নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

আপনারও তো টাকার প্রয়োজন আছে, আপনি অল্পকরে দিন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৩



কয়েকদিন আগে এক মসজিদে রোহিঙ্গাদের জন্য টাকা উত্তোলনকালে সেই মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা একজন ভিক্ষুক তার ঝুলি থেকে এক মুঠ টাকা দান করে দিলেন!
.
যখন বলা হল, আপনারও তো টাকার প্রয়োজন আছে, আপনি অল্পকরে দিন।
.
ভিক্ষুক বললেন, "বাজান, আমার এক বেলা না খেলে কী ক্ষতি হবে? আমার অন্তত মাথা গুজার ঠাই তো আছে! দিনশেষে বস্তিতে গেলে গেদার মা এক গ্লাস ঠাণ্ডা পানি দিবে; কলিজা জুড়াইয়া যাবে। রোহিঙ্গাদের তো তাও নাই! গতকালের পত্রিকায় দেখলাম, কক্সবাজারে বৃষ্টি হয়েছে। মাথায় কালো একখান পলিথিন দিয়ে সেই বৃষ্টির মধ্যেই রোহিঙ্গারা বাচ্চা কোলে নিয়ে বসে আছে।
.
আমি তো কমই দিয়েছি। এই টাকা দিয়ে ওদের কতটুকু আর কাজ হবে!" বলেই তিনি হু হু করে কেঁদে দিলেন।
.
আমি আপনি কি সেই ভিক্ষুক থেকে কিছু শিক্ষা নিতে পারি না?

(লিখেছেন মাহবুবুর রশীদ মাহদি)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩১

মলাসইলমুইনা বলেছেন: আমরা খুবই পারি শিক্ষা নিতে | কিন্তু সমস্যাটা হলো আমরা প্রায় কেউই সেই শিক্ষাটা নিতেই চাইনা | খুব অল্প কিছু মানুষ ইতিহাসের শিক্ষার চাকাটা উল্টো দিকে ঘুরাতে চেষ্টা করে | আপনার এই ভিক্ষুক সেই অল্প আর ইউনিক একটা হিউমান গ্রূপে থাকবে |

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ত্রাণ তো লুটপাট শুরু হয়েও গেছে।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

সোহাগ সালেহ বলেছেন: এই ভিক্ষুকের কাছ থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত। কিন্তু সমস্যা হলো আমরা জাতি হিসেব অদ্ভুত। কারণ আমরা শিক্ষা নিতে নয়, শিক্ষা দিতে অভ্যস্ত!

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

স্বল্প বাঁধন বলেছেন: আসতে বলুন।প্রগতিশীল মানবেরা চেঁচিয়ে উঠবে।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


জাতি সংঘ, আমেরিকা, কানাডা টাকা দিচ্ছে, টাকা কোন সমস্যা নয়; জাপানী ও ইউরোপিয়ান টাকা আসার শুরু করবে শীঘ্রই; জামাত টাকা তুলছে আরব, আমেরিকা,কানাডা ও পুরো ইউরোপ থেকে।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫২

ওমেরা বলেছেন: আমার মনে হয় রোহিংগাদের জন্য সবারই সিমপ্যাথি আছে ।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: আমরা সারা জীবন শুধু শিখেই যাচ্ছি কিন্তু দুর্নীতির দিকে তাকালে এই শিক্ষা কোন কাজেই লাগে না।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঐ ভিক্ষুক নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলেছে কিন্তু আমরা বেশীরভাগই আরামে থেকে তাদের ব্যথা বুঝতে পারি না।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ী গোষ্ঠীর আয়ের উৎস হচ্ছে জনগণের কষ্টার্জিত অর্থ এবং বিদেশী অনুদান | গার্মেন্টসের শ্রমিকদের ঠিক মতো বেতন ভাতাদি না দিয়ে লাভের অর্থ বিদেশে পাচার করা এদের কাছে কোনো ব্যাপারই নয় | প্রবাসী শ্রমিকদের রেমিটেন্সের অর্থ দিয়ে শেয়ার মার্কেটে জুয়ার আসর বসিয়ে লুটপাট এই গোষ্ঠীই করে থাকে | এই অর্থ লিপ্সু চক্র অধীর আগ্রহে অপেক্ষা করে কোনো দূর্যোগ বা দুর্বিপাকের; যাতে দাতা দেশগুলো থেকে প্রচুর রিলিফ আসে এবং তা লোপাট করে দেয়া যায় | বর্তমান রোহিঙ্গাদের জন্য যে রিলিফ আসছে তার কতটুকু এই সকল Fake নব্য রোহিঙ্গা রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ী গোষ্ঠীর লোলুপ দৃষ্টি এড়িয়ে প্রকৃত রোহিঙ্গাদের কাছে পৌঁছবে তা আল্লাহই জানেন |

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৯

বারিধারা বলেছেন: সামনে শীত আসছে। আপনাদের অতিরিক্ত শীতের জামাকাপড় আলাদা করে রাখুন, ধুয়ে রোদে শুকান। এই কাপড় হাতে পেলে ওরা প্রাণ ভরে আপনার জন্য দোয়া করবে। জানেন তো, মজলুমের দোয়া আল্লাহ প্রায়োরিটি বেসিসে কবুল করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.