নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

সামুতে একজন ব্লগারের জীবন চক্র (আপনি কোন চক্রে আছেন???) :D:D:D

১৪ ই মে, ২০১৪ রাত ৯:৪৮

বাংলা ভাষার প্রথম এবং এখনো পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ও বড় ব্লগ হচ্ছে আমাদের এই সামু। সামুতে বিভিন্ন ধরনের ও মতাদর্শের ব্লগাররা ব্লগিং করেন। এই পোস্টে একজন ব্লগারের জীবনচক্র নিয়ে একটু গেজানোর ট্রাই মার্তাছি। এইটারে আপনি স্যাটায়ার বা সিরিয়াস পোস্ট- যা ইচ্ছা তাই ভাবতারেন। এই পোস্টটা দেয়ার কারন হচ্ছে কয়েকদিন পর একটা পোস্ট দিতে যাইতাছি, যার পরে হয়ত ব্যান খাইতারি তাই।



একজন ব্লগারের জেনারেলাইজড জীবনচক্রঃ







প্রথম ধাপঃ সামুর সাথে পরিচয়



একজন ব্যক্তি বিভিন্ন উপায়ে ব্লগের সাথে পরিচিত হতে পারে।উপায়গুলো হতে পারেঃ

:D:Dফেইসবুকের শেয়ার করা পোস্টে ক্লীক করে সামুতে এসে তার সামুকে ভালো লেগে যায়।

:D:Dগুগলে সার্চ দিয়ে কোন তথ্য খোজার মাধ্যমে সামু ব্লগের সাথে পরিচয়।

:D:Dকোন বন্ধুর কাছ থেকে জেনে।

:D:Dরেডিও, টিভি কিংবা পত্রিকা মারফতে।





দ্বিতীয় ধাপঃ নিক ওপেনিং



কয়েদিন ঘুরে-ফিরে সামুকে দেখে, আলোচ্য ব্যক্তিটি সামুতে নিক ওপেন করে ফেলে। এবং একজন ব্লগার হিসেবে আত্মপ্রকাশ করে। তখন নবীন ব্লগারটি অবাক হয়ে দেখে তাকে সাতদিন সময় দেয়া হয়েছে, এরপরই কেবল সে অন্যের ব্লগে মন্তব্য করতে পারবে, তার লেখা প্রথম পাতায় আসবে। সে ভাবে, খালি সাতদিন যেতে দে, তারপর ফাটিয়ে দেবো। সাধারনত দেখা যায় সবারই প্রথম ধারনা থাকে, ব্লগ মানেই গল্প-কবিতা। নবীন ব্লগারটিও এর ব্যতিক্রম নয়। সেভাবে গল্প-কবিতা লিখে বাংলা সাহিত্যের আজকে যেই ভগ্নদশা সব কাটীয়ে দিবে।





তৃতীয় ধাপঃ অপেক্ষা এবং অপেক্ষা



সাতদিন পার হয়ে যায়, কিন্তু নবীন ব্লগার তো আর জেনারেল হয়ে না। সে অবাক হয়ে দেখে সামু ব্লগের সাতদিন আর সাহারা খাতুনের ৪৮ ঘন্টার মধ্যে কোন পার্থক্য নেই। কিন্তু নবীন ব্লগারটি ব্যাপক আগ্রহ আর উদ্দীপনা নিয়ে অপেক্ষা করতে থাকে। আর বিভিন্ন ব্লগারের ব্লগ চষে বেড়ায়, মন্তব্যে করতে না পাড়ার আফসোসে পুড়ে মরে।



এই ধাপের সুত্রঃ ওয়াচে থাকার সময় বাড়ার সাথে সাথে, ব্লগের প্রতি আগ্রহ-উদ্দীপনা ব্যস্তানুপাতিক হারে কমে।



এইধাপে ব্লগারটির লেখার পাঠক কেবল মডু-আল্লাহ-আর সে নিজে। মাঝে মাঝে কিছু অতি উৎসাহী সেইফ ব্লগার তার ব্লগে পা দিয়ে তাকে ধন্য করে। আর সে আল্লাদে গদ্গদ হয়ে ভাবে, আমি সেইফ হলে প্রত্যেকদিন ডানের পাশের এই নতুন ব্লগ অপশনটিতে আসব (জীবনের অন্যান্য প্রতিজ্ঞার মতই এই প্রতিজ্ঞাটিও সে কখনো রাখতে পারে না)



ভালো লিখুন, জেনারেল হবেন, মডুর এই আশ্বাসে সে ব্যাপকভাবে পোস্ট করতে থাকে। কপি-পেস্ট যার অন্যতম।





চতুর্থ ধাপঃ জেনারেল হওয়া



তিন/চার মাস এমনকি একবছর ধৈর্য্যের পরীক্ষায় দিয়ে ব্লগারটি এক সময় জেনারেল হয় (মডুর ইচ্ছার উপর নির্ভর করে)। এই ধাপের প্রথম পোস্ট হচ্ছেঃ আমি জেনারেল হয়েছি,মিষ্টি খান। এইটাপের কিছু একটা।



তারপর ব্লগারটি ব্যাপক আগ্রহ নিয়ে মন্তব্য আর পোস্ট করতে থাকে।তার লিখা ক্রমানুসারে পোষ্ট পাতায় প্রকাশিত হয়। ভালো লিখলে সবার কাছ থেকে, সকল মতের কাছ থেকে প্রশংসা পায়।আর সেইফ হবার জন্য অপেক্ষা করতে থাকে। মোটামুটি নিরুত্তাপভাবে তার এই ধাপ কাটে।





পঞ্চম ধাপঃসেইফ হওয়া



এটাই হচ্ছে একজন ব্লগারের ব্লগ জীবনের চুড়ান্ত ধাপ। ব্লগারটি তার মেধা-মনন দিয়ে সুন্দর সুন্দর লেখা উপহার দিতে থাকে। গল্প-কবিতা-রাজনীতি-ইতিহাস-ঐতিহ্য নিয়ে সে লিখতে থাকে।

কেউ কেউ ব্লগ সংকলন করে, সামু নিয়ে রিভিউ পোস্ট দেয়, রাজনৈতিক খেলায় মাতে, ১৮+ পোস্ট দেয়।



কেউ কেউ আবার এই ধাপে এসে মনে করে মুই কি হনুরে। আর তার এই হনুভাব তাকে এক সময় ক্যাচালে জড়িয়ে পড়তে, সিন্ডিকেটবাজীতে মেতে উঠতে বাধ্য করে।







ষষ্ঠ ধাপঃ ব্যান



ক্যাচালবাজ, সিন্ডিকেটবাজ ব্লগারটি তখন আমি কাউরে পুছি না, কাউরে চু*র টাইম নাই, আমিই সব এই টাইপের মন্তব্য ও পোস্ট করতে শুরু করে।এতদিনে গালিবাজী আর ট্যাগবাজীতে সিদ্ধহস্ত ব্লগারটি নিজেও অনেক গালাগালি এবং ট্যাগের স্বীকার হয়। এটা অনেক ক্ষেত্রে পারিবারিক জীবন পর্যন্ত চলে যায়। এমনকি মৃত্যুর হুমকি পর্যন্তও দেয়ার নজির আছে।



চুড়ান্ত পর্যায়ে শুরু হয় রিপোর্টিং-এন্টি রিপোর্টিং । যেহেতু সামু ব্লগে জাতীয়তাবাদীরা বৈমাত্রেয়, তাই বেশিরভাগ ক্ষেত্রেই জাতীয়তাবাদীরা ব্যান খায়। আবার যে রিপোর্ট করেছে, আর যার বিরুদ্ধে করা হয়েছে দুইজনই ব্যান খেয়েছে, এমন রেকর্ডও ভুড়িভুড়ি।মডুরদের নিয়ে স্যাটায়ার লিখেও অনেকেই ব্যান হয়েছে।



আবার রিপোর্টিং ছাড়াও আপত্তিকর পোস্টের জন্য একজন ব্লগার ব্যান হতে পারে।



হাই-প্রোফাইল ব্লগার হলে, তার আনব্যান চেয়ে অন্য ব্লগাররা পোস্টও দিতে পারেন।



যেমন, প্রিয় মডারেটর ওমুকের ব্যান তুলে নিন।

কিংবা ব্লগার ওমুক আনব্যান না হলে, আগুন জ্বলবে ব্লগে।



ব্যান বিভিন্নপ্রকারের হতে পারে। ব্যানের প্রকারের উপর ডিপেন করে কিংবা অনেক দিন অপেক্ষায় থাকার পরও যখন ব্লগারটি দেখে যে, সে আর আনব্যান হচ্ছে না, তখন সে নতুন নিক খোলে কিংবা মাল্টিতে আবার ব্লগে ফিরে আসে।



কিন্তু তার স্বভাব-চরিত্র একটুও বদলাবে না।





সপ্তম ধাপঃ চিরবিদায়




কয়েকবার এইরকম ব্যান-আনব্যান-নিউ নিক-মাল্টি খেলায় মেতে ব্লগারটি যখন ক্লান্ত হয়ে যায়, তখন সে অনেক কষ্ট নিয়ে সামুকে বিদায় জানিয়ে অন্য ব্লগে কিংবা ফেইসবুকে চলে যায়।



অবশেষে সেই ব্লগার বলিতে থাকে, সামু আর আগের মতো নাই সামু এখন এত্তগুলা পচা। (*কুনোব্যাঙ* ভাইয়ের মন্তব্য থেকে)।



আর এইভাবেই শেষ হয়, একজন মহান ব্লগারের ব্লগ জীবন।

মন্তব্য ১১৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (১১৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৪ রাত ৯:৫২

রিফাত ২০১০ বলেছেন: পোস্টটা ২ বার আসছে । ২ টাই ৩ বার করে পঠিত। কোনটা পড়তাম ?

১৪ ই মে, ২০১৪ রাত ৯:৫৭

একজন ঘূণপোকা বলেছেন:
এটাই পড়েন। আগেরটা মুছে দিছি

২| ১৪ ই মে, ২০১৪ রাত ১০:০১

তামিম ইবনে আমান বলেছেন: ভালো বলেছেন ;)

১৪ ই মে, ২০১৪ রাত ১১:৩২

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ ভাই :) :)

৩| ১৪ ই মে, ২০১৪ রাত ১০:০৭

অপু তানভীর বলেছেন: আমি কোন পর্যায়ে আছি বুঝতাছি না ! :-& :-&

১৫ ই মে, ২০১৪ রাত ১২:২৮

একজন ঘূণপোকা বলেছেন:
রিক্সি ফেইজে আছেন ;) ;) ;)

৪| ১৪ ই মে, ২০১৪ রাত ১০:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা, মজা পেলাম :)

১৫ ই মে, ২০১৪ সকাল ১১:০৪

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ :) :) :)

৫| ১৪ ই মে, ২০১৪ রাত ১০:২৮

মামুন রশিদ বলেছেন: জীবনচক্রে 'সেইফ' তো দেখি খুব রিস্কি পর্যায়!! মানে এর পরেই ব্যান !!!


:| /:)

১৫ ই মে, ২০১৪ দুপুর ২:০৩

একজন ঘূণপোকা বলেছেন:
সেইফ পর্যায়ে এসে যদি কেউ মনে করে, "মুই কি হনু রে"- তবে তাইলে তাদের জন্য এটা খুবই রিক্সি পর্যায়।


আপনার এত টেনসিত হবার কিছু নাই।

৬| ১৪ ই মে, ২০১৪ রাত ১০:৩৩

যুবায়ের বলেছেন: মনযোগ দিয়ে লেখাটি পড়লাম।
চরম সত্য বলে ফেলেছেন ভাই..
১০০ ভাগ সহমত।

১৫ ই মে, ২০১৪ দুপুর ২:১৮

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ যুবায়ের ভাই

৭| ১৪ ই মে, ২০১৪ রাত ১০:৪৫

আরজু পনি বলেছেন:

আমিতো এতোদিন জানতাম সেইফের পর জেনারেলা এর পরে ওয়াচ ! :-&

কবে যে ব্যান খেয়ে যাই :(

আমি অবশ্য ভদ্র ব্লগার B-)

১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৮

একজন ঘূণপোকা বলেছেন:
আপনার মন্তব্যটা দেখে টাস্কি খেয়ে গেলাম।

জ্বী আপ্পি আপনি অনেক ভদ্র ব্লগার এবং অনেকেরই প্রিয় ব্লগার।

আর আমার তো সেই মাপের প্রিয় ব্লগার।

আগের মন্তব্যের জন্য দুঃখিত :)

৮| ১৪ ই মে, ২০১৪ রাত ১১:৪৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ব্যান হবার সময় হয়ে গেলো নাকি? :)

১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:১৮

একজন ঘূণপোকা বলেছেন:

নাহ!! বাট রিস্কে আছেন ;) ;) ;)

৯| ১৪ ই মে, ২০১৪ রাত ১১:৫৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: জীবন সাইকেল

১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:১৯

একজন ঘূণপোকা বলেছেন:
আধ্যাত্মিক কথা হলেও ভুল বলেন নাই।


ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার ।

১০| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:০২

*কুনোব্যাঙ* বলেছেন: অবশেষে সেই ব্লগার বলিতে থাকে, সামু আর আগের মতো নাই সামু এখন এত্তগুলা পচা B-)

১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:২০

একজন ঘূণপোকা বলেছেন:
এপিক!!!

পোস্টে এড করে দেয়া হয়েছে।

এতো কম লিখছেন কেন?? একটু পোস্ট টোস্ট দেন!!

১১| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:০৩

এহসান সাবির বলেছেন: সহমত, তবে আমার বেলায় তৃতীয় ধাপঃ অপেক্ষা এবং অপেক্ষা ছিল না :#>

১৫ ই মে, ২০১৪ রাত ৯:৩৩

একজন ঘূণপোকা বলেছেন:
নতুন ব্লগার???

১২| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:০৮

দালাল০০৭০০৭ বলেছেন: অবশেষে সামুকে চির বিদায় :(( :(( :(( :(( :((

১৫ ই মে, ২০১৪ রাত ১০:৩৫

একজন ঘূণপোকা বলেছেন:

আসিলে যাইতে হবে ;)

১৩| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:১১

না পারভীন বলেছেন: ৫ম ধাপে আছি। :)

১৫ ই মে, ২০১৪ রাত ১০:৩৭

একজন ঘূণপোকা বলেছেন:

চুড়ান্ত পর্যায়, তবে ব্যান হবার পসিবিলিটি আপনার নেই আপ্পি :)

১৪| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:২৬

ক্লান্ত তীর্থ বলেছেন: আরজুপনি বলেছেন:

আমিতো এতোদিন জানতাম সেইফের পর জেনারেলা এর পরে ওয়াচ ! :-&

কবে যে ব্যান খেয়ে যাই :(

আমি অবশ্য ভদ্র ব্লগার B-)



পোস্টের চেয়ে এই কমেন্টে বিনুদুন বেশি পানু!

১৫ ই মে, ২০১৪ রাত ১০:৫৬

একজন ঘূণপোকা বলেছেন:
আবার জিগায় বেশি বুনুদুন।

১৫| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:৫৪

রাহি বলেছেন: গ্যাপ বেশী হয়ে যাওয়ায় মনে করতে পারছি না ভদ্র ব্লগার ছিলাম না অভদ্র! /:)

১৫ ই মে, ২০১৪ রাত ১১:৩৬

একজন ঘূণপোকা বলেছেন:


যেহেতু এখনো ব্যান হন নাই, তাইলে আপনি ভদ্র ব্লগারই ;)

১৬| ১৫ ই মে, ২০১৪ রাত ১:০৮

সচেতনহ্যাপী বলেছেন: জেনারেল পর্যন্ত প্রতিটি বত্তব্যই আমার সাথে মিলে গেছে। আসলেও ওয়াচে থাকাকালীন সময়ে একরকম আগ্রহই হারিয়ে ফেলেছিলাম। আজ তা দ্বিগুন উৎসাহ নিয়ে ফিরে এসেছে।।

১৬ ই মে, ২০১৪ রাত ১:২৫

একজন ঘূণপোকা বলেছেন:

এই উৎসাহ থেকেই ব্লগিং করে যান।

সামু আপনার দানে ধন্য হউক ;)

১৭| ১৫ ই মে, ২০১৪ রাত ১:৩০

ক্যাতর আলী বলেছেন: চতুর্থ ধাপে আছি
৩ নং ধাপ ছিল না

১৭ ই মে, ২০১৪ রাত ১২:২২

একজন ঘূণপোকা বলেছেন:
নতুন ব্লগারতো তাই।

১৮| ১৫ ই মে, ২০১৪ রাত ২:০৯

অদ্বিতীয়া আমি বলেছেন: সেইফ আর ব্যান এর মাঝখানে আছি !!!

১৯ শে মে, ২০১৪ রাত ১২:৩৮

একজন ঘূণপোকা বলেছেন:
ভ্যালা হইয়া যা :P :P =p~ =p~

১৯| ১৫ ই মে, ২০১৪ রাত ২:১৭

শফিউল শামু বলেছেন: ভয় পাইছি! আমি নতুন ব্লগার! বেন হওয়ার আগেই কি আলবিদা বলবো???

১৯ শে মে, ২০১৪ রাত ১২:৪০

একজন ঘূণপোকা বলেছেন:
ভয় পাওয়ার কিছু নাই, চিল্লাপাল্লা কম করবেন। তাইলেই হবে। ;)


ধন্যবাদ শামু ভাই, আপনার ব্লগিং জীবন সর্বাজ্ঞীন সুন্দর হউক।

২০| ১৫ ই মে, ২০১৪ রাত ২:৫১

প্রবাসী পাঠক বলেছেন: আপাতত চতুর্থ ধাপে আছি।

১৯ শে মে, ২০১৪ রাত ৮:৩০

একজন ঘূণপোকা বলেছেন: সেইফ হইয়া যাইবেন ;)

২১| ১৫ ই মে, ২০১৪ রাত ৩:৫০

খেয়া ঘাট বলেছেন: আমি ইহলোকে এবং ব্লগলোকে দুটোতেই এখনো স্বাধীন আর নিরাপদভাবেই বেঁচে আছি।

২১ শে মে, ২০১৪ রাত ৮:৪২

একজন ঘূণপোকা বলেছেন:
আল্লাহ্‌ আপনার এই নিরাপদ অবস্থার উপর স্থিতাবস্থা দান করুক :)

২২| ১৫ ই মে, ২০১৪ ভোর ৬:৩১

সায়েদা সোহেলী বলেছেন: ক্লান্ত তীর্থ বলেছেন: আরজুপনি বলেছেন:

আমিতো এতোদিন জানতাম সেইফের পর জেনারেলা এর পরে ওয়াচ ! :-&

কবে যে ব্যান খেয়ে যাই :(

আমি অবশ্য ভদ্র ব্লগার B-)



পোস্টের চেয়ে এই কমেন্টে বিনুদুন বেশি পানু![/si :-*


, সামু আর আগের মতো নাই সামু এখন এত্তগুলা পচা B-) ------- :-0

২৩ শে মে, ২০১৪ রাত ৮:১১

একজন ঘূণপোকা বলেছেন:
আপনি কোন পর্যায়ে আছেন,বললেন না তো??

২৩| ১৫ ই মে, ২০১৪ সকাল ৯:৩৯

হাসান বিন নজরুল বলেছেন: সুন্দর সুন্দর এটাই যথার্থ ;)

২৩ শে মে, ২০১৪ রাত ৮:২৭

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ হাসান ভাইয়া।

২৪| ১৫ ই মে, ২০১৪ সকাল ৯:৪০

সোহানী বলেছেন: আমি তো ভাই ৬ বছরের উপর ব্লগিং করছি.... এখনো ব্যান খাই নাই!!!! তাইলেতো আমি ব্লগারই না....

২৩ শে মে, ২০১৪ রাত ৮:৪০

একজন ঘূণপোকা বলেছেন:

আপনি অনেক ভালো ব্লগার। আশা করি ৬০ বছর ব্লগিং করবেন আপ্পি :)

২৫| ১৫ ই মে, ২০১৪ সকাল ৯:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


*কুনোব্যাঙ* বলেছেন: অবশেষে সেই ব্লগার বলিতে থাকে, সামু আর আগের মতো নাই সামু এখন এত্তগুলা পচা।

B-)) B-)) B-))

২৩ শে মে, ২০১৪ রাত ৯:০৫

একজন ঘূণপোকা বলেছেন:
এপিক মন্তব্য

২৬| ১৫ ই মে, ২০১৪ সকাল ৯:৫৪

অদৃশ্য বলেছেন:





হুমমম... ভাবছিলাম আপনার সামনের পোষ্টটা কি হতে যাচ্ছে...

আমার মনে হয় কিছু পাবলিক নিক খুলে থাকেন ব্যান খাবার জন্যই ব্যাপারটা এমন যে তারা জানে কি ধরনের আচরণ করলে ব্যান খেতে হবে... এবং তারা বারবার সেগুলোই করবে...

তবে অনেকেই আছেন হঠাৎই ব্যান খেয়ে যান, নিজের ভুলেই বা আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে...

তবে যতটুকু বুঝি, ব্যান খাওয়াটা মনে হয় অনেক কষ্টের... এটা কেউ না খাক... আর সবাই প্রিয় ব্লগার আরজুপনির মতো ভালো ব্লগার হোক...

শুভকামনা...

২৩ শে মে, ২০১৪ রাত ৯:০৬

একজন ঘূণপোকা বলেছেন: তবে যতটুকু বুঝি, ব্যান খাওয়াটা মনে হয় অনেক কষ্টের... এটা কেউ না খাক... আর সবাই প্রিয় ব্লগার আরজুপনির মতো ভালো ব্লগার হোক...[/sb

--- সুন্দর কথা বলেছেন, ইন ফ্যাক্ট পুরো মন্তব্যটাও অনেক সুন্দর ছিলো।

আর ক্রমাগত উৎসাহ দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ

২৭| ১৫ ই মে, ২০১৪ সকাল ১০:৩১

জুন বলেছেন: চির বিদায় স্টোরের সামনে দাঁড়ায় কফিনের ডিজাইন দেখতাছি #:-S
কফিনে শেষ পেরেক ঠোকার লোক ঠিক করতেছি সেই সাথে :P

২৩ শে মে, ২০১৪ রাত ৯:০৭

একজন ঘূণপোকা বলেছেন:
প্লিজ লাগে আপ্পি, স্টোরের সামনে থেকে চলে আসুন, আপনার জন্য কত সুন্দর সুন্দর জায়গা যে দেখার সুযোগ হয়েছে।

২৮| ১৫ ই মে, ২০১৪ সকাল ১১:৪৪

রহস্যময়ী কন্যা বলেছেন: আমি ব্যান খাইবার আগের স্টেজে বসিয়া ব্যান খাইবার জন্য ওয়েট করি B-) B-)

২৩ শে মে, ২০১৪ রাত ৯:১০

একজন ঘূণপোকা বলেছেন:
ব্যান খাইয়েন না, সেইফ স্টেজেই বসে থাকেন :)

২৯| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:০২

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহা। জোশ।+।

২৩ শে মে, ২০১৪ রাত ৯:১১

একজন ঘূণপোকা বলেছেন:
প্লাস পেয়ে ভালো লাগছে শরৎ ভাইয়া :)

ধন্যবাদ ও শুভকামনা

৩০| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:২৭

রিফাত ২০১০ বলেছেন: আমি ৫ম ধাপে আছি । তার মানে কি এর পরে আমি ব্যান হবো?

২৩ শে মে, ২০১৪ রাত ৯:১৩

একজন ঘূণপোকা বলেছেন:
যদি সেই কিছু কিছু ব্লগারের মধ্যে না পরেন।

আর আপনাকে যেমনটা চিনি, আপনি মনে হয় ক্যাচাল করে ব্যান নাও হতে পারেন :)

৩১| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৪২

একজন আরমান বলেছেন:
আমি কোন পর্যায়ে? B:-) B:-) B:-)

২৩ শে মে, ২০১৪ রাত ৯:১৪

একজন ঘূণপোকা বলেছেন: ৫ম ধাপে ভাইয়া। :)

৩২| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:১৭

একজন ঘূণপোকা বলেছেন:
আপডেটেড

৩৩| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:৪২

ডিজিটাল ঘূণপোকা বলেছেন:
আপনি অনেক ভালো লিখেন, আপনার লেখার এসি হয়ে গেলাম।


আমার জন্য দোয়া করবেন, যাতে আপনার মত লিখতে পারি ;) ;) =p~ =p~ =p~

২৩ শে মে, ২০১৪ রাত ৯:২১

একজন ঘূণপোকা বলেছেন:

পারবেন, পারবেন ;)

৩৪| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: কান্ডারি অথর্ব বলেছেন:


*কুনোব্যাঙ* বলেছেন: অবশেষে সেই ব্লগার বলিতে থাকে, সামু আর আগের মতো নাই সামু এখন এত্তগুলা পচা।

B-)) B-)) B-))

২৩ শে মে, ২০১৪ রাত ৯:১৬

একজন ঘূণপোকা বলেছেন:

;) ;) ;)


পড়ার জন্য কৃতজ্ঞতা কবি সাব :)

৩৫| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৫

আমি ইহতিব বলেছেন: ভালো লিখেছেন। সবাইতো আর ব্যান খায়না, যারা ক্যাচালমার্কা পোস্ট বা কমেন্টস দেয় তারাই মনে হয় ব্যান খায়। আমার যেহেতু এই প্রিয় ব্লগ ছেড়ে যাওয়ার ইচ্ছে নাই তাই কোন ক্যাচালমার্কা পোস্ট ও দেইনা বা কমেন্টস ও করিনা। ৬ষ্ঠ ও ৭ম ধাপ থেকে মনে হয় বেঁচে যাবো।

২৩ শে মে, ২০১৪ রাত ৯:১৭

একজন ঘূণপোকা বলেছেন:

হুম, আপনি ব্যান খাবেন না।

৩৬| ১৫ ই মে, ২০১৪ রাত ১১:১১

আল ইফরান বলেছেন: আমি যে কোন ধাপে আছি তা এখনো বুঝতে পারছি না । :-B
বছরের পর বছর ধরে শুধু কমেন্টস করেই যাচ্ছি আর করেই যাচ্ছি :P

২৩ শে মে, ২০১৪ রাত ৯:১৮

একজন ঘূণপোকা বলেছেন:
মনে হয় সেইফ স্টেজেই আছেন ;)

৩৭| ১৫ ই মে, ২০১৪ রাত ১১:৩৫

শুঁটকি মাছ বলেছেন: হায় হায় সেইফ হইলাম কেরে???? এখন যদি ব্যান খায়া যাই? :-* :-* :-*

২৩ শে মে, ২০১৪ রাত ৯:২২

একজন ঘূণপোকা বলেছেন:
আমি নিশ্চয়তা দিচ্ছি ব্যান হবেন না, মডুদের শুঁটকি মাছ অনেক প্রিয় ;)

৩৮| ১৬ ই মে, ২০১৪ রাত ১২:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহ! ভালো ভালো। এই হিসাবে তাইলে সামনে ব্যান খাবার চান্স আছে।

২৩ শে মে, ২০১৪ রাত ১১:২৪

একজন ঘূণপোকা বলেছেন:
আমার এইখানে যারা মন্তব্য করেছে, সবাই দেখি ভদ্র ব্লগার, আপনেও। সো নো টেনশন। হ্যাপি ব্লগিং :)

৩৯| ১৬ ই মে, ২০১৪ রাত ১২:২০

তার ছেড়া বলেছেন: আমি জেনারেল আছি ভালাই আছি । পুষ্ট করা বাদ দিছি সেই কবে ! এহন খালি মাইনষের পোষ্টে কমেন্টাই । মজায় মজা ! :P

২৩ শে মে, ২০১৪ রাত ১১:২৫

একজন ঘূণপোকা বলেছেন:

পুস্ট না করলে কেমনে হবে??

৪০| ১৬ ই মে, ২০১৪ রাত ১২:৩৪

*অর্জুন* বলেছেন: মা মা আমি জেনারেল হয়ছি....

আজ যদি তোর বাবা বেচেঁ থাকতো!

২৩ শে মে, ২০১৪ রাত ১১:২৭

একজন ঘূণপোকা বলেছেন:
মাঃ তুই এখনো জেনারেল, তোর বাবা বেচে থাকলে তোরে ঝাড়ু দিয়ে পিডাইত ;)

৪১| ১৬ ই মে, ২০১৪ রাত ১২:৪৩

দি সুফি বলেছেন: ব্যান খাইলে আপনার জানান দিব। তখন আমার আনব্যান দাবি কইরা একটা পুষ্ট দিয়েন B-)) B-))

২৩ শে মে, ২০১৪ রাত ১১:৩১

একজন ঘূণপোকা বলেছেন:
আবার জিগায়।


আমার এই কাম করে অভ্যাস আছে, বাট সবার জন্য না ;)

৪২| ১৬ ই মে, ২০১৪ ভোর ৫:৩১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আমি জীবনেও সেফ হব না। তাই ব্যান ও খাবো না (মনে হয়)। B-)

২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৩

একজন ঘূণপোকা বলেছেন:
কেন সেইফ হবেন না???

জানা আপায় আপনার কাছে টাকা পয়সা পায় নাকি?? :P :P :P

আর চক্রটাকে ধ্রুব ভাবার কিছু নাই, এটা একটা জেনারেলাইজড চক্র।

ব্যতিক্রম হতেই পারে।

৪৩| ১৬ ই মে, ২০১৪ সকাল ৭:০৮

বিডি আইডল বলেছেন: সাইকেল ঠিকই আছে...

২৮ শে মে, ২০১৪ রাত ৮:০২

একজন ঘূণপোকা বলেছেন:
আপনি যখন বলেছেন সাইকেল ঠিক আছে, তাইলে আমি পাশ :)


ধন্যবাদ আইডল ভাই।

৪৪| ১৬ ই মে, ২০১৪ দুপুর ১২:১৭

শুকনোপাতা০০৭ বলেছেন: কি শুনাইলেন ভাই???!! B:-) B:-) :( :( তাইলে তো মুনে হয় অখন আমার যাওনের টাইম হইয়া আইছে!!...
আমার যাবার সময় হলো,দাও বিদাআআআয়!! :(( :((

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

একজন ঘূণপোকা বলেছেন:

যেতে নাহি দিব হায়, তবু চলে যায় :( :(

৪৫| ১৬ ই মে, ২০১৪ দুপুর ২:৫৮

রাতুলবিডি৪ বলেছেন: কত্ত গুলো নিক ব্যান খাইলাম, চলছেই ...
আমার এই ব্যান খাওয়াতেই আনন্দ !

( আমার আনন্দের কথা মনে হয় কতৃপক্ষ জানে, তাই কাউকে গালি না দিলেও বারবার ব্যান খাই :) :D

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

একজন ঘূণপোকা বলেছেন:

মডুর সাথে আপনার জন্ম (নিকের) বিরোধ দেখছি ;)

৪৬| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

জাফরুল মবীন বলেছেন: মাত্র ৯দিন আগে জেনারেল হয়েছি।আমি খুব সাধারণ মানুষ;তাই জেনারেল পোষ্টটাই আঁকড়ে ধরে রাখতে চাই।‘আগে গেলে বাঘে খায়,পিছে গেলে সোনা পায়’-আমি এ তত্বে বিশ্বাসী।এখন আমি সোনা(সবার ভালবাসা ও শ্রদ্ধা অর্থে) কুড়াতে ব্যস্ত আছি।

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

একজন ঘূণপোকা বলেছেন:
শুভ কামনা মবীন ভাই।

আপনার পথ চলা সুন্দর হউক।

হ্যাপি ব্লগিং :)

৪৭| ১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৪১

আরজু পনি বলেছেন:

"চুচিল" কথাটা ফান করে বললে বলার কিছু নাই...

আর তা না হলে বলবো, এই শব্দটা তাদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, যারা নিজেকে নবার কাছে ভালো থাকার জন্যে সেভাবেই সবার সাথে মিশে... অন্তত তাই মনে হয়...আর অন্য কোন ব্যাখ্যা্ও থাকতে পারে...


আমার পছন্দ না হলে আমি কিন্তু তা অকপটে বলে দেই B-))

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

একজন ঘূণপোকা বলেছেন:
অকপটে বলে দেয়ার জন্য ধন্যবাদ।

আমিও এটা পছন্দ করি না।

অনেক আগেই আপনার অপছন্দের মন্তব্যটা মুছে দেয়া হয়েছে। :)

শুভ কামনা নিরন্তর :)

৪৮| ২১ শে মে, ২০১৪ বিকাল ৫:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: এইধাপে ব্লগারটির লেখার পাঠক কেবল মডু-আল্লাহ-আর সে নিজে।


হা হা হা, ভালও লিখেছেন, হাসলাম খুব!

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

একজন ঘূণপোকা বলেছেন:
কথা কিন্তু সইত্য কবি সাহেব। :)

নিরন্তর শুভ কামনা প্রিয় কবি, প্রিয় ব্লগার

৪৯| ২১ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়ে পড়ায় অনেকে ব্লগ ছেড়ে দেয়, কিংবা লেখালেখি আগের মত না করায় - সেক্ষেত্রে ব্লগ ছেড়ে দেয়ার পেছনে শুধু ব্যান দায়ী - এইটা সরলীকরণ হয়ে গেলো।

তবে লেখা পড়ে মজা পেয়েছি :)

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

একজন ঘূণপোকা বলেছেন:
হুম এইটা একটা জেনারেলাইজড চক্র।


ধন্যবাদ প্লিওসিন অথবা গ্লসিয়ার। :)

৫০| ২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

হামিদ আহসান বলেছেন: B:-) B:-)

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

একজন ঘূণপোকা বলেছেন: :-B :-B :-B :-B

৫১| ২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

কোড বলেছেন: পঞ্চম ধাপঃসেইফ হওয়া
:D :D :D :D :D :D

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

একজন ঘূণপোকা বলেছেন:
সেইফ হইছে নাকি???

৫২| ২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

নীল জোসনা বলেছেন: চতুর্থ থাপে আছি । পোষ্ট পড়ে মজা পেলাম ।
B-) B-) B-) B-)

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

একজন ঘূণপোকা বলেছেন:
আশা করি খুব শিগ্রই সেইফ হবেন এবং সুখে শান্তিতে ব্লগিং করবেন বছরের পর বছর :)

৫৩| ২১ শে মে, ২০১৪ রাত ৮:৫২

সুইট এঞ্জেল বলেছেন: আমি কোন ধাপে আছি এটাতো আমি বুঝতে পারছি না। আমাকে একটু বলে দাও তো

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

একজন ঘূণপোকা বলেছেন:
তুমি এখন চতুর্থ ধাপে আছো ;)

৫৪| ২২ শে মে, ২০১৪ রাত ১০:০৮

চড়ুই বলেছেন: আমি চতুর্থ ধাপে

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

একজন ঘূণপোকা বলেছেন:
সেইফ হয়ে যাবেন দোয়া করে দিচ্ছি।

আর দোয়া যখন কাজে লেগে যাবে, তখন কিন্তু হাদিয়া পাঠিয়ে দিয়েন :P :P :P

৫৫| ২৩ শে মে, ২০১৪ রাত ১১:৫২

আমি তুমি আমরা বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: কান্ডারি অথর্ব বলেছেন:


*কুনোব্যাঙ* বলেছেন: অবশেষে সেই ব্লগার বলিতে থাকে, সামু আর আগের মতো নাই সামু এখন এত্তগুলা পচা।


B-)) B-)) B-))

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

একজন ঘূণপোকা বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-))

৫৬| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ইয়ে, এই পুস্ট খানা চোখ এড়াইসিলো ক্যামনে বুঝলেম নাহ! /:)

যাইহোউক, প্রতিটা কমেন্টও পড়লাম ... অনেকেই দেখি ৩য় ধাপ ফেস টেস করেনই নি! B:-) ৩য় ধাপের লৌহ বলয় গুল্লি মেরে উড়ায় দেয়া কি বুঝিবে হায় আমার মত ঝুলে ঝুলে থাকা থার্ড ক্লাস ব্লগারদের মনের বেদন ... :(

যদিও পাড়ি দিয়ে এসেছি সেই সুদীর্ঘ ধাপখানা ...

তবে ৫ম ধাপের (সেইফ) আশাটা ঠিক দূরাশা হয় কিনা তাই আর পোস্ট টোস্ট করি নাহ ... /:)

শুধু পড়ি আর পড়ি ... /:) (সংকলক হইতে গেলে সবার আগে সবচেয়ে ভালো পাঠক হইতে হয় ইউ নো ;) :P )

অফটপিকঃ জেনারেল হইয়া মিষ্টি খাওয়াইতে পারি নাই, তবে এক বছর পূর্ণ করিয়া মিষ্টির সেন্ট দিয়া গেলাম ...

যদিও গরীবের ব্লগে মিষ্ট কিছু নাই ... /:)

৫৭| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ৭ম পিলাচ ....

সাইকেল ভ্যালা পাহিয়াছি ... B-)

৫৮| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: এটা আমিও পড়িনি ।ব্যান খাওয়ার আগেই পড়ে ফেললাম । সাধে কি নাম আমার আক্কেল আলী । :P

এপিক পোস্ট।


মেরা ব্যান কা টাইম কাব আয়েগা? #:-S

৫৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন। সামু জীবন চক্রের উপ্রে এইবার এমসিকিউ টেষ্ট নেওয়া হইবেন;) সক্কলে হলে যাও ( আমি ছাড়া)

+++++++++++++++

৬০| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

শাহাদাত হোসেন বলেছেন: আমিতো সাতদিন পরই সেফ এ আসিলাম

৬১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

শাহাদাত হোসেন বলেছেন: আমিতো সাতদিন পরই সেফ এ আসিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.