নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

একজন ঘূণপোকার মে মাসের ১০০% নিরপেক্ষ পোস্ট কালেকশন :D:D:D

০২ রা জুন, ২০১৪ দুপুর ২:০৯





সামু ব্লগের একটা ভালো দিক হচ্ছে, মাসের শুরুতেই বিগত মাসের পোস্ট সংকলন নিয়ে বিভিন্ন পোস্ট সংকলন। কিন্তু এইসব সংকলন নিয়ে মাঝে মাঝেই বিতর্ক উঠে যে, এটা নিরপেক্ষভাবে করা হয় নি।



আনি নিরপেক্ষভাবে একটা সংকলন করার ট্রাই করছি।







☗ ☗☗ “শীতলক্ষ্যায় কেন লাশ ভাসে”?? (বৈজ্ঞানিক ব্যাখ্যাসহ একটি ১৮+ পোস্ট।) ;);):-*:-*





☗ ☗☗ বিয়ে করার আগে ভাইয়া এই ব্যাপারগুলো ভেবে দেখবেন কি?? :):)



☗ ☗☗একবিংশ শতাব্দীতে রবীন্দ্রভাবনাঃ যদি বেচে থাকতেন রবি ঠাকুর, তবে কেমন হত তার জীবন। ;););)





☗ ☗☗প্যারোডিঃ দেশে গুম বলে কিছু নেই (একটি গুমবিষয়ক সংগীত) ;);):P:P





☗ ☗☗সামুতে একজন ব্লগারের জীবন চক্র (আপনি কোন চক্রে আছেন???) :D:D:D



☗ ☗☗গুমোপিডিয়াঃ ২০১০ সাল থেকে কতগুলো মানুষ,কোথায়, কিভাবে হারিয়ে গেলো??? /:)/:)/:)



☗ ☗☗আপনি কখন লেংটি পড়ে বাইরে বের হন /:)/:)/:)





☗ ☗☗প্রিয় ব্লগমাতা জানা আপা, লাখ টাকার বাগান কি দুই টাকার ছাগলে খাচ্ছে???



☗ ☗☗নজরুল জীবনে নারী। (জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রেমিকা ও স্ত্রীগণ) :):):)





:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ দুপুর ২:৪৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :P :P

০২ রা জুন, ২০১৪ দুপুর ২:৫৭

একজন ঘূণপোকা বলেছেন: =p~ =p~ =p~

২| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৩:০৭

নতুন একজন মানুষ বলেছেন: ভাল তবে সবগুলই আপনার ;)

০২ রা জুন, ২০১৪ রাত ৮:১৭

একজন ঘূণপোকা বলেছেন:

১০০% নিরপেক্ষ সংকলন :P :P :P

৩| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৩:২৩

খাটাস বলেছেন: আরে ঘুণ ভাই, :-* আপনি তো তত্ত্বাবধায়ক সরকার প্রধান হউয়ার যোগ্যতা রাখেন। ;) ;) :D :D :D ভাল ভাল B-))

০২ রা জুন, ২০১৪ রাত ৮:১৮

একজন ঘূণপোকা বলেছেন:

হাসিনা খালাকে বলে আবার তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা যদি আনা যেত। B-)) B-)) B-)) B-))

৪| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৩:৪২

ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস দারুণ কাজ করেছেন তো!

০২ রা জুন, ২০১৪ রাত ৮:১৮

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ ধন্যবাদ ;) ;) ;)

৫| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:২৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভ্যালা! :P এই সংকলন নিয়া কেউ কোন কথা বলার সাহসই পাবেনা! ;)

০২ রা জুন, ২০১৪ রাত ৯:৫২

একজন ঘূণপোকা বলেছেন:

নিরপেক্ষ সংকলন। :P :P :P

৬| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন: B-) B-)

সেইরাম সংকলন!!

০২ রা জুন, ২০১৪ রাত ৯:৫২

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ শোভন :P :P :P

৭| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:০৬

সুমন কর বলেছেন: চমৎকার সংকলন!! :D :D

০২ রা জুন, ২০১৪ রাত ১১:০৮

একজন ঘূণপোকা বলেছেন: ;) ;) ;) ;)

৮| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:০৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার দেখা বেস্ট নিরপেক্ষ সংকলন পোস্ট :D

০২ রা জুন, ২০১৪ রাত ১১:১২

একজন ঘূণপোকা বলেছেন:
আবার জিগায় ;)


ধন্যবাদ প্রিয় ব্লগার। :)

৯| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:২০

আরজু পনি বলেছেন:

"অসাধারণ" বলতেই হবে । 8-|

০২ রা জুন, ২০১৪ রাত ১১:৪৯

একজন ঘূণপোকা বলেছেন: =p~ =p~ =p~

ধন্যবাদ আপ্পি

১০| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:২৯

পংবাড়ী বলেছেন:
"আনি নিরপেক্ষভাবে একটা সংকলন করার ট্রাই করছি। "


আপনি কিভাবে নিরপেক্ষ হলেন, ডাক্তার করেছে?

০২ রা জুন, ২০১৪ রাত ১১:৫১

একজন ঘূণপোকা বলেছেন:

আপনি কিভাবে নিরপেক্ষ হলেন, ডাক্তার করেছে?


--- কি বলতে চাইছেন, বুঝি নাই??

১১| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:৩০

প্রবাসী পাঠক বলেছেন: ১০০% নিরপেক্ষ সংকলন।

০২ রা জুন, ২০১৪ রাত ১১:৫৩

একজন ঘূণপোকা বলেছেন:

সামুর ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ সংকলন :P :P :P

১২| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:৫৬

মামুন রশিদ বলেছেন: একশত পারসেন্ট নিরপেক্ষ সহি সংকলন :-B :D



মে মাসে খুব ভালো ব্লগিং করেছেন ।

০৩ রা জুন, ২০১৪ রাত ১২:১৬

একজন ঘূণপোকা বলেছেন:
আমারও তাই মনে হয়।

আমার মত আইলস্যা ১০ টা পোস্ট করে ফেলেছি, ভাবতেই কেমন শিহরণ লাগে।

এটাই হতে পারে আমার বেস্ট ব্লগিং মান্থ :(


ধন্যবাদ প্রিয় ব্লগার :)

১৩| ০৩ রা জুন, ২০১৪ ভোর ৬:২৩

জাফরুল মবীন বলেছেন: সংকলন জগতে নব ধারার সূচনা করায় অভিনন্দন :) =p~ :-B

০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১২:৩৩

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ।

ধন্যবাদ :)

১৪| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১২:২৪

মুদ্‌দাকির বলেছেন: এর চেয়ে নিরপেক্ষ আর হবে না ;) ;) ;) ;)

গুড ওয়ার্ক!! সব গুলোই পড়েছি

০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১২:৩৪

একজন ঘূণপোকা বলেছেন:
জ্বী ভাই, আপনার অনুপেরনা সব সময়ই চলতে সাহায্য করেছে।

মন্তব্যটা ডাবল হয়েছে।


পরেরটা মুছে দিলাম।


শুভ কামনা প্রিয় ব্লগার :)

১৫| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১২:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: খাইছে ! কি কাম করলেন রে ভাই
মাথা নষ্ট ম্যান !!!

০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১২:৩৫

একজন ঘূণপোকা বলেছেন:

B-)) B-)) B-))



আপনিও করে দেখতে পারেন ;)


শুভ কামনা মাহমুদ ভাই :)

১৬| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১০:৫৯

ইমিনা বলেছেন: বাহ্, নিরপেক্ষতার আশ্চার্যরকম প্রমান ভাই :P

০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১২:৩৬

একজন ঘূণপোকা বলেছেন:

বাংলাদেশের #১ নিরপেক্ষে ব্যক্তির পুরস্কারটা কোথায় পাওয়া যায় বলতে পারেন নাকি?? :P :P :P



ভালো থাকবেন ইমিনা।

১৭| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:



এইটা বাদ পরছে এড করে নেন প্লীজ

B-))

০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১২:৩৯

একজন ঘূণপোকা বলেছেন: B-)) B-)) B-)) B-))


আমি তো ভাবছি কোন পোস্ট না কোন পোস্ট।

এইভাবে হাটে হাড়ি ভেংগে দিলে হয়??

আমার কোন মাল্টি নাই ;)


শুভ কামনা ভাই।

১৮| ০৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৬

লিরিকস বলেছেন: +

০৫ ই জুন, ২০১৪ রাত ৮:২৫

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ :)

১৯| ০৫ ই জুন, ২০১৪ রাত ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঘুণ ভাই দুষক কইরেন না।

তত্ত্ববধায়ক নাইতো কি হইচে.. নির্ভাচন কমিশনারের পোষ্ট আছে না।!!

ঐ বেটাতো আমেরিকায় পলাইয়া থাইকা .. কলিগদের দিয়া কাম সারাইছে।

আপনিতো বাপের বেটা- ১০০% নিরপেক্ষ ছিলেন, আচেন দেশে বসেই ;) :)

সো তারে বিদায় আপনার ইন =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৩৮

একজন ঘূণপোকা বলেছেন:
দারুন বলছেন মিয়া ভাই।

আমি নির্বাচন কমিশনার হইতে চাই।




আমার মত নিরপেক্ষ ব্যক্তিছাড়া এই শিশুদের কি হপে :P :P :P

২০| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:২১

আমার আমিত্ব বলেছেন: ও!

এ দেখি সবই আপনার লেখা।

ভালো হয়েছে।

মজা হয়েছে।

শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.