নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

মাতৃঋণ-১

১৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২১


মনে হচ্ছিল অনন্তকাল ধরে চাঁদ আর হারিকেনের আলোতে
মাটি খুঁড়ে চলছে কয়েকটা কোদাল।
অথচ মাটি আজ সারাদিনের বৃষ্টির জলে ভেজা!
মাঝে মাঝে আমার শরীরেও আছড়ে পড়ছে সেই ভেজা মাটির ফোঁটা।

নাকে মুখেও লাগছে ভেজা মাটির গন্ধ,স্বাদ।
সাড়ে তিন হাত মাটি কোমর সমান গর্ত প্রায় তৈরি,
আমি একবার হারিকেনের আলোতে গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখলাম
সেই কবরের গভীরে
আর আরেকবার তাকালাম কফিনে রাখা সাদা কাফনে জড়ানো মা'র দিকে।

নিচ থেকে জল ওঠার ভয়ে
দ্রুত সবাই মিলে ধরাধরি করে
মা’কে নামিয়ে দিলাম সেই জলে ভেজা মাটিতেই।
‌অযথাই দু’ফোঁটা চোখের জলে
মায়ের কবরের মাটি আরেকটু নরম করে দিলাম।

চাঁদ আর হারিকেনের আলোতে
কেউই দেখেনি
আমার সেই চোখের জল
আর দেখেনি আমার ডানহাতের মুঠো ভর্তি মা’র কবরের মাটি।

চোরের মতো লুকিয়ে হাত ভর্তি করে
মা’র কবরের মাটি নিয়ে কেন বাড়ি ফিরেছি?
আমি জানি না,
বিশ্বাস করুন আমি সত্যিই জানিনা।
মনের সব কথা কি জানা যায় সব সময়?
———————
র শি দ হা রু ন
১৯/১১/২০২২

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৪

নীলসাধু বলেছেন: মা কে নিয়ে লিখা কবিতা ভালো লাগলো।
ধন্যবাদ।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৫

বাকপ্রবাস বলেছেন: আল্লাহর কাছে মায়ের মৃত্যু কামনা করে দোয়া করেছি, শেষ দিকে যখন ওনার খুব কষ্ট হচ্ছিল, কিছু গিলতে পারছিলেননা, খেতে পারছিলেননা, কষ্টগুলো আর সইতে পারছিলামনা, আল্লাহকে বললাম, নিয়ে যাও প্লিজ।
আপনার কবিতায় মা এর কথা মনে পড়ে গেল

২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনার মাকে আল্লাহ বেহেস্ত নসীব করুন, আমীন

৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৬

ডার্ক ম্যান বলেছেন: মাতৃঋণ/ পিতৃঋণ কখনো শোধ হবার না

২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: অবশ্যই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.