নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

জনপ্রশাসনে চলছে অরাজক পরিস্থিতি, সেথায় ঘোড়ার আগে ছুটছে গাড়ি!!

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৮

প্রজাতন্ত্রের অন্য সব ক‍্যাডার, নন-ক‍্যাডারে যখন নিয়মতান্ত্রিক বাধ‍্যবাধকতার কারণে শুন‍্যপদের অতিরিক্ত একজনকেও পদোন্নতি দেয়া হচ্ছে না তখন প্রশাসন ক‍্যাডারে চলছে অনিয়মতান্ত্রিক পদোন্নতির জোয়ার! এই ক‍্যাডারে বিদ‍্যমান ১২১ টি পদের বিপরীতে অতিরিক্ত সচিব এখন ৫৬২ জন। অর্থাৎ চেয়ার থাকবে না ৪৪১ জন অতিরিক্ত সচিবের।

চেয়ারবিহীন এসব অতিরিক্ত সচিবের অনেকেই উপ-সচিব, যুগ্মসচিব হিসেবে অসম্মানজনকভাবে কাজ করবেন, অনেকেই ক্ষমতার দাপটে প্রকৌশল, ডাক্তারীর মত কারিগরি সংস্থাসহ দেশের বিভিন্ন সংস্থার শীর্ষ পদগুলো দখল করবেন। শুধু দখল করেই ক্ষান্ত হবেন না, কারিগরি জ্ঞানহীন এসব কর্মকর্তা রীতিমতো প্রকৌশল, ডাক্তারী বিদ‍্যার পন্ডিত সেজে জ্ঞান বিতরণ করবেন! এতে করে লাভবান হবেন শুধুই এসব কর্মকর্তা কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি হবে জনগণের, দেশের। আর এই ক্ষতিকর কাজে সফলভাবেই নেতৃত্ব দিচ্ছে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়! অনিয়মের রাশ টেনে ধরার দায়িত্ব যে মন্ত্রণালয়ের সেই মন্ত্রণালয়ই অনিয়মকে এভাবে উৎসাহিত করছে। এই মন্ত্রণালয়ে যেন ঘোড়ার আগেই গাড়ি ছুটে! সত্যিই, অদ্ভুত উটের পিঠে ছুটছে স্বদেশ!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: হুম।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

আমি তনুর ভাই বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.