নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।

জিএমফাহিম

জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।

জিএমফাহিম › বিস্তারিত পোস্টঃ

এমন কোন জিনিস আছে যেটা ভেঙ্গে গেলে দাম বেড়ে যায়?

১০ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৪৯



এমন কোন জিনিস আছে যেটা ভেঙ্গে গেলে দাম বেড়ে যায়?

"Kintsukuroi" নামের এক প্রকারের শিল্প আছে জাপানে; যেখানে ভাঙ্গা পাত্রের ফাটলের উপর স্বর্ণের প্রলেপ দেয়া হয়। প্রতিটা পাত্রের ফাটল ভিন্ন, তাই ডিজাইনও ভিন্ন। স্বর্ণের পরিমাণও ভিন্ন। দামও ভিন্ন। আর যত বড় ফাটল; তত বেশি দাম।

আমরা মানুষরাও কি অনেকটা এমন নই কি?

প্রতিটা ভুল; প্রতিটা সংগ্রাম, প্রতিটা কষ্টের অভিজ্ঞতা আমাদের আরও শক্ত করে, জীবনযুদ্ধের জন্য আরও প্রস্তুত করে। তাই নিজেকে ছোট/হীন মনে করা কখনোই সমাধান না। আমরা সবাই ত্রুটিপূর্ণ।আমরা অধিকাংশই নিজেদের পারফেক্ট ভার্শনটা প্রকাশ করি, কষ্টগুলো আড়ালেই রাখি। সে যার যার ব্যাক্তিগত ব্যাপার। তবে ত্রুটি জিনিসটা ফেলনা না; লজ্জারও বিষয় না। বরং এটাকে গ্রহণ করতে পারাই ম্যাচুয়িটির বা নিজেকে ডেভেলপ করার প্রথম ধাপ।

যার জীবনে অনেক ফাটল, সে অনেক দামি।

জীবনের ফাটলগুলো মেনে নিলে স্বর্ণের প্রলেপ আনা যায়, নাহলে আরও ফাটল আসতে আসতে গুরেবালি হয়ে যায়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৩১

চাঁদগাজী বলেছেন:



ফেনসিডিল বিক্রেতাদের গায়ে অনেক ফাটল।

১০ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৭

জিএমফাহিম বলেছেন: শেষ লাইনটা তাদের জন্য। বেশি ফাটল ধরলে গুরেবালি হয়ে যায়। তখন আর স্বর্ণের প্রলেপ পড়ে না

২| ১০ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:২৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি কি কি ফাটল প্রকাশ করলেন দামি হবার জন্য।নাকি নিজেকে দামি মনে করেন না?

১০ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৮

জিএমফাহিম বলেছেন: আমাকে নিয়ে তো কিছুই বললাম না। মানবজীবনের সাথে মিল পেলাম, তাই শেয়ার করলাম। জেনারেলসেন্সে লেখা।

৩| ১০ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: আপনি অভিজ্ঞ মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.