নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

একজন ঘূণপোকা ও তার আম্মুর মধ্যকার কথোপকথন B-)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩







১ম শ্রেনিঃ



আম্মু(আদরের সাথে)- "আব্বু আস, আমার কাছে আস পড়তে আস।"

আমি(আল্লাদসহ আবদারের ভঙ্গিতে)- "আরেকটু খেলি গাড়িটা নিয়া"







৫ম শ্রেনিঃ



আম্মু(রাগের সাথে)- "ঐ পোলা খালি লাফালাফি। যা পড়তে বয়"

আমি(ভীত গলায়)-"বসতাছি আম্মু"







৮ম শ্রেনিঃ



আম্মু( লাঠি হাতে)- "ঐ ফাঁকিবাজ পড়াশনা নাই?? বইলি পড়তে??"

আমি(হাল্কা প্রতিবাদী স্বরে)- "আহা!! যাইতাসি পড়তে"







১০ম শ্রেনিঃ



আম্মু( হিউজ রাগ নিয়া)- "ঐ সামনে না তোর মেট্রিক পরীক্ষা, কোন চিন্তা আছে?? "

আমি(মোটামুটি রাগ নিয়া)- "আরে পড়তাসি পড়তাসি। দেহুমনে মাইনশের পোলাপাইন কি করে... হুহ! "







১১শ শ্রেনিঃ



আম্মু(ভ্রু কুঁচকাইয়া)- "একবার এ প্লাস পাইয়া ডিউটি শেষ। এইবার তো থ্রিও পাবি না। পড়তে বসার দরকার নাই। যা মন চায় তাই কর।"

আমি(নিচের দিকে তাকাইয়া)-"পরীক্ষা আসুক পরে দেখা যাইব "







১২শ শ্রেনিঃ



আম্মু(চোখে আগুন নিয়া)- "মানুষ ইন্টার পরীক্ষার আগে বাথরুমেও বই নিয়া যায় আর তুই বই পড়ার ডরে বই রাইখা বারবার বাথরুমে যাস... থাক তুই বাথরুমেই থাক।"

আমি(সেইরকম রাইগা)-"পরীক্ষাডা যখন আমার চিন্তাও আমার। ক্যামনে রেজাল্ট ভাল করা লাগে আমি বুঝমু। তুমি চুপ থাক।"







বি এস সি ফার্স্ট ইয়ারঃ



আম্মু(হাল্কা রাগ নিয়া)- "কিরে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হইয়া তো পড়া ছাইড়াই দিছিস। পরীক্ষার আগের রাত্রে পইড়া কি রেজাল্ট করবি?"

আমি (নরমালি)- "ভার্সিটির পড়া এমনই। পরীক্ষার আগেই পড়ে সবাই।"







বি এস সি থার্ড ইয়ারঃ



আম্মু(হাসিমুখে)- "কিরে আর কয়দিন??"

আমি(ইমোশনলেস)-"এইতো আর এক বছর"







বি এস সি শেষঃ



আম্মু(রাইগা)- "কিরে তুই অফিসে না যাইয়া ঘুমাইতাস ক্যান? ভার্সিটি যাবি? (আমার হ্যা ভঙ্গিতে মাথা নাড়া দেখে) তোর না শেষ আবার কি কাজে ভার্সিটি যাস?? তোর ফাঁকিবাজিটা আর গেলো না??"



আমি(রাইগা)-"আমি ঝুইলা রইনাই। ভার্সিটিতে যাই থিসিস করতে।আর এখন পড়া শেষ করার জন্য এত তাড়াহুড়া কিসের অ্যা?? সার জীবন ধইরা ঠেলস পড়তে বয় পড়তে বয় কইরা। আর এহন সহ্য হয়না? যামু না চাকরিতে। আমি মাস্টারস করমু, এম বি এ করমু, প্রয়োজনে পি এইচ ডি করমু। এতদিন না পইড়া তোমার জান জ্বলাইসি এহন পইড়া জ্বলামু " :P:P:P



মন্তব্য ৬৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪

সোহানী বলেছেন: হাহাহাহাহাহা..........

এতদিন না পইড়া তোমার জান জ্বলাইসি এহন পইড়া জ্বলামু " :P:P:P

প্রতিটি পয়েন্ট একদম খাটি...... তাই +++++

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৩

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ সোহানী আপ্পি। প্লাস ও কমেন্টে কৃতজ্ঞতা জানবেন :)

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯

রমিত বলেছেন: আমার জীবনের সাথে অনেকটাই মিলে যায়!!!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪

একজন ঘূণপোকা বলেছেন:
আমাদের সবার জীবনটাই মোটামুটি এইরকম।


ধন্যবাদ রমিত ভাই :)

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৬

ইমিনা বলেছেন: বুড়া বয়সে তাহলে পড়ালেখার মর্যাদা বুঝতে পারছেন? ;)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬

একজন ঘূণপোকা বলেছেন:
হুম।

চাকুরী করা থেকে পড়াশোনা অনেক মজা :)

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মায়েরাতো এমনই হয় । হাহাহাহা

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭

একজন ঘূণপোকা বলেছেন:
মায়েরা এমনই হয়।

ধন্যবাদ ভাই :)

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২০

স্বপ্নছোঁয়া বলেছেন: পড়াশুনার শেষের দিকে আইসা সবার কি একই দশা হয় নাকি? লিখাটা পড়ে ব্যাপক মজা পাইলাম :) চাকরির চেয়ে পড়াশুনাই ভাল ইচ্ছেমত ফাকি মারা যায় :P

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮

একজন ঘূণপোকা বলেছেন: চাকরির চেয়ে পড়াশুনাই ভাল ইচ্ছেমত ফাকি মারা যায়


আবার জিগস ;)


ধন্যবাদ ভাই

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

আবু শাকিল বলেছেন: ফেবু তে একবার পড়ছি।আর এইখানে কমেন্টস দিলাম :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০০

একজন ঘূণপোকা বলেছেন:

এইটা মুলত একটা ফেইসবুক স্ট্যাটাস


অনেক দিন কোন পোস্ট দেয়া হয় না বিধায়, ছবিগুলি এড করে পোস্ট হিসেবে চালিয়ে দিলাম ;)

আইলস্যা তো :P :P :P



অনেক অনেক অনেক কৃতজ্ঞতা ভাই

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ঘটনার সত্যতা আছে!
হাসতে হাসতে পরান যায়......... B-) ;)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ ভাই :)

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৯

ডি মুন বলেছেন: এতদিন না পইড়া তোমার জান জ্বলাইসি এহন পইড়া জ্বলামু :P :P :P


হা হা হা হা হা

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৬

একজন ঘূণপোকা বলেছেন: :P :P :P :P

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ :-B :-B :P ..

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৭

একজন ঘূণপোকা বলেছেন: :P :P :P :P

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪

ইছামতির তী্রে বলেছেন: ঘটনা সত্য। খুব মজা পেলাম। ধন্যবাদ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৮

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ ইছামতির তী্রে

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬

জেরিফ বলেছেন: :-B :-B

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৮

একজন ঘূণপোকা বলেছেন: :P :P :P

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: :#) :#) :#)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯

একজন ঘূণপোকা বলেছেন: :P :P :P :P

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: এতদিন না পইড়া তোমার জান জ্বলাইসি এহন পইড়া জ্বলামু " :P:P:P
ভাই এত দুষ্টু কেন ? ;)
কেমন আছেন ভাই ?

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০

একজন ঘূণপোকা বলেছেন:
=p~ =p~ =p~


ভালো আছি ভাইজান। আপনি ভালো তো??

১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার কাছে এই বছরের সেরা মজার পোস্ট। সেই ছোটবেলায় চলে গিয়েছিলাম !! আপনি পারেনও ----------
আন্তরিক ধন্যবাদ এত মজার একটি পোস্ট শেয়ার করার জন্য

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

একজন ঘূণপোকা বলেছেন:


অনেক বড় একটা কমপ্লিমেন্ট দিলেন আপ্পি, অনেক অনেক কৃতজ্ঞতা।


১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগলো।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ ভাইজান

১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

লাজুক ছেলে...... বলেছেন: পি এইচ ডি'র পর আর কি কি করবেন সেইটা চিন্তা করছেন? আর আন্টি বিয়া'র কথা কিছু কয় না ?

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

একজন ঘূণপোকা বলেছেন:
নাহ ভাই, উনার মুখে এখনো এই কথাটা শুনলাম না :(


তয় আব্বু মাঝে মাঝেই পাত্রীর সন্ধান দেন ;)

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

সেলিম আনোয়ার বলেছেন: জোকস অফ দা ডে । !:#P এখন পড়ালেখাই করবো । ;)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

একজন ঘূণপোকা বলেছেন:
লেখাপড়া অনেক শান্তির ;)


১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

অঘটনঘটনপটীয়সী বলেছেন: সার্বজনীন সমস্যা রে ভাই। আমারো সেইম কেইস। /:)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

একজন ঘূণপোকা বলেছেন:

আসলেই আপ্পি, সার্বজনীন সমস্যা।

১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :P :P :P :P

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৪

একজন ঘূণপোকা বলেছেন: ;) ;)

২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫৬

বাংলাদেশী দালাল বলেছেন: লেখক বলেছেন:
নাহ ভাই, উনার মুখে এখনো এই কথাটা শুনলাম না

=p~ =p~ =p~


+++++++

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

একজন ঘূণপোকা বলেছেন: :(( :(( :(( :((

২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৪

তোমোদাচি বলেছেন: এতদিন না পইড়া তোমার জান জ্বলাইসি এহন পইড়া জ্বলামু ...

হাসতে হাসতে শেষ :D


বুড়া হয়ে গেলাম ... এখনো খালি পড়তাছি আর পড়তাছি ...

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৭

একজন ঘূণপোকা বলেছেন:
ডাক্টার নাকি আপনি???




ধন্যবাদ ভাই, শুভ কামনা রইলো

২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৯

জুন বলেছেন: মজা পেলাম =p~
ঠিক ঠিক আমার ছেলের মত B-)

একদম বাস্তব প্রায় মানুষের জীবনেই ঘুনপোকা #:-S

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

একজন ঘূণপোকা বলেছেন:
আপ্পি!!! এই লন মন্তব্যের উত্তর =p~ =p~ =p~ =p~

আমি একটু আইলস্যা তো, তাই সব কিছুতেই দেরী হয়। :(


আপনিও আমার আম্মুর মত মাঝে মাঝে লাঠি থেরাপি দিবেন, দেখবেন সব ঠিক

একদম বাস্তব প্রায় মানুষের জীবনেই ঘুনপোকা

< সহমত আপ্পি

২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: মজা পাইলাম। তবে লেখা পড়তে পড়তে আমার লাইফের একটা চরমতর ভুলের ইতিহাস মনে পইড়া গেলো। পড়াশুনা নিয়া মা'র হাতে পিটানি খাওয়ার কোন অন্ত নাই আমার। এরমধ্যে একবার বাজারে লম্বা টাইপ বল পয়েন্ট কলম আসছিলো। মোটামুটি এক কি দেড় ফুট লম্বা। আমি বায়না ধরলাম ঐ কলম কিনুম। যাইহোক, বায়না ধইরা আদায় করলাম একটা কলম। মা কলমটা দেইখাই কয় বাহ কলমটা ভালো আছে তো, আমারো কাজে লাগবো। তখনও বুঝিনাই কলমটা মা'র কোন বিশেষ কাজে লাগতে পারে। লম্বা কলম শখ কইরা কিনলেও লেখালেখির জন্য ইয়া লম্বা সাইজ কলম ছোট হাতে সুবিধা করতে পারতোনা। কিন্তু মা'র সুবিধা হইলো মা ঐ কলম দিয়া আমারে বেশ ভালো মাইর দিতে পারে। রাবারের লম্বা কলম হালকা একটা বাড়ি পড়লেই মনে হইতো জীবটা গেলো বুঝি, কোন ভুতে আমারে ঠেলছিলো এই কলম কিনতে :((

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

একজন ঘূণপোকা বলেছেন:

আমি তখন অনেক পিচ্ছি, তখন আই কললগুলি বের হইসিলো। আমার জন্য আব্বু একবার একটা এই কলম কিনে এনেছিলেন দেখে আমি অনেক খুশি হইসিলাম।


কিন্তু সেই কলম দিয়ে আমার কোন বিদ্যাশিক্ষা হয়নি। আপনার আম্মুর মতই আমার আম্মু তা, আমাকে থেরাপি দিতে ব্যবহার করেছিলেন :(( :(( :((

২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪

মুদ্‌দাকির বলেছেন:

বাস্তব গল্প :) :) :)

আমার মা একেবারে নিশ্চিত ছিলেন যে আমি ইন্টারে ফেল করব :P :P :P :P

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

একজন ঘূণপোকা বলেছেন:


আম্মুরা এমনই হয় ভাই :P :P :P

২৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০

মামুন রশিদ বলেছেন: হাহাহা, মজা পেয়েছি :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই

২৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

ঢাকাবাসী বলেছেন: একদম বাস্তবভিত্তিক, ভাল লাগল।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ ভাই

২৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৭

সুমন কর বলেছেন: হাহাহাহাহাহা..... !:#P !:#P মজার।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৮

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ :)

২৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পড়াশুনার সময়কাল টা মজার। কত্ত কত্ত সময়, :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৫

একজন ঘূণপোকা বলেছেন:

পড়াশোনার সময়কালটা যে কত্তো মজার তা, বোঝা যায় যখন পড়াশোনা করার বয়সটা পার হয়ে যায় :(


ধন্যবাদ ভাই :)

২৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++ ব্যাপক মজা পাইলাম ভ্রাতা :)


ভালো থাকবেন সবসময় :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৬

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ অর্পূণ ভাই :)

৩০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা! মজা পেলাম! আর মায়েরা তো এমন-ই হয়! তবে আপনার পড়ার আগ্রহটা আরো বেশি মজার!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

একজন ঘূণপোকা বলেছেন:

:) :)


ধন্যবাদ

৩১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২২

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~

৩২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২০

আলম দীপ্র বলেছেন: ফেবুতে পড়েছিলাম । হাহা B-)) B-)) B-))
আবার পড়লাম :-B :-B

৩৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:১৫

Shahrukh Parvez Shourov বলেছেন: আচ্ছা নাইনের ব্যাপারটা বুঝলাম না, তখন এতো আদর কিরে ক্যান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.