নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়াকে ঘৃণা করার কারণ

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৯

সদ্য স্বাধীন দেশ বাংলাদেশ।যুদ্ধ বিধ্বস্ত দেশে দরকার টাকা,প্রয়োজনীয় জ্বালানী সম্পদ।বঙ্গবন্ধু তাই চিন্তা করলেন সমুদ্রে জ্বালানী অনুসন্ধানের।আন্তজার্তিক টেন্ডার ডাকা হলে কাজ পেলে ইউরোপের এক কোম্পানি।এতে যথারীতি প্রতিবেশী রাষ্ট্র ভারত ক্ষুদ্ধ হলো।কত বড় সাহস! পুচকে দেশ আমাদের হটিয়ে ইউরোপকে কাজ দেয়।ইউরোপিয়ান কোম্পানি যথারীতি অনুসন্ধান এর জন্য কিছু যন্ত্রপাতি স্থাপন করে সুন্দরবনের কিছু অদূরে বরগুনাতে।কিন্তু রাতের আধারে চোরের মতো ভারতীয় নৌবাহিনীর দুটি গানবোট প্রকৌশলীদের উঠিয়ে নিয়ে যায় এবং বিস্ফোরক দিয়ে রিগ ভেঙ্গে দেয়।
এই খবর শুনে যথারীতি বঙ্গবন্ধু ক্ষুদ্ধ হন।তিনি ইন্ডিয়ার রক্তচক্ষু উপেক্ষা করে বন্ধুত্বের ডাইভারসিটি করেন এবং লাহোর গমন করেন।এবং নৌ শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আগস্টে দুটি ফ্রিগেট কেনার চুক্তি করেন।হয়তো এই কারনেই বঙ্গবন্ধু হত্যার পর দূত পাঠিয়ে মোশতাককে মৌন সমর্থন ও দুই খুনিকে আশ্রয় দেয় ইন্ডিয়া।


(সূত্র:Indo-bangla relation,বঙ্গবন্ধু হত্যাকান্ডের দলিলপত্র-অধ্যাপক আবু সাইয়িদ)
সংগ্রহ-‎Shofiul Haque (BGDF)

কৃতজ্ঞতা: ফরহাদ হাসান

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৪

আবু তালেব শেখ বলেছেন: বংগবন্ধুর নীতি সবসময়ই প্রসংশিত ছিল।
বর্তমানে যে নীতিতে চলছে আর কি বলমু

৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

করুণাধারা বলেছেন: ভাল লিখেছেন।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কি আর বলব! এমন এক প্রতিবেশী পেলাম আমরা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.