নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

বারেবারে এইরকম লাত্থি খাওয়ার জন্য রেডি হও, বীর বাঙালি

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১

গত ২০ বছরে আমাদের জাতিগত অর্জন হলো: আমরা এভারেস্ট জয় করেছি, এভারেস্টে বাঙালি মেয়েও চড়িয়েছি, আমরা সমুদ্রজয় করেছি, আমরা ক্রিকেট বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে গিয়েছি, আমাদের প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে সাউথ-সাউথ পুরস্কার, উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম জাতীয় আরও কিছু পুরস্কার বিজয়ী হয়েছেন, আমাদের সিনেমা কান ফেস্টিভালে গেছে ইত্যাদি ইত্যাদি।

আর বার্মাকে দেখুন। ওদের কেউ এভারেস্টে চড়েনি, ওদের ক্রিকেট বলে কিছু নেই, ফুটবলেও ওরা যা-তা, ওদের সিনেমারও কোনো খবর শুনিনি কখনো।

কিন্তু ওরা রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক চুল্লি বানাচ্ছে, রাসায়নিক অস্ত্র ইতিমধ্যে হয়তো মজুত করে রেখেছে, ওদের সেনাবাহিনীর অত্যাধুনিক অস্ত্র, বিমান, ড্রোন সবই আছে।

আপনি-আমি বিপুল বিক্রমে হাবিব-অমিতাভ রেজা-মেহজাবিনের পিছনে দৌড়েছি, ওদিকে বার্মিজরা আধুনিক অস্ত্র-শস্ত্রের জন্য রাশিয়া-ব্রিটেনের পিছনে দৌড়েছে।

আমরা যখন তামিম-সাকিবের সেঞ্চুরির জন্য মোনাজাত ধরেছিলাম, তখন বার্মিজরা উত্তর কোরিয়ার কাছ থেকে গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর টিপস নিচ্ছিল।

আমাদের সেনাবাহিনীকে যখন আমরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে উচ্চবেতনের ভাড়াটে সৈন্য বানাচ্ছিলাম, তখন বার্মিজ সেনাবাহিনী চীনের কাছ থেকে উচ্চতর যুদ্ধকৌশলের ট্রেনিং নিচ্ছিল।

এখন তাই বার্মিজরা বারবার আমাদের আকাশসীমায় এসে আমাদের কপালে হেগে-মুতে যাবে - এটাই স্বাভাবিক।

বারেবারে এইরকম লাত্থি খাওয়ার জন্য রেডি হও, বীর বাঙালি। তোমার সাকিব-জেমস-ফারুকী-মাহি কিংবা তোমার ডলারের গোলাম সেনাপতিরা তোমাকে এখন বাঁচাতে আসবে না।

কোর্টেসি: Sk Omar Rasel

মন্তব্য ২৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬

@বিসর্গ বলেছেন: বাস্তব সম্মত পোষ্ট।অনেকের কাছেই তিক্ত লাগবে কথাগুলো। আমরা আবেগের বাঙ্গালি । সবচেয়ে কাছে যা আছে তাই নিয়েই মাতামাতি করি । সবকিছুতেই ম্যাজিক দেখতে চাই।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

কূকরা বলেছেন: আহা এটা কি করছেন? বাংগালী জাতির চেতনার সস মাখা মেহজাবিনদের কোমর দোলানো-কাবাবের মধ্যে হাড্ডি ঢুকাইতে চাচ্ছেন কেন? এটা কি ধরনের অভদ্রতা !?

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬

শকুন দৃিষ্ট বলেছেন: বাংগালী নাকি বীরের জাতি, কবে তোমাদের ঘুম ভাংবে?

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১০

সেয়ানা পাগল বলেছেন: বাংলাদেশে গনতন্ত্র বলে একটা বস্তু আছে বলেই দিনরাত সরকারের মাইয়েরে বাপ করে তৃপ্তির ঢেকুর তুলছেন ! মিয়ানমারের মত স্বৈরতন্ত্র থাকলে ল্যাম্পপোস্ট এ ঝুলিয়ে দিত। তাই আপনার ভাগ্যকে ধন্যবাদ দিন।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬

উদুম্ভূত বলেছেন: বাংগালি তৃপ্তির ঢেকুরই তুলবে, আর কি করা।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৯

শকুন দৃিষ্ট বলেছেন: হুমম্‌, বাংলাদেশে ৫% গনতন্ত্র আছে - আর বাকী ৯৫% স্বৈরতন্ত্র। আর মিয়ানমারে সেটা ৬০% - ৪০%, কোনটা ভালো @সেয়ানা পাগল

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬

নতুন বলেছেন: বারেবারে এইরকম লাত্থি খাওয়ার জন্য রেডি হও, বীর বাঙালি। তোমার সাকিব-জেমস-ফারুকী-মাহি কিংবা তোমার ডলারের গোলাম সেনাপতিরা তোমাকে এখন বাঁচাতে আসবে না।

আমরা সভ্য আর ওরা অসভ্য.. মগদের সাথে নিজেকে তুলনা করে নিজের অপমান করবেনা।

আমি মায়ানমারের লোকের সাথে কাজ করেছি এখনো আমার কলিগ আছে মায়ানমারের....

আমরা ঐদের থেকে অনেক গুনেই ভালো আছি...

দেশে পরিবারতন্ত্র চলছে.... সেটা থেকে গনতন্ত্রে ফেরাতে পারলে আরো ভালো হবে...

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


জাতি পেছনে পড়ে গেছে বিশালভাবে; কিন্তু আপনি নিজেই পেছনে-টানাদের দলের লোক; আপনি খলীফা ওমরের অনুসারী: যাতে আমরা তাঁবুতে ফিরে যেতে পারি ও নাম লেখাও ভুলে যাই, যুদ্ধ করে বেড়াই; আমরা যেন বেদুইন হই!

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

শকুন দৃিষ্ট বলেছেন: মগরা অসভ্য ঠিকাছে, কিন্তু আমরা সভ্য???? কবে থেইকা @নতুন?

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

আল ইফরান বলেছেন: আকাশসীমা লঙ্ঘনের বিরুদ্ধে সবচাইতে হাই লেভেলের প্রতিকার হচ্ছে সেইটাকে গুলি করে নামিয়ে দেয়া, যেটা বাংলাদেশ চাইলেই করতে পারে।
কিন্তু আজকে বার্মার সামরিক সম্ভার নিয়ে পড়ে (প্রথম আলোর রিপোর্ট) এই ব্যবস্থার সম্ভাব্য প্রতিক্রিয়া কি হবে সেইটা নিয়ে চিন্তার কুল-কিনারা করতে পারলাম না।
তবে আমাদের দেশ এখনো তাদের থেকে অনেক দিকেই এগিয়ে আছে, এটলিস্ট শিক্ষা ও উন্নয়নের দিক থেকে।
আর শুধু সামরিক ক্ষমতা দিয়ে এই যুগে যুদ্ধ জয় করা যায় না।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০

কূকরা বলেছেন: চেতনার সস মাখা মেহজাবিনদের-কাবাব রক্ষা করার জন্য পাঁদগাজি এবং তার সাগরেদরা ঝাপিয়ে পড়েছে, বাচ্চালোগ তালিয়া বাজাও।

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

নতুন বলেছেন: শকুন দৃিষ্ট বলেছেন: মগরা অসভ্য ঠিকাছে, কিন্তু আমরা সভ্য???? কবে থেইকা @নতুন?


ভাই আমরা পুরাপুরি সভ্য হইতে পারিনাই এখনো কিছু বাংলাদেশী মাল্টিনিক বানায়া রাখে যাতে কমেন্ট করা যায..।

কূকরা আইডি বানায় যাতে যা ইচ্ছা বলা যায়...

শকুন দৃিষ্ট <<<
পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৩৯টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৮ বছর ৪ মাস
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ৪ জন

কূকরা
পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৭৩টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ১ মাস ১ সপ্তাহ
অনুসরণ করছি: ১ জন
অনুসরণ করছে: ০ জন

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

নতুন বলেছেন: আমাদের দেশে যদি দুই চাইরা হেলিকপ্টার ফেলে দিয় তারপরে যদি পুরা যুদ্ধ লাগে তবে ক্ষতি কার???

যুদ্ধ লাগানোর বুদ্ধি কুকরার মাথায় আসতেই পারে.... মানুষের মাথায় আসবেনা।

এখন ৫০০-১০০০ রোহিঙ্গা মারা গেছে...

কিন্তু যুদ্ধ লাগবে যে কয়েক লাখ মানুষ মারা যাবে.... আপনাদের ভারতে আশ্রয় নিতে হবে... মা/বোনদের ধষ`ন করবে মায়েনবামের বাহিনি তখন ব্লগ লিখবেন আর প্রতিবাদ করবেন।

যুদ্ধ তখনই করবো যখন মায়ানমান আমাদের অস্ত্যিত্যের জন্য হুমকি হয়ে দাড়াবে বা আমাদের আক্রমন করবে। যুদ্ধ বাধানো মানুষের কাজ না।

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

শকুন দৃিষ্ট বলেছেন: ৭ নং কমেন্টে বললেন "আমরা সভ্য" আর ১২ নং - এ বললেন "ভাই আমরা পুরাপুরি সভ্য হইতে পারিনাই"। ব্লগে তো আপনার বয়স অনেক। নিজেকে সভ্য দাবি করেন তবে কেন এই ডাবল স্ট্যান্ডার্ড?

- চিরন্তন হিপোক্র্যাট বাংগালীজাতি। এই আপনাদের জন্য বাংগালীজাতি আগামী ১০০ বছরেও সভ্য হবে কিনা সন্দেহ।

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা গর্ব করে বলি, যে কোন খারাপ গণতন্ত্রের চাইতেও সামরিক শাসন খারাপ...

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০২

নতুন বলেছেন: শকুন দৃিষ্ট বলেছেন: ৭ নং কমেন্টে বললেন "আমরা সভ্য" আর ১২ নং - এ বললেন "ভাই আমরা পুরাপুরি সভ্য হইতে পারিনাই"। ব্লগে তো আপনার বয়স অনেক। নিজেকে সভ্য দাবি করেন তবে কেন এই ডাবল স্ট্যান্ডার্ড?
- চিরন্তন হিপোক্র্যাট বাংগালীজাতি। এই আপনাদের জন্য বাংগালীজাতি আগামী ১০০ বছরেও সভ্য হবে কিনা সন্দেহ।


আমার বিশ্বাস ছিলো যে আমরা সভ্য জাতি.... তাই কইছিলাম আরকি...

কিন্তু যখন নিচে দেখলাম যে আমারই সহ ব্লগার মাল্টিনিক বানায় কমেন্ট দেবার জন্য.... তখন আমার ধারনা পাল্টাইয়া গেছে ভাইজান।

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: এই আশাহীন হলে বাঁচবেন কি করে?

১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩০

শকুন দৃিষ্ট বলেছেন:
আমার প্রশ্ন হইল:

১, সাকিব যদি বিশ্বের ২ নং প্লেয়ার না হইয়া ১ নং হয়, অথবা তামিম যদি সেরা ব্যাটসম্যান হয় তাইলে কি -
১/ক. আমাগো দেশে বেকারত্তের হার কমব?
১/খ. ঢাকার যানজট কমব? (অ: ট: সাকিব বিশ্বের ১ নং অলরাউন্ডার অথচ, গতকাল মো:পুর থেকে বনানী পৌছুতে পাক্কা সাড়ে তিন ঘন্টা সময় লাগল, জাতির কাছে জবাব আছে?)

২। আমরা ক্রিকেট বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে গিয়েছি, ধরেন আগামী কাপে ফাইনালে গেলাম, কাপও পাইয়া গেলাম তাইলে কি -
২/ক. আমৃকা তাগো দেশে আমাগো পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিবো?
২/খ. দেশের জিডিপি বাড়বো?

৩। মুসা পাহাড়ে(হিমালয়ে) উঠছে কি উঠে নাই তাতে কি বার্মা তার বাংলাদেশে ১ চক্কর(অবৈধ অনুপ্রবেশ) কম দিব? অথবা নিদেনপক্ষে, দেশে গৃহকর্তা/গৃহকত্রী কর্তৃক গৃহকর্মীদের উপর অত্যাচার কম হইব? ধর্ষন কমব?

এ প্রশ্নগুলোর জবাব কি?

১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৩

শকুন দৃিষ্ট বলেছেন:
স্বাধীনতার ৪৫ বছর পরও আমরা আজ কি অর্জন করেছি? বিশ্বের সব চেয়ে বড় পতাকা বানানো,সর্বোচ্চ সংখ্যক লোক দিয়া জাতীয় সংগীত গাওয়া, জাফর ইকবালীয় ড্রোন, এক ক্রিকেট আর হিরো আলম ছাড়া আমাদের আর কি অর্জন আছে? ৪/৫ দিন আগে ইউটিউবে লভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ এর একটি পর্ব দেখছিলাম। এক প্রতিযোগীকে বিচারক জিজ্ঞেস করেছিল- মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগীতায় আসছ কেন? সে বলছিল বিশ্বের কাছে বাংলাদেশকে আমি রিপ্যাজেন্ট করতে চাই।

যে রিপ্রেজেন্ট কথাটা এখনো উচ্চারণ করতে পারেনা সে বাংলাদেশকে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করতে আসছে।

মিডিয়ায় যাদের ব্যাকগ্রাউন্ড ও ট্যালেন্ট থাকেনা তারা মিডিয়ার কোন কোন প্রভাবশালীদের সাথে ওয়ান - টু খেলে মিডিয়ায় থিতু হতে চায়। কিন্তু, এরা মিডিয়ায় বেশি দিন টিকতে পারে না। তেমনি আমরা যদি নিজেদের অবকাঠামো ঠিক করতে না পারি, বহির্বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক না রাখতে পারি তাহলে ভারতের সাথে যতই ওয়ান টু খেলি না কেন বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়াতে পারব না।

কথায় কথায় বলি আমরা বীরের জাতি,প্রতিমাসে সীমান্তে ভারত গুলি করে আমাদের লোক মারে, আমরা তার কি জবাব দিতে পারি? আমাদের চেয়েও কম শক্তিশালী রাষ্ট্র নেপালের লোক ভারতীয় সৈন্য দ্বারা গুলিতে নিহত হলে সে দেশে সকল নাগরিক রাস্তায় নেমে প্রতিবাদ করে। ভারত জবাবদিহি করতে বাধ্য হয়।

আপনি কখনো চিন্তা করতে পারেন? বাংলাদেশে সীমান্তে হত্যা বন্ধ করার জন্য ভারতের বিরুদ্ধে একটি প্রতিবাদী মিছিল রাস্তায় নেমে করতে পারবেন। ভারতীয় সীমান্তে কিংবা মায়ানমারের বিমানে গুলি করতে না পারলেও এই প্রতিবাদী মিছিলে সরকার ঠিকই গুলি করতে পারব। বাংলাদেশ কেবল নিজেদের লোকদের বুকেই গুলি করতে পারে, আর এটা মায়ানমারও জানে।

২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৭

উদাস মাঝি বলেছেন: আপনি বরং তল্পি-তল্পা নিয়ে বার্মায় পার হয়ে যান ।

২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জোর যার মুল্লুক তার!

২২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩১

আরিফ রুবেল বলেছেন: সবই মোহ! সবই মায়া! হক মাওলা!

২৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

বারিধারা বলেছেন: লাত্থি উশটা খাওয়ায় বাংলাদেশের সুনাম বিশ্বব্যাপী। কর্মসংস্থান, বাণিজ্য, কূটনীতি - সবক্ষেত্রেই লাত্থি খাওয়াতে বাংলাদেশ প্রভূত সুনাম অর্জন করেছে। বাংলাদেশের এই দূরাবস্থা আগে ছিলনা। নামহীন পরিচয়হীন এক দীপুমনিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী বানানোর পর বাংলাদেশের ইমেজ সেই যে ডুবেছে - আর সহসা ওঠার কোন লক্ষণ দেখছিনা।

২৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯

মিথুন আহমেদ বলেছেন: কি বলেন, দীপুমণির মত সফল পররাষ্ট্র মন্ত্রী দেশে কেউ ছিল না, আসবেও না। :P
উনার মত ফ্লাইং রেকর্ডধারি পররাষ্ট্র মন্ত্রী বিশ্বে বিরল। :) :)

২৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

তিতাস৮১ বলেছেন: বারেবারে এইরকম লাত্থি খাওয়ার জন্য রেডি হও, বীর বাঙালি। তোমার সাকিব-জেমস-ফারুকী-মাহি কিংবা তোমার ডলারের গোলাম সেনাপতিরা তোমাকে এখন বাঁচাতে আসবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.