নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইলস্যা ব্লগার

একজন ঘূণপোকা

ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।

একজন ঘূণপোকা › বিস্তারিত পোস্টঃ

টেকি পোস্টঃ সামুতে ছবি আপলোড সমস্যার সমাধান। তিনটি সহজ ধাপ। :D:D:D

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২০









সামুতে ছবি আপলোড নিয়ে সব ব্লগারই এখন সমস্যার পরছেন।আগেও মাঝে মাঝে এই বাগটি ব্লগারদের বিরক্ত করত, কিন্তু সমস্যাটি এখন আগের চেয়েও আরও প্রকট আকার ধারণ করেছে। ছবিযুক্ত করুন -অপশন থেকে ছবি আপলোড করতে গেলে, নিচের এররটি শো করছে (যদিও ইমেজ সাইজ ৫০০ কেবি থেকে কম)ঃ



The upload path does not appear to be valid. Allowed Image Types: .jpg,.jpeg,.gif,.bmp­,.png Allowed Image Size: Not more than 500KB



চলুন দেখি সবচেয়ে সহজে এবং ঘূণপোকা কি প্রসেসে সামুতে পিক আপলোড করে।









ধরি আমাদের সামুর এই ব্যানারটি আপলোড করতে হবে। এখন আমি আপনাদের দেখাবো ধাপে ধাপে কিভাবে এই ব্যানারটি আপলোড করতে হবে।





ধাপ-০১ঃ



প্রথমে পোস্টের কোন জায়গায় ছবিটি আপলোড করতে চান, সেখানে মাউস দিয়ে ক্লিক করে এই লিঙ্কে ক্লিক করুন। নিচের ছবিটির মত একটি ওয়েব পেইজ লোড হবে। উপরের ডান পাশে সাইন-আপ অপশন থেকে আপনার সুবিধার জন্যই সাইন-আপ করে নিন। সাইন আপ না করলেও হবে। কিন্তু তখন একটু বাড়তি ঝামেলা পোহাতে হবে।





আশা করছি আপনি সফলভাবে সাইন-আপ করতে পেরেছেন। এবার উপরের বাম পাশের কর্নারের আপলোড ইমেজ লেখা অপশনে ক্লিক করুন।



তারপর নিচের ছবিটির মত একটি পপ-আপ ইউন্ডো আসবে।

সেখান থেকে ব্রাউজ ইউর কম্পিউটার -এ ক্লিক করুন। কম্পিউটারের যেখানে ছবিটি রাখা আছে, সেখান থেকে মার্ক করে, ওপেন অপশনে ক্লিক করুন।







ধাপ-০২ঃ



এবার নিচের ছবির মত একটি পপ-আপ ইউন্ডো আসবে। নিচের ১ নম্বর বক্সে দেখানো বক্সটি ক্লিক করে টিক মার্ক করে, দুই নাম্বার বক্সের স্টার্ট আপলোড -এ ক্লিক করুন।





আপলোড শেষ হলে সেইভ করুন। নিচের ছবিটি দেখুন।





সেইভ করার পরে নতুন একটি ইউন্ডো আসবে, সেখানে থেকে ডিরেক্ট লিঙ্কটি কপি করুন।





ধাপ-০৩ঃ



সামুর লেখায় ছবি যোগ করুন অপশনে ক্লিক করুন।





নতুন একটি পপ-আপ ইউন্ডো আসবে। সেই বক্সের উপরের ইউ আর এল থেকে অপশনে লিক করলে লিঙ্ক যোগ করার অপশন আসবে। সেখানে পূর্বে কপি করা লিঙ্কটি পেস্ট করে দিন। বক্সে যে http:// লেখা আছে, সেটি অবশ্যই কেটে দিবেন এবং পেস্ট করা লিঙ্কের প্রশ্ন মার্ক (?) এবং নাম্বারটি কেটে দিবেন।





এবার ছবিটি দেখুন অপশনে ক্লিক করুন, বাম পাশের কোনায় নিচের দিকে আলোচ্য ছবিটি ছোট করে শো করবে।



ছবির দায়-দায়িত্ব আপনার নিশ্চিত করতে, বাম পাশের একেবারে নিচের দিকের বক্সটি টিক মার্ক করে ইন্সার্টে ক্লিক করুন।











এটাই আমাদের আলোচ্য ছবি।



এভাবে বাকী ছবিগুলি (যদি থাকে) আপলোড করে, পোস্ট প্রকাশ করুন।



আশা করি কাজে লাগবে।



উৎসর্গঃ আলম দিপ্র এইটে পড়ুয়া, সামুর সবচেয়ে ছোট ব্লগারকে।

মন্তব্য ৬৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

অঘটনঘটনপটীয়সী বলেছেন: না পড়েই প্লাস দিলাম। ;) ;)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

একজন ঘূণপোকা বলেছেন:

পিক আপলোড করতে হলে, পড়তে হবে :P :P :P =p~ =p~


ধন্যবাদ সোনাম আপ্পি ;) ;) ;)

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

আলম দীপ্র বলেছেন: বিরাট সাহায্য করলেন । আচ্ছা পড়ে এডিট করেও তো পিক দেওয়া যায় ?

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

একজন ঘূণপোকা বলেছেন:
হ্যা, দেয়া যায়।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আহা...! টেকি পোস্ট...

ব্লগে আপাত টেকির পিপাসা কাটানো জরুরী ছিলো...

ঘুণপোকাকে ধন্যবাদ...

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০১

একজন ঘূণপোকা বলেছেন:

টুকটাক লিখলাম আর কি!!!


একটা সময় টেকি ব্লগাররা সামুকে বাচিয়ে রেখেছিলো।


অনেক ব্লগার আছে, আমার কয়েকজন ফ্রেন্ড আছে, যারা কেবল টেকি সমস্যার সমাধানের জন্য, বিদেশি মুভি রিভিউ পড়ার জন্য সামুতে নিক খুলেছিলো।

আমার এখন খালি বলতে ইচ্ছা করে,
হায় সামু
হায় সামু :(

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

মামুন রশিদ বলেছেন: দারুণ কাজের পোস্ট ।।

আলম দীপ্র মাত্র ক্লাস এইটে পড়ে? :|

সত্যি ওর লেখা পড়ে ভাবতে পারিনি! শুভেচ্ছা, আলম দীপ্র'র জন্য।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৩

একজন ঘূণপোকা বলেছেন:
ও যখন প্রথম চ্যাটে বলল যে সে ক্লাস এইটে পড়ে, আমার নিজেরও বিশ্বাস হয়নি।


দারুন লিখে সে।


ধন্যবাদ মামুন ভাই

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

দরকারি পোস্টটির জন্য ধন্যবাদ :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৬

একজন ঘূণপোকা বলেছেন:
আপনাকেও ধন্যবাদ ভাইজান

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৫

ডি মুন বলেছেন: এই রকম কাজের পোস্ট আরো আরো চাই প্রিয় ঘূনপোকা ভাইয়ের কাছ থেকে।

:) :)

প্রিয়তে রেখে দিলাম।

ধন্যবাদ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

একজন ঘূণপোকা বলেছেন:

ইনশাল্লাহ চেষ্ট্রা করবো!!

প্রিয়তে নেয়ার জন্য কৃতজ্ঞতা :)

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


দ্বিতীয় যাত্রায় আলম দীপ্র’র সাথে পরিচিত হয়ে গেলাম।

থ্যাংকস, ঘূণপোকা :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫০

একজন ঘূণপোকা বলেছেন:
আলম দিপ্রের লেখা পড়ে দেখবেন, মুন্সিয়ানা আছে,


শুভ কামনা ভাই :)

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৮

খেয়া ঘাট বলেছেন: +++++++++++++++++

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫১

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন আরিফ ভা :)

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১২

ঢাকাবাসী বলেছেন: ভাল পোস্ট, কাজে লাগবে। পোস্টে +++++++++++

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫২

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ ও শুভ কামনা জানবেন প্রিয় ব্লগার :)

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৫

অপূর্ণ রায়হান বলেছেন: আরও একভাবে পোস্ট করা যায় ছবি ভ্রাতা , আমি যেভাবে করি আর কি !
ছবির সাইজ যদি বেশী বড় হয় , তাহলে 'মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার' এর মাধ্যমে খুব সহজেই ছবি রিসাইজ/কম্প্রেস করে নেওয়া যায় । এই সফটওয়্যারটা যে কোন কম্পিউটারেই বিল্ডইন থাকার কথা । তাও যদি না পারা যায় তাহলে আরও সহজে কাজটা করা যায় । ফেসবুকে ছবিটা আপলোড করেন , আবার আপনার পিসিতে ফেসবুক থেকে ডাউনলোড করুণ , ব্যাস , দেখবেন ছবির সাইজ অনেক কমে এসেছে । তারপর নিচের পদ্ধতিতে খুব সহজেই পোষ্টে ছবি আপলোড দিতে পারবেন ।

** প্রথমে ছবিতে দেখানো 'লেখায় ছবি যোগ করুন' এ ক্লিক করুন ।

** তারপরে , 'ফাইল থেকে ছবি যুক্ত করুন' এ যান এবং স্ক্রোল করে একটু নিচে নেমে 'চুজ ফাইল ' এ ক্লিক করুন ।

** আপনার পিসি থেকে ছবি নির্বাচন করুন আর 'ওপেন' সিলেক্ট করুন ।

** এরপরে লাল বৃত্তের মধ্যে আপনার ফাইলটি এসবে । তারপরে সবুজ বৃত্তে থাকা 'আপলোড' ক্লিক করুন ।

** ফাইল আপলোড হলে বামপাশের লাল বৃত্তে থাকা মেসেজটি দেখাবে । এরপরে ডান বৃত্তে থাকা 'আপলোডকৃত ছবি' তে ক্লিক করুন , এখানে আপনার সকল আপলোডকৃত ছবি দেখা যাবে ।

** আপনার আপলোডকৃত ছবিটি সর্বশেষে দেখা যাবে । ছবিটাতে একবার ক্লিক করুন । কিছুক্ষণ পড়ে একটু নিচেই ছবিটি সবুজ বৃত্তের মাঝে দেখা যাবে । তারপরে কমলা বৃত্তে থাকা 'টিক' চিহ্ন পূরণ করুন এবং মেরুন বৃত্তে থাকা 'ইনসার্ট' করুন ।

** ব্যাস হয়ে গেল । আপনার নতুন পোষ্টে ছবির লিঙ্ক এভাবেই দেখা যাবে ।





মন্তব্যের ঘরেও একইভাবে ছবি দেওয়া যায় :)




নতুনদের জন্য এই পোস্ট দেওয়াতে প্রিয় @ঘূণপোকা ভ্রাতাকে ধন্যবাদ জানাই । ভালো থাকবেন :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

একজন ঘূণপোকা বলেছেন:
শত ব্যস্ততার মাঝেও ব্লগে বারেবারে ফিরে আসি, শুধু আপনাদের মত কিছু ডেডিকেটেড আর চমৎকার মানুষগুলি জন্য ভাই।


সুন্দর ও কাজের মন্তব্যের জন্য প্রথমেই অসংখ্য ধন্যবাদ।


কয়েকদিন ধরে যে সমস্যাটা হচ্ছে ৫০০ কেবির ছোট ফাইলও আপলোড হতে চায় না। এরর দেখায়।

The upload path does not appear to be valid. Allowed Image Types: .jpg,.jpeg,.gif,.bmp­,.png Allowed Image Size: Not more than 500KB


লেখায় ছবি যোগ করুন-এই অপশনটা থেকে কেন জানি কখনো সরাসরি ছবি যোগ করতে পারি নাই।

আর হ্যা, ফেবুতে আপলোড করে আমিও পিক সাইজ কমিয়ে নেই। এটার সুধিবা হচ্ছে, সাইজ কমে কিন্তু কোয়ালিটি ঠিক থাকে।


আবারও অনেক অনেক ধন্যবাদ

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রথমে আপনাকে অন্তর থেকে একটা ধন্যবাদ ------ সেইসাথে আলম দীপ্র ---ওর লেখা পড়ে মনেই হয় নাই যে ক্লাস এইটে পড়ে ------- দারুন আবিষ্কার আপনার ------- হীরায় হীরা চিনে ----- দুইজনকেই অনেক অনেক স্নেহাশীষ ----
শুভকামনা অনেক বেশি

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০০

একজন ঘূণপোকা বলেছেন:

আমিও অবাক হয়েছিলাম, কালকে চ্যাটে যখন সে বলল যে, সে মাত্র ক্লাস এইটে পড়ে।

আজকে আবার নক করে বলল, ভাইয়া ছবি দিতে পারছি না। আমিও আমার লাস্ট পোস্টে এই একই সমস্যা পরেছিলাম, সেদিন জুন আপ্পিও স্ট্যাটাস দিয়েছিলেন। সামুতে ছবি আপলোড করতে পারছেন না,।

তাই একেবারে পোস্টই লিখে ফেললাম।

ভালো থাকবেন আপ্পি

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: কাজের পোষ্ট।


প্লাস

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০২

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ কুনো ভাই :)

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: তাছাড়া ভ্রাতা , ১০০ থেকে ১৫০ কেবির মধ্যে কোন ছবি আপলোড করতে সমস্যা হয় নি । আপনি কখনও পেয়েছেন কি !!!!

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৩

একজন ঘূণপোকা বলেছেন:
আগেও কয়েকবার হয়েছিলো। নতুন করে লাস্ট কয়েক দিন ধরে হচ্ছে। পিক সাইজ ছোট হলেও এরর দেখায়।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৬

সুমন কর বলেছেন: কাজের পোস্ট, প্রিয়তে রেখে দিলাম।

অালম দীপ্রের জন্য রইল অনেক শুভেচ্ছা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২২

অ্যামাটার বলেছেন: মহা ঝামেলা :-/

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

একজন ঘূণপোকা বলেছেন:

আসলে টিউটোরিয়ালটা সহজবোধ্য করার জন্য একটু বড় করে লেখা হইসে, একবার বুঝে গেলে দেখবেন অনেক ইজি।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৫

আলম দীপ্র বলেছেন: B:-) B:-) B:-) B:-) সরি , এই পোস্ট দেখে এতই খুশি হয়েছিলাম যে উৎসর্গ পত্র দেখি নাই ।
আমার মত অভাজনকে উৎসর্গ করলেন !
:D :D :D :D

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

একজন ঘূণপোকা বলেছেন:

তুমি না বললে এই পোস্ট লেখা হইতো না।


আর ছোটরা সব সময়ই একটু বেশি পায় :)

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: তথ্য ভাণ্ডার 8-|

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ :)

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৩

এহসান সাবির বলেছেন: কাজের পোস্ট।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবা:) :)

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৮

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: যদিও এমন সমস্যায় এখনও পড়িনি তারপরও বিশদ জেনে রাখলাম । বিপদে পড়ার আগেই সমাধানটা জেনে রাখলাম আরকি ।

ধইন্যবাদ ভাইসাহেব ।

B-))

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ ভাইজান আপনাকেও :)

২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪১

জুপিটার মুহাইমিন বলেছেন: এতদিন পোষ্টের সাথে ছবি আপলোড করতে পারি নাই! দেখা যাক, এখন থেকে পারি কি না.


ধন্য্যবাদ আপনাকে সমস্যা থেকে উত্তোরনের চেষ্টা করার জন্য.

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

একজন ঘূণপোকা বলেছেন:
আশা করছি কাজে লাগবে।

২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১২

হাতীর ডিম বলেছেন: ধন্যবাদ আপনাকে :D

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৭

একজন ঘূণপোকা বলেছেন: :) :) :)

২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩৪

আবু শাকিল বলেছেন: আজ বিকেলে আলম দিপ্র ফেবুতে টেক্সট দিয়ে জানাল ছবি আপলোড দিতে পারছে না।আমি তখন অফিসের একটা অ্যারেঞ্জড করতে ব্যাস্ত।যাস্ট রিফ্রেশ হতে মোবাইল দিয়ে ফেবু আর ব্লগে ঢুকছি।একদিকে কাজ অন্যদিকে লেপু তে বসতে পারছি না বলে কিভাবে ছবি আপলোড করতে হয় বোঝানো সম্ভব হচ্ছিল না।
শেষ মেষ আপনার পোস্ট খানা দেখে ভালবোধ করছি।
ধন্যবাদ ঘুনপোকা ভাই আপনাকে।সম্ভবত আলম দিপ্র তার সমস্যা থেকে মুক্তি পেয়েছে।
শুভ কামনা আলম দিপ্র।ভাল থাকুন সবসময়।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ ভাই :)

২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৪

অগ্নি সারথি বলেছেন: কামের পুস্ট। ধইন্যবাদ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

একজন ঘূণপোকা বলেছেন: :) :)


ধইন্যা

২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৪

জুন বলেছেন: প্রিয়তে রাখলাম বাট কাজে লাগাতে পারি না :(

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

একজন ঘূণপোকা বলেছেন: B:-) B:-) B:-)



তাইলে আর প্রিয়তে নিয়ে লাভ কি :( :( :(


অন্য একটা ব্রাউজার দিয়ে চেষ্টা করেন

২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কাজের পোষ্ট । উপকৃত হলাম ।
অনেক ধন্যবাদ শেয়ারের জন্য । :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ ভাই/বোন ;)


আশা করি আপনার কলমের কালি শেষ হলেও যেন কিবোর্ড কখনও বন্ধ না হয় :)

২৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানাই।

প্রিয়তে রাখলাম অবশ্যই কাজে লাগবে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

একজন ঘূণপোকা বলেছেন:
আপনাদের কাজে লাগলেই আমার স্বার্থকতা :)

২৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮

জাফরুল মবীন বলেছেন: কাজের পোস্ট।আমি ইমেজইওর ব্যবহার করেই সামুতে ছবি আপলোড করি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

একজন ঘূণপোকা বলেছেন:


তাই নাকি??

আমি সবস্ময়ই না, সামুর নিজস্ব সিস্টেমে প্লবলেম হলে, এইটা ইউজ করি।

প্রসেস ঠিক আছে???

২৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: খুবই উপকারি পোস্ট। ধন্যবাদ।
দীপ্র’র জন্য অবিরাম শুভকামনা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৫

একজন ঘূণপোকা বলেছেন:

ধন্যবাদ বাবলা ভাই :)

২৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৫

খাটাস বলেছেন: উপযুক্ত সময়ে চমৎকার কাজের পোস্ট দিয়েছেন ঘুণে ভাই। এই না হলে ব্লগার। !:#P
প্লাস সহ বক্সে। :)

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১০

একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ ভাউ!!

৩০| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৮

মুহিব জিহাদ বলেছেন: কাজের পোস্ট, শিক্ষে রাখলাম, ভূলে যাবার সম্ভাবনা প্রিয়তে জমা রইলো +++ :) :) :)

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১১

একজন ঘূণপোকা বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন

৩১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১২

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ঘূণপোকা।।।

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

একজন ঘূণপোকা বলেছেন: আপনাকেও ধন্যবাদ ম্যাম :)

৩২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯

কিউপিড রিটার্নস বলেছেন: ভালো লেগেছে, পিলাচ দিলাম।। ++++++++ কিন্তু এইখানেও এতু এতু স্ক্রীনশট?? :) ;)

৩৩| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৯:১৮

মুখোশের অন্তরালে বলেছেন: টেকি পোস্ট... এর জন্য মুখোশীয় ধন্যবাদ

৩৪| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধন্যবাদ, অনেকের কাজে লাগবে

৩৫| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫২

রুদ্র জাহেদ বলেছেন: অনেক উপকারী পোস্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.