নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

ভারতের অত্যন্ত উচ্চ লেভেলের এবং বিশ্বস্ত সুত্র প্রদত্ত খবরঃ

৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৯

ভারতের প্রধান মন্ত্রী মোদী যে কারনে সুজাতা সিং কে বরখাস্ত করেছেন তার কারন “বাংলাদেশ”।

জনাব তোফায়েল গতবার যখন ভারতের প্রেসিডেন্ট প্রনব মুখার্জির সাথে দেখা করেছিলেন, তখন শেখ হাসিনার পক্ষ থেকে কিছু স্পেশাল অনুরোধ জানিয়েছিলেন । সেই অনুরোধ অনুযায়ী এবং প্রনব মুখার্জির নির্দেশ অনুযায়ী সুজাতা সিং মোদীর সাথে আলাপ আলোচনা ব্যাতিরেকে বাংলাদেশ সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এই ব্যাপার মোদী যখন জানতে পারেন তা ওনাকে প্রচণ্ড ক্রদ্ধ করে। যার ফলে মোদী সুজাতা সিং কে এই আকস্মিক এবং সময়ের ৮ মাস আগেই বরখাস্ত করে দিয়েছেন।

আলহামদুলিল্লাহ্‌। বাংলাদেশের আকাশ থেকে একটা কালো মেঘের অপসারন হলো।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২২

মাঝিবাড়ি বলেছেন: ভাবছি!

৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

কুকরা বলেছেন: ভাবার টাইম নাই, এখন পালানোর টাইম, ধরা পড়লে কিন্ততু....

২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮

ভিটামিন সি বলেছেন: দৌড় দে মোদি আইলো......

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯

নিলু বলেছেন: শেষ প্রজন্ত ভারতই ভরসা কি ? মাসাল্লাহ

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩

আমার পথ চলা ১ বলেছেন: ভারতের কংগ্রেস বাংলাদেশকে নিয়ে অনেক খেলেছে, সারাদেশে অশাস্তির আগুন জ্বালিয়ে দিয়েছে...

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩

নিলু বলেছেন: বার্মা কিছু করেনি ? কৈ , তা নিয়ে তো মাতামাতি দেখছিনা ,

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯

নিয়ন আলোয় সন্ধ্যা বলেছেন: অবস্থা আই হোক না কেন, এটা পরিস্কার যে- হাম্বাদের পায়ের তলায় মাটি নেই।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

শেখ মফিজ বলেছেন: এতে মাতামাতির কিছু নেই ।
নিজের বিশ্বাস না থাকলে
কেউ এসে কাউকে কোলে করে
মসনদে বসিয়ে দেবে না বা কাউকে .
নামিয়ে ও দেবে না ।
এই বিশ্বাসটা হচ্ছে
জনসমথর্ন- ।
যা যোগ্যতা বলে অজন করতে হয় ।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭

এই আমি সেই আমি বলেছেন: এবার আর বিজেপির নির্বাচনে জয়ী হওয়ার সংবাদে খুশি হয়ে উনারা মিস্টি খাওয়ার মত ঘটনা না ঘটিয়ে ব্লগে খুশিতে আগডুম বাগডুম করছে । করতে থাকেন ।
নিলু বলেছেন: শেষ প্রজন্ত ভারতই ভরসা কি ? মাসাল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.