নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

আপনি কখন লেংটি পড়ে বাইরে বের হন /:)/:)/:)

১৮ ই মে, ২০১৪ রাত ৯:৩২





সবাই চায় একটু ভালো পোশাক পড়ে বাইরে বের হতে, যাতে তাকে একটু ভালো দেখা যায়। ভদ্র সমাজে ঠাই হয়, তার বিত্ত-বৈভব সম্পর্কে সবাই যাতে ধারণা পায়। কিন্তু তারপরও কাউকে কাউকে লেংটি পড়ে বাইরে বের হতে হয়, কারন তার হাতে আর কোন অপশন নাই। একেবারে দিগম্বর হয়ে বাইরে বের হওয়া থেকে লেংটি পড়ে বের হওয়াটা ভাল। কারন তাতে সামান্য হলেও ইজ্জত রক্ষা হয়।







এবারের ভারতীয় লোকসভা নির্বাচনের সর্বশেষ ফলাফলে দেখা যায়, বিজেপি ২৪১, কংগ্রেস ৬৮, অন্যান্য ১২২ টি আসন পায়। এর মাধ্যমে বিজেপি এক ঐতিহাসিক বিজয় অর্জন করে। আর পুর্বভাষ্যমতে নরেন্দ্র মোদিই হচ্ছেন পরবর্তি ভারতীয় প্রধানমন্ত্রী। বিজেপির এই নির্বাচনে মনে করা হচ্ছে মুসলিম ভোটরা ব্যাপক অবদান রেখেছেন



ইন্ডিয়ান মুসলিমরা কেন সাম্প্রদায়িক বিজেপিকে ভোট দিয়েছে, তা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ভোট দিয়েছে, কারন আর কিছুই না, ওই লেংটি কাহিনী-তাদের হাতে আর কোন অপশন ছিলো না।



অসাম্প্রদায়িক কংগ্রেস অসাম্প্রদায়িকতার বড়ি খাইয়ে খালি ভোটই নিয়ে গেছে, মুসলিমদের ভাগ্যের কোন পরিবর্তন করার সুযোগ করে দেয় নাই। ৫০০-১০০০ মুসলিম যদি বিজেপির দাঙ্গায় মারা যায়, তবে কংগ্রেস গত ষাট বছরে কমছেকম ২ কোটি মুসলিমকে মরে যেতে বাধ্য করেছে। সাচার রিপোর্টই যার বড় প্রমান।



সাচার কমিটির রিপোর্ট মতে শহুরে মুসলিম জনগোষ্ঠীর ৬০% কোন দিন স্কুলের দরজায় পা-ই রাখেনি, আর প্রতি ১০০ জন স্নাতকের মধ্যে ৬.৩% মুসলিম, যেখানে তারা মোট জনসংখ্যার ২০-২৫%। আর ভারতে মুসলিম জনসংখ্যার সঠিক পরিসংখ্যান আজও জানা যায়নি



ভারতের সবচেয়ে বড় প্রদেশ হচ্ছে, উত্তর প্রদেশ । এই প্রদেশে মুসলিমরা বিজেপিকে মনে করেছে তাদের জন্য নিরাপদ , তাই তারা বিজেপিকে ভোট দিয়েছে, এমনকি গন্যমান্য মুসলিম সরকারের লোকেরা বিজেপির পক্ষে কাজও করেছে।



এমনকি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কংগ্রেস আসাম দাঙ্গা বাধাতেও পিছপা হয়নি



আর পরিবর্তনের মাধ্যমেই সুখের দিন আসে, এই বিশ্বাস মানুষের সৃষ্টির শুরু থেকেই ছিলো, আছে, থাকবে। আর কংগ্রেসের জন্ম থেকেই তারা যা খুব ভালোভাবে করে আসছে, তার হলো মুসলিম বিরোধিতা।



তাই ইন্ডিয়ান মুসলিমরা বিজেপিকে ভোট দিতেই পারে, এতে জাত যায় না। কারন কথায় আছে ডোন্ট পুট ইউর অল এগস ইন সেইম বাকেট।



খুব বেশিদিন আর নাই, যেদিন বাংলাদেশেও হিন্দুরা জামায়াত করবে, সাপোর্ট দিবে, ভোট দিবে। বিএনপিকে সাপোর্ট তারা অনেক আগে থেকেই দিচ্ছে। কারন আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অনেকবার হিন্দু বাড়ি আক্রমন করেছে, প্রতিমা ভেঙ্গেছে।



যারা হামলাকারী হয়ত মিডিয়ার কারনে তারা জামায়াত-শিবির হয়ে যেতে পারে, যেমন হয়েছে রানা-নুর হোসেন-ইমরান সরকার বিএনপির। কিন্তু যার বাড়িতে আগুন দিয়েছে সে তো চিনেছে!! আর আমাদের জবাব দেয়ার দিনতো একটাই,ভোটের দিন।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৪ রাত ১০:০৮

ঢাকাবাসী বলেছেন: কঠিন বিশ্লেষন।

১৮ ই মে, ২০১৪ রাত ১০:১৫

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২| ১৮ ই মে, ২০১৪ রাত ১০:১৭

মিতক্ষরা বলেছেন: মুসলিম ভোট ব্যাতিরেকে বিজেপি এত ভাল করতে পারত না।

১৮ ই মে, ২০১৪ রাত ১১:২৮

একজন ঘূণপোকা বলেছেন:
ঠিক বলেছেন :)


মুসলিম ভোট একটা বড় ফ্যাকটর ইন্ডিয়ান রাজনীতিতে।

শুভ কামনা মিতক্ষরা ।

৩| ১৮ ই মে, ২০১৪ রাত ১০:৪৬

মাজহারুল হুসাইন বলেছেন: অসাধারন ।

১৯ শে মে, ২০১৪ রাত ১:১৩

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ মাজহারুল হুসাইন :) :)

৪| ১৮ ই মে, ২০১৪ রাত ১০:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: তাত্ত্বিক

১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

একজন ঘূণপোকা বলেছেন: :) :)

৫| ১৮ ই মে, ২০১৪ রাত ১১:৪১

মামুন রশিদ বলেছেন: ভালো লিখেছেন ।

২০ শে মে, ২০১৪ রাত ৯:২১

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ

৬| ১৮ ই মে, ২০১৪ রাত ১১:৫২

রাজীব বলেছেন: লেখক বলেছেন:
ঠিক বলেছেন :)


মুসলিম ভোট একটা বড় ফ্যাকটর ইন্ডিয়ান রাজনীতিতে।


মুসলিম ভোট আমাদের দেশেও বড় ফ্যাকটর

২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১২

একজন ঘূণপোকা বলেছেন:

ঠিক বলেছেন। ;)

৭| ১৮ ই মে, ২০১৪ রাত ১১:৫২

রাজীব বলেছেন: লেখক বলেছেন:
ঠিক বলেছেন :)


মুসলিম ভোট একটা বড় ফ্যাকটর ইন্ডিয়ান রাজনীতিতে।


মুসলিম ভোট আমাদের দেশেও বড় ফ্যাকটর

৮| ১৮ ই মে, ২০১৪ রাত ১১:৫৩

রাজীব বলেছেন: লেখক বলেছেন:
ঠিক বলেছেন :)


মুসলিম ভোট একটা বড় ফ্যাকটর ইন্ডিয়ান রাজনীতিতে।


মুসলিম ভোট আমাদের দেশেও বড় ফ্যাকটর

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ ভাই

৯| ১৯ শে মে, ২০১৪ রাত ১২:০০

সুমাইয়া আলো বলেছেন: ভাল বিষলেষন।

৩১ শে মে, ২০১৪ রাত ১১:২৩

একজন ঘূণপোকা বলেছেন: :) :)

১০| ১৯ শে মে, ২০১৪ রাত ১২:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: হিন্দুরা জামাতে ভোট দিক আর বিএনপিতে ভোট দিক, এই দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার দেখা অনেক দূরের পথ। আমাদের জেনারেশন সেটা দেখে যেতে পারে কিনা সেটাও সন্দেহের অবকাশ রাখে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৫

একজন ঘূণপোকা বলেছেন:
সহমত

১১| ১৯ শে মে, ২০১৪ রাত ১২:৩৩

জেরিফ বলেছেন: হুম !! চমৎকার পোস্ট

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৬

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ জেরিফ ভাইয়া

১২| ১৯ শে মে, ২০১৪ রাত ১২:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: আপনি সব কিছুই কঠিন করে বলার সাহস রাখেন আমি কিন্তু সেটুকুও হারিয়ে ফেলেছি। নিজের দৈন্যতা স্বীকার করতে লজ্জা লাগলেও এটাই বাস্তব।।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৭

একজন ঘূণপোকা বলেছেন:

মন্তব্য ও পড়ার জন্য কৃতজ্ঞতা জানবেন :)

১৩| ১৯ শে মে, ২০১৪ রাত ১:২৫

জঙ্গীবিমান বলেছেন: ভালো লাগলো

১৪| ১৯ শে মে, ২০১৪ রাত ১:৩৫

আমি ব্লগার হইছি! বলেছেন: ঐদিকে বিজেপি মুসলিমদের মারবে আর সেই অযুহাতে এইদিকে হিন্দুদের মেরে ধরে ঘরবাড়ি দখল করা যাবে, এই চিন্তা করে বাংলাদেশের মৌলবাদিরা মনে মনে বিজেপির সরকারে খুশি।

বিজেপি যে কি জিনিষ এইটা ইন্ডিয়ার মুসলিমরা ভালোই জানে। কংগ্রেস যদি অবমূল্যায়ন করে তাহলে বামদল বা অনেক তৃণমূলের মতো আন্চলিক দল কে মুসলিমরা সাপোর্ট করে তাই বলে বিজেপি না। তারা প্রকাশ্যে মুসলিমদের কে তাড়িয়ে দেয়ার ঘোষনা দেয় আর মুসলিমরা এত পাগল না যে বিজেপিকে সাপোর্ট করবে।

আসলে এইসব কিছুইনা। ঐযে হালকা একটু সুর উঠেছিল, হাসিনার সাথে কংগ্রেসের সম্পর্ক ভালো তাই মোদি মনে হয় ক্ষমতায় আসলে খালেদাকে সাহায্য করবে , তাই এই আশায় বাংলাদেশের কিছু অতি উতসাহী লোকের এই নব্য বিজেপি প্রীতি।

১৫| ১৯ শে মে, ২০১৪ রাত ১:৫৩

একজন ঘূণপোকা বলেছেন:
একজন ঘূণপোকা তোমার কোন পোস্ট আর নির্বাচিততে যাবে না, বুঝছো।

সো আর আশা কইরা না।

১৬| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:১৭

মুদ্‌দাকির বলেছেন: "খুব বেশিদিন আর নাই, যেদিন বাংলাদেশেও হিন্দুরা জামায়াত করবে, সাপোর্ট দিবে, ভোট দিবে। বিএনপিকে সাপোর্ট তারা অনেক আগে থেকেই দিচ্ছে। "

একমত নই!! হিন্দুরা কখনোই নৌকাছাড়া কাউকে ভোট দিবে না !!!

১৭| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:২৫

শরৎ চৌধুরী বলেছেন: উপযুক্ত বিশ্লেষণ।

১৮| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৭

মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগল ভাই ।

১৯| ২৪ শে মে, ২০১৪ রাত ১১:৫৮

সুমন কর বলেছেন: সুন্দর বিশ্লেষণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.