নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

একা

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

আমরা বাতাসে হাটি,

আমরা জ্যোস্নাভেজা রাতের আকাশে ভেসে বেড়াই,

অনেক নিচে, ওখানে সব কিছুই যখন ঘুমে বিভর,

আর আমরা উড়ে বেড়াই।



মাঝরাতের নীলের লাগাম ধরে,

সমস্ত শক্তি দিয়ে,

আমিও উড়তে পারি,

তোমাদের সাথে, অনেক অনেক উপরে।



পৃথিবীর একপ্রান্ত থেকে অন্য প্রান্তরে,

মানুষগুলো কেমন যেনো সপ্নের মতোন চলে যাচ্ছে,

আমাদের নিচে থেকে,

আর নদীগুলো, পাহাড়গুলো,

আর বনগুলো, ঝরনাগুলো।



ছোট বাচ্চাগুলো অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে,

নিচে সবার অবিশ্বাষ এখন নিজেদের চোখের উপরে।



আমরা বাতাসে ঘুরে বেড়াই,

আমরা জমে থাকা আকাশে সাতরে বেড়টরে

আমরা বরফ শীতল মেঘের পাহাড়ের পাশে পাশে উড়ে বেড়াই।



তারপর হঠাৎ যেন গভীর সাগরের নিচ থেকে,

দানবীয় ঘুম ভেঙ্গে জেগে উঠি,

একা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.