নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আমার বন্ধু সুরঞ্জিত

০১ লা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২১


শুক্রবার দুপুরে আয়েশ করে ঘরের ফ্লোরে খেতে বসেছি,
যেই না মুখে প্রথম লোকমাটা তুলবো ঠিক তখনই
মোবাইল ফোনের রিং বেজে উঠলো।
পর্দায় ভেসে উঠলো ‘সুর’ নাম।

রিসিভ করতেই কাঁপা কাঁপা কন্ঠে সুরঞ্জিত বলল,
“ বন্ধু কেমন আছিস?”
সুরঞ্জিতের আদ্র কন্ঠে আমি একটু নার্ভাস হয়ে গেলাম।
জিজ্ঞেস করলাম, “কী হয়েছে তোর,
কোন সমস্যা!”
সুরঞ্জিত নিরুত্তর,
কেবল একটা দীর্ঘশ্বাসের গরম বাতাসের শব্দ ভেসে এল কানে।

আমি খাওয়া বন্ধ রেখে চুপচাপ কানে ফোন চেপে রাখলাম,
অবশেষে অনন্তকাল পরে পৃথিবীর সব নিরবতা ভেঙে সুরন্জিত বলে উঠল,
“ বন্ধু তোকে ‌অনেকদিন দেখিনা,
আজ সকাল থেকেই তোকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে।”

আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম,
আমার সাথে ওর শেষ কথা হয়েছে প্রায় একমাস হলো।
আমি আবারও জানতে চাইলাম,
“ সব ঠিকঠাকতো, বন্ধু?”
-“সব ঠিক আছে, সিলেট এলে দেখা করিস,”
বলেই হুট করে কল কেটে দিলো সুরঞ্জিত।

কিছুই হয়নি
এমন একটা ভাব ধরে খাবার মুখের কাছে আনতে আনতে
আমার চোখ দিয়ে টুপ করে দু’ফোটা চোখের জল খাবারের প্লেটে এসে পড়ল।
আমি অবাক হয়ে ভাবলাম
পড়তি বয়সে কার জন্য আমার এই চোখের জল!
বন্ধু সুরঞ্জিতের জন্য,
নাকি আমার নিজেরই জন্য?
——————————
০১/০৯/২০২২
র শি দ হা রু ন

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৬

মিরোরডডল বলেছেন:




রশিদের লেখা কোন বই আছে ?
অথবা বই লেখার সম্ভাবনা ?
রশিদের লেখা আমার অনেক ভালো লাগে, কালেকশনে রাখতে চাই ।

০১ লা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন:
- ১. ভালো থেকো মনোলীনা, ২. সময় ভেসে যায় বৃষ্টির জলে, ৩. আমার মন খারাপের রাতে তুমি ঘুমিয়ো না, ৪. একটি আউলা-ঝাউলা জীবনের প্রার্থনা।
৫. এই শহরের সব ডাকবাক্স চুরি হয়ে গেছে
৬. তুমি ছাড়া আমি এক বিষণ্ন চড়ুই
৭. মনোলীনা একদিন আমাকে দেখতে আসবে
৮. আমি একদিন সমুদ্রের জল হয়ে যাবো

২| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৯

শেরজা তপন বলেছেন: পঞ্চাশ পার হওয়াতে খুব পেরেশানিতে আছেন কবি?
কবিতায় ব্যাখ্যা করা ঘটনাটা সত্যি হয়ে থাকলে দেখা করে আসেন গিয়ে একবার বন্ধুর সাথে

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতা না গল্প এটা! বুঝিতে তো নারি,
ফোনের মাঝে গরম বাতাস নাহি বুঝতে পারি।
সুরঞ্জিত না হয়ে সুরঞ্জনা হলে মানাতো ভারি,
কি কারণে চোখে জল বলো খোলসা করি।

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.