নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

পাখি ও মানুষের স্বপ্ন

০২ রা মার্চ, ২০১৮ দুপুর ২:০৮

প্রতিদিন সকালে বারান্দায় গ্রীলে বসে
একটি চড়ুই পাখি
অনেকক্ষন ধরে আমাকে দেখে,
তখন আমি বারান্দায়
সকালের চা নি্য়ে বসি,
আমার দিকে তাকিয়ে চড়ুইটি কি ভাবে
আমার খুব জানতে ইচ্ছে করে।

কি স্বপ্ন দেখে চড়ুইটি আমি জানিনা,
হয়তো কিছু ধান,
ঘরের কোনে খরকুটো দেওয়া আরামের ঘর,
নাকি আমার মতো মানুষ হওয়ার স্বপ্ন,
চড়ুইটি ও কখনো জানবে না
আমি একটা পাখির জীবনের স্বপ্ন দেখি
একটা খোলা আকাশের স্বপ্ন দেখি।

“ও চড়ুই তুই উড়ে যা”
তুইতো জানিস না
আমার বুকের আকাশে
আমারই সকল হাহাকার নিয়ে
একটি পাখি উড়ে চলছে সব সময়।
——————-
রশিদ হারুন
০২/০৩/২০১৮

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৬

কানিজ রিনা বলেছেন: চড়ুঁই পাখি কয়টা চাল খেতে চায়। চাল কয়টা
প্রতিদিন ছিটিয়ে দিন দেখবেন আরও চড়ুঁই
আসবে। আমিও এমন করি আমার আশে
পাশের বেলকনিতে অনেক পাখি থাকে।
শাঁলিক কবুতর চড়ুঁই ওদের ডাকে আমার
ঘুম ভাঙে। সকাল ভোরে আরও কত রকম
পাখির ডাক শুনি। অন্ধকারের পর ভোরের
আলোর সংবর্ধনা পাখিরাই দেয়। সুন্দর
লেখনি ধন্যবাদ।

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:০৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ কানিজ

২| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: এমন পাখি কি আছে, যে মানুষের সকল হাহাকার নিয়ে যাবে?

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:০৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আছে কিনা জানিনা , তবে খুঁজছি

৩| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:১৪

সেলিম আনোয়ার বলেছেন: মানুষের স্বপ্ন ও পাখির মতন ধরা দুঃসাধ্য ব্যাপার।

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:০৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: চেষ্টা করতে দোষ কোথা্য়

৪| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪১

A.Z.M.Julkernine বলেছেন: কথা সত্য...

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:০৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ কবি

৫| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৪

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!!

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:০৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.