নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

দুই দিনের সফর

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

পালিশ করা চামড়া
তীব্র দৃষ্টিতে তাকানো
ভ্রু কুঁচকিয়ে কঠিন ভাবে পয়সার হিসাব নেয়া
কঠোর দুনিয়াদার

এককালে দুগ্ধপানকারী এক শিশুর খোসায়
আটকানো ছিল তার আত্মা
পৃথিবীর আলো এবং বাতাসের জন্য
তাকে কর দিতে হয় নাই

যখন শরীরে আসল তাকত
মগজে চিন্তাশক্তি হল পরিপূর্ন
ন্যায়-অন্যায়ের পা্ল্লায়
একটু এদিক-ওদিক মেনে নিলেই
অনেক লাভ লোকসানের হিসাব বুঝে ফেলল
তখন থেকে তাকে আর পায় কে?

কিন্তু বেকুব এই মনুষ্য শাবক
ভুলে থাকে এক চিরন্তন পরিনতির কথা
নিজে ভূলে থাকে, এমনকি
অন্যদেরও মনে করতে দেয় না

কারণ, মনে করলেই মজাদার কাবাবের মধ্যে
তিক্ত এক হাড্ডির অস্তিত্ব অনুভুত হয়
অথচ, সেই তিক্ত পরিনতি
তাকে আস্বাদন করতেই হবে

আজ অথবা দুই দিন পরে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০

অর্থনীতিবিদ বলেছেন: সুন্দর।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: দুইদিনের এই দুনিয়া !

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা উপহার দিয়েছেন ভাই, ভালো লাগলো কথামালা।

শুভকামনা রইল কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.