নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

একান্নটি মোমবাতি

২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১০


এবার জন্মদিনে কেকের উপর আমার জন্য একান্নটি মোমবাতি জ্বালিয়েছিল পরিবার আর বন্ধুরা,
ফুঁ দিয়ে সেগুলো নিভাতে নিভাতে আমার তো মুখে ব্যথা হয়ে গিয়েছিল ।
সবাই সেকি হাসাহাসি করল,
খুবই মজা পাচ্ছিলো সবাই
যখন এক ফুঁতে কোন কোন মোমবাতি নিভতো না।

এক বন্ধু একতোড়া গোলাপ ফুল এনেছিল,
বউ খুব যত্ন করে রাখল ফুলদানিতে।
খুব সকালে ঘুম থেকে উঠে দেখলাম
কয়েকটা গোলাপ কালো হয়ে গেছে,
আর ছোট ছোট মোমবাতিগুলোর অনেকগুলোই ছড়িয়ে ছিটিয়ে আছে টেবিলে,
কয়েকটা ভেঙে কয়েকটুকরো হয়ে আছে।

কেউ দেখার আগেই আমি ভেঙে যাওয়া মোমবাতিগুলো পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দিতে গ্যারেজে নামলাম,
হঠাৎ মন খারাপ হয়ে গেলো!

ভেঙে যাওয়া মোমবাতিগুলো ফেলে দিতে গিয়ে আমি হঠাৎ কেন বিষণ্ণ হলাম,
আমার হাত কেন কাঁপলো,
আমার বুক থেকে তীব্র গরম বাতাস কেন বের হলো!

আমি হয়তো জানি
অথবা জেনেও নাজানার ভান করে আছি নিজের সাথেই,
একদিন না একদিন সবগুলো মোমবাতি পুড়বেই
না হয় ভেঙে যাবে ফেলে দেবার জন্য।

গ্যারেজে শুয়ে থাকা বুড়ো কুকুরটি উঠে এসে আমার গা ঘেসে আমার কিছু বিষণ্ণতা ভাগ করে নিতে চাইল।

আমার একান্নতম জন্মদিনে একান্নটি মোমবাতি জ্বলেছিল,
আজ সেগুলোর অনেকগুলো ডাস্টবিনে।
———————-
র শি দ হা রু ন
২৯/১১/২০২৩
মন্ট্রিয়াল, কানাডা

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: সামুতে আপনার কবিতা আমি সবচেয়ে বেশি পছন্দ করি।
আপনার কবিতায় গল্প থাকে। ভালোবাসা থাকে। হাহাকার থাকে। পাওয়ায় না পাওয়া থাকে।

২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনার জন্য আমার অন্তর থেকে ভালোবাসা রইলো

২| ২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সু্ন্দর কবিতা

২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২১

শায়মা বলেছেন: অনেক সুন্দর! আবৃতি করার মত কবিতা ভাইয়া।

২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:১০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: করুন
খুশি

৪| ৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার জন্য আমার অন্তর থেকে ভালোবাসা রইলো

শুধু ভালোয়াবসায় হবে না।
কোক আর বার্গার খাওয়াতে হবে।

০২ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ইনশাল্লাহ
বইমেলায় দেশে আসলে দেখা হবে

৫| ০২ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১০

বাকপ্রবাস বলেছেন: একান্নতম শুভেচ্ছা

০২ রা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.