নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

ভোটের জন্য রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে বাংলাদেশ: তসলিমা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

বিতর্কিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেছেন। বলেছেন, ভোট পাওয়ার জন্য রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এ খবর দিয়েছে নয়াদিল্লি ভিত্তিক বার্তা সংস্থা এএনআই। খবরে বলা হয়, এক টুইটে এমন অভিযোগ তুলেছেন তসলিমা। টুইটারে তিনি লিখেছেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিচ্ছে মানবিক কারণে নয়, বরং ভোট পাওয়ার জন্য। তসলিমা এমন প্রশ্নও রাখেন যে রোহিঙ্গারা মুসলিম না হয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান বা ইহুদি হলে বাংলাদেশ তাদের আশ্রয় দিতো কিনা।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭

নতুন বলেছেন: উনি মনে হয় আলোচিত হবার জন্যই মন্তব্য দেয়.... X(

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


প্রথম ২ দিন রোহিংগাদের দেশে প্রবেশ করতে দেয়নি আওয়ামী লীগ সরকার; পরে মানুষের মনোভাব ও সামনের ভোটের কথা ভেবে শেখ হাসিনা রোহিংগাদের বিনা ঘোষণায় প্রবেশ করতে দেয়। তসলিমা সেটা অনুভব করেছে, খারাপ নয়, মোটামুটি

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

আবদুল মমিন বলেছেন: তাহলে তসলিমার উচিৎ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তাদের ভোট গুলা নিজ বাক্সে নেয়া , চড় নাই কুত্তি বাঘারাম ।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


@আবদুল মমিন ,

লিলিপুটিয়ানদের মতো ভাবছেন কেন, তসলিমা বা আপনি, কেহই রোহিংগাদের দেশে ঢুকতে দেয়ার কথা নয়, ভোট কারো বাকসে নেয়ার কথা নয়; বাচ্ছাদের মতো কথা বলার বয়স কি এখনো আছে?

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


"বিতর্কিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন "

-তসলিমা নাসরিন কি আপনার চোখেও বিতর্কিত? হাঁস মুরগীর ফার্মও কি গ্রামীন ব্যাংকের মতো নোবেল পাওয়ার পথে?

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

মলাসইলমুইনা বলেছেন: খুবই আধা টাইপের এনালাইসিস | রোহিঙ্গাদের জায়গা দিয়ে সরকার এখন ভালো কাজ করেছে ঠিকই | কিন্তু শুরুতে তাদের যে রোহিঙ্গা বিরোধী মনোভাব ছিল সেটাতো মুছে যাবার না | আর তারজন্য নিরীহ মুসলিম একদল মানুষের যে কি যন্ত্রনা পোহাতে হলো সেটা ভুলে যাওয়া সম্ভব নয় সহজেই | শুরুতে রোহিঙ্গা বিষয়ে মন্ত্রী,নেতা, আতি নেতা, পাতি নেতা থেকে শুরু করে ম্যায় প্রধানমন্ত্রী পর্যন্ত যে সব বক্তব্য দিয়েছেন সেগুলোও মানুষের মনে থাকার কথা ভোটের সময় | রোহিঙ্গা বিদ্রোহী দমাতে মায়ানমার সরকারের বর্বর সেনাবাহিনীর সাথে যৌথ অভিযান চালাবার মতো অবিশ্বাস্য বালখিল্য প্রস্তাবওতো এই সরকারেরই দেওয়া | এগুলো কি মানুষ ভুলে যাবে সহজেই ?

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

নিরাপদ দেশ চাই বলেছেন: শেখ হাসিনা কেন লাখ লাখ রোহিঙ্ঢুগা ঢুকতে দিচ্ছেন সেটা আসলেই পরিস্কার নয়। নিজ দেশে যারা গুম খুনের রাজনীতি করেন তারা কতটা মানবিক সেটা ভালই জানা আছে। আর আন্তর্জাতিক রাজনীতিতে মানবিকতার পরিসীমা নিজ দেশের সীমান্ত পর্যন্ত এর বাইরে নয়। সেখানে লাখ লাখ রোহিঙ্গাকে ঢুকতে দিচ্ছে আবার প্রতিদিন ক্যম্পে শয়ের কাছাকাছি বাচ্চা জন্ম নিচ্ছে। এই বিশাল জনগোষ্ঠীকে যদি ফেরত না পাঠানো যায় তবে আমাদের দেশের ভবিষ্যত পরিস্থিতি কী দাড়াবে? মৌখিক আবেগ, মানবিকতা ফেসবুক , ব্লগে লিখতে বা দেখতে যত ভাল লাগে বাস্তবে সেটা বাস্তবায়ন সহজ কোন ব্যপার না।তাই তসলিমার কথা একদিকে ঠিক আছে। তবে আরেকটা কারন হতে পারে নোবেল পুরস্কার লাভ। হাজার কোটি টাকা লুটপাঠ করেও যদি এই উসিলায় একটা নুবেল পাওয়া যায় তবে মন্দ কি। চৌদ্দ কোটি দরিদ্রের সাথে আর দশ লাখ যোগ দিলে অসুবিধা কি? দেশ নিয়েতো তাদের কোন মাথাব্যথা কোনকালেই নেই।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

ভুয়া মফিজ বলেছেন: ছবির ভদ্রলোককে চেনা চেনা লাগে! তসলিম না কি যেন নাম.......... =p~

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

হাফিজ হুসাইন বলেছেন: @ চাঁদগাজি সাহেব।
সবকিছুতেই যদি ভোট আর রাজনীতি খুজি তবে মানুষ হিসেবে আমরা অধমই রয়ে গেলাম। রোহিঙ্গারা আমাদের ভাই।তারা আমাদেরই বোন। আল্লাহর রাসূল (সাঃ) এর কথায়, "মুসলিম জাতি একই সত্বা"।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

উম্মু আবদুল্লাহ বলেছেন: রাজনৈতিক দল সাধারন মানুষের অনুভূতিকে গুরুত্ব দেবে এটাই তো স্বাভাবিক। ভিন ধর্মী হলে দিতো কিনা? মনে হয় দিত। শান্তি চুক্তি করাটা এক্ষেত্রে প্রমান হতে পারে। তবে মুসলিম হওয়াটা শরনার্থীদের আশ্রয় লাভকে সহজ করে দিয়েছে।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তসলিমা নাসরিনের এই মন্তব্য খুবই দুঃখজনক।

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৪

জগতারন বলেছেন:
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তসলিমা নাসরিনের এই মন্তব্য খুবই দুঃখজনক।
তসলিমা নাসরিন অভিশপ্ত, বিতারিত এক পতিতার নাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.