নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

টেকি পোস্টঃ সাধের কম্পিউটার বা ল্যাপিটা সমস্যা করছে? চলুন নিজে নিজেই সমস্যাগুলি ফিক্স করি। :):):) সাথে একজন ব্লগারকে জন্মদিনের শুভেচ্ছা

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৫







কম্পিউটার বা ল্যাপি মাঝে মাঝেই সমস্যা করবেই।অনেকে ঘাবড়ে যান। সার্ভিসিং সেন্টারে নিয়ে যান কিংবা বাসায় লোক ডেকে আনেন সমস্যাগুলি ফিক্স করার জন্য। কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায় সমস্যাগুলি খুব বেশি মারাত্মক কিছু না-যা নিয়ে সার্ভিসিং সেন্টার পর্যন্ত যেতে হবে। বেশির ভাগ সমস্যাগুলিই সামান্য কয়েকটি ট্রাবলসুটিং টিপস ব্যবহার করেই সমাধান করা যায়।









সার্ভিসিং সেন্টারের দ্বারস্থ হবার আগে কিংবা অন্য কারো হেল্প নেবার আগে আপনি নিচের দশটি টিপস ব্যবহার করেই সমস্যার সমাধান করতে পারেন কিংবা সমস্যাটিকে চিহ্নিত করতে পারেন। সমস্যা চিহ্নিত হলে এই সাইটে :P গিয়ে সমাধানও পেতেও পারেন- নিজে নিজেই। আমি যে টিপসগুলি দিতে যাচ্ছি তার অনেকগুলিই আপনার জানা।









টিপস নাম্বার-০১:রিবুট বা রিস্টার্স্ট



পিসি, ল্যাপি, মোবাইল কিংবা বেশিরভাগ ইলেকট্রিক্যাল ডিভাইসের প্যারাসিটামল বলতে পারেন- রিবুট বা রিস্টার্টকে। এইটা কোন সমস্যাকে ফিক্স করে না কিন্তু দ্রুত আপনার কম্পিউটারকে ব্যবহারের অবস্থায় নিয়ে আসে। এমনকি অনেক সময় দেখা যায় কম্পিউটার চালু হচ্ছে কিন্তু পর্দা কালো হয়ে আছে, সেক্ষেত্রেও আপনি রিবুট বা রিস্টার্ট বাটনটি ব্যবহার করতে পারেন। যে কোন টেক পার্সন, কোন সমস্যা হ্যান্ডেল করার শুরুতেই রিস্টার্স্ট বা রিবুট বাটনটি ইউজ করে।







টিপস নাম্বার-০২:স্ক্যান



আপনি আপনার ডিভাইসে এন্টিভাইরাস ব্যবহার করা স্বত্তেও ভাইরাস আপনার পিসিতে আক্রমন করতে পারে।বেশিরভাগ ভাইরাস, উইন্ডোজ কিংবা অন্যান্য প্রোগ্রাম ফাইলের ভিতরে লুকিয়ে থেকে এন্টিভাইরাসকে ফাকি দেয়। এতে করে কম্পিউটার নানা রকম সমস্যা করে।



ভালো একটি এন্টিভাইরাস দিয়ে সম্পুর্ণ কম্পিউটার স্ক্যান করে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সম্পুর্ণ কম্পিউটার স্ক্যান করতে মোটামুটি ভালোয় সময় লাগবে- কাজেই হাতে পর্যাপ্ত সময় নিয়ে এই কাজে হাত দিবেন।



কিছু এন্টিভাইরাসের নাম পেতে এই সাইটে যেতে পারেন।







টিপস নাম্বার-০৩:রিইনস্টল



যদি কোন নির্দিস্ট সফটওয়্যারে সমস্যা দেখা দেয়, তবে আপনি একবার রিইনস্টল করে দেখতে পারেন, এটা অনেকটা রিবুটিং এর মতই। কিন্তু এটি আপনাকে দীর্ঘ-মেয়াদি এবং কার্যকর একটি সমাধান দিবে।



নিচের চিত্রে ইউন্ডোজ সেভেনে সফটওয়্যার আন-ইনস্টল করার পদ্ধতি দেখানো হয়েছে। :P





ভালো কথা, যদি আপনার সফটওয়্যারটিতে কোন গুরুত্বপুর্ণ ডাটা থাকে, তবে অবশ্যই ব্যাক-আপ রাখবেন। কারন আন-ইনস্টল করার পর আগের সব ডাটা হারিয়ে যাবে-এটা তো আর বলে দিতে হবে না!!!







টিপস নাম্বার-০৪:পোস্ট (POST) কার্ড



পিসিকে যখন চালু করা হয়, তখন এটি তার প্রতিটা কম্পোনেন্টকে চেক করে। এটাকে বলে পাওয়ার অন সেলফ টেস্ট (Power-On Self-Test বা সংক্ষেপে POST)। কম্পিউটার মাদারবোর্ডের পিসিআই (PCI) পোর্টে একটি কোড পাঠায়-বিভিন্ন অংশের অবস্থা জানিয়ে।



আপনি স্বল্পমুল্যের পোস্ট-কোড চেকার ব্যবহার করে কোন পার্টসের সমস্যা তা জানতে পারেন, এমনকি যদি আপনার পিসি ঠিক মত বুট নাও হয়।



বিস্তারিত জানতে এইখানে আলতো একটি ঘুতা দেন।





টিপস নাম্বার-০৫:রেজিস্ট্রি ক্লিনার



যারা র্যাবনডমলি সফটওয়্যার ইনস্টল করেন, তাদের জন্য এইটা একটা গুরুত্বপুর্ন টিপস। নেটে সফটওয়ার পাইলাম, আর ইনস্টল করলাম- তাদের জন্য এইটা মাস্ট।পুরাতন, বাজে এবং বেহুডা জিনিস ক্লিন করতে খুবই উপযোগী এই রেজিস্ট্রি ক্লিনার। এটা আপনার কম্পিউটারকে দ্রুত চালু করতেও সাহায্য করে।



এখানে অনেকগুলি রেজিস্ট্রি ক্লীনারের নাম ও ডাউনলোড লিঙ্ক দেয়া আছে, আমার কাছে সিক্লিনার-টাকেই বেস্ট মনে হয়েছে এবং এইটাই আমি মাঝে মাঝে ইউজ করি।



আজকে এই পর্যন্তই। অনেকদিন পর পোস্ট দিলাম।



উপরের পিচ্চির ছবিটা দেখেই নিশ্চয় মনে নানা প্রশ্ন উকি দিচ্ছে। আসুন এইবার সব খোলাশা করে দেই।



কালকে আমাদের অঘটনঘটনপটিয়সী আমাকেই আমারই একটা পোস্টে মন্তব্য করে, জানান যে ১৭ অগাস্ট সামু ব্লগের সবচেয়ে হিট ব্লগার-দ্য হিট ম্যান, টেকি ব্লগার, রম্যরাজা- নাফিস ইফতেখারের জন্মদিন।



আমি জানতাম সায়মা আপ্পি, আর নাফিস ভাইয়ের জন্মদিন একইদিনে। কিন্তু কেমন করে জানি ভুলে গিয়েছিলাম। নাফিস ইফতেখারকে সব সময়ই বস মেনে এসেছি।যদিও তার মতন ব্লগিং করা ইচ্ছা থাকলেও করতে পারি না, মেধার কারনে এবং আইলস্যামির কারনে।







গুরুকে লেইট হ্যাপি বার্থডে জানিয়ে এই পোস্ট তাকেই উৎসর্গ করলাম। হ্যাপি বার্থডে গুরু। খুব করে স্বপ্ন দেখি আপনি একদিন ফিরে আসবেন। ফান পোস্ট, টেকি পোস্ট দিয়ে আবার সামু মাতাবেন।



উপরের ছবিটা আমার গুরু বাচ্চাকালের ছবি আর এই ছবিটা পেয়েছি ‘নাসার মা’র পোস্ট থেকে।



বড় নাফিস ইফতেখার।























মন্তব্য ৬২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৯

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




কেমন আছেন? পোষ্টে পেলাচ দিছি!!! :P

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৬

একজন ঘূণপোকা বলেছেন:
ভালোই আছি ভাই, আপনি কেমন আছেন?? প্রথম মন্তব্যের সাথে প্রথম প্লাস পেয়ে ভালো লাগছে।

২| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৫

মুদ্‌দাকির বলেছেন: বড়ই উপকারী পোষ্ট +++

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৬

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ ভাই।

৩| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় হায় করছেন কি!!?

গুরুর সেকাল একাল একাকার করি ফেলছেন ;)

চেহারাতো ছোটকালেরটাই মনে হয়;) খালি একুট বড় হই গেছে ; :P =p~ =p~

আপনার মাধ্যমেই লেট জন্মদিনের শুভেচ্ছা উনার জন্য।

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৭

একজন ঘূণপোকা বলেছেন: =p~ =p~ =p~ =p~

হুম!!

নাফিস ভাই এত্তোগুলা কিউট ;)


ধন্যবাদ

৪| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১১

মোমের মানুষ-২ বলেছেন: প্রথমেই সায়মা আপ্পি, আর নাফিস ইফতেখার ভাইকে জন্মদিনের শুভেচ্ছা......

কম্পিউটারের কমন প্রবলেম গুলো থেকে বাচার জন্য খুবই কাজের একটি পোস্ট, পোস্টে প্লাস।

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৮

একজন ঘূণপোকা বলেছেন:

অনেক ধন্যবাদ ভাই পড়ার জন্য।


খুবই সাধারন কিছু টিপস। সবারই জানা।

৫| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২২

লিমন আজাদ বলেছেন: কাজের পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ। :)

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৩

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ লিমন আজাদ

৬| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৬

না পারভীন বলেছেন: ঘুন পোকা ভাই, আমার ডিভিডি গুলা যে চালাতে পারছিনা এর সমাধান কি। ডিস্ক অল্প পুরান। আস্তে ঘুরে ৫ নং ৬ নং ছবি দেখা যায় না। কপিও হয় না।
আপনার জানা আছে?

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০১

একজন ঘূণপোকা বলেছেন: ডিস্কে কি দাগ আছে??

আর আস্তে ঘুরে বলতে কি বোঝাতে চাচ্ছেন??


এই ব্যাপারে আমার তেমন ক্লিয়ার ধারনা নেই, আমি একটু খুঁজে, জেনে আপনাকে জানাবো আপ্পি

৭| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৩

সুমন কর বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ। প্রিয়তে রাখলাম।


++++

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২১

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ ভাই।


অনেক অনেক কৃতজ্ঞতা

৮| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০২

অঘটনঘটনপটীয়সী বলেছেন: প্রথম ছবিটা দেখে কমেন্ট করতে চলে আসলাম। পোস্টটা পরে পরবো।


ভাই, এইটা কি ছবি দিলেন? এত্ত এত্ত ছবি থাকতে এই ছবিটাই আপনার পছন্দ হইলো! :P :P :P

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫

একজন ঘূণপোকা বলেছেন:
=p~ =p~ =p~



ছবিটা সুন্দর না?? ;)


সেন্সর্ড করা আছে তো :P :P :P

৯| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৫

অঘটনঘটনপটীয়সী বলেছেন: অতি উৎসাহে মন্তব্য করতে গিয়ে পড়বো টা পরবো হয়ে গিয়েছে। দুঃখিত। :(

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫

একজন ঘূণপোকা বলেছেন:

বুঝতে পারছি।

১০| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৭

আরজু পনি বলেছেন:

শুভেচ্ছা রইল
বাচ্চা ভয়ঙ্কর...
নাফিসকে অনেকই মিস করি ব্লগে ।

নিজের কাজে লাগবে আশায় প্রিয়তে নিলাম ।।

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২০

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন আপ্পি

১১| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৪৬

ঢাকাবাসী বলেছেন: ভাল পোষ্ট, কাজে লাগবে।

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২১

একজন ঘূণপোকা বলেছেন:

:) :) :)

১২| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৯

জাফরুল মবীন বলেছেন: কাজের পোস্ট!

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৩

একজন ঘূণপোকা বলেছেন:

:) :) :)

১৩| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কয়েকদিন থেকে আমার পিসিতে একটা সমস্যা হয়েছে। উইন্ডোজ সহজে খুলছে না। রি-স্টার্ট বাটনে (সিটিআরএল + এএলটি + ডেল) বার বার প্রেস করে একবার খুলছে, কখনো আদৌ খুলছে না। সমাধান কী বলবেন?

ধন্যবাদ।

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৮

একজন ঘূণপোকা বলেছেন:


আপনি কি ভার্চুয়াললি, মানে স্টার্ট বাটন থেকে রিস্টার্ট দেয়ার ট্রাই করেছেন বা দিয়েছেন???

১৪| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০১

মামুন রশিদ বলেছেন: আমার মত টেকিমূর্খের জন্য এটা আদর্শ পোস্ট । সাথে করে নিয়ে গেলাম ।

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৯

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।

১৫| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ++

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৯

একজন ঘূণপোকা বলেছেন: :) :)

১৬| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৫

ইমিনা বলেছেন: পোস্ট লিংক রেখে দিলাম। ভবিষ্যতে কাজে লাগবে মনে হয়।

ভালো থাকবেন সব সময়।।

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩০

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ ইমিনাপু :)

১৭| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৭

খাটাস বলেছেন: ++++ সহ বক্সে। ভাল কাজ ঘুণে ভাই। :)

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩১

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ ভাইজান :)

১৮| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৩

শুঁটকি মাছ বলেছেন: শুরুর পিচ্চি বাচ্চাটা কে??????

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪০

একজন ঘূণপোকা বলেছেন: B:-) B:-) B:-) :P :P :P

নাফিস ইফতেখার

১৯| ১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

শুঁটকি মাছ বলেছেন: তাই ধারনা করছিলাম =p~ =p~ =p~ =p~ :P :P :P :P

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৪

একজন ঘূণপোকা বলেছেন: :P :P :P :P

২০| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৪

In2the Dark বলেছেন: ভালই ......... কাজে লাগবে মনে হচ্ছে।

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৭

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ :)

২১| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৬

আম্মানসুরা বলেছেন: বাহ!! এত ভাল ডাক্তার আমার বন্ধু তালিকায় আছে ভাবতেই ভালো লাগছে B-)

এখন থেকে পিসির সমস্যা মাঝে মাঝে ইনবক্স করমু নে B-))

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৮

একজন ঘূণপোকা বলেছেন:
ঠিক্কাছে, আশা করি এই স্টেপগুলি ফলো করলেই আর আমাকে ইনবক্স করতে হবে না :)

২২| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: পোস্টে ভাল লাগা । কাজের পোস্ট। আর নাফিস ইফতেখার ভাইকে জন্মদিনের শুভেচ্ছা ।

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৯

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ ভাইজান

২৩| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ২:৪৬

ডি মুন বলেছেন: কাজের পোস্ট প্রিয়তে নিয়ে রাখলাম
ধন্যবাদ

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৬

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ

২৪| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জানা গেল কিছু। কাজে ও লাগতে পারে :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৫

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ প্রিয় কবি :)

২৫| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: কামের পুষ্ট! তুবে, হিটম্যান এর স্মরণ সার্থক হইয়াছে ... ;)

১১ নাম্বার পিলাচ!

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৬

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার :)

২৬| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২০

লিরিকস বলেছেন: ডাবল +

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৮

একজন ঘূণপোকা বলেছেন: ডাবল ধন্যবাদ

২৭| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, তবে আমি কিন্তু স হজে কারো দারস্থ হই না, আর কখনো এন্টি ভাইরাস ব্যব হার করি না, কারণ এন্টি ভাইরাসকে আমার কাছে সব সময়ই ভাইরাস মনে হয় :D

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯

একজন ঘূণপোকা বলেছেন:
এন্টি ভাইরাস এক প্রকার ভাইরাস বৈ কি ;)

২৮| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাল ও দরকারী পোস্ট! কিন্তু অনেক কিছুই মাথার উপর দিয়ে গেছে, নিজে একটু গাধা হওার কারনে!

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৬

একজন ঘূণপোকা বলেছেন:
ব্যাপার্স না!!


কি কি বুঝেন না, বলেন। বুঝিয়ে দেই ;)

২৯| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৮

আবু শাকিল বলেছেন: কামের পোস্ট।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ ভাই

৩০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

একলা ফড়িং বলেছেন: আমার মত যারা আছে ছোটখাট যা হোক কিছু একটা হইলেই ফোনে/ফেসবুকে ভাই-বন্ধুদের অস্থির করে ফেলে তাদের জন্য কামের পোস্ট!! B-) B-)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬

একজন ঘূণপোকা বলেছেন:
আশা করি ফড়িং এর কাজে লাগবে :)

৩১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২১

আমি তুমি আমরা বলেছেন: ভাল পোস্ট।

না ই কে জন্মদিনের শুভেচ্ছা।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৭

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.