নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

প্যারোডিঃ দেশে গুম বলে কিছু নেই (একটি গুমবিষয়ক সংগীত) ;);):P:P

১২ ই মে, ২০১৪ রাত ৯:০৩







দেশের সবচেয়ে আলোচিত শব্দটি হচ্ছে গুম। মানুষ আতংকে আছে, কখন না কে গুম হয়ে যায়। প্রিয়জন যতক্ষন বাইরে থাকে, ঘরের লোকগুলো উৎকণ্ঠায় সময় কাটায়।







কিন্তু আমাদের মন্ত্রী সাহেব সৈয়দ আশরাফুল ইসলাম, যিনি দুটি সেক্সি মন্ত্রনালয়ের মন্ত্রীত্ব পেয়েও নেননি, রয়ে গেছেন তার আগের মন্ত্রনালয়- স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনালয়ে। তিনি দেশের সবাইকে আশস্ত করেছেন। তার কথা শুনে দেশের মানুষ সব উৎকণ্ঠা ভুলে হেসে উঠেছেন। তিনি বলেছেন, দেশে গুম বলে কিছু নেই।



তাহলে চলুন শুনে নিই গুম সংগীত।





হাজার মন্ত্রীর কাছে প্রশ্ন রেখে

একটি কথাই শুধু জেনেছি আমি

দেশে গুম বলে কিছু নেই

গুম বলে কিছু নেই।





তবুও মানুষ করে গুম গুম রব

বলে শামীম ওসমান সেই তো করেছে সব





আমি বলি মিছে সব নুর হোসেনের জন্য

গুম করার মন র্যা ব-শামীম ওসমানের নেই

দেশে গুম বলে কিছু নেই।





নিজেদের হাতে গড়া তোলা নারায়ণগঞ্জের অফিস-আদালত-কল

হয়ে গেছে আজ তো নিখোঁজের অঞ্চল

যারা গুম করে, চিরদিন গুম করে তারা ধন্য

আসলে তাদের ধরার ক্ষমতা কারো আর নেই

দেশে গুম বলে কিছু নেই।











আসল গানটা শুনে নিতে পারেন।

মন্তব্য ৪৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৪ রাত ৯:১৫

আম্মানসুরা বলেছেন: ভাল্লাগসে :D :D

১২ ই মে, ২০১৪ রাত ১১:০৩

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ আপ্পি :D :D

২| ১২ ই মে, ২০১৪ রাত ৯:২৪

রিফাত ২০১০ বলেছেন: গুমবিষয়ক সংগীত অতীব মচৎ কার

১২ ই মে, ২০১৪ রাত ১১:০৫

একজন ঘূণপোকা বলেছেন:
কৃতার্থ হলাম।

৩| ১২ ই মে, ২০১৪ রাত ১০:০৫

মামুন রশিদ বলেছেন: গান এবং গুমরাজের ছবি দারুণ হইছে । :D :D

১২ ই মে, ২০১৪ রাত ১১:৩৬

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই। নামটা সুন্দর দিয়েছেন গুমরাজ ;) ;) ;)

৪| ১২ ই মে, ২০১৪ রাত ১০:০৬

পংবাড়ী বলেছেন: আপনি যখন এখনো গুম হননি, দেশে গুম আছে বলে তো মনে হয় না।

১২ ই মে, ২০১৪ রাত ১১:৪৮

একজন ঘূণপোকা বলেছেন:
দেশে গুম বলে কোন শব্দ নাই, এটা হবে নিখোজ ;) ;)

৫| ১২ ই মে, ২০১৪ রাত ১০:২৯

দালাল০০৭০০৭ বলেছেন: আমার গান ও সামিম সাহের দুটাই ভালা লাগসে । ;)

১৩ ই মে, ২০১৪ রাত ১২:১৯

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ :D :D :D

৬| ১২ ই মে, ২০১৪ রাত ১০:৩৫

মাওলানা সাহেব. বলেছেন: মদ খাইয়া এই কথা বলছে না অন্য কিছু?

১৩ ই মে, ২০১৪ রাত ১২:৫৯

একজন ঘূণপোকা বলেছেন:
এইটা তো উনার প্রিয় জিনিস।

৭| ১২ ই মে, ২০১৪ রাত ১০:৪৫

রাহাত লতিফ তৌসিফ বলেছেন: ///তিনি বলেছেন, দেশে গুম বলে কিছু নেই। ///


হালকা হালকা বিনোদন পাই। মন্ত্রী এমপিরা আর কিছু না পারলেও বিনোদন দেয়ার কাজটা ভালই পারেন। আসলেই দুনিয়াতে প্রেম আর গুম বলে কিছু নেই।

অনেক দিন পরে গানটা শুনলাম ভালো লাগল

১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:৩০

একজন ঘূণপোকা বলেছেন:

তার এই মহান বানীই আমাকে এই গানটি লেখতে উৎসাহিত করেছে।


অরজিনাল গানটা অনেক সুন্দর।


ধন্যবাদ তৌসিফ।

৮| ১২ ই মে, ২০১৪ রাত ১১:৪৮

াহো বলেছেন:
বিচারবহির্ভূত হত্যা
এ ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছিল ২০০৫ ও ২০০৬ সালে বিএনপির আমলে। ২০০৫-এ ৩৭৭ এবং পরের বছর ৩৬২ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তখন ‘ক্রসফায়ার’ নামে পরিচিত
Prothom Alo ফেব্রুয়ারি ১১, ২০১৪

------------------

টাকার জন্য এই প্রথম আর্মি অফিসার খুনি হয়েছে ---আসিফ নজরুল
আগে টাকা ছাড়াই দুই প্রেসিডেন্টের হত্যা করেছে

১৩ ই মে, ২০১৪ রাত ৮:৩৪

একজন ঘূণপোকা বলেছেন:
একটি প্রথম আলো টাইপ মন্তব্য ;) ;) ;)

৯| ১৩ ই মে, ২০১৪ রাত ১:৩৯

প্রবাসী পাঠক বলেছেন: চার দলীয় জোট সরকারের সময় শুনতাম - বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। আর এখন ( কয় দলীয় সরকার তার সঠিক হিসাব জানি না ) শুনি - দেশে গুম বলে কোন শব্দ নাই, এটা হবে নিখোজ!

আমাদের দেশে এম,পি - মন্ত্রী কি ছাগলগুলো হয় নাকি এম,পি - মন্ত্রী হলে ছাগল হতে হয় এইটা বুঝার চেষ্টা করছি!!!!!

১৩ ই মে, ২০১৪ রাত ৮:৪৫

একজন ঘূণপোকা বলেছেন:

আরেকটি প্রথম আলো টাইপ মন্তব্য। ;) ;) ;)



ধন্যবাদ প্রবাসী পাঠক

১০| ১৩ ই মে, ২০১৪ সকাল ১০:০৭

ক্যাতর আলী বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৩ ই মে, ২০১৪ রাত ১১:২২

একজন ঘূণপোকা বলেছেন: =p~ =p~ =p~

১১| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১:৩৬

শামীম সুজায়েত বলেছেন: বিনোদন পেতে আগে টিভি খুলেই মখাকে খুঁজতাম।
এখন থেকে তাহলে আশরাফ সাহেবকে খুঁজতে হবে দেখছি!

১৩ ই মে, ২০১৪ রাত ১১:২৩

একজন ঘূণপোকা বলেছেন: সাথে সাথে নসরুল হামিদ বিপুকেও খুইজেন!!! ;) ;) ;)

১২| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১:৪১

মুদ্‌দাকির বলেছেন: গুমরাজের ছবিটা দারুন!!! সাথে গুম রানীর একটা ছবি দিলেই পারতেন ;) ;) ;) ;)

১৪ ই মে, ২০১৪ সকাল ১১:৩০

একজন ঘূণপোকা বলেছেন:

তাই তো ভুল হয়ে গেছে। :( :( :(

১৩| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:৩১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: খাইসে!! এইটা কি দিলেন!? ;)
এপিক জিনিস ;)
ভ্যালা পাইলাম B-)

১৪ ই মে, ২০১৪ সকাল ১১:৩২

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ প্রিয় ব্লগার

১৪| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:৩১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: খাইসে!! এইটা কি দিলেন!? ;)
এপিক জিনিস ;)
ভ্যালা পাইলাম B-)

১৫| ১৪ ই মে, ২০১৪ রাত ১:৩৭

ঢাকাবাসী বলেছেন: দারুণ লখিছেনে। গুমরাজের ছবিটা পেলেন কোথায়? আর মন্ত্রীর কথা? এরকম গর্ধভ মার্কা চামচামী করতে পারাটাই মন্ত্রী হবার প্রাক যোগ্যতা!

১৪ ই মে, ২০১৪ সকাল ১১:৩৪

একজন ঘূণপোকা বলেছেন:

ফেবুতে পাইছি পিকটা।




এরকম গর্ধভ মার্কা চামচামী করতে পারাটাই মন্ত্রী হবার প্রাক যোগ্যতা


---- সত্যবচন।


ধন্যবাদ ভাই

১৬| ১৪ ই মে, ২০১৪ সকাল ৯:৩০

অদৃশ্য বলেছেন:





বাহ্‌... বেশ হয়েছেতো...



শুভকামনা...

১৪ ই মে, ২০১৪ সকাল ১১:৩৫

একজন ঘূণপোকা বলেছেন: :D :D :D :D


ধন্যবাদ অদৃশ্য

১৭| ১৪ ই মে, ২০১৪ সকাল ১০:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


গুমরাজের ছবিটা কিন্তু সেইরাম হইছে

১৪ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৩

একজন ঘূণপোকা বলেছেন:
শাহান শাহে গুমপুরী ;) ;) ;)

১৮| ১৪ ই মে, ২০১৪ সকাল ১০:২০

মাহমুদ০০৭ বলেছেন: গুমরাজ কে ভালবাসি :P :P

১৪ ই মে, ২০১৪ দুপুর ১২:৫১

একজন ঘূণপোকা বলেছেন: B:-) B:-) B:-) B:-)


:P :P :P

১৯| ১৪ ই মে, ২০১৪ সকাল ১০:৪৩

সোহানী বলেছেন: কান্ডারি অথর্ব বলেছেন:


গুমরাজের ছবিটা কিন্তু সেইরাম হইছে ........

১৪ ই মে, ২০১৪ রাত ১১:৩২

একজন ঘূণপোকা বলেছেন: :) :) :)

২০| ১৪ ই মে, ২০১৪ সকাল ১১:৩৫

নিশাত তাসনিম বলেছেন: B-) :( :(( :| :-/ =p~ |-)

১৬ ই মে, ২০১৪ রাত ২:৩১

একজন ঘূণপোকা বলেছেন:


সব ইমো দিয়া দিলেন তাসনিম ভাই ;) ;) :) :)

২১| ১৬ ই মে, ২০১৪ রাত ১:৩৬

কথার_খই বলেছেন: হা হা হা

১৬ ই মে, ২০১৪ ভোর ৪:০৩

একজন ঘূণপোকা বলেছেন: ;) ;) ;)

২২| ১৬ ই মে, ২০১৪ রাত ১:৪৮

ভুয়া প্রেমিক বলেছেন: "জয় বাংলা বলে আগে বাড়ো "
এই লাইন গানের ভিতরে না থাকায় শাহবাগ গজাম থেকে আপনাকে রাজাকার উপাধি দেওয়া হইল

১৯ শে মে, ২০১৪ রাত ৯:৫৭

একজন ঘূণপোকা বলেছেন:
এই উপাধি অনেক আগেই পাইয়ালাছি, এমন কি ডিবিও কয়দিন রেড-লিস্ট বানাইয়া পিছে পিছে ঘুরছে।

ট্যাগে ডরে না বীর ;)

২৩| ১৬ ই মে, ২০১৪ ভোর ৫:৩৫

অঘটনঘটনপটীয়সী বলেছেন: =p~ =p~

২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৪

একজন ঘূণপোকা বলেছেন: =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.