নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

বিশুদ্ধ কান্না

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১২


মনোলীনা,
তোমাকে দেখলেই আমার কান্না পায়
যতোবার তাকাই, ততোবারই কান্না পায়
আমি খুবই অস্থির হয়ে থাকি
চোখে যেন কান্নার জল চলে না আসে।

মনোলীনা,
চোখদুটো কোথায় লুকাবো,
মাঝে মাঝে মনে হয় বুকের মধ্যে লুকিয়ে রাখি,
মাঝে মাঝে মনে হয় মনের মধ্যেই লুকিয়ে রাখি,
নদীর জলে ডুবিয়ে রাখি,
অথবা নিকশ কালো অন্ধকারে লুকিয়ে রাখি,
আমার কান্নার জল যেন তোমাকে বিব্রত না করে।

মনোলীনা,
তোমাকে দেখলেই আমার ভিতরকার
পুরুষ বোধটা হাহাকারে বিরহী হয়ে যায়,
তোমাকে ছুয়ে দেখতে ও ইচ্ছে জাগে,
কাম জেগে উঠে গোপনে সমস্ত শরীরের লোমকুপে
তারপর কাম ধুয়ে ফেলি না দেখা চোখের জলে।

মনোলীনা,
তোমাকে দেখলেই আমার কবি হতে ইচ্ছা করে,
তারপর বুক হাতরে খুঁজে পাই অক্ষমতা,
তোমাকে নিয়ে কবিতা না লিখতে পারার অক্ষমতা,
এই অক্ষমতায় আমার প্রচণ্ড কান্না পায়।

মনোলীনা,
তোমাকে দেখলেই আমার
বলতে ইচ্ছা করে "ভালোবাসি",
তারপর না বলতে পারার প্রচণ্ড কষ্টে
আমি দুমড়ে মুচড়ে ভেংগে যাই বুকের ভিতর,
বুক ভাঙতে ভাঙতে আমার কান্না পায়।

মনোলীনা,
তোমাকে দেখলেই আমার কান্না পায়
যতোবার তাকাই, ততোবারই কান্না পায়।
-------------------------------------------
রশিদ হারুন
১৪/১২/১৭
অসোয়া,কানাডা

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ কি অসাধারন লেখা।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

রাজীব নুর বলেছেন: শুধু মনোলীনা কে নিয়ে ভাবলে হবে?
দেশ নিয়ে এবং দেশের মানূষ নিয়ে একটু ভাবুন।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪০

তারেক_মাহমুদ বলেছেন: সবার অন্তরে একজন মনোলীনা বাস করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.