নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ কেন ইন্ডিয়ার শত্রু রাষ্ট্র???

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩২

আমার মতামত দিচ্ছি। আপনাদেরটাও দেন যদি কোনটা বাদ থাকে।

১. বাংলাদেশ শত্রু রাষ্ট্র কারন বাংলাদেশ ইন্ডিয়ার কথা না শুনে চীনের কাছ থেকে মিং ক্লাস সাবমেরিন কিনেছে। বহু চেষ্টা তদবির করেও লাভ হয়নায়।

২. বংগবন্ধু স্যাটেলাইট পাঠানোর আগে ইন্ডিয়া প্রেশার দিয়েছিল যাতে আমরা স্যাটেলাইট না পাঠায়। কিন্তু বাংলাদেশ তার সিদ্ধান্তে অটল থাকে। এরপর ইন্ডিয়া অনেক কিছু ছাড় দিয়ে কইছে, তোদের পাঠানো লাগবে না আমাদেরটা ব্যাবহার করিস। তাও শোনেনি। এরপর কইছে যদি পাঠাতেই হয় তাইলে আমাদের দায়ীত্ব দে, আমরা পাঠায় দিমু। কিন্তু খ্রাপ বাংলাদেশ ফ্রান্সের সাথে চুক্তি করছে। দিশেহারা ভারত বলছে ভাই, তোরা থাম। আমরা সার্ক স্যাটেলাইট পাঠাইতেছি। তোরা বিনা মুল্যে ব্যাবহার করিস। বাংলাদেশ কইছে অতি উত্তম প্রস্তাব। তবে আমাদের মোট ৩ টা স্যাটেলাইট লাগবে। তাই সার্ক স্যাটেলাইটের সাথে আমরা আছি এবং বংগবন্ধু স্যাটেলাইট ও চলবে। উল্লেখ্য বংগবন্ধু স্যাটেলাইট এই অঞ্চলের সব থেকে শক্তিশালী স্যাটেলাইট হবে। ৪০ টা ট্রান্সপন্ডার থাকবে। পুরা ইন্ডিয়া কাভার তো করবেই সাথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ভিয়েতনামো আমাদের আওতায় আসবে। এডা কিছু হইলো কন?

৩. পরমাণু প্রকল্প হাতে নেওয়া। ইন্ডিয়া চাইছিল তাদের সাহায্যে এটা করতে। কিন্তু করেছি রাশিয়ার সাথে। যদিও পরে অনেক কাহীনি করে এই প্রকল্পে যুক্ত হয়েছে তারা।

৪. পায়রা বন্দর ইন্ডিয়া, চীন সহ অনেক দেশ চাইছিল করে দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশ কি করল? $২২ বিলিয়নের পুরা প্রজেক্ট খন্ড খন্ড করে, কিছু অংশ চীন, সামান্য অংশ ইন্ডিয়া, কিছু ব্রিটিশ, আর নেদারল্যান্ডের ভেতর বন্টন করে দিল। বলেন কার মেজাজ ঠিক থাকে?

৫. ২০০৮ -০৯ পর্যন্ত ইন্ডিয়া ছিল বাংলাদেশের সব থেকে বড় ট্রেড পার্টনার। আর এখন???? চীন। শত্রু হবে না ক্যান কন?

৬. ক্রমান্বয়ে হটাৎ করে বাংলাদেশ অস্ত্র আমদানি বাড়ায় দিছে। চীনের আর্মস এক্সপোর্ট মার্কেটের দ্বিতীয় বৃহৎ পার্টনার হয়ে গেছে বাংলাদেশ। অথচ বন্দু দেশ হিসাবে তারা বার বার অস্ত্র বেচতে চাইল, কিন্তু বাংলাদেশ কিনল না? এটা কি ঠিক হইছে আপনারাই বলেন?

৭. বন্দু রাষ্ট্র হিসাবে তারা তো হিসাবে ফ্রিতেই পায় সব। কিন্তু সব বড় বড় প্রকল্প চীনকে দেওয়ার মানেটা কী? বিলিয়ন ড়লারের প্রকল্প কিন্তু তাদের প্রতিষ্ঠান কাজ পাচ্ছে না। প্রতিবেশির হক আদায় করেনি বাংলাদেশ।

৮. ট্রানজিট দিছে তো কি হইছে? এটা তো তাদের অধিকার। শুধু বাংলাদেশ নেপালে এক্সেস চাইছে সেটা না।

৯. চীনের অন বেল্ট অন রোড প্রকল্পে বাংলাদেশ ক্যান জড়াবে? শুধু জড়ায়নি, শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে। বাংলাদেশ বলছে এটা তাদের ট্রেডের জন্য গুরুত্বপূর্ণ। এটা কোন যুক্তি হইলো। পররাষ্ট্র সচিব কে দিল্লিতে নিয়ে কত কথা শুনায় দিল তাও লাভ হইল না। শত্রু ছাড়া এমন করে কেউ?

বি:দ্র: আরো অনেক আছে। সব লেখা সম্ভব হইনি।

শিক্ষা: দেশ বেচে দিছে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪০

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: তথ্য গবেষণাগুলো কিন্তু চমৎকার!

২| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪০

গেম চেঞ্জার বলেছেন: দেশ বেচাকেনা থিওরিগুলা ফালতু। আরো ফালতু হইল একচোখা দৃষ্টিভঙ্গি!

৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

শাহিন-৯৯ বলেছেন: ভারতের কাছ থেকে অস্ত্র কিনলে তা দিয়ে পাখি মারা যাবে।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৮

রাতুল_শাহ বলেছেন: আরো অনেক সময় করে লিখেন।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

আবু তালেব শেখ বলেছেন: ভাল যুক্তি

৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:



তা'হলে বর্তমান সরকার সঠিক সঠিক পদক্ষেপ নিচ্ছে; বিএনপি এলে এগুলো উল্টায়ে দেবে, তাদের আসতে দেয়া ঠিক হবে না, কি বলেন?

৭| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যুক্তি আছে বটে...

৮| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:৫০

সামিউল ইসলাম বাবু বলেছেন: বাহ! ভালোলাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.