয়ে দেই। আর কবির প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা। :D:D



আর বস না`+ফিস ভাই, আপনেও আমারে মাফ করে দিয়েন। আবার দেখা হইলে আমিও আপনেরে ট্রিট দিমু নে। ;););)

মন্তব্য ৩৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৪ রাত ১১:১৩

দালাল০০৭০০৭ বলেছেন: ঠ্রাটা একটু বেশী হয়েগেল না। X(

০৮ ই মে, ২০১৪ রাত ১১:৪৯

একজন ঘূণপোকা বলেছেন:

আমার দোষ না, সব নাফিস ভাইয়ের দোষ ;) ;)

২| ০৮ ই মে, ২০১৪ রাত ১১:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: অদ্ভুদ মজা :> :> :>

০৯ ই মে, ২০১৪ রাত ১২:১৭

একজন ঘূণপোকা বলেছেন:
নাফিস ভাই পারতেনও। কিন্তু এখন আর সামুতে আসেন না, তাই আমরা বঞ্চিত হচ্ছি নতুন কিছু অদ্ভুত মজা থেকে

ধন্যবাদ

৩| ০৮ ই মে, ২০১৪ রাত ১১:১৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ইহা কি দেখলাম !!!!!!!!

০৯ ই মে, ২০১৪ সকাল ৯:৪০

একজন ঘূণপোকা বলেছেন:
নাফিস ভাই কে দেখাইলো রে,

৪| ০৮ ই মে, ২০১৪ রাত ১১:২২

নিকষ বলেছেন: গোলকীপার হইলে উনি কি বলতেন - "গোল দেও, মোরে গোল দেও"

০৯ ই মে, ২০১৪ সকাল ১১:০৪

একজন ঘূণপোকা বলেছেন: :P :P :P


তাইলে আর টিমে থাকা লাগত না। বের করে দিত।

৫| ০৮ ই মে, ২০১৪ রাত ১১:২৮

মশিকুর বলেছেন:
কবিদের অনুভূতিতে আঘাত হানার মত পোস্ট :( যাহোক ব্যবসার জন্য কবিকে রিয়েলিটি শোঁতে আনার চেষ্টা অন্তত হতোই :)

শুভকামনা।

০৯ ই মে, ২০১৪ সকাল ১১:৫৭

একজন ঘূণপোকা বলেছেন:
কবিরা যেন নাফিস ভাইয়ের নামে মামলা করে, তাও ভাইয়ের একটু দেখা পাইতাম।


হুমায়ুন আহমেদই বাদ যায় নাই, আর বাংলার সবচেয়ে বড় গীতিকার, সুরকার রবিবাবু বাদ যাবে কেন??

ধন্যবাদ ভাইয়া।

৬| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:৪৩

উপপাদ্য বলেছেন:

এভাবেই হয়তো বিশ্বকবিকে পরে থাকতে হতো কোথাও। কারন খুনীরা দাড়ি দেখলেই মনে করে প্রকৃত ইসলামী, ইমানদার, হাসিনার খারাপ কাজের সমালোচক। রবীন্দ্রনাথ আজ নেই তাই বেঁচে গেছেন।

০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

একজন ঘূণপোকা বলেছেন:

রবীন্দ্রনাথ নিশ্চিত আওয়ামি আক্রমনের স্বীকার হতেন। কারন এতে সহজেই শিবিরের উপর দোষ চাপানো যেত।


আর তখন মতি আলুর বড় করে লাল কালিতে আট কলামের শিরোনাম হতঃ

ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর আক্রোশের স্বীকার হলেন রবীন্দ্রনাথ।

৭| ০৯ ই মে, ২০১৪ রাত ৩:১৬

অফ দ্যা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল বলেছেন: ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

১১ ই মে, ২০১৪ রাত ৯:৩৩

একজন ঘূণপোকা বলেছেন: =p~ =p~ =p~

৮| ০৯ ই মে, ২০১৪ সকাল ৯:৪২

সামুস কিং বলেছেন: X(( X(( X(( :P :P :P =p~ =p~ =p~ =p~ =p~

১২ ই মে, ২০১৪ রাত ৮:০৫

একজন ঘূণপোকা বলেছেন: :-P :-P :-P :-P

৯| ১০ ই মে, ২০১৪ রাত ১২:১৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
:) :)

১২ ই মে, ২০১৪ রাত ৮:০৬

একজন ঘূণপোকা বলেছেন: ;) ;) ;)

১০| ১০ ই মে, ২০১৪ সকাল ১১:৩১

অশ্রু হাসান বলেছেন: কপি পেস্ট হোক আর যাই হোক সম্মান দিয়েছেন খুব কৌতুকী ঢঙ্গে ব্যাপারটা খুব মজা লেগেছে B-) B-) B-)

১২ ই মে, ২০১৪ রাত ৮:০৬

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ অশ্রু হাসান

১১| ১০ ই মে, ২০১৪ রাত ৮:৫১

আমি তুমি আমরা বলেছেন: আমি এ কেবল মিছে বলি... শুধু আপনার মন ছলি... কঠিন বচন শুনায়ে তোমারে... আপন মর্মে JOLIE...

ভাল্লাগছে।নাফিস ভাইরে এখন আর ব্লগে দেখি না, নাহয় মাঝে মাঝে কপিপেস্টের মাধ্যমেই তার পুরনো পোস্টগুলো চোখে পড়ুক ...
:)

১৩ ই মে, ২০১৪ রাত ১২:৫৯

একজন ঘূণপোকা বলেছেন:
নাফিস ভাইরে অনেক মিস করি, আমার গুরু

১২| ১২ ই মে, ২০১৪ রাত ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছে ছে ছে.. কল্লেন কি? ২২ এর সাথে ১২র বিবাহ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

বাল্যবিবাহ করছিলেন তিনি!!! বড় বাঁচা বেচে গেছেন একালে করেন নাই ;)

বাল্যবিবাহের অপরাধে নিগ্গাত থানা পুলিশ হত :P :P =p~ =p~ =p~

১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৩

একজন ঘূণপোকা বলেছেন:


ঠিক বলেছেন। বাল্যবিবাহের অপরাধে নিগ্গাত থানা পুলিশ হত


ধন্যবাদ ভাই

১৩| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:৪০

শায়মা বলেছেন: হাহা ভাইয়া তুমি আমার যশোরের দুলাভাই আমার ইহজীবনের সবচাইতে প্রিয় ব্যাক্তিত্বকে নিয়ে আর তার কবিতাকে নিয়ে যে পোস্ট দিয়েছো তিনি বেঁচে থাকলে দুলাভাই শালিকা হিসাবে আসলেও বড়ই মজার হইতো!!!!!! :P



আসলেই রবিঠাকুর যে সব কবিতা লিখে গেছেন কেয়ামত পর্যন্ত তা মানুষের সকল কর্মকান্ডে বহাল থাকবে।:)

১৩ ই মে, ২০১৪ রাত ১১:২১

একজন ঘূণপোকা বলেছেন:

হুমায়ুন আহমেদ স্যারও এমন একটা কথা বলেছিলেন, রবীন্দ্রনাথ না থাকলে আমাদের অনুভুতি প্রকাশ করাটা অনেক কঠিন হত।


আর আপ্পি, এইটা কিন্তু আমার দোষ না, এইটা নাফিস ভাইয়ের কাম। :D :D :D

১৪| ১৩ ই মে, ২০১৪ রাত ১১:২৮

শায়মা বলেছেন: নাফিসভাইয়া জিনিয়াস ভাইয়া কিন্তু আজ তোমার পোস্টেই দেখলাম তারটা কেনো যেন দেখা হয়নি!!

১৩ ই মে, ২০১৪ রাত ১১:৫০

একজন ঘূণপোকা বলেছেন:


তাইলে এইটা আমার পোস্ট। ফান করে বলছি নাফিস ভাইয়ের পোস্ট ;) ;) ;) :P :P :P


এক্কেরে সেই মাপের জিনিয়াস।

১৫| ১৪ ই মে, ২০১৪ সকাল ৯:৩২

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ , প্রচুর মজা পাইলাম ।
জোলি তাইলে কবিগুরুর ভাগ্যে যাইত !!

১৪ ই মে, ২০১৪ সকাল ১১:৩২

একজন ঘূণপোকা বলেছেন: আর কার ক্ষমতা ছিলো জোলিকে নেয়ার ;) ;) ;)

১৬| ১৬ ই মে, ২০১৪ ভোর ৫:৪৬

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আপন মর্মে JOLIE!!!

হাহাহা!!! মজা পেলাম। =p~ =p~

নাফিস ইফতেখার আসলেই সেই ধাঁচের ব্লগার। কিন্তু গত একবছর ধরে আর লেখে না। :( :(

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৭

একজন ঘূণপোকা বলেছেন:
উনি হারিয়ে গেছেন, গুরু আমার সন্ন্যাসবাস নিয়েছে :(

১৭| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৯

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আজকে (১৭/০৮/২০১৪) নাফিস ইফতেখারের জন্মদিন ছিল।

১৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:০১

একজন ঘূণপোকা বলেছেন: তাইতো :( :( :(


সায়মা আপ্পি আর নাফিস ভাইয়ের জন্মদিন তো একই দিনে!!!


অকৃতি, অধম আমি :( :( :(

১৮| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৪৭

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.