নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

কেবল সুখস্বপ্নের নামান্তর

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

মালিনীকে কখনো দেখিনি আমি ,

ছুঁয়ে দেখিনি তার কালো কেশ

জোড়া ভ্রু অথবা লাল টিপে

তাকে দেবী দেবী লাগে কিনা তাও জানি না ।

অথচ আমার বেতনের একটা ছোট্ট অংশ

খরচ হয়ে যায় লাল- হলুদ গোলাপে

মালিনীর জন্যে ।

রোজ কিনি - রোজই ভাসাই জলে ,

সবার অলক্ষ্যে মালিনী বন্দনা আমার

রোজ রোজ চলে ।

লোকে বলে শোনা কথায় কান দিতে নেই -

এদিকে হতভাগা আমি মনটাই সঁপে বসে আছি ।

রাতঘুমে মালিনী আসে , পাশে বসে গল্প শোনায়

কপালে হাত রাখে -তারপর ভোরের বাতাসে

সুবাস ছড়িয়ে চলে যায় ।

আর এভাবেই কাটে দিন, মাস , বছর

ছা পোষা কেরানীর জীবনে

মালিনী কেবল সুখস্বপ্নের নামান্তর ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.