নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ব্লগমাতা জানা আপা, লাখ টাকার বাগান কি দুই টাকার ছাগলে খাচ্ছে???

২৩ শে মে, ২০১৪ রাত ৮:২৪







বাংলা ভাষা ও ব্লগের প্রতি আপনার অপরিসীম মায়া ও ভালোবাসার কথা নতুন করে বলার কিছু নাই।



আমরা ব্লগারা হচ্ছি, এই ব্লগের প্রাণ। আমাদের ভালোলাগা-মন্দলাগার প্রতি আপনার সব সময়ই সতর্ক দৃষ্টি ছিলো, আশা করি এখনো আছে।



২০১১ সালের মার্চ থেকে সামু ব্লগের সাথে আছি। আর আমার বর্তমান নিকের বয়স প্রায় আড়াই বছর। এই নিকটা সেই সেইফ হবার পর থেকে কখনো জেনারেল হয়নি।ফ্রেশ ব্লগিং করার ট্রাই করি। এই সময়টা এমন কোন দিন নাই যে ব্লগে আসি না। এখনো সামুতে আসা একটা অভ্যাসে মত হয়ে গেছে। দিনে অন্তত একবার ঢু না মারলে শান্তি পাইনা।



গত কালকে সিপি গ্যাংকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, সেই পোস্টটা মুছে দেয়া হয়েছিলো। এর বিপরিতে আমি আরেকটা পোস্ট দেই,যার শিরোনাম ছিলোঃ

ধন্যবাদ সামু!! সিপি গ্যাংকে নিয়ে আমার করা পোস্টটি মুছে দেয়ার জন্য।



আর ভিতরে লেখা ছিলো, ভিত্রে কিছু নাই।

কিন্তু তিন মিনিটের মাথায় এই পোস্টটিও মুছে দেয়া হয়।



কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো, কে সেই এত্তো একটীভ ব্যক্তি। যেখানে ভালো একটি পোস্ট নির্বাচিত পাতায় নিতে ২ ঘন্টা থেকে একদিনও লেগে যায়, সেখানে এই পোস্টটি মুছে দিতে মাত্র সময় নিয়েছে তিন মিনিট।



আর পোস্টটিতে কি এমন ছিলো, যা সামুর নীতিমালার সাথে সাংঘর্ষিক।



মডারেশন প্যানেলের উপর ব্লগারদের অভিযোগ আজকে নতুন নয়। অনেক ভালো ব্লগার সামু ছেড়ে গেছে কেবল মাত্র এই মডারেশন প্যানেলের স্বেছাচারিতার কারনে।



আর পোস্ট মুছে দেয়া নিয়ে করা পোস্ট, সম্ভবত সামুর ইতিহাসে এইবারই প্রথম মুছে দেয়া হলো।



প্রিয় ব্লগ মাতা, লাখ টাকার বাগান কি তাহলে দুই টাকার ছাগলে খাচ্ছে??



ধন্যবাদ।

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৪ রাত ৮:৪০

বিপ্লব06 বলেছেন: আপনার ব্যাথা বুঝি। লাখ টাকার বাগান যে হাজার টাকার বাগানে পরিণত হয়েছে সামু টা বুঝে না বোঝার ভান করছে।

আমাকেও কোন ধরনের উস্কানি ছাড়াই একটা কমেন্টের জন্য জেনারেল বানিয়ে দিয়েছে। আমি খুব সতর্কভাবে ব্লগিং/কমেন্ট করেছি যেন কেউ কিছু বলতে না পারে। কিন্তু কে শোনে কার কথা।

২৩ শে মে, ২০১৪ রাত ৮:৪৮

একজন ঘূণপোকা বলেছেন:
আমি একবারও জেনারেল হয় নাই, সেই সেইফ হবার পর থেকে। এখনো সেইফই আছে। ক্যাচাল এড়িয়ে চলি। ফ্রেশ ব্লগিং করার ট্রাই করে যাচ্ছি।

কিন্তু দ্বিতীয় পোস্টটা মুছার কোন কারন খুঁজে পেলাম না, কে সেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর প্রতিনিধি???

২| ২৩ শে মে, ২০১৪ রাত ৮:৫৯

মশিকুর বলেছেন:
পোষ্টে অযৌক্তিক কিছু থাকলে আলোচনা হতে পারে, কিন্তু মুছে দেয়াটা অন্যায়।

২৩ শে মে, ২০১৪ রাত ১০:০১

একজন ঘূণপোকা বলেছেন:
ন্যায়-অন্যায় তাদের কে শিখাবে ???

৩| ২৩ শে মে, ২০১৪ রাত ৯:২৪

মুদ্‌দাকির বলেছেন: সিপি গ্যাং এর পোষ্ট আমি পড়েছি মোবাইলে প্রায় ২০৬ তা গালি তাও শুক্রবার রাত !!! উফ মনে হচ্ছিল আমি ১০ দিন ধরে না পাক :P :P :P :P :P :P

২৩ শে মে, ২০১৪ রাত ১০:২৬

একজন ঘূণপোকা বলেছেন: =p~ =p~ =p~ =p~

কিন্তু পোস্ট মুছে দেয়া নিয়ে করা পোস্ট মুছে দেয়া এইবারই প্রথম

৪| ২৩ শে মে, ২০১৪ রাত ১০:২৬

সোহেল রনি বলেছেন: পোস্ট সরিয়ে দেবার পুর্বে আমি সেটা পড়ার সুযোগ পেয়েছিলাম।

আসলে "গালি" (যেগুলো সিপি গ্যাং ইউজ করে) গুলো ছিল চরম মাত্রায় অশ্লীল।

আপনি মন খারাপ করতে পারেন তবে এ ব্যাপারে আমি ব্লগ কর্তপক্ষের নেয়া সিদ্ধান্তকেই সাপোর্ট করবো।

ধন্যবাদ।

২৩ শে মে, ২০১৪ রাত ১০:৪৯

একজন ঘূণপোকা বলেছেন:
পোস্টটা পুরোটা পড়ে মন্তব্য করলে মনে হয় ভালো হত :)

৫| ২৩ শে মে, ২০১৪ রাত ১১:২৪

মোমের মানুষ বলেছেন: মডারেশনের নামে সেচ্ছাচারিতাই সামুকে ব্লগারহীন করছে

কয়েক বৎসর আগের সামহয়্যার আর আজকের সামহয়্যার দেখুন.....


২৩ শে মে, ২০১৪ রাত ১১:৪৭

একজন ঘূণপোকা বলেছেন:
দুইটা ছবিতে চিত্রটা অনেক সুন্দর ফুটে উঠেছে।

ধন্যবাদ ভাই।

৬| ২৩ শে মে, ২০১৪ রাত ১১:৩০

*কুনোব্যাঙ* বলেছেন: আপনার সিপি নিয়ে পোষ্টটা দেখেছিলাম আমি মডু থাকলে সেটা আমি নিজেও সরিয়ে নিতাম। কারণ গালির লিস্টটা আসলেই মাত্রাতিরিক্ত অশ্লীল ছিলো। তবে সেটা সরিয়ে নেয়ার খবরের পোষ্ট সরিয়ে নেয়া আমিও সমর্থন করলাম না।

২৩ শে মে, ২০১৪ রাত ১১:৪৯

একজন ঘূণপোকা বলেছেন:
আমার মুল অফেন্সটা কিন্তু সেইখানেই, পোস্ট মুছে দেয়া নিয়ে করা পোস্ট মুছে দেয়া।


ধন্যবাদ ভাই।

৭| ২৩ শে মে, ২০১৪ রাত ১১:৪৫

সাদা মনের কালো মানুষ বলেছেন: ব্লগের এডমিনরা থাকবে নিরপেক্ষ কিন্তু এখানে দেখি সবাই এক পক্ষ। অই পক্ষের বিরুদ্ধে কিছু বললেই ব্যান এঁর মতো খড়গ নেমে আসে!! এই সামু আগের সামু নাই!! স্বর্ণা, কলাবাগান গ্রুপ হটাও সামু ছাগু মুক্ত করো!!

২৩ শে মে, ২০১৪ রাত ১১:৫১

একজন ঘূণপোকা বলেছেন:

এটা তো আর নতুন কিছু না, আপনি আরও ভালো জানেন এই ব্যাপারে।

মডারেশন প্যানেল নিয়ে ঝামেলা চলতেই আছে। নিরপেক্ষতা পাওয়াটা টাফ হয়ে যাচ্ছে।

৮| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:১৮

পংবাড়ী বলেছেন: লাখ টাকার ব্লগে কি ২ টাকার ছাগলে লিখছে?

২৪ শে মে, ২০১৪ রাত ১২:২০

একজন ঘূণপোকা বলেছেন:
এখন ব্লগ জোড়া খালি দুই টাকার ছাগলই দেখি

৯| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:২৮

রিফাত ২০১০ বলেছেন: সি পি গ্যাং নিয়ে আমিও একটা পোস্ট দিছিলাম। কই আমার পোস্ট তো মুছলোনা? আপনারটা মুছল কেন? সিস্টেমে লিখেন। সিস্টেমের বাইরে গেলে তো পোস্ট মুছবেই।

ব্যাপার না। টেক ইট ইজি।

২৪ শে মে, ২০১৪ রাত ১২:৩৩

একজন ঘূণপোকা বলেছেন:

জ্বী ভাই, আপনের কাছ থেকে এর পরেরবার সিস্টেম শিখে পোস্ট দিবো।

আর পোস্টটা ভালো করে পড়েন।

১০| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:৪৯

সুমাইয়া আলো বলেছেন: আপনার সেই গালি ভরা পোস্টটি আমি পড়েছিলাম, সেটি আসলেই অশ্লীল ছিল তবে পরের পোস্টটি কেন মুছা হল সেটা সামু মোডারেট বলতে পারবেন।

আর সামু যে আগের মত নাই সেটা ব্লগারদের উপস্থিতি দেখলেই বুঝা যায়।

২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৭

একজন ঘূণপোকা বলেছেন:
হুম!!

১১| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:৫৪

সুমাইয়া আলো বলেছেন: আর একটি কথা কিছু ব্লগারের কারনে আমার দেখা জনপ্রিয় কিছু ব্লগারদের ব্যান করা হই, যেমন পথহারা নাবিক, মোঃ আনারুল ইসলাম কিন্তু এটাও আমার বোধগম নয়। :)

২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৮

একজন ঘূণপোকা বলেছেন:
এই ব্যাপার নিয়ে, আপনার মনে থাকতে পারে, আমি নিজেই একটি পোস্ট দিয়েছিলাম, মডারেটরদের অনুরোধ করে।

কিন্তু কোন লাভ নাই :(

১২| ২৪ শে মে, ২০১৪ রাত ১:১৩

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: আমি এই ব্লগে একদমই নতুন। তাই আপনার ঐ পোস্টদুটো দেখার সৌভাগ্য হয়নি। অনেকক্ষণ ধরেই আপনার পোস্টটি দেখছিলাম। কিন্তু মন্তব্য করার সাহস হচ্ছিল না। অবশেষে অনেক ভেবে মন্তব্য করব বলেই সিদ্ধান্ত নিলাম। ব্লগে নির্বাচনী অথবা পোস্ট মুছে দেয়ার প্রথা সম্পর্কে আপনার পোস্টের মাধ্যমেই জানতে পারলাম। ভালই হল একরকমের। মাত্র জেনারেল হয়েছি এখনও সেফ হতে পারিনি। ভাবছি এই মন্তব্যের পর না আবার ওায়াচে চলে যেতে হয়। তাই নির্বাচকদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ করব যেন আমাকে ওয়াচে না নেয়া হয় এই মন্তব্যের জন্য। যাই হোক যে জন্য মন্তব্য করতে বাধ্য হলাম;

গত ২২ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৭ তারিখে দেখলাম মাইন্ড ট্রাভেলার নামের একজন পোস্ট করেছেন অস্টিনের ইচ্ছা বাবা মা তার সমকামী পরিচয় জেনে যাক শিরোনামে। তারপর উক্ত পোস্ট দেখে উনার পুরো ব্লগ ঘুরে এলাম। দেখলাম ব্লগের বয়স ২ বছর ৯ মাস এবং উনার প্রতিটি লেখা স্পষ্ট প্রতীয়মান যে উনি সজ্ঞানে সমকামীতাকে উস্কে দেয়ার জন্যই দীর্ঘ দিন ধরে এই ব্লগটিকে ব্যবহার করছেন।

গালিগালাজ অবশ্যই গ্রহন যোগ্য নয়। এইজন্য শাস্তি অবশ্যই প্রাপ্য। আপনার পোস্টে যদি গালিগালাজ হয়ে থাকে তবে পোস্ট মুছে দেয়া ঠিকই আছে। কিন্তু এরপরের পোস্ট কেন মুছে দেয়া হল সেটা না পড়ার কারণে বুঝতে পারছিনা। কিন্তু এমন সমকামীতা কি করে নির্বাচকদের চোখের আড়ালে চলে যায় সেটা বুঝলাম না। নাকি এমন পোস্ট দেয়া কোন খারাপ কিছু নয়?

২৮ শে মে, ২০১৪ রাত ৮:০৪

একজন ঘূণপোকা বলেছেন:
কয়দিন থাকেন, চোখ কান খোলা রাখেন সব জানবেন।


ধন্যবাদ। এটাই মনে হয় আমার ব্লগে আপনার প্রথম মন্তব্য।

আশা করি এর পর আবারও আপনাকে আমার ব্লগে পাব :)

১৩| ২৪ শে মে, ২০১৪ ভোর ৬:৩৫

কলাবাগান১ বলেছেন: স্বর্ণা, কলাবাগান গ্রুপ হটাও সামু ছাগু মুক্ত করো!!

১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ :)

১৪| ২৪ শে মে, ২০১৪ সকাল ৮:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
আজকাল ছাগুদের ইতিহাস বিকৃতিকারি পোষ্টও নির্বাচিত পাতায় দেয়া হয়।
Click This Link

১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

একজন ঘূণপোকা বলেছেন:
কিছু বলার নাই!! বিরক্ত হয়ে পড়েছি।

১৫| ২৪ শে মে, ২০১৪ দুপুর ১:১১

জঙ্গীবিমান বলেছেন: প্রিয় ব্লগ মাতা, লাখ টাকার বাগান
কি তাহলে দুই টাকার
ছাগলে খাচ্ছে??

১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

একজন ঘূণপোকা বলেছেন:
খেয়ে একেবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছে।

১৬| ২৪ শে মে, ২০১৪ দুপুর ২:০২

তারাবেষ্ট বলেছেন: ধন্যবাদ সামু!! সিপি গ্যাংকে নিয়ে আমার করা পোস্টটি মুছে দেয়ার জন্য। :) :) :D :D :P :P |-) |-) /:) /:)

১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

একজন ঘূণপোকা বলেছেন:
B:-) B:-) B:-)

১৭| ২৪ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

আমি তুমি আমরা বলেছেন: আপনার মুছে দেয়া পোস্টটি দেখিনি, তাই কোন মন্তব্য করতে পারছি না।

১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

একজন ঘূণপোকা বলেছেন:

দেখার সময়ই তো দেয় নাই। মাত্র দুই মিনিট ছিলো। :(

১৮| ২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৪

সুমাইয়া আলো বলেছেন: @ কলাবাগান১ যে নেহাতি ভদ্রলোক সেটা জানিয়ে গেছেন ;)

১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

একজন ঘূণপোকা বলেছেন: ;) ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.