নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আমি একটা অসুখ কিনেছিলাম

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৬


মানুষ শখ করে কতো কিছু যে কিনে ফেলে,
আমি একটা অসুখ কিনেছিলাম!!

গলির মোড়ে এক ফেরিওয়ালা
চিৎকার করে ফেরি করছিলো-
“অসুখ কিনবে নাকি বাবুরা,
একেবারে টাটকা অসুখ,
জীবন্ত অসুখ, রংবেরঙের অসুখ।”

লাল রং আমার পছন্দ না।
তবুও টকটকে লাল রংয়ের
অসুখটাই কিনে ফেললাম।
দাম একটু বেশিই পরেছে
দোকানদার বলেছে বেঁধে রাখতে।
ছোট চড়ুই পাখির মতো দেখতে,
সুযোগ পেলেই উড়াল দিয়ে
এক্ষুণি পালিয়ে যাবে।
একটা অসুখের মালিক হবো,
-এই উত্তেজনায় অসুখের নামটাই জানা হলো না আমার।

কোথায় রাখি আমার এই অসুখ!
ছেড়ে দিলে উড়ে যাবে,
খোলা জায়গায় রাখলে বিড়ালে খেয়ে ফেলবে,
তাই ঠিক করলাম বুকের মধ্যেই
আটকে রাখবো লাল রংয়ের অসুখটাকে।
থাক না একটা অসুখ বুকের মধ্যে।
রক্ত খাবে, মাংস খাবে
তারপর আস্তে আস্তে পোষ মানবে।

সখ করে কেনা আমার অসুখ
বুকে বাড়তে বাড়তে এখন আর বুকে আটেনা-
মাথায় মগজের ভিতর ঢুকে গেছে ।

অসুখ এখন আমার সুখ খায়,
অসুখ এখন আমার মন খায়,
অসুখ এখন আমার ভালোবাসা খায়।

বেয়াড়া অসুখের সাহস দিন দিন বাড়তে বাড়তে তারপর একসময় সম্পূর্ণ আমাকেই খায়,
-খুব সখ করে কেনা আমার লাল রংয়ের অসুখ।

সেই অসুখের ফেরিওয়ালার দেখা পেলাম আবার একদিন,
-গলির মোড়ে।
লাল রং অসুখের নামটা জানতে চাইলাম,
ফেরিওয়ালা বললো, এর নাম
“ অভিমান”।

——————————————
কাব্যগ্রন্থ- সময় ভেসে যায় বৃষ্টির জলে
রশিদ হারুন
০৪/০১/২০১৮

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৮

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার দাদা...
আমিও একটা অসুখ কিনবো, মন ভালো থাকার অসুখ...

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: বেশ

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুণ্দর।

কবি অসুখ মগজে ঢোকার চেয়ে হৃদয়ে ঢোকা আরও কঠিন ।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দারুণ দারুণ +++

হেলাল হাফিজের কষ্ট নেবে কষ্ট কবিতাটার কথা মনে পড়ে গেল।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৫

বাকপ্রবাস বলেছেন: কষ্ট নেবে কষ্ট
লাল কষ্ট নীল কষ্ট...............

দারুণ অশুখ.....

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০২

বিজন রয় বলেছেন: আপনার এই কবিতাটির গঠন অন্যগুলোর থেকে একটু আলাদা।
লাইনগুলো ছোট ছোট।

সুন্দর।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


কবিতা অনেক সুন্দর।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.