নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

মিউজিক, নেট সার্ফিং,চ্যাটিং, এফ এম রেডিও, ডিজে পার্টি

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

তেইশ নং তৈল চিত্রে'র উপর এক এক স্তর ধূলা

পদ্মা নদীর মাঝি" ও একই ভাবে সমাদৃত।

বিভূতি ,শরৎ, বঙ্কিম , জীবনানন্দ , রবীন্দ্রনাথ'রা

এইখানে ঠিক পাতালপুরির বন্দী রাজকন্যার মত বন্দী।

আহত চোখদুটি তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে--

একটা খেদোক্তি

"ওটা আমার বাবা মা'র কালেকশন"

দ্বিতীয় প্রশ্নটা স্বাভাবিক ভাবেই "আর তোমার?"

"ড্যাম ম্যান এখন কি কেও আর বই পড়ে!!!!!!!"

এবার একদম পরীক্ষকের মত প্রশ্নটা ছুটে এলো-

এখন তোমরা কি কর?

প্রশ্নের চেয়ে দ্রুত গতিতে ঠিক সিডরের গতিতে উত্তর-

মিউজিক, নেট সার্ফিং,চ্যাটিং, এফ এম রেডিও, ডিজে পার্টি।

মিউজিক শব্দটা পরিচিত ।

মনের মধ্যে তানপুরার ঝংকার

সেই শিউলি ঝরা প্রভাত, বড়দি'র আ আ রেওয়াজ

টুকু দা'র তবলার বোল

আর মায়ের তিলে ভাজা গোঁকুল পিঠে।

জীবনের মানেটাই অন্যরকম।

আচ্ছা তোমার নিশ্চয় তানপুরা আছে বা তবলা??

ওফফফফফফফ শীট ম্যান !!

হোয়াট দ্যা হেল ইজ দিস?

তাহলে "মিউজিক??" ম্বত দ্বষ্টির প্রশ্ন।

আইফোন, এমপি ফোর, এফ এম, মোবাইল

গান কপি করা এখন কত্ত সোজা।

ওহ তাইতো যাপিত জীবন এখন কত্ত সোজা।

সুফিয়া কামালকে মনে পড়ছে।

আজিকার শিশু লিখেছিলেন।

ভাগ্যিস একবিংশ শতকের শিশু লেখবার আগেই চলে গেলেন।

নইলে তার হাতের কলমটা থুবড়ে পড়তো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.