নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।

জিএমফাহিম

জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।

জিএমফাহিম › বিস্তারিত পোস্টঃ

বাঙালি ব্যাঙ জনগণ আর আদর্শ জমিদার

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

জমিনদার খাজনা বাড়ায় তখনই শুধু রক্ত গরম হয়, আওয়াজ তুলে। আর যখন মুখে বালিশ চেপে ধরে তখন বলার মত কিছু থাকে না। শুধু আশায় থাকে কখন বালিশটা সরাবে আর মুখ খুলে একটু শ্বাস নিবে। আওয়াজ তোলার ইচ্ছা তখন ওয়েটিং লিস্টেও নাই

কোন এক দার্শনিক একবার বলেছিল " সাম্রাজ্য চলে চক্রের মত। প্রথমে গড়ে উঠা, তারপর সমৃদ্ধি, তারপর অন্যায়, থেকে উপলব্দি, তারপর আসে বিপ্লব আর অবশেষে মুক্তি। তারপর আবার শুরু হয় গড়ে উঠা। আর যদি কখনো বিপ্লবকে থামাতে চাও তাহলে ভীতিকে হাতিয়ার বানাও। যদি বশে আনতে পারো তাহলে প্রজাই তোমার গোলাম। যদি না পারো তাহলে পতন সন্নিকটে। "

বাঙালি জাতি ব্যাঙের মত। হঠাৎ গরম টের পেলে লাফ দিয়ে উঠে কিন্তু মরে তারা স্লো-হিটিং এ। আজ মুখের ভিতর আমরা শব্দগুলো কুচে রেখেছি। বিন্দুমাত্র উপলব্ধি নাই যে ধীরে ধীরে আমাদের আত্মা কেড়ে নিচ্ছে জমিনদার।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০১

কর্কট জাতক বলেছেন: "বাঙালি জাতি ব্যাঙের মত। হঠাৎ গরম টের পেলে লাফ দিয়ে উঠে কিন্তু মরে তারা স্লো-হিটিং এ। " লাইনটা ভালো লাগল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.