নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

ষ্টেশন

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫১


আমি শুধু চলছি,
এক ষ্টেশন থেকে আরেক ষ্টেশনে
আমি জানিনা, আমি কোথায় চলছি।

প্রতিদিনই আমি একটু একটু করে চলছি
ভুল শুদ্ধ যানিনা, তবুও চলছি,
মাঝেমাঝে ভুল ষ্টেশনে নেমে দাঁড়িয়ে থাকি
একজন শুদ্ধ বন্ধুর জন্য
অপেক্ষায় থাকি দিনকে দিন,
তারপর একসময় অনেক ভুল আমাকে ঘিরে ফেলে
নিজের সাথে অভিমান করে আবার চলতে শুরু করি।

আবার একটা বিরহী ষ্টেশন খুঁজতে থাকি
যে ষ্টেশন একাকী আমারই অপেক্ষায় আছে অনন্তকাল
সেখানে আমি নামবো একজন শুদ্ধ বন্ধু হিসাবে।

মানুষ আমাকে ডেকে জানতে চায়
আমি কোথায় চলছি
আমি বলতে পারিনা,
“আমি জানিনা কোথায় চলছি”
শুধু নির্লিপ্ত ভাবে তাকিয়ে থাকি তাদের দিকে,
তারপর বুঝে যাই, কেউই জানেনা কোথায় চলছে।
--------------------------------------------------
রশিদ হারুন
হংকং এয়ারপোর্ট
২১/১২/২০১৭

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৭

আরাফআহনাফ বলেছেন: কেউ জানে না কোথায় চলছে।

ভালো লাগলো পংক্তিমালা।
টাইপোগুলো ঠিক করে নিবেন আশা করি।

ভালো থাকুন।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৩

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর কবিতা

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

তারেক_মাহমুদ বলেছেন: ছুটে চলার নাম ই জীবন, থেমে যাওয়া মানেই মৃত্যু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.