নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আজ আমি নিষিদ্ধ হতে এসেছি

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৪৭

আর কতো কাঁদবো
ঈশ্বর আমাকে নিষিদ্ধ করে দাও,
আজ আমি নিষিদ্ধ হতে এসেছি।

আমি শুধু একবারই
প্রতারনা আর ঘৃনার কবিতা পড়েছিলাম
তারপর থেকে বিশ্বাস আর ভালোবাসা
শব্দ দু’টি হীনমন্যতায় ধুকছে ।
এখন কবি’দের কলমে
বিশ্বাস আর ভালোবাসা শব্দ দু’টি
শুধুই ভুল করে ক্রশফায়ারে পরে যায়
প্রতারনা আর ঘৃনা শব্দ দু’টির কাছে।
তাই আমি কবিতার কাছ থেকে
মুখ লুকিয়ে থাকি অপরাধী হয়ে,
ঈশ্বর আমাকে নিষিদ্ধ করো দাও কবিতায়।

এক বন্ধুর গোপন কথা
তারই অগোচরে,
ধার দিয়েছিলো আরেক বন্ধুকে,
তারপর থেকে ভরষা শব্দটি মারাত্মক অসুস্হ,
ঈশ্বর আমাকে নিষিদ্ধ করো দাও ভরষায়।

অর্থের লোভে মহাজনের কাছে
মন বন্ধক রেখেছে কিছু মানুষ,
সংঙ্গীদের দিয়েছে শুধুই শরীর,
তারা যে ‘মনখেলাপী’ কাউকে বুঝতেই দেয়নি,
ঈশ্বর আমাকে নিষিদ্ধ করো দাও শরীরে।

আজকাল আমি ঘুমের মাঝেও নির্ঘুম রাত কাটাই,
সারারাত স্বপ্নের কানাগলিতে ছুটে বেড়াই,
কতো সুখ’স্বপ্নের দরজায় কড়া নাড়ি
কেউ খুলেনা ,
দুঃস্বপ্নের দানাব আমার ভয় নিয়ে হাসাহাসি করে,
ঘুমের মাঝে তাই আমার মরন অসুখ হয়,
ঈশ্বর আমাকে নিষিদ্ধ করে দাও ঘুমে।

ঈশ্বর আমাকে নিষিদ্ধ করে দাও
আজ আমি নিষিদ্ধ হতে এসেছি
তা না হলে একদিন,
তোমারই নিষিদ্ধ পত্র লিখে
আমি মহাপাপী হয়ে যাবো মহাকালের কাছে।
————————————————
রশিদ হারুন
০৪/০৬/২০১৮

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: চমৎকার।

২| ০৫ ই জুন, ২০১৮ রাত ২:১৫

কানিজ রিনা বলেছেন: সঙ্গীদের দিয়েছি শুধু শরীর, তাই ইশ্বর
নিশিদ্ধ করেছে শরীর। বেশ ভাল লাগল
কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.